Enjoy with Bong Kaif

  • Home
  • Enjoy with Bong Kaif

Enjoy with Bong Kaif কি আনন্দ দেখিয়া গো নভে
নবীন চাঁদের উদয় �
মায়ায় মায়ায় যাক না জন্ম
যদি আরেক জন্ম সত্যি হয়।�

14/07/2024

প্রকৃতির টান,,,,,,
ভাগীরথীর কূলে,সেই প্রাচীন কয়েকশো বছর পুরনো বটগাছ,যেখানে অনেক পাখির বসবাস,ঝিঝি পোকার ডাক, জলের কলকল শব্দ,কোকিলের কুহুতান, আর আমার বন্ধুর খুশিতে আত্মহারা হয়ে নাচতে থাকা ঝুলতে থাকা,কেউ কোথাও নেই, সূর্য যখন মধ্যগগনে আমরা তখন গাছের নীচে দুটি প্রানী যেন কোথায় হারিয়ে গেছি।

জাহ্নবীর কূলে, আমার প্রিয় উপন্যাসের রাজ্য থেকে ঘুরে আসলাম,প্রিয়বন্ধু টাকে সঙ্গে করে, আমার একটা  প্রিয় জায়গায়।
14/07/2024

জাহ্নবীর কূলে, আমার প্রিয় উপন্যাসের রাজ্য থেকে ঘুরে আসলাম,প্রিয়বন্ধু টাকে সঙ্গে করে, আমার একটা প্রিয় জায়গায়।

বৃষ্টি আসার আগের মূহুর্ত.....💭
03/07/2024

বৃষ্টি আসার আগের মূহুর্ত.....💭

.....পরের জন্মে সমুদ্র হবো, কিনারা শেষে মিলবে আকাশ, প্রেম হবে মেঘের সাথে। 😍
01/07/2024

.....পরের জন্মে সমুদ্র হবো, কিনারা শেষে মিলবে আকাশ, প্রেম হবে মেঘের সাথে। 😍

জগন্নাথ মন্দির দর্শন,,,,,,, 🛕
29/06/2024

জগন্নাথ মন্দির দর্শন,,,,,,, 🛕

26/06/2024

সমুদ্র আমার আবেগ,আমার ভালোবাসা, আমার টান।মন খুলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জায়গা। খোলা আকাশের নীচে, বালির বীচে দাঁড়িয়ে প্রাণ ভরে যায়, সমুদ্রের সফেন ফেনার দিকে তাকিয়ে যেন মন কেমন হয়। সংসারের জ্বালায় উদবিগ্ন, উচাটন মনকে শীতল করে দেয়। সমুদ্র দেখার পর সরে যায় মন থেকে সমস্ত পাপ, নোনা জলে স্নানের পর হয়ে উঠি বিশুদ্ধ, যেন ঘুচে যায় সমস্ত পাপ। সমুদ্রের ঢেউয়ে যেন দুলিয়ে তোলে হৃদয়, ভুলে যায় সমস্ত কিছু, অবিরত তাকিয়ে থাকি। ঢেউ আসে ঢেউ চলে যায় যাওয়ার সময় আমায় কেন নিয়ে যায় না ফিরেয়ে কেন দেয়। পৃথিবীর এক অসাধারন অলৌকিক মায়ার মাঝে তুমি আমার আর এক মায়া,তুমি সত্যিই রহস্য। তোমারে গায়ে মেখে তোমার ঢেউয়ে চেপে, তোমার বালির বালুকায় নিজেকে উড়িয়ে দিয়ে মত্ত হয়েছি। তুমি সত্যিই নেশা সাগর, তোমার ওই নীল জল আর সফেন ফেনায় আমাকে মাতাল করে তুলে। আমি মত্ত আমি মত্ত তোমারে পেয়ে, আমি ধন্য, ধন্য আমার জীবন, পূর্ন আমার জীবন।

23/06/2024

উদয়গিরি পাহাড়ের দৃশ্য।

উদয়গিরি,খন্ডগিরি,,,,🏔️⛰️উদয়গিরি,খন্ডগিরি পাহাড় দুটি ভুবেনেশ্বর শহরের নিকট  অবস্থিত। এই পাহাড়ের সবথেকে আর্কষণীয় বিষয় হলো,...
23/06/2024

উদয়গিরি,খন্ডগিরি,,,,🏔️⛰️
উদয়গিরি,খন্ডগিরি পাহাড় দুটি ভুবেনেশ্বর শহরের নিকট অবস্থিত। এই পাহাড়ের সবথেকে আর্কষণীয় বিষয় হলো, পাহাড়ের গায়ে গুহা গুলো। উদয়গিরি পাহাড়ে রয়েছে ১৮টি গুহা, এবং খন্ডগিরি পাহাড়ে রয়েছে ১৫ টি গুহা, প্রত্যেক গুহার আবার নামকরণও করা হয়েছে ; তবে কিছু গুহা আবার নামহীনও রয়েছে। খন্ডগিরির উপরে গড়ে উঠেছে মন্দির।

এই পাহাড় দুটি পাশাপাশি অবস্থান করেছে এবং মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। পাহাড় দুটির গুহা গুলি কিছুটা প্রাকৃতিকভাবে সৃষ্টি ও কিছুটা কৃত্রিমভাবে বলে মনে করা হয়। এই পাহাড় দুটিকে হাতিগুম্ফ শিলা- লিপিতে কুমারী পর্বত নামে চিহ্নিত করা হয়েছে। এই পাহাড়ের গুহা গুলো কলিঙ্গরাজ খারবেলের সময়- কালে জৈন সাধুগনের আস্তানা হিসেবে ব্যবহার করা হতো বলে ধারণা করা হয়। এই পাহাড়ের আশেপাশে রয়েছে অসংখ্য গাছপালা এবং নানান ধরনের পাখি, হনুমান ও বানরের সমাগম। এছাড়া এই পাহাড়ের সবথেকে উঁচু থেকে পুরো ভুবনেশ্বর শহরকে সুন্দরভাবে দেখা যায়।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Enjoy with Bong Kaif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share