26/06/2024
সমুদ্র আমার আবেগ,আমার ভালোবাসা, আমার টান।মন খুলে শ্বাস-প্রশ্বাস নেওয়ার জায়গা। খোলা আকাশের নীচে, বালির বীচে দাঁড়িয়ে প্রাণ ভরে যায়, সমুদ্রের সফেন ফেনার দিকে তাকিয়ে যেন মন কেমন হয়। সংসারের জ্বালায় উদবিগ্ন, উচাটন মনকে শীতল করে দেয়। সমুদ্র দেখার পর সরে যায় মন থেকে সমস্ত পাপ, নোনা জলে স্নানের পর হয়ে উঠি বিশুদ্ধ, যেন ঘুচে যায় সমস্ত পাপ। সমুদ্রের ঢেউয়ে যেন দুলিয়ে তোলে হৃদয়, ভুলে যায় সমস্ত কিছু, অবিরত তাকিয়ে থাকি। ঢেউ আসে ঢেউ চলে যায় যাওয়ার সময় আমায় কেন নিয়ে যায় না ফিরেয়ে কেন দেয়। পৃথিবীর এক অসাধারন অলৌকিক মায়ার মাঝে তুমি আমার আর এক মায়া,তুমি সত্যিই রহস্য। তোমারে গায়ে মেখে তোমার ঢেউয়ে চেপে, তোমার বালির বালুকায় নিজেকে উড়িয়ে দিয়ে মত্ত হয়েছি। তুমি সত্যিই নেশা সাগর, তোমার ওই নীল জল আর সফেন ফেনায় আমাকে মাতাল করে তুলে। আমি মত্ত আমি মত্ত তোমারে পেয়ে, আমি ধন্য, ধন্য আমার জীবন, পূর্ন আমার জীবন।