20/07/2025
"২০২৪ সালের ১৯শে জুলাই, কোটা সংস্কার আন্দোলনে অংশ নিয়েছিলাম, যেখানে আমি গুলিবিদ্ধ হই। সেই দিনের ভয়াবহতা আজও আমার মনে গেঁথে আছে। দেশের জন্য কিছু করতে গিয়ে আহত হয়েছি, এটা ভেবে গর্ব হয়। তবে, যারা সেদিন আমাদের উপর গুলি চালিয়েছিল, তাদের প্রতি ঘৃণা আজও একইরকম আছে।"
কিন্তু যখন আমি গুলিবিদ্ধ হয়েছি তারপরে আমার সার্বিক সহযোগিতা ও খোঁজখবর নিয়েছিলেন বিশেষ করে আহাম্মেদ মনির ভূঁইয়া কাকা
এবং Prince Jahangir ভাই।।।
যদি কখনো আবারো প্রয়োজন হয়। দল ও দেশের মানুষের জন্য যদি আবারো কোনদিন রাজপথে নামতে হয় আমি প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ ✊🤲
কিন্তু আরেকটা কথা দুঃখের সাথে বলতে হয়।
দল ও সরকারিভাবে কোন সহযোগিতা পায়নি আমি। কেউ এটা নিয়ে মনে হয় আলোচনা করে নাই
আর যদি আমি মারা যেতাম তখন কিন্তু তখন ঠিকই সবাই আমার লাশ নিয়ে ব্যবসা করতো😭😔