06/07/2025
হাবিপ্রবিতে শিক্ষার্থীদের কমন ইন্টারেস্ট নিয়ে কাজ করার মতো কোন নেতৃত্ব নাই৷ এর ফলশ্রুতিতে শিক্ষার্থীরা বিভিন্ন সমস্যাই পরে৷ এছাড়াও শিক্ষার্থীরা কতটুকু তাদের প্রাপ্য অধিকার নিয়ে সচেতন এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ আবাসন সমস্যা, মেডিক্যাল সেন্টারের দূরাবস্থা, শিক্ষার্থীদের নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা না থাকা, পর্যাপ্ত ক্লাস রুমের অভাব, শিক্ষক সংকট ইত্যাদি। একজন শিক্ষার্থীর মৌলিক অধিকার গুলো দিতেও কোন কোন ক্ষেত্রে হাবিপ্রবি প্রশাসন ব্যর্থ৷ কিছু সমস্যা জাতীয়ভাবে সমাধান করতে হবে এটা ঠিক তবে যেই সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসন সমাধান করতে পারবে সেই সমস্যা সমাধানেও তারা আন্তরিক না৷ স্বাস্থ্য বিমা এবং ছাত্র সংসদের নামে কোটি টাকা লোপাট করেছে বিগত ফ্যাসিস্ট প্রশাসন৷ প্রশাসনের কাছে কোন যৌক্তিক দাবী উত্থাপন করা হলে - বাস্তবায়নে এতো সময় লাগে পরবর্তীতে ভুলে যেতে হয় যে কোন দাবী উত্থাপিত হয়েছিল!
উপরোক্ত সমস্যা গুলোর সমাধান-শিক্ষার্থীদের সচেতনতা এবং কমন নেতৃত্ব তৈরি৷ কমন নেতৃত্ব তৈরির কার্যকর পদ্ধতি ছাত্রসংসদ নির্বাচন৷ ছাত্রসংসদ নির্বাচনের মাধ্যমে সমস্যা গুলো কিছুটা হলেও লাঘব হবে আশা করি৷
অবিলম্বে ছাত্রসংসদ নির্বাচন চাই৷
ছাত্রসংসদের "প্রস্তবনা এবং কাঠামো" হাবিপ্রবি প্রশাসন চাইলে আমরা দিতে পারি৷
Ahmmd Mohit, Planning Secretary, HSTU Shibir.