DipAnkar Baroi

  • Home
  • DipAnkar Baroi

DipAnkar Baroi I am Dipankar, I`m professional Web Developer & Graphics Design expert working as a full time freelancer.

🛡 হ্যাকিং থেকে বাঁচার দৈনিক চেকলিস্ট
13/08/2025

🛡 হ্যাকিং থেকে বাঁচার দৈনিক চেকলিস্ট

09/08/2025

হ্যাকিং শিখে কিভাবে ইনকাম করা যায় How to earn money by learning hacking

06/08/2025

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Sandeep Shyodanpuriya, Habiba Radwan, Rakibul Islam, Antonio Tuttifatti

ম্যালওয়্যার অ্যানালাইসিস লার্নিং রোডম্যাপ (বাংলা)🔹 ১ম মাস: বেসিক ও স্ট্যাটিক অ্যানালাইসিস✅ লক্ষ্য: নিরাপদ ল্যাব সেটআপ ও ...
04/08/2025

ম্যালওয়্যার অ্যানালাইসিস লার্নিং রোডম্যাপ (বাংলা)

🔹 ১ম মাস: বেসিক ও স্ট্যাটিক অ্যানালাইসিস

✅ লক্ষ্য: নিরাপদ ল্যাব সেটআপ ও ম্যালওয়্যার ফাইল স্ট্রাকচার বোঝা

📌 শেখার বিষয়ঃ

VirtualBox/VMware দিয়ে স্যান্ডবক্স তৈরি

Windows Internals (Process, Services, Registry)

Assembly Language বেসিক (x86/x64)

Static Analysis Tools ব্যবহার

🛠️ টুলসঃ

VirtualBox বা VMware

PEiD

Strings

PEview

---

🔹 ২য় মাস: ডাইনামিক অ্যানালাইসিস

✅ লক্ষ্য: ম্যালওয়্যারের আচরণ পর্যবেক্ষণ ও লগ তৈরি

📌 শেখার বিষয়ঃ

Process Monitoring

File System ও Registry Changes

Network Traffic Analysis

Sandbox Analysis

🛠️ টুলসঃ

Process Monitor

Process Explorer

Wireshark

Regshot

Cuckoo Sandbox

---

🔹 ৩য় মাস: অ্যাডভান্সড অ্যানালাইসিস ও রিভার্স ইঞ্জিনিয়ারিং

✅ লক্ষ্য: ডিবাগিং, Payload Extraction, Anti-Debugging বাইপাস

📌 শেখার বিষয়ঃ

OllyDbg/x64dbg দিয়ে কোড স্টেপ-বাই-স্টেপ রান করা

IDA Pro বা Ghidra দিয়ে Disassembly

Rootkit ও Kernel-level Malware বোঝা

YARA Rules লেখা এবং IOC তৈরি

🛠️ টুলসঃ

x64dbg

OllyDbg

IDA Free

Ghidra

YARA

04/08/2025

বর্তমানে যদি ফ্রিল্যান্সিং ছেড়ে গরুর ফার্ম দেওয়ার চিন্তা একবারও মাথায় না আসে,
তাহলে ভাই আপনি এখনো আসলে ফ্রিল্যান্সারই হন নাই।
🐄💻

স্টেপ-বাই-স্টেপ এথিকাল হ্যাকিং শেখার রোডম্যাপ তৈরি করলাম—🥇 Step 1: বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং জ্ঞান🔹 OS: Windows & Li...
01/08/2025

স্টেপ-বাই-স্টেপ এথিকাল হ্যাকিং শেখার রোডম্যাপ তৈরি করলাম—

🥇 Step 1: বেসিক কম্পিউটার ও নেটওয়ার্কিং জ্ঞান

🔹 OS: Windows & Linux (Linux বেশি দরকারি)
🔹 নেটওয়ার্কিং:

TCP/IP

Subnetting

DNS, DHCP

HTTP/HTTPS

VPN, Proxy
🔹 Tools: VirtualBox বা VMware (Virtual Lab তৈরি করতে)

🥈 Step 2: প্রোগ্রামিং বেসিকস

🔹 Python → সিকিউরিটি স্ক্রিপ্টিং, অটোমেশন
🔹 Bash Scripting → Linux command automation
🔹 JavaScript / PHP → ওয়েব হ্যাকিং বুঝতে
🔹 SQL → SQL Injection টেস্ট করতে

🥉 Step 3: অপারেটিং সিস্টেম সিকিউরিটি

🔹 Linux Security (Ubuntu/Kali Linux)
🔹 Windows Privilege & Active Directory Basics
🔹 File Permissions, User Management

🏅 Step 4: সাইবার সিকিউরিটি ফান্ডামেন্টালস

🔹 Cryptography Basics (Hashing, Encryption)
🔹 Firewalls, IDS/IPS
🔹 Malware Types & Attack Vectors
🔹 OWASP Top 10 Vulnerabilities

🥇 Step 5: হ্যাকিং ও সিকিউরিটি টুলস শিখুন

🔹 Nmap → Network Scanning
🔹 Metasploit → Exploitation Framework
🔹 Burp Suite → Web Application Testing
🔹 Wireshark → Traffic Analysis
🔹 Hydra, John the Ripper → Password Attacks

🏆 Step 6: পেনেট্রেশন টেস্টিং (Practical Hacking)

🔹 Reconnaissance → Target Info Gathering
🔹 Scanning → Network & Service Detection
🔹 Exploitation → Vulnerability Exploitation
🔹 Post-Exploitation → Privilege Escalation
🔹 Reporting → Findings Document করা

Practice Platforms:

Hack The Box

TryHackMe

VulnHub

🥇 Step 7: সার্টিফিকেশন

🔹 CEH (Certified Ethical Hacker)
🔹 OSCP (Offensive Security Certified Professional)
🔹 CompTIA Security+ (Fundamentals)

🚀 Step 8: Advanced Topics

🔹 Mobile App Hacking
🔹 Cloud Security (AWS, Azure)
🔹 IoT & Network Device Security
🔹 Red Teaming & Blue Teaming

🔥 প্র্যাকটিস টিপ: সবসময় একটি ভার্চুয়াল ল্যাব বা স্যান্ডবক্স মেশিনে প্র্যাকটিস করবেন। কখনোই অনুমতি ছাড়া রিয়েল সিস্টেমে হ্যাকিং চেষ্টা করবেন না।

আপনি চাইলে আমি প্রতিটি স্টেপের জন্য ফ্রি কোর্স ও টুল ডাউনলোড লিংক সহকারে আলাদা গাইড তৈরি করতে পারি। 🎯

01/08/2025

゚viralfbreelsfypシ゚viral

চ্যানেল এর ভিডিও রেকড হচ্ছে
30/07/2025

চ্যানেল এর ভিডিও রেকড হচ্ছে

29/07/2025

বিল গেটস এর মতে AI‑এর যুগেও টিকে থাকবে যে তিনটি পেশা সেগুলো হলো-

1. প্রোগ্রামার / কোডার (Coders / Software Developers)

AI নিজেই কোড লিখতে পারে, কিন্তু জটিল সিস্টেম ডিজাইন, ভুল সংশোধন, নিরাপত্তা এবং ভবিষ্যতের উন্নয়নে মানুষের অংশ এখনও অপরিহার্য। বিল গেটস বলেন প্রোগ্রামিং “একশত শতাংশ মানুষ‑চালিত পেশা” থাকবে অন্তত একটি শতাব্দী পর্যন্ত ।

2. এনার্জি বিশেষজ্ঞ (Energy Experts)

জ্বালানি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, এবং বৈশ্বিক এনার্জি চাহিদাকে AI দিয়ে পুরোপুরি সামলানো সম্ভব নয়—ব্যাপক জটিল সমস্যা ও অপ্রত্যাশিত পরিস্থিতি মানুষিক দক্ষতা ও নিয়ন্ত্রণ ছাড়া চালানো কঠিন ইন্ডাস্ট্রি। বিল গেটস মনে করেন এই ক্ষেত্র AI‑এর চাপ কম থাকবে ।

3. জীববিজ্ঞানী / জীববিজ্ঞান সম্পর্কিত গবেষক (Biologists)

AI রোগ নির্ণয়, জিন বিশ্লেষণ করতে পারে, কিন্তু নতুন হাইপোথিসিস বা বাস্তব‑প্রয়োগ সম্পন্ন সৃজনশীল গবেষণায় মানুষের বুদ্ধি অপরিহার্য। গেটস বলেন জীববিজ্ঞান গবেষণায় AI সম্পূরক হলেও মানব গবেষকদের ভূমিকা টিকে থাকবে ।

Collected

মাউন্ট এভারেস্ট: যেখানে স্বপ্ন ছুঁতে গিয়ে অনেকেই চিরতরে থেমে যান... 🏔️মাউন্ট এভারেস্ট: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে প্...
26/07/2025

মাউন্ট এভারেস্ট: যেখানে স্বপ্ন ছুঁতে গিয়ে অনেকেই চিরতরে থেমে যান... 🏔️

মাউন্ট এভারেস্ট: পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ। এখানে প্রতিটি পদক্ষেপ একেকটা চ্যালেঞ্জ, আর প্রতিটি নিশ্বাস যেন মৃত্যুর হাতছানি।
মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে পর্বতারোহীদের অসংখ্য চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। তীব্র ঠান্ডা, অক্সিজেনের অভাব, হিমবাহ ও তুষারঝড়, প্রতিটি মুহূর্তে জীবনকে ঝুঁকির মুখে ফেলে।
তাছাড়া পথ হারানো, ফ্রস্টবাইট এবং ধস, সবকিছু মিলিয়ে এই যাত্রা শুধু শারীরিক নয়, মানসিক শক্তিরও কঠিন পরীক্ষা।

এই শৃঙ্গে উঠতে গিয়ে বহু মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছেন। আর এই হারানো প্রাণগুলো এখন বরফ ঢাকা পাহাড়ের বুকে চিরন্তন সাক্ষী হয়ে আছে।

৮,০০০ মিটার উচ্চতার ওপরে একটি ভয়ঙ্কর এলাকা আছে, যাকে বলা হয় "Death Zone". যেখানে বাতাসে অক্সিজেন এতটাই কম যে মানবদেহ ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। শরীর দ্রুত দুর্বল হয়ে পড়ে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়।
এভারেস্ট অভিযানের সবচেয়ে বিপজ্জনক এই অংশেই বহু পর্বতারোহী চিরতরে থেমে গেছেন।
আর এখানে তাপমাত্রা এতই কম যে মৃ'তদেহগুলো কখনোই পচে না, তারা রয়ে যায় বরফে মোড়ানো অবস্থায়, একেবারে জীবন্তের মত।

বছরের পর বছর ধরে অনেক মৃতদেহই ফিরিয়ে আনা সম্ভব হয়নি বরং সেগুলোকেই পর্বতারোহীরা পথচিহ্ন হিসেবে ব্যবহার করে।

ঠিক যেমন এক বিখ্যাত মৃতদেহ, যার নাম হয়ে গেছে "Green Boots"।
"Green Boots" ছিলেন একজন ভারতীয় পর্বতারোহী, নাম ৎসেওয়াং পালজোর(Tsewang Paljor)।
১৯৯৬ সালে এভারেস্টে এক ভয়াবহ ঝড়ে তিনি প্রাণ হারান।
তার পরনে ছিল সবুজ রঙের ট্রেকিং বুট, যা দেখে অন্যান্য পর্বতারোহীরা তাকে চিনে নেন।
তার দেহ একটি ছোট গুহার মত জায়গায় ঠান্ডায় জমে যায়।

পরে সেই জায়গাটিই হয়ে ওঠে রুটের একটি 'নেভিগেশন পয়েন্ট', যেখানে প্রতিদিন শত শত ক্লাইম্বার থামে, বিশ্রাম নেয়, আবার এগিয়ে যায়... তার পাশ দিয়ে হেঁটে যায়... অথচ সে রয়ে যায় চিরকাল নিঃসঙ্গ, শীতল, নীরব।

এইরকম বহু গল্প লুকিয়ে আছে হিমশীতল বরফের নিচে।
কেউ স্বপ্ন দেখেছিলেন পতাকা গেড়ে আসবেন, কেউ নিজের সীমা ছাড়িয়ে জয় করতে চেয়েছিলেন নিজেকে।
কিন্তু পাহাড়ের নীরবতা অনেকের স্বপ্নের চেয়েও বড় হয়ে দাঁড়ায়।
কিছু মানুষ চূড়া ছুঁতে পারলেও ফিরে আসেন না। আর কিছু মানুষ চূড়ার কাছাকাছি গিয়েই চিরদিনের জন্য থেমে যান।

তাদের কেউ কেউ নামহীন, কেউ কেউ পরিচিত শুধুই বুট

Address

Muksudpur, Gopalgonj

7911

Alerts

Be the first to know and let us send you an email when DipAnkar Baroi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share