20/03/2025
গতকালকে AI Interviewer এর সাথে একটা ইন্টারভিউ দিলাম। ত্রিশ মিনিটের টেকনিক্যাল ইন্টারভিউ। Meta Software Engineer - E3 স্ট্যান্ডার্ডের একটা ইন্টারভিউ। ১৫১২ জনের মধ্যে আমার র্যাংক এই মুহুর্তে ৭। ইন্টারভিউ এর আগে কোনো প্রিপারেশন ছিল না। তাই কিছু প্রশ্নের উত্তর ভালো ভাবে অ্যান্সার করতে পারি নি। বাকেট সর্টিং ইমপ্লিমেন্টেশন ভুল করেছি আর একটা সল্যুশনের টাইম কমপ্লেক্সিটি ঠিক ভাবে করতে পারিনি। নাহলে স্কোর আরও ভালো হতো।
ভাবছি একটু প্রিপারেশন নিয়ে সত্যি সত্যিই মেটাতে অ্যাপ্লাই করে দিবো কি না? কি হবে এই দেশে থেকে। FAANG / MAANG এ কাজ না করলে তো কেউ দাম দেয় না 😂। না, এখনও দেশ ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছে তৈরি হয় নি। বাংলাদেশ থেকে রিমোট পজিশন অফার করলে ট্রাই করতাম।
বাই দ্যা ওয়ে, এইটা কিন্তু কোনো মক ইন্টারভিউ না। এই ইন্টারভিউ এর ওপরে ভিত্তি করে আমার প্রোফাইল বিভিন্ন কোম্পানির কাছে শেয়ার করা হবে। যারা আমার স্কিল লেভেলের কাউকে খুঁজছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবে। ট্যালেন্ট ইন্ডাস্ট্রিতে এইটা একটা রেভুলেশন হতে যাচ্ছে। কারণ ট্যালেন্ট ইন্ডাস্ট্রির সব থেকে বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে ইন্টারভিউ প্রসেস। একজন ট্যালেন্টকে অনবোর্ড করতে প্রায় ২ মাস সময় লাগে। সেই প্রব্লেমটা এই AI কোম্পানি সল্ভ করার চেষ্টা করছে। মাত্র ১০০ মিলিয়ন ডলার ফান্ডিংও পেয়েছে 😶। রিসেন্টলি আমার একজন এক্স কলিগ এখান থেকে খুব ভালো একটা কোম্পানিতে অফারও পেয়েছে। এখন দেখার বিষয় মার্কেটে কেমন গ্রহণ যোগ্যতা তৈরি করতে পারে।
ইন্টারভিউ প্রসেস নিয়ে যদি বলি, প্রশ্ন গুলো খুবই স্ট্যান্ডার্ড ছিল, পার্সোনালাইজড ছিল। FAANG / MAANG কোম্পানি গুলোতে একটা রিয়েল ইন্টারভিউ যেভাবে হয় ঠিক তেমনই ছিল। তবে একজন মানুষের সাথে ইন্টারভিউ দেওয়ার থেকে AI এর সাথে ইন্টারভিউ দেওয়া যথেষ্ট টাফ। নিজের অভিজ্ঞতা থেকে কয়েকটা কারণ আমি উল্লেখ করছি।
১। কোনো ইমোশন নেই। ধরেন একটা ইন্টারভিউ চলছে, আপনি একটু বেশিই ইররিলেভেন্ট উত্তর দিয়ে ফেললেন। এ আপনাকে কোনো সেকেন্ড চান্স দিবে না। সাথে সাথে বলবে, থ্যাংক ইউ। হিউম্যান ইন্টারভিউয়ার ক্ষেত্রে কিছুটা ভুল হলেও কনভার্সেশনে সামনে যাওয়ার সুযোগ থাকে।
২। এই বেটা যখন বলা শুরু করবে তখন আপনার কোনো কথা শুনবে না। আপনি ওকে স্টপ করাতে পারবেন না। আর এক সাথে অনেক বড় কন্টেক্সট প্রোভাইড করে। অনেক গুলো প্রশ্ন এক সাথে করে। আমার স্কোর কিছুটা কম হওয়ার পেছনে এটাও একটা কারণ। অ্যান্সার দেওয়ার সময় একটা প্রশ্ন মনেই ছিল না, তাই উত্তরই দেই নি।
৩। AI আপনাকে প্রব্লেম স্টেটমেন্ট মুখে বলবে, রিটেন কিছু নেই। আপনি কি কি স্টেপ নিবেন সেগুলো আপনাকে মুখে বলতে হবে। তারপরে আপনার বলা সল্যুশনের কমপ্লেক্সিটি নির্ণয় করতে হবে, তাও মুখে মুখে। প্রথমত কোশ্চেন কোথাও লেখা নেই, আপনার সল্যুশনও কোথাও লেখা নেই। ফলোয়াপ কোশ্চেনে যখন আপনার সল্যুশনের কমপ্লেক্সিটি নির্ণয় করতে বলে, যখন বলে আর কি কি ইম্প্রুভমেন্ট করা যায়, এই সল্যুশন না হয়ে ওই সল্যুশন হলে কি হতো, তখন বিষয়টা খুবই কমপ্লেক্স হয়ে যায়। প্রশ্ন মনে রাখবো, নাকি পূর্বের প্রব্লেম স্টেটমেন্ট মনে রাখবো, নাকি আমি নিজে সল্যুশন বলেছি সেইটা মনে রাখবো। এইটা আমার কাছে খুবই চ্যালেঞ্জিং লেগেছে।
অভারল চিন্তা করলে, AI Interview গেম চেঞ্জার হতে পারে। আজকে আমি কোম্পানির নামটা শেয়ার করছি না। আমি আরেকটু ঘেঁটে দেখতে চাই। রিয়ালেবল কোম্পানি হলে আমি পরে এই বিষয়ে বিস্তারিত পোস্ট করবো।
ধন্যবাদ ❤️
HM Nayeem