
30/05/2025
ইউনুস স্যার মানুষটা আসলে অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন।
আমরা তাকে মূল্যায়ন করতে পারিনি,তার প্রাপ্য সম্মানটুকুও তাকে দিতে পারিনি,যেখানে পুরো পৃথিবীতে তাকে এত্ত এত্ত সম্মান দেওয়া হয়।এই বয়সে এসেও মানুষটার এত এত স্ট্রেন্থ।
আমাদের ক্ষমা করবেন স্যার।আমরা আপনার যোগ্য না।কিন্তু তারপরেও,আপনি থেকে যান স্যার,কাজ করে যান।আমরা সকল ছাত্র, আহত ও শহীদ পরিবার আপনার পাশে আছি,যে যাই বলুক না কেন।আমাদের আসলে নতুন করে হারানোর আর কিছু নেই,আমরা চাই আপনিই আমাদের বটগাছ হয়ে দাড়াবেন, আপনি আমাদের অভিভাবক স্যার।