28/10/2025
এই ভিডিয়োর পেছনে ছায়া ও মাথার পজিশন বারবার চেইঞ্জ হচ্ছে। বোঝাই যাচ্ছে এও ভিডিয়োটি অনেকগুলো ১/২ সেকেন্ড এর ছোট ছোট ক্লিপ একসাথে করে বানানো হয়েছে। আমরা যেটাকে বলি ট্রান্সিশন।
অর্থাৎ, তিনি বানানো স্ক্রিপ্ট মুখস্ত বলতে পারছিলেন না, বারবার ভুল করছেন, এজন্য এক শব্দ দুই শব্দ করে ভিডিয়ো করে একসাথে সেটা ভিডিয়ো বানিয়েছে। কিংবা পুলিশের প্রয়োগ করা মোহাচ্ছন্ন করে এমন কোনো ড্রাগের কারণে তিনি কথা বলতে ভুল করছেন।
এটা কোনো লাইভ স্বীকারোক্তি নয়, বরং পুলিশের বানানো স্ক্রিপ্ট।
এছাড়াও এই স্ক্রিপও বিশ্বাসযোগ্য হচ্ছে না। হু•মকি দিয়ে চিঠি কে লিখতো সেই কাহিনি এখনো পুলিশ বানাতে পারে নি।
আর কেউ নিজে এতদূর গিয়ে নিজেই উলঙ্গ হয়ে হাতে শিকল বেঁধে পরে থাকবেন, এমন উদ্ভট কাহিনি হা•সিনার আমলেও পুলিশ বানায় নাই।
পলক'দাকে মনে পড়ছে!
(কমেন্ট দেখুন)।