25/09/2025
জীবন থেকে হারিয়ে যাওয়া সময় কখনো ফিরে পাওয়া যায় না!
সময় অনেক মূল্যবান, যে সময় চলে যায় তা শত চেষ্টা করেও আর ফিরে পাওয়া যায় না।।
সময় সময়ের গতিতে চলতে থাকবে। একবার চলে গেলে তার আর দেখা মিলে না। সময়ের এক ফোঁড়, অসময়ের ১০ ফোঁড়। সময়ের সাথে সাথে জীবনের অনেক কিছু পাল্টে যায়। কারন সময়ই মানুষকে পরিবর্তন করে দেয়।।