Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস

  • Home
  • Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস

Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস, .
(327)

Rupsa/Seemanta Express train pair is an intercity train running between Khulna-Chilahati.Since 1986 serving with confidence for 38 years!and one of the fastest trains in Bangladesh.🔥
This is an unofficial page, we run this page with love for these trains

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি! বাংলাদেশ রেলওয়ে পুলিশের সব থানায় (ছয়টি জেলার ২৪টি থানা) আজ থেকে জনসাধারণ...
25/09/2025

রেলওয়ে পুলিশের সব থানায় চালু হলো অনলাইন জিডি! বাংলাদেশ রেলওয়ে পুলিশের সব থানায় (ছয়টি জেলার ২৪টি থানা) আজ থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হয়েছে।

অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করতে বলা হয়েছে। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু থাকবে! অ্যাপটির ডাউনলোড লিঙ্ক কমেন্টে দেওয়া হলো!!

ছবিঃ হাবীব আদনান আকাশ

25/09/2025

আসসালামুয়ালাইকুম, খুলনা অভিমুখী ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে সন্ধ্যা ০৬:৩০ মিনিটে চিলাহাটি ছেড়েছে। সকলের যাত্রা শুভ হোক!

24/09/2025

আসসালামুয়ালাইকুম, খুলনা অভিমুখী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ১২ মিনিট বিলম্বে সন্ধ্যা ০৬:৪২ মিনিটে চিলাহাটি ছেড়েছে।

24/09/2025

Rupsa/Seemanta Express Present Winner of Asia Cup Super 4

আজ বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার ক্রিকেটের লড়াই 🔥 নিচে ছবিতে রিঅ্যাক্ট উল্লেখ আছে!! রিঅ্যাক্ট এর মাধ্যমে জানিয়ে দিন আজ কে জিতবে!

সময় মাত্র রাত ১১ টা পর্যন্ত!!

একজন তরুণ ছেলেকে একদিন নিয়ে আসলেন তার পরিবার। অভিযোগ ছিল হাতে অদ্ভুত এক দাগ দেখা দিয়েছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো অ...
24/09/2025

একজন তরুণ ছেলেকে একদিন নিয়ে আসলেন তার পরিবার। অভিযোগ ছিল হাতে অদ্ভুত এক দাগ দেখা দিয়েছে। প্রথমে সবাই ভেবেছিল হয়তো কোনো অ্যালার্জি বা সাধারণ চর্মরোগ।

কিন্তু দাগটা ছিল একেবারে সাপের মতো আঁকাবাঁকা, প্রতিদিন একটু একটু করে সামনে এগোচ্ছিল।
ছেলেটি বলছিল—“ডাক্তার সাহেব, রাতে ঘুমাতে পারি না, হাতটা যেন আগুনে জ্বলছে।”

পরীক্ষা করে বোঝা গেল এটি Cutaneous Larva Migrans।
আসলে কুকুর-বিড়ালের মল থেকে আসা এক ধরনের হুকওয়ার্ম লার্ভা ছেলেটির হাতের ত্বকের ভেতরে ঢুকে পড়েছে।
তারা মানুষের শরীরে বড় হতে পারে না, কিন্তু ত্বকের নিচে দৌড়াদৌড়ি করে এভাবে আঁকাবাঁকা দাগ বানাতে থাকে।

গ্রামের অনেকেই ভেবেছিল এটা নাকি কোনো যাদু বা অশুভ কিছু।
কিন্তু আসল সত্য হলো এটি একেবারে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত পরজীবী সংক্রমণ।
চিকিৎসা আছে এবং খুব সহজেই সারানো যায়।

কয়েকদিন Albendazole খেলেই লার্ভাগুলো মারা যায়, সাথে চুলকানির জন্য কিছু ওষুধ দিলেই আরাম পাওয়া যায়।

তরুণ ছেলেটি চিকিৎসার পর সুস্থ হয়ে গেল।
সব রোগকেই কুসংস্কার নয়, বিজ্ঞান ও চিকিৎসার চোখে দেখা উচিত।

লেখা:-
Dr-Abdur Rahman

এমন আঁকাবাঁকা লাল দাগ যদি কারো হাতে-পায়ে দেখা যায়, ভয় না পেয়ে দ্রুত চিকিৎসকের কাছে যান। সময়মতো চিকিৎসা নিলে কয়েকদিনেই কষ্ট দূর হয়ে যায়।

আজ কিছু অজানা তথ্য জানাবো যারা একটা ট্রেনে কি কি থাকে জানে না বা তার কাজ কি! অনেকেই টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন পাও...
24/09/2025

আজ কিছু অজানা তথ্য জানাবো যারা একটা ট্রেনে কি কি থাকে জানে না বা তার কাজ কি! অনেকেই টিকিট কাটতে গিয়ে সমস্যায় পড়েন পাওয়ার কারের সিট প্ল্যান দেখে..

আসুন জেনে নিই, ট্রেনের পাওয়ার কার (Power Car) হলো এমন একটি বিশেষ বগি যা ট্রেনে জেনারেটর দ্বারা উৎপন্ন শক্তি ব্যবহার করে অন্যান্য বগিতে বিদ্যুৎ সরবরাহ করে, যেমন লাইট, ফ্যান, এসি এবং অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামের জন্য।এটি ট্রেনের বিভিন্ন বগি যেমন এসি কোচ, খাবার গাড়ি ইত্যাদিকে কার্যকর রাখতে সাহায্য করে।

ছবিতে একটি চাইনিজ ও এল এইচ বি কোচের পাওয়ার কার দেখানো হয়েছে এবং ছবিগুলো গুগল থেকে ডাউনলোড করা..

#বাংলাদেশ_রেলওয়ে #জানা_অজানা #রেল

খুলনাগামী রুপসা এক্সপ্রেস সান্তাহার জংশন ছেড়ে এসেছে সময়:১২:১৫ মিনিট।©আতিক হাসান।
24/09/2025

খুলনাগামী রুপসা এক্সপ্রেস সান্তাহার জংশন ছেড়ে এসেছে সময়:১২:১৫ মিনিট।
©আতিক হাসান।

দেখতে দেখতে ৯ বছর পেরিয়ে গেলাম আপনাদের সাথে🥰 আজ থেকে ঠিক ৯ বছর আগে ২৪ সেপ্টেম্বর ২০১৬ সালে ট্রেন মিস করার মাধ্যমে রূপসা...
24/09/2025

দেখতে দেখতে ৯ বছর পেরিয়ে গেলাম আপনাদের সাথে🥰 আজ থেকে ঠিক ৯ বছর আগে ২৪ সেপ্টেম্বর ২০১৬ সালে ট্রেন মিস করার মাধ্যমে রূপসা সীমান্ত এক্সপ্রেস নামক পেজটি খুলেছিলাম! আক্ষেপ/রাগ থেকেই খুলেছিলাম এই ভেবে আমার মত অন্য কেউ যেনো ট্রেন মিস করে স্টেশনে রাত্রীযাপননা করতে না হয়। সেখান থেকেই রূপসা/সীমান্ত পেজ নিয়ে আমাদের পথচলা.... এই ৯ বছরের চলতি পথে ১ লক্ষ ৭১ হাজার মানুষের বিশাল প্লাটফর্ম পেয়েছি যেটা আমাদের চোখে ছিল অকল্পনীয়... তবে আপনারা সেই অবিশ্বাস্য কাজ করে দেখিয়েছেন।
আমরা চেষ্টা করে গিয়েছি আপনাদের কাছে পৌঁছানোর! আপনাদের যাত্রাপথের ভোগান্তি ট্রেনের বিলম্ব বিড়ম্বনা থেকে আপনাদের সামান্যতম রিলিফ দিতে... আজ থেকে ৮ বছর আগে যে ৭৪৭ আপ সীমান্ত এক্সপ্রেস মিস করার মধ্য দিয়ে রূপসা/সীমান্ত ফ্যান পেজের জন্ম, এইরকম সিচুয়েশনে আপনাদের যেনো পড়তে না হয় এটাই আমাদের উদ্দেশ্য।
আমরা সরকারি বেতনভুক্ত কোনো কর্মচারী নই, আমরা আমাদের সখের জায়গা থেকে রূপসা/সীমান্ত এক্সপ্রেস ট্রেনের পথচলাকে আপনাদের মধ্যে তুলে ধরি।

মানুষের উপকারে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, আমাদের জন্য দোয়া করবেন।
আমাদের আপডেটগুলো কেমন লাগে সেটাও জানাবেন, কোন পরিবর্তন দরকার সেটাও জানাবেন।
সর্বোপরি আপনারাই আমাদের মূল প্রেরণা, তাই সন্মানিত যাত্রী/ফলোয়ারস্ আপনাদের সাথে নিয়েই চলতে চাই আরো দীর্ঘপথ।😊

23/09/2025

উত্তরের সর্ববৃহৎ জংশন থেকে সরাসরি

23/09/2025

আসসালামুয়ালাইকুম, খুলনা অভিমুখী ৭৪৮ ডাউন সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নির্ধারিত সময়ে চিলাহাটি ছেড়েছে।

সময়; ০৬:৩০ মিনিট
লোকোমোটিভ - ৬৬০৭

অদ্ভুত এক ইতিহাস তৈরী করলো আজকের রূপসা এক্সপ্রেস! সবসময় লেটে চলার তকমা মাথায় পাওয়া গাড়িটা কন্ট্রোলের একটু প্রিফারেন্...
23/09/2025

অদ্ভুত এক ইতিহাস তৈরী করলো আজকের রূপসা এক্সপ্রেস! সবসময় লেটে চলার তকমা মাথায় পাওয়া গাড়িটা কন্ট্রোলের একটু প্রিফারেন্স পেয়ে অঘটন ঘটিয়ে ফেলেছে🔥
হিসেবের পাতা এলোমেলো করে দিয়ে নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই চিলাহাটি যাবার রূপসা এক্সপ্রেস চিলাহাটি পৌঁছে গিয়েছে।
নেতৃত্বে ছিল: আমেরিকান জায়ান্ট ৬৬০৭♥️
আজকের লোকোমাস্টার যিনি ছিলেন এককথায় তাকে কি নামে বর্ণনা করবো জানা নেই😊

সেরা রেকর্ড গড়ে মাত্র ১৩ মিনিটে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসলো চিলাহাটি যাবার ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস🔥 বিশাল ব্যাপার! লো...
23/09/2025

সেরা রেকর্ড গড়ে মাত্র ১৩ মিনিটে ফুলবাড়ী থেকে পার্বতীপুরে আসলো চিলাহাটি যাবার ৭২৭ আপ রূপসা এক্সপ্রেস🔥 বিশাল ব্যাপার! লোকোমাস্টার সাহেব আজকে আপ রূপসা কে রাইট টাইমে চিলাহাটি পৌঁছাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন♥️
বর্তমানে ট্রেনটি পার্বতীপুর জংশনে দাঁড়িয়ে আছে, পাশেই দাঁড়িয়ে পঞ্চগড় এক্সপ্রেস।
ছবি: রাফিউ আল আকাশ❤️‍🩹

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rupsa/Seemanta Express- রূপসা/সীমান্ত এক্সপ্রেস:

  • Want your business to be the top-listed Media Company?

Share