23/10/2025
কুত্তাভাগ্য মনে হয় একেই বলে🙂
গতকাল খুলনায় সীমান্ত লাইনচ্যুত হয়ে ৬ ঘণ্টা লেট হলো। আজকে যখন অফ ডে কাটিয়ে রাইট টাইমে খুলনা ছাড়লো, এরপরই বাঁধলো বিপত্তি! নওয়াপাড়া ছাড়ার পড়ে ট্রেনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। কোচে সমস্যা নয়তো লোকোমোটিভ সমস্যায় নওয়াপাড়া দাঁড়িয়ে আছে আপ সীমান্ত এক্সপ্রেস।
অলরেডি পিছনের সুন্দরবন এক্সপ্রেস সীমান্ত এক্সপ্রেসকে ওভারটেক করে নওয়াপাড়া ছেড়ে গিয়েছে।🫠
ইনফো: অভিজিৎ অন্তু।