10/08/2025
সাম্প্রতিক সময়ে Creative IT বা অন্যান্য আইটি ট্রেইনিং প্রতিষ্ঠানের কোর্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। একজন ডিজাইনার হিসেবে এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা শেয়ার করতে চাই, কোনো পক্ষ না নিয়ে, বরং শিক্ষানবীশ ও ভবিষ্যৎ ডিজাইনারদের জন্য কিছু বাস্তবিক কথা বলা জরুরি মনে করছি।
প্রথমত, একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার—কোনো কোর্স, প্রতিষ্ঠান বা মেন্টরই আপনাকে সফল করে দিতে পারে না, যদি আপনি নিজে নিজের সময়, শ্রম, মনোযোগ আর ধারাবাহিকতা দিয়ে কাজ না করেন।
আমার দেখা অনেকেই রয়েছেন, যারা ভালো কোর্স করেও স্কিল গড়ে তুলতে পারেননি কারণ তারা কনসিস্টেন্ট ছিলেন না। আবার অনেকে খুব সাধারণ জায়গা থেকেও কোন কোর্স না করেও অসাধারণ রেজাল্ট এনেছেন কারণ তারা প্রতিদিন একটু একটু করে সময় দিয়েছেন।
আপনারা যারা কোর্স করতেছেন সমস্যায় পড়লে নিজের মেন্টর কে সুন্দর ভাবে জিজ্ঞেস করে সমাধান নিতে পারতেছেন, তারা রোডম্যাপ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে কীভাব আগাতে হয়। তারপরও যদি আপনি বলেন ডিজাইন আইডিয়া মাথায় আসেনা, ক্লায়েন্ট পাই না, জব পাই না, তাহলে আমি কোন আইটি প্রতিষ্ঠান বা মেন্টরকে দোষ দেয়ার আগে আপনাকে দিবো, কারন আপনি চিন্তার ঠাডা পড়া অলস মানুষ।
আমি প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি....
একটি কোর্স থেকে কতটা শিখবেন, সেটা নির্ভর করে—
আপনি প্রতিদিন কতটা সময় দিচ্ছেন
প্র্যাকটিস করছেন কি না
নিজের ভুল থেকে শিখছেন কি না
এডভান্স লেভেলের কাজ শিখছেন কিনা
এবং সবচেয়ে জরুরি, শেখাটা উপভোগ করছেন কি না
একজন মেন্টর হয়ত আপনাকে পাহাড়ের চূড়ায় উঠার সহজ রাস্তা দেখিয়ে দিবে, কিন্তু দিনশেষে আপনাকেই ট্র্যাকিং করে সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে।
সবশেষে বলবো—একজন ডিজাইনার হিসেবে প্রতিদিন নিজের কাজের মান নিয়ে প্রশ্ন করি, উন্নতির চেষ্টা করি। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক আলোচনায় যুক্ত হোন। কারণ আমরা সবাই একই জাহাজে—এই দেশের স্কিল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে সমালোচনা নয়, সমাধান দরকার।
ভালোবাসা অবিরাম ❤️
✍️ Graphic Designer Rina