Graphic Designer Rina

Graphic Designer Rina Experienced in print and web graphic design both in online. I am passionate about design. I am dedic.

13/08/2025

এরপর আর কোন কথা থাকে না জাস্ট তওবা করে ফেলুন❤️

তবে অসাধু ব্যক্তিরা বাজারে ছড়িয়ে দিতে পারে জাল নোট। তাই ঝুঁকি থাকছে আসল নকল নোট চেনার ক্ষেত্রে। তাই জেনে নিন নতুন ডিজাইন...
12/08/2025

তবে অসাধু ব্যক্তিরা বাজারে ছড়িয়ে দিতে পারে জাল নোট। তাই ঝুঁকি থাকছে আসল নকল নোট চেনার ক্ষেত্রে। তাই জেনে নিন নতুন ডিজাইন ও সিরিজের ১০০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন ও নিরাপত্তা বৈশিষ্ট্যগুলো।

আমরা দু:খিত! ভুল আবেগে আমরা অন্যায় আবেদেন করেছিলাম!মেয়েটির মা হাসপাতালে ভর্তি হয়নি...বড় কোন অসুস্থতার প্রমানও পাওয়া যায়ন...
10/08/2025

আমরা দু:খিত! ভুল আবেগে আমরা অন্যায় আবেদেন করেছিলাম!
মেয়েটির মা হাসপাতালে ভর্তি হয়নি...বড় কোন অসুস্থতার প্রমানও পাওয়া যায়নি...
উল্লেখ্য, ঘটনার পরে মেয়েটির মা এসেছিল পরীক্ষা কেন্দ্রে মেয়ের সাথে!...স্ট্রোকের রোগী এতো দ্রুত সুস্থ হওয়া কথা না!
তদন্ত কমিটির কাছে তারা কোন হাসপাতালে ভর্তির কাগজ দেখাতে পারেন নি...পারেননি কোন জটিল রোগের কাগজ দেখাতে...তিনি মূলত নিয়মিত রোগী হিসেবে চেকআপে যেতেন।

সেজন্য আনিসাকে পরীক্ষা দেওয়ার সুযোগও দেওয়া হচ্ছে না। তবে আনিসা যদি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ৬৬ নম্বর পায়, তাহলে দুই পত্র মিলিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হবে।

10/08/2025

সাম্প্রতিক সময়ে Creative IT বা অন্যান্য আইটি ট্রেইনিং প্রতিষ্ঠানের কোর্স নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। একজন ডিজাইনার হিসেবে এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা শেয়ার করতে চাই, কোনো পক্ষ না নিয়ে, বরং শিক্ষানবীশ ও ভবিষ্যৎ ডিজাইনারদের জন্য কিছু বাস্তবিক কথা বলা জরুরি মনে করছি।

প্রথমত, একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার—কোনো কোর্স, প্রতিষ্ঠান বা মেন্টরই আপনাকে সফল করে দিতে পারে না, যদি আপনি নিজে নিজের সময়, শ্রম, মনোযোগ আর ধারাবাহিকতা দিয়ে কাজ না করেন।

আমার দেখা অনেকেই রয়েছেন, যারা ভালো কোর্স করেও স্কিল গড়ে তুলতে পারেননি কারণ তারা কনসিস্টেন্ট ছিলেন না। আবার অনেকে খুব সাধারণ জায়গা থেকেও কোন কোর্স না করেও অসাধারণ রেজাল্ট এনেছেন কারণ তারা প্রতিদিন একটু একটু করে সময় দিয়েছেন।

আপনারা যারা কোর্স করতেছেন সমস্যায় পড়লে নিজের মেন্টর কে সুন্দর ভাবে জিজ্ঞেস করে সমাধান নিতে পারতেছেন, তারা রোডম্যাপ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে কীভাব আগাতে হয়। তারপরও যদি আপনি বলেন ডিজাইন আইডিয়া মাথায় আসেনা, ক্লায়েন্ট পাই না, জব পাই না, তাহলে আমি কোন আইটি প্রতিষ্ঠান বা মেন্টরকে দোষ দেয়ার আগে আপনাকে দিবো, কারন আপনি চিন্তার ঠাডা পড়া অলস মানুষ।

আমি প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি....

একটি কোর্স থেকে কতটা শিখবেন, সেটা নির্ভর করে—

আপনি প্রতিদিন কতটা সময় দিচ্ছেন

প্র্যাকটিস করছেন কি না

নিজের ভুল থেকে শিখছেন কি না

এডভান্স লেভেলের কাজ শিখছেন কিনা

এবং সবচেয়ে জরুরি, শেখাটা উপভোগ করছেন কি না

একজন মেন্টর হয়ত আপনাকে পাহাড়ের চূড়ায় উঠার সহজ রাস্তা দেখিয়ে দিবে, কিন্তু দিনশেষে আপনাকেই ট্র‍্যাকিং করে সেই পাহাড়ের চূড়ায় উঠতে হবে।

সবশেষে বলবো—একজন ডিজাইনার হিসেবে প্রতিদিন নিজের কাজের মান নিয়ে প্রশ্ন করি, উন্নতির চেষ্টা করি। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক আলোচনায় যুক্ত হোন। কারণ আমরা সবাই একই জাহাজে—এই দেশের স্কিল ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে হলে সমালোচনা নয়, সমাধান দরকার।

ভালোবাসা অবিরাম ❤️

✍️ Graphic Designer Rina

10/08/2025

তাদের কু-পরিকল্পনার ক্ষতি শেষ পর্যন্ত তাদের নিজেদের উপরই ফিরে আসে

সূরা ফাতির, আয়াত ৪৩

"পৃথিবীতে কেউ তোমাকে ভাইবোনের মতো ভালোবাসে না।" "আমাদের বাবা-মা আমাদের যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন তা হল একে অপরকে।" "...
09/08/2025

"পৃথিবীতে কেউ তোমাকে ভাইবোনের মতো ভালোবাসে না।" "আমাদের বাবা-মা আমাদের যে সর্বশ্রেষ্ঠ উপহার দিয়েছেন তা হল একে অপরকে।" "ভাইবোন হিসেবে, জীবনের সাথে সাথে আমাদের পথ পরিবর্তন হতে পারে, কিন্তু আমাদের মধ্যে বন্ধন চিরকাল থাকবে।"

জীবন একটাই,আনন্দে থাকুন,অভিমানে নয়, সৃষ্টি তে থাকুন ধ্বংসে নয় ,ভালবাসাএ থাকুন, ঘৃণাএ নয়, পৃথিবী বড় অশান্ত,  একসাথে থ...
09/08/2025

জীবন একটাই,
আনন্দে থাকুন,অভিমানে নয়,
সৃষ্টি তে থাকুন ধ্বংসে নয় ,
ভালবাসাএ থাকুন,
ঘৃণাএ নয়,
পৃথিবী বড় অশান্ত,
একসাথে থাকুন
একলা নয়।

শুভ বিকেল 🤗
09/08/2025

শুভ বিকেল 🤗

তোমাদের কেউ যখন নামাজ আদায় করে, তখন সে তার রবের সঙ্গে সরাসরি কথা বলে। -(সহিহ বুখারি: ৪১৩)
08/08/2025

তোমাদের কেউ যখন নামাজ আদায় করে, তখন সে তার রবের সঙ্গে সরাসরি কথা বলে। -(সহিহ বুখারি: ৪১৩)

08/08/2025

কি ভয়ংকর সাপের খেলা 😱


Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Graphic Designer Rina posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Graphic Designer Rina:

Share