28/07/2025
করুন গল্প শুনবেন???পাংখি কবুতরের গল্প???গত ২ মাস আছে দক্ষিন খান হাট এ গিয়েছিলাম,,,কবুতর তেমন ভাল উঠে না।।ফিরে আসার পথে একটা খাচায় পাংখি নর টা দেখলাম।হাতের ধরলাম না। দাম কত??বলে জুমা পাংখি ৫০০ টাকা।।।আমার পালা ডিম বাচ্চা করে৷।।ওর কথা শুনার মধ্যেই আমি বুজেছি,কবুতর টা রিজেক্ট,এটা একটা ইনব্রিড পাংখি,অর এক সাইড উইক,জনম ঠান্ডা আছে।।।আমি বললাম ৩০০ টাকা৷ দিবেনা।অপেক্ষা করলাম কিছু সময়।।আর ভাবলাম আমি জেনেও কেন কিনলাম??
প্রথম আমি একটি বাংলাদেশ একমাত্র রেপুটেড ব্রিড কে সম্মানিত করার জন্য।এটা আমি না কিলনে আরও মানুষ কিনবে,তারা এটার উপর হেডি মেডিসিন প্রয়োগ করবে,যখন কাজ হবে না অরেক জন কে দিবে।।এটাই ভেবেই একদাম ৪০০ টাকা দেব বললাম।।যখন দেখছি হাট থেকে চলে যাচ্ছিল৷আমি বাসায় এনে ওকে ছাদে ছেড়ে দিলাম।।একটা আলাদা খাচা দিলাম,গরিবের বাড়ী ভাত খেয়ে বেচে থাকুক।।
বাংলাদেশ বড় বড় পোতা ওলাদের ঘরের কবুতর।৷ এত সুন্দর কবুতর কতটুকুই বা খায়??এটা থেকে কত বাচ্চা করেছেন,কত টাকা কামাইছেন,তাহিলে ওর অবস্থান কেন হাট এর নতুব কবুতরের বাজদের ঠকাঠকি খেলায় ফেলে দিছেন।।।
লজ্জা হওয়া উচিত আপনাদের বড় বড় পোতা ওয়ালা কবুতর বাজ দের৷
রিজেক্ট হয়েছে আল্লাহ নামে জবাই করে হালাল করে ফেলুন,খেতে ইচ্ছে না করলে কুকুর বিড়াল কে খেতে দেন।।কেন রিজেক্ট অন্যের কাছে দেব??
বিশ্বাস করেন আল্লাহ আমাকে তৌফিক দিত বাংলাদেশ সকল রিজেক্ট কবুতর আমি কালেশিন করে রাখতাম।।।তবুও নতুন কবুতর পালক বাচ্চা রা শপ্ন যেন না ভাংগে।আমার কবুতরের পালার বয়সে কাওকে রিজেক্ট কবুতর দেই নি।কিন্তু আমু যেনে বুজে অনেক রিজেক্ট কবুতর কিনেছি।।অদের কে আমার বাসে মুক্ত করেছি।।।এমন অনেক না বলা গপ্ল আছে। একটা বলে রাখি আমি একটা কবুতর পছন্দ করতে বড়জোড় ১-২ মিনিট সময় নেই।।।এমন কয়জন আছে আমার জানা নাই।।
👇🥲
আজ ভিডিও টা করছিলাম আর ভাবছি লাম পাংখির গল্প ভিডিও সাথে বলবো।।কিন্তু ভিডিও ২ মিনিট পর কবুতর টা হটাৎ উড়াল দেয় উত্তর পাশে থাকা বিল্ডিং এর ওপারে চলে পড়ে গেল।।প্রায় ২ ঘন্টা খুজলাম।।পেলাম না।।।🥲আসলে কবুতর টা আমাদ্রর ছাদে আল্লাহ নামেই মুক্ত করে দিছি।।এইসব কবুতরের জীবন কাল টাই কাটছে পাখা কাটা ২ মাসে আমার বাড়ি নতুন পাখা পেল।।পচা ভাত খ্র্যে তো সেই নাস্তিতেই ছিল।।।আল্লাহ চাইলে হয়ত ফিরে আসবে দেখি কাল সকালে ও খুজবো।।
অল্প দিনে কবুতর টা খুজ ক্লোজ হয়ে গিয়েছিল।।হাতে খেত।।খাবার সময় নিজের খাচায় অপেক্ষা করত।।দোয়া করবেন আমার জন্য এবং আমার কবুতরের জন্য।।।🙏
সত্য গল্প টা ভাল লাগলে শেয়ার করবেন।।।