বুড়িচং উপজেলা

বুড়িচং উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুড়িচং উপজেলা, Burichang, Burichang.
(1)

এই পেইজ কোনো গনমাধ্যম, সাংবাদিক বা সরকারি সংস্থা দ্বারা পরিচালিত নয়, বরং Burichang Upazila (বুড়িচং উপজেলা) কমিউনিটি গ্রুপের স্বাধীন প্রচারমাধ্যম, যা এই উপজেলা ও উপজেলার মানুষের কথা, সমস্যা ও তথ্য তুলে ধরায় কাজ করে। যেকোনো তথ্য প্রকাশে গ্রুপে পোস্ট করুন। ভৌগলিক পরিচিতি
বুড়িচং উপজেলার পূর্বনাম ছিল উত্তর বিজয়পুর। কিংবদমত্মী অনুসারে খৃষ্টীয় একাদশ শতকের গোড়ার দিকে এই উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞান

ী -গুনীর আবাসস্থল ছিল। একাদশ শতকের দিকে চৈনিক পরি ব্রাজক ‘‘ইয়েন সাং’’ উত্তর বিজয়পুর পরিদর্শণ করতে আসেন এবং এলাকার জ্ঞানী-গুনীদের সাহচর্যে মুগ্ধ হন। ঐ সময় এ এলাকাকে ‘‘বুড্ডি চিয়াং’’ নামে অভিহিত করেন। চৈনিক ভাষায় বুড্ডি চিয়াং এর বাংলা অনুবাদ করলে বুড্ডি অর্থ বুদ্ধি বা জ্ঞানী বা শিক্ষা এবং চিয়াং অর্থ আবাসস্থল বা আস্তানা বা শালা ইত্যাদি বুঝায়। তাই বুড্ডি চিয়াং এর আভিধানিক অর্থ দাড়ায় জ্ঞানী ও গুনীর আবাসস্থল, উক্ত বুড্ডি চিয়াং নাম হতে কালক্রমে মানুষের মুখের ভাষায় সহজ বলার তাগিদে বুড্ডি চং ও পরে বুড়িচং নামের উৎপত্তি হয়। কুমিলস্না সদর (কোতয়ালী) এর কিছু অংশ ও বর্তমান ব্রাহ্মণবাড়ীয়ার জেলার কিছু অংশ নিয়ে ১৯১৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গোড়াপত্তন হয়।

১৯৬৩ সালে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়। ১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়। ১৯৭৮ সালে এই থানার ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয়। অবশিষ্ট ৮টি ইউনিয়ন নিয়ে ১৫/০৪/১৯৮৩ সালে বুড়িচং থানা একটি মানোন্নীত থানা বা উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। বুড়িচং উপজেলার উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চান্দিনা উপজেলা ও দেবিদ্বার উপজেলা অবস্থিত.
প্রশাসনিক এলাকা
আয়তন : ১৬৩.৭৬ কিঃ মিঃ জনসংখ্যা : ২,৬৩,৬৫১ জন ঘনত্ব : ১৬০৯.৯৮ জন (প্রতি বর্গ কিঃমি) নির্বাচনী এলাকা : ২৫২ থানা : ০১(এক) টি ইউনিয়ন : ০৮ টি মৌজা : ১৫২ সরকারী হাসপাতাল : ০১ টি পোষ্ট অফিস : ২৪ টি নদ-নদী : ০২ টি হাটবাজার : ২৯টি ব্যাংক : ১০ টি

ইউনিয়ন পরিষদ
বাকশীমূল
বুড়িচং সদর
ষোলনল
পীরযাত্রাপুর
ময়নামতি
মোকাম
ভারেল্লা
রাজাপুর

শিক্ষা
কলেজের তালিকা
১। কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ২। নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ,মোকাম ইউনিয়ন ৩। সোনার বাংলা কলেজ ৪। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ৫। ফকির বাজার স্কুল এন্ড কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ৬। ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,ময়নামতি ইউনিয়ন



মাদ্রাসার তালিকা
১। সাদকপুর ইসলামিয়া আলীম মাদ্রাসা, পীরযাত্রাপুর ২। বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসা ৩। সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পীরযাত্রাপুর ৪। নিমসার হাফিজিয়া মাদ্রাসা ,মোকাম ইউনিয়ন ৫। ছয়গ্রাম আলিম মাদ্রাসা ,বাকশীমূল ইউনিয়ন ৬। চড়ানল হাছানীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা রাজাপুর ইউনিয়ন

উপজেলার দর্শনীয় স্থান
গোমতী নদীর বাঁধ
গোমতী নদী
উপজেলা পরিষদ চত্ত্বর
ময়নামতি কালী মন্দির
উপজেলা পরিষদ মসজিদ
ময়নামতি ওয়ার সেমিট্রি
ময়নামতি বৌদ্ধবিহার
গাজিপুর-কালিকাপুর পাহাড়ি এলাকা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধারকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়ায় মাদকবিরোধী বিশ...
05/09/2025

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল উত্তরপাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি বসতবাড়ি থেকে অভিনব কৌশলে লুকানো ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের নির্দেশে উপপরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান জুয়েলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই এলাকার মৃত আব্দুল ওয়াদুদ প্রকাশ অদুদ মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৪০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।

পরে তার ঘরের ভেতরে স্টিলের আলমারি ও ওয়াল সুকেছের ড্রয়ারে তল্লাশি চালিয়ে ২০ বান্ডিলে রাখা মোট ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রতিটি বান্ডিলে ২ কেজি করে গাঁজা ছিল।

এসআই মো. মেহেদী হাসান জুয়েল জানান, “পলাতক আসামি জসিম উদ্দিন একজন চিহ্নিত পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি মো. দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

কুমিল্লার ১১ টি সংসদীয় আসনের সীমানার চূড়‌ান্ত গেজেট প্রকাশ
05/09/2025

কুমিল্লার ১১ টি সংসদীয় আসনের সীমানার চূড়‌ান্ত গেজেট প্রকাশ

04/09/2025

বুড়িচংয়ে যুবসমাজের মাদকবিরোধী অভিযান: ১৫ কেজি গাঁজাসহ ৩ জন আটক

বুড়িচং সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাবেদ কাউছার সবুজ এবং সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক এনামুল হকের দিক নির্দেশনায় মাদকবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে পূর্ণমতি এলাকায় যুবসমাজের উদ্যোগে অভিযান চালানো হয়েছে।

আজ রাত ১০টার দিকে পূর্ণমতি ৪নং ওয়ার্ডের বিল পুকুরপাড় থেকে আনুমানিক ১৫ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী। আটককৃতরা হলো— লিটন ও নাজমুল (জগতপুর গ্রামের বাসিন্দা) এবং শিমুল (পূর্ণমতি গ্রামের বাসিন্দা)।

পরে স্থানীয়রা উদ্ধারকৃত মাদক ও আটককৃত ব্যবসায়ীদের থানায় সোপর্দ করে। যুবসমাজ জানিয়েছে, তাদের এ মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এটা না আমেরিকারে দিয়া দিসিলো?যাই হোক,পর্যটকদের জন্য সুখবর।
04/09/2025

এটা না আমেরিকারে দিয়া দিসিলো?
যাই হোক,পর্যটকদের জন্য সুখবর।

গতকাল কান্দিরপাড়-টমচমব্রিজ সড়ক বন্ধ করে মনিরুল হক চৌধুরীর সমাবেশের চিত্র।এমন বেশি বেশি করে করবেন আর মানুষের রুচি থেকে উঠ...
04/09/2025

গতকাল কান্দিরপাড়-টমচমব্রিজ সড়ক বন্ধ করে মনিরুল হক চৌধুরীর সমাবেশের চিত্র।
এমন বেশি বেশি করে করবেন আর মানুষের রুচি থেকে উঠবেন।

বাংলাদেশের থেকে অনুপ্রাণিত হয়ে ইন্দোনেশিয়া😂
04/09/2025

বাংলাদেশের থেকে অনুপ্রাণিত হয়ে ইন্দোনেশিয়া😂

আসসালামু আলাইকুম, আজকে একজন ডা. জন্য আমার সাথে খুব খারাপ কিছু হতে পারত, আমি নিজ হাতে আমার অনাগত সন্তান কে মেরে ফেলতে হতো...
03/09/2025

আসসালামু আলাইকুম, আজকে একজন ডা. জন্য আমার সাথে খুব খারাপ কিছু হতে পারত, আমি নিজ হাতে আমার অনাগত সন্তান কে মেরে ফেলতে হতো, আল্লাহ নিজ হাতে আমাকে রক্ষা করছে।

👉এবার আসি মূল ঘটনায়
আমি কুমিল্লা মহিলা কলেজের অপজিটে চর্থা চৌমুহনী ( এ ওয়ান হসপিটাল) নামে একটা হসপিটালে ড. দেখাই। ডা. উম্মে হাবিবা রেখা কে। কিছু দিন আগেও একটা বাচ্চা মিসকেরেজ হয় এ জন্য আমরা অনেক বেশি ভয়ে ছিলাম। গত ০১.০৯.২৫ ওনাকে দেখাই এবংওনি আমাকে আল্ট্রা করতে বলে,আমি আল্টা করি, আল্টা রিপোর্ট অনুযায়ী আমার বাচ্চার হাটবিট পাওয়া যায় নি এবং বাচ্চার বয়স ৬ সপ্তাহ আসে। আমি আলট্রা রিপোর্ট রেখা মেডাম কে দেখাই তখন ওনি আমাকে বলে আপনার বাচ্চার আর হাটবিট আসবে না আপনি ডিএনসি করেন অথবা ঔষধ খেয়ে বাচ্চা নষ্ট করে ফেলেন এবং ওনি আমাকে ঔষধ দিয়ে দেয় বাচ্চা নষ্ট হওয়ার। কিন্তু আমি ওনার দেওয়া ঔষধ না খেয়ে কুমিল্লা মাদার কেয়ার হসপিটাল এবং কুমিল্লা জেনারেল হাসপাতালে আবারও আল্ট্রা করি কিন্তু আলহামদুলিল্লাহ বাকি ২ আল্টা তে বাচ্চা হাটবিট পাওয়া যায় আলহামদুলিল্লাহ। এবং বাকি সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ।

👉পয়েন্ট: ডা. উম্মে হাবিবা রেখা কীসের ভীতিতে আমাকে বাচ্চা নষ্ট করার ঔষধ দিলো? ওনি কী ভাবে একটা জীবন শেষ করে দিতে বলে??? ওনি কী আসলেই কোন ডা. নাকি ভুয়া ডিগ্রি নিয়ে বসছে??? আজকে ওনার ভুল ট্রিটমেন্টের জন্য আমার বাচ্চা এবং আমার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারত .

👉বি দ্র: হসপিটাল কতৃপক্ষ কে আমরা জানাই তখন ওনারা এ বিষয়ে আল্টা ডা. সাথে কথা বলে তখন আল্টা ডা. বলে আমি তো ফাইলে লিখে দিছি ২ সপ্তাহ পর আবার আল্টা করতে তাহলে রেখা ম্যাম কেন উনাকে বাচ্চা নষ্ট হওয়ার ঔষধ দিলো আমি জানি না।

এ ছাড়া হসপিটাল কতৃপক্ষ থেকে আমরা আর কোন রেসপন্স ই পাই নি
©Fahmida Akther Sami

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের...
03/09/2025

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগ অংশ নিতে পারবে না।বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ এমনটাই জানিয়েছেন।

আমাদের গ্রুপ/পেইজ নিয়ে একটু খোলামেলা কথা বলি,এই পেইজ/গ্রুপটা আমরা চালাই আনন্দের জন্য, নিজেদের ব্যস্ত সময়ের মাঝ থেকে সময় ...
03/09/2025

আমাদের গ্রুপ/পেইজ নিয়ে একটু খোলামেলা কথা বলি,

এই পেইজ/গ্রুপটা আমরা চালাই আনন্দের জন্য, নিজেদের ব্যস্ত সময়ের মাঝ থেকে সময় বের করে। কিন্তু ইদানিং মনে হচ্ছে এটা আর পেইজ না, যেনো ২৪ ঘণ্টার অভিযোগ সেন্টার!

প্রতিদিন মেসেজ আসে—

“ভাই, আমার জামাই ভেগে গেছে, পোস্ট করেন।”

“গার্লফ্রেন্ড/বয়ফ্রেন্ড হারাইছে, খুঁজে দেন।”

“অমুক লাখ টাকা নিয়ে পালাইছে, এখনি পোস্ট দেন।”

“রাত তিনটায় কল দিয়ে বলছে—ভাই প্লিজ পোস্ট ডিলিট করেন, না হলে বিপদে পড়ে যাবো।”

তার সাথে আবার কেক আপু, বিস্কুট আপু, নির্বাচন প্রচারনা, সমাবেশ—সবকিছুর পোস্টও দিতে হবে! যেনো আমরা পেইজ না, সবার ব্যক্তিগত সংবাদপত্র।

ভাই/আপু, একটু বুঝবেন।
আমাদেরও ব্যক্তিগত জীবন আছে, কাজ আছে। সব রিকুয়েস্ট মেনে চলা সম্ভব না। রিপ্লাই না দিলে মন খারাপ করা বা কষ্টের কথা লেখা—এসবও আমাদের জন্য অস্বস্তিকর।

পেইজ/গ্রুপটা সবার জন্য খোলা, কিন্তু দায়িত্বটা সবাইকে বুঝে নিতে হবে। না হলে আনন্দের জায়গাটা সত্যিই শুধু বিরক্তি হয়ে যাবে।

03/09/2025

কথায় আছে, “রাখে আল্লাহ মারে কে”।
কুমিল্লার কোম্পানিগঞ্জে একটি প্রাইভেট কারের যাত্রীরা গাড়িটি রাস্তার পাশে পার্ক করে চা খেতে গিয়েছিলেন। ঠিক সেই মুহূর্তে একটি ট্রাক ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটির উপর উঠে পড়ে।
অলৌকিকভাবে দুর্ঘটনার সময় যাত্রীরা গাড়ির বাইরে থাকায় তারা অক্ষত থেকে যান।

আল্লাহই সর্বোত্তম হেফাজতকারী।

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১৪ বছরের নাবালিকা মু'স'লি'ম মেয়েকে কে হি◐ন্দু ছেলে ক'তৃক ধ'র্ষ'ণে'র প্রধান আসামী জয় কুরি...
03/09/2025

লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১৪ বছরের নাবালিকা মু'স'লি'ম মেয়েকে কে হি◐ন্দু ছেলে ক'তৃক ধ'র্ষ'ণে'র প্রধান আসামী জয় কুরিকে গ্রে*ফতার করেছে পুলিশ!

*★মোবাইল কোর্ট★**★বিএসটিআই, কুমিল্লা★**তারিখ: ০২ সেপ্টেম্বর , ২০২৫ খ্রি.**জরিমানা:১০,০০০/- (দশ হাজার টাকা)*অদ্য ০২.০৯.২০...
02/09/2025

*★মোবাইল কোর্ট★*
*★বিএসটিআই, কুমিল্লা★*
*তারিখ: ০২ সেপ্টেম্বর , ২০২৫ খ্রি.*
*জরিমানা:১০,০০০/- (দশ হাজার টাকা)*

অদ্য ০২.০৯.২০২৫ তারিখে উপজেলা প্রশাসন, বুড়িচং , কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে বুড়িচং এ একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত অভিযানে
১। *তিতাস বেকারি, কংশনগর, বুড়িচং, কুমিল্লা* প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট, কেক, চিপস, ব্রেড পন্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮ ' এর ২৪(১)/৪১ ধারা অনুযায়ী ১০,০০০/- ( দশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।

বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সোনিয়া হক, সহকারী কমিশনার (ভূমি), বুড়িচং, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহম্মেদ, ফিল্ড অফিসার (সিএম), জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) এবং মো: শামস তাবরেজ, পরিদর্শক (মেট্রোলজি) ।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।

Address

Burichang
Burichang
3520

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িচং উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share