বুড়িচং উপজেলা

বুড়িচং উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বুড়িচং উপজেলা, Burichang, Burichang.
(1)

এই পেইজ কোনো গনমাধ্যম, সাংবাদিক বা সরকারি সংস্থা দ্বারা পরিচালিত নয়, বরং Burichang Upazila (বুড়িচং উপজেলা) কমিউনিটি গ্রুপের স্বাধীন প্রচারমাধ্যম, যা এই উপজেলা ও উপজেলার মানুষের কথা, সমস্যা ও তথ্য তুলে ধরায় কাজ করে। যেকোনো তথ্য প্রকাশে গ্রুপে পোস্ট করুন। ভৌগলিক পরিচিতি
বুড়িচং উপজেলার পূর্বনাম ছিল উত্তর বিজয়পুর। কিংবদমত্মী অনুসারে খৃষ্টীয় একাদশ শতকের গোড়ার দিকে এই উত্তর বিজয়পুর গ্রামে বহু জ্ঞান

ী -গুনীর আবাসস্থল ছিল। একাদশ শতকের দিকে চৈনিক পরি ব্রাজক ‘‘ইয়েন সাং’’ উত্তর বিজয়পুর পরিদর্শণ করতে আসেন এবং এলাকার জ্ঞানী-গুনীদের সাহচর্যে মুগ্ধ হন। ঐ সময় এ এলাকাকে ‘‘বুড্ডি চিয়াং’’ নামে অভিহিত করেন। চৈনিক ভাষায় বুড্ডি চিয়াং এর বাংলা অনুবাদ করলে বুড্ডি অর্থ বুদ্ধি বা জ্ঞানী বা শিক্ষা এবং চিয়াং অর্থ আবাসস্থল বা আস্তানা বা শালা ইত্যাদি বুঝায়। তাই বুড্ডি চিয়াং এর আভিধানিক অর্থ দাড়ায় জ্ঞানী ও গুনীর আবাসস্থল, উক্ত বুড্ডি চিয়াং নাম হতে কালক্রমে মানুষের মুখের ভাষায় সহজ বলার তাগিদে বুড্ডি চং ও পরে বুড়িচং নামের উৎপত্তি হয়। কুমিলস্না সদর (কোতয়ালী) এর কিছু অংশ ও বর্তমান ব্রাহ্মণবাড়ীয়ার জেলার কিছু অংশ নিয়ে ১৯১৬ সালে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের মাধ্যমে বুড়িচং থানার গোড়াপত্তন হয়।

১৯৬৩ সালে বুড়িচং থানা একটি উন্নয়ন সার্কেল-এ রূপান্তরিত হয়। ১৯৭০ সালে এটি একটি পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র থানা হিসাবে প্রতিষ্ঠা পায়। ১৯৭৮ সালে এই থানার ৭টি ইউনিয়ন নিয়ে ব্রাহ্মণপাড়া নামে অপর একটি থানার সৃষ্টি হয়। অবশিষ্ট ৮টি ইউনিয়ন নিয়ে ১৫/০৪/১৯৮৩ সালে বুড়িচং থানা একটি মানোন্নীত থানা বা উপজেলা হিসাবে আত্মপ্রকাশ করে। বুড়িচং উপজেলার উত্তরে ব্রাহ্মণপাড়া উপজেলা, দক্ষিণে কুমিল্লা আদর্শ সদর উপজেলা, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চান্দিনা উপজেলা ও দেবিদ্বার উপজেলা অবস্থিত.
প্রশাসনিক এলাকা
আয়তন : ১৬৩.৭৬ কিঃ মিঃ জনসংখ্যা : ২,৬৩,৬৫১ জন ঘনত্ব : ১৬০৯.৯৮ জন (প্রতি বর্গ কিঃমি) নির্বাচনী এলাকা : ২৫২ থানা : ০১(এক) টি ইউনিয়ন : ০৮ টি মৌজা : ১৫২ সরকারী হাসপাতাল : ০১ টি পোষ্ট অফিস : ২৪ টি নদ-নদী : ০২ টি হাটবাজার : ২৯টি ব্যাংক : ১০ টি

ইউনিয়ন পরিষদ
বাকশীমূল
বুড়িচং সদর
ষোলনল
পীরযাত্রাপুর
ময়নামতি
মোকাম
ভারেল্লা
রাজাপুর

শিক্ষা
কলেজের তালিকা
১। কালিকাপুর আব্দুল মতিন খসরু ডিগ্রী কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ২। নিমসার জুনাব আলী ডিগ্রী কলেজ ,মোকাম ইউনিয়ন ৩। সোনার বাংলা কলেজ ৪। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজ ৫। ফকির বাজার স্কুল এন্ড কলেজ ,বাকশীমূল ইউনিয়ন ৬। ময়নামতি উচ্চ বিদ্যালয় ও কলেজ ,ময়নামতি ইউনিয়ন



মাদ্রাসার তালিকা
১। সাদকপুর ইসলামিয়া আলীম মাদ্রাসা, পীরযাত্রাপুর ২। বুড়িচং ইসলামিয়া সুন্নিয়া আলীম মাদ্রাসা ৩। সাদকপুর ইসলামিয়া বালিকা দাখিল মাদ্রাসা, পীরযাত্রাপুর ৪। নিমসার হাফিজিয়া মাদ্রাসা ,মোকাম ইউনিয়ন ৫। ছয়গ্রাম আলিম মাদ্রাসা ,বাকশীমূল ইউনিয়ন ৬। চড়ানল হাছানীয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা রাজাপুর ইউনিয়ন

উপজেলার দর্শনীয় স্থান
গোমতী নদীর বাঁধ
গোমতী নদী
উপজেলা পরিষদ চত্ত্বর
ময়নামতি কালী মন্দির
উপজেলা পরিষদ মসজিদ
ময়নামতি ওয়ার সেমিট্রি
ময়নামতি বৌদ্ধবিহার
গাজিপুর-কালিকাপুর পাহাড়ি এলাকা

📰 হারানো বিজ্ঞপ্তিজনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,মোঃ মেহেদী হাসান (৩৫) নামের এক ব্যক্তি গত ৮ই নভেম্বর ২০২৫ ইং, ...
09/11/2025

📰 হারানো বিজ্ঞপ্তি

জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,
মোঃ মেহেদী হাসান (৩৫) নামের এক ব্যক্তি গত ৮ই নভেম্বর ২০২৫ ইং, শনিবার দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন বুড়িচং ইউনিয়নের বুড়িচং/গুড়িপুর এলাকা হইতে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

🧾 নিখোঁজ ব্যক্তির বিবরণ:
👤 নাম: মোঃ মেহেদী হাসান
👨‍👩‍👦 পিতা: নুরুল ইসলাম
👩 মাতা: জোহরা বেগম
📜 জাতীয় পরিচয়পত্র নম্বর: ৬৩০৩০৭১৭৭৪১৪৪
🏠 ঠিকানা: গ্রাম – বুড়িচং, ডাকঘর – বুড়িচং, উপজেলা – বুড়িচং, জেলা – কুমিল্লা
📞 মোবাইল: ০১৮৫৯৪৩০০৮৮
💼 পেশা: ট্যাক্সি ড্রাইভার
💍 বৈবাহিক অবস্থা: বিবাহিত
📏 উচ্চতা: ৫ ফুট ৪ ইঞ্চি
⚖️ ওজন: ৬৫ কেজি
🎨 চামড়ার রং: শ্যামলা
🧥 পোশাকের বিবরণ (নিখোঁজের সময়): সাদা শার্ট ও প্যান্ট পরিহিত ছিলেন
📍 শেষ দেখা যায়: বুড়িচং ইউনিয়নের বুড়িচং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়

🕊️ যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত নিখোঁজ ব্যক্তির সন্ধান পান, অনুগ্রহ করে নিম্নোক্ত ঠিকানায় বা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

📍 যোগাযোগের ঠিকানা:
নুরুল ইসলাম (পিতা)
গ্রাম: বুড়িচং, ডাকঘর: বুড়িচং, উপজেলা: বুড়িচং, জেলা: কুমিল্লা
📞 মোবাইল: ০১৮৫৯৪৩০০৮৮



🕊️ “একটি পরিবারের শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনতে আপনার একটি খবরই যথেষ্ট হতে পারে।”

📅 তারিখ: ০৯ নভেম্বর ২০২৫
📍 স্থান: বুড়িচং, কুমিল্লা

09/11/2025

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন।
সিজার ডেলিভারি হবে। হিমোগ্লোবিন দশের নিচে আছে। তাই রক্ত প্রয়োজন লাগতে পারে।

রক্ত ব্লাড হলো : বি- নেগেটিভ।

বিদ্র: যেহেতু এটা নেগেটিভ রক্ত তাই সময় থাকতে আগে জানিয়ে রাখলাম এবং ব্যবস্থা করে রাখলাম।

মোবাইল নাম্বার : ০১৮৯৪৭৪৪৫২৮, ০১৭৪৯৪৯২২১১

খাবার ছাড়া একজন মানুষ গড়ে প্রায় ২২ দিন বেঁচে থাকতে পারে — অর্থাৎ প্রায় ৫২৮ ঘণ্টা।তাহলে কোনো রাজনৈতিক নেতার ১০০ ঘণ্টার অন...
08/11/2025

খাবার ছাড়া একজন মানুষ গড়ে প্রায় ২২ দিন বেঁচে থাকতে পারে — অর্থাৎ প্রায় ৫২৮ ঘণ্টা।
তাহলে কোনো রাজনৈতিক নেতার ১০০ ঘণ্টার অনশন আসলে একেবারেই টু মাচ সেইফ গেম!
চাইলেই তিনি আরও ৪২৮ ঘণ্টা অনায়াসে চালিয়ে যেতে পারতেন।

🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶কুমিল্লা বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ার চর ভূঁইয়া বাড়ির মোঃ রাসেল মিয়া ভূঁইয়া (ম...
08/11/2025

🔶 হারানো বিজ্ঞপ্তি 🔶

কুমিল্লা বুড়িচং থানাধীন ময়নামতি ইউনিয়নের বিনন্দিয়ার চর ভূঁইয়া বাড়ির মোঃ রাসেল মিয়া ভূঁইয়া (ময়নাল)-এর তৃতীয় ছেলে মোঃ নোবেল হোসেন ভূঁইয়া কে বিগত ১০/০৯/২০২৫ ইং তারিখ থেকে পাওয়া যাচ্ছে না।

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান, তবে অনুগ্রহ করে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো —

📞 ০১৭১৩-৬০৪৮৯৭
📞 ০১৮২৭-৭৭৭১৯৭

🙏 আল্লাহ যেন তাকে সুস্থ ও নিরাপদে ফিরিয়ে দেন — এই দোয়া রইল।

08/11/2025

বুড়িচং থানার অধীনস্থ দেবপুর ফাঁড়িতে কর্মরত পুলিশ কনস্টেবল মোঃ আশরাফ স্ট্রোক করে কিছুক্ষণ আগে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

এএসপি মেধাবৃত্তি–২০২৫ ঘোষণা আসসালামু আলাইকুম।আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এএসপি মেধাবৃত্তি–২০২৫ এর আনুষ্ঠানিক ...
07/11/2025

এএসপি মেধাবৃত্তি–২০২৫ ঘোষণা

আসসালামু আলাইকুম।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, এএসপি মেধাবৃত্তি–২০২৫ এর আনুষ্ঠানিক কার্যক্রম আগামী ১০ই নভেম্বর ২০২৫, রোজ সোমবার থেকে শুরু হতে যাচ্ছে।

বিগত চার বছরের সাফল্যের ধারাবাহিকতায়, এ বছরও বুড়িচং–ব্রাহ্মণপাড়া উপজেলার মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশ ও প্রণোদনা প্রদানের লক্ষ্যে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি।
আপনাদের সহযোগিতা ও অংশগ্রহণ এই উদ্যোগকে আরও সফল করে তুলবে— ইনশাআল্লাহ।

সবার প্রতি শুভকামনা রইল।

সার্বিক সহযোগিতায়
ইমাম মেহেদি হাসান
সভাপতি,
এসোসিয়েশন ফর স্টুডেন্টস প্রোগ্রেস (এএসপি)
📞 যোগাযোগ: 01685-718138

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার মামুনের সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ
06/11/2025

কুমিল্লা-৫ আসনে মনোনয়ন বঞ্চিত ব্যারিস্টার মামুনের সমর্থকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

ওই প্ল্যাকার্ড হাতে ১৬ বছরের ছেলেটা কে জানেন..? ৭ বছরের একটা শিশুকে নির্মমভাবে নির্যাতন করে হ'ত্যা করার প্রতিবাদে মানববন...
06/11/2025

ওই প্ল্যাকার্ড হাতে ১৬ বছরের ছেলেটা কে জানেন..?
৭ বছরের একটা শিশুকে নির্মমভাবে নির্যাতন করে হ'ত্যা করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচির প্ল্যাকার্ড নিয়ে যে ছেলেটা ওমন দৃপ্ত পায়ে বিচারের দাবীতে হাঁটছে, যখন জানবেন সে নিজেই সেই বাচ্চাটার ধ'র্ষ'ক এবং খুনী।
চমকে উঠবেন না?

কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার সিমানারপার গ্রামে অক্টোবরের ২৪ তারিখ দুপুরে আদিবা নামের ছোট্ট ফুলের মত মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজ হবার প্রায় ছয়দিন পর মেয়েটার বাড়ি থেকে একটু দূরে একটা পুরনো পুকুরে বাঁশ ঝাড়ের বাঁশ কাটতে গিয়ে বাচ্চাটার লা'শ ভেসে থাকতে দেখা যায়। বাচ্চাটার গলায় বড় একটা পাথর বাঁধা ছিল।😣

আর এই সব কিছুই করেছিলো মেয়েটারই চাচাতো ভাই,
মাত্র ১৬ বছর বয়সী এই ছবির ছেলেটা, ইয়াসিন।
ইয়াসিন নিজেই প্রতিবাদ মিছিলে সবার আগে আগে থেকে বিচারের দাবীতে গলা ফাটিয়েছে। অথচ নিষ্পাপ একটা ফুলের মতো বাচ্চাকে ধ'র্ষ'ণ করার সময় তার বুক কাঁপেনি! নিজের রক্তের সম্পর্কের একজন কাছের মানুষকে খু'ন করার সময়ও বিন্দুমাত্র বিবেকে বাঁধেনি।💔

ছোট্ট একটা গুড নিউজ হচ্ছে, এই শূ'য়ো'রে'র বাচ্চাটা ধরা পরেছে। মুক্তিপণ আটকের নাটক সাজাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছে।

এরা হচ্ছে আমাদের চারপাশে ঘুরে বেড়ানো সত্যিকারের সাইকোপ্যাথ। এরা নিকৃষ্টতম মানুষ। এদের জন্য মানবাধিকার বলতে কিছু থাকতে নেই। থাকতে পারে না। একমাত্র এবং একমাত্র এসব ধর্ষকদের শাস্তির জন্য আমি হিংস্রতম মব জাস্টিসে বিশ্বাসী। কোন রিহ্যাবিলিটেশন না, কোন সংশোধন না, কোন ভুল শুধরে নেয়া না, কোন কিছুর সুযোগ, অধিকার এদের নাই। এদের চৌরাস্তার মোড়ে ফেলতে হবে নগ্ন করে। হাজার খানেক মানুষ দুই হাতে টেনে খাবলে ছিড়েখুঁড়ে ফেলতে হবে এদের মাথার খুলি থেকে পায়ের প্রতিটা আঙুল পর্যন্ত। 🙂

📢 হারানো বিজ্ঞপ্তিযদি কোনো হৃদয়বান ব্যক্তি হারানো জিনিসটি খুঁজে পান, অনুগ্রহ করে নিচের যে কোনো নাম্বারে যোগাযোগ করুন —📞...
05/11/2025

📢 হারানো বিজ্ঞপ্তি
যদি কোনো হৃদয়বান ব্যক্তি হারানো জিনিসটি খুঁজে পান, অনুগ্রহ করে নিচের যে কোনো নাম্বারে যোগাযোগ করুন —
📞 01752-466118
📞 01610-262929

আপনার সামান্য সহযোগিতাই কারও জন্য বড় উপকার হতে পারে। 🙏

05/11/2025

অবশেষে বাংলাদেশে আসার অনুমতি পেলেন না ডা. জাকির নায়েক।

05/11/2025

Address

Burichang
Burichang
3520

Website

Alerts

Be the first to know and let us send you an email when বুড়িচং উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share