20/03/2021
"একজন প্রবাসীর গল্প"
হ্যা ভাই, আমি একজন প্রবাসী!
আমার দিন শুরু করতে হয় মা,বোন বা বঊয়ের হাতের চায়ের সাদ না নিয়েই। ঠিক তখন প্রথম বারের মতো নিজের প্রবাসী হওয়া নিয়ে খুব আক্ষেপ হয়। প্রবাস জীবনকে অনেক গালাগাল করতে ইচ্ছে হয়। অতঃপর প্রবাস জীবনের ১৪ গোষ্টী উদ্ধার করে আস্তে আস্তে পেটের তাগিদে কাজে বেরিয়ে পরি।
কাজ এবং কাজের ফাকে ফাকে ৬ বছর প্রবাস জীবনে কি পেলাম এবং কি হারালাম এই হিসাব কষতে কষতেই দিন পেরিয়ে যায়, রাত আসে।
কাজ শেষ করে বাসায় ফেরার পর কিছুক্ষন নিরিবিলি সিগারেটের ধোঁয়ার সাথে আড্ডা জমে। ইমাজিনেশনের গাড়িতে চরে ভবিষ্যতের দিকে পা বারাবার ব্যার্থ চেষ্টায় মেতে উঠি। কিন্তু যখন ভবিষ্যতের পথ অনিশ্চয়তা এবং অন্ধকারে ঢাকা দেখতে পাই, ঠিক তখন আরেকটি বার প্রবাস জীবনের ১৪ গুষ্টির কথা মনে পরে, এবার শুধু মনে মনেই গালাগাল করে ক্ষান্ত হইনা, এবার আমি YOUTUBE ,FACEBOOK, WHATSAPP, IMO এসব প্লাটফরমে আমার আক্ষেপ ছড়িয়ে ছিঠিয়ে দেই, আর আমার এই STATUS, STORY বা SHORT VIDEO গুলো আমার মতো আরও অসংখ্য প্রবাসী ভাইয়ের কাটা গায়ে লবনের ছিটার মত কাজ করে। এভাবেই আমার প্রতিটা দিন কাটে, পরের দিন আবার আমাকে ঘুম থেকে উঠতে হয় কোন প্রকার আশা,উৎসাহ এবং উদ্ধিপনা ছাড়াই।
এই গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু যে আমার সারাটা দিন কাটে নিজের প্রবাসী হওয়ার আক্ষেপ নিয়ে, সেই আমি ই আবার আমার ভাই, ভাগ্নে বা ছেলেকে আরেকটি প্রবাস জীবন উপহার দেয়ার জন্য কাজ করে যাবো, আর একদিন আমি তা করে দেখাবো,তখন আরেকটি প্রবাস জীবনের সূচনা হবে, তাহলে আপনি ই বলুন এই গল্প কিভাবে শেষ হবে??
হ্যা ভাই আমি ও আপনার মতো একজন প্রবাসী।
কখনও কখনও নিজেকে প্রশ্ন করি,আমরা ইংরেজ, পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি পেয়েছি ঠিকই,কিন্তু আমাদের নিজেদের CULTURE, FAMILY TRADITION এসবের দাসত্ব থেকে কি মুক্ত হতে পারবো ??
কোথায় যেনো পড়েছিলাম, "If you want to change your community, change yourself first " মানে টা সমান্তরাল রেখার মতো সোজা
"নিজেকে বদলান,আপনার আশ পাশ এমনিতেই বদলে যাবে "
যাই হউক সবমিলিয়ে ভালই আছি! আপনি ও ভালও থাকতে পারবেন, একটি ফরমুলা আছে ভালও থাকার, আপনিও চেস্টা করে দেখতে পারেন। জীবনে কি পেয়েছেন, কি হারিয়েছেন তা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু মনে রাখবেন "জীবনে যতোটুকু পেয়েছেন, ততোটুকুই আপনার ভাগ্যে ছিলো আর যা হারিয়েছেন তা কখনই আপনার ছিলনা "
#প্রবাসী_বাংলাদেশী