Surma Tube SA

Surma Tube SA We aim to share the experience of expatriate life of the Bangladeshi community living in South Africa and create a positive impact by raising awareness.

25/09/2022

আপনার সমস্ত স্বপ্ন অবশ্যই সত্যি হবে, যদি আপনি বিশ্বাস করেন!

Attention attention attentionবিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ কর্তৃক প্রবাসী বাংলাদেশী ও তাঁদের পরিবারবর্গের জন্য "No Visa Req...
10/03/2022

Attention attention attention

বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহ কর্তৃক প্রবাসী বাংলাদেশী ও তাঁদের পরিবারবর্গের জন্য "No Visa Required for Travel to Bangladesh' (NVR) প্রদান সংক্রান্ত সরকারী আইন দেখে নিন,কাজে লাগবে।


#প্রবাসি_বাংলাদেশী

Good news
01/02/2022

Good news

South Africa cuts isolation for symptomatic patients to 7 days and says those with no symptoms not required to isolate.

         #প্রবাসী_বাংলাদেশী
19/08/2021





#প্রবাসী_বাংলাদেশী

আপনার জন্ম যদি ১৯৮৭ সালের আগে হয়ে থাকে তাহলে আপনি ফ্রী COVID-19 ভ্যাকসীনের জন্য নিবন্ধন করতে পারবেন।নিবন্ধন করতে যা যা ...
24/07/2021

আপনার জন্ম যদি ১৯৮৭ সালের আগে হয়ে থাকে তাহলে আপনি ফ্রী COVID-19 ভ্যাকসীনের জন্য নিবন্ধন করতে পারবেন।

নিবন্ধন করতে যা যা লাগবে:
* আপনার ডকুমেন্ট, অর্থাৎ এই দেশী ID অথবা বাংলাদেশী পাসপোর্ট অথবা এসাইলাম। এগুলোর যেটি আপনি ব্যবহার করেন।
* আপনার মোবাইল নাম্বার।
* মেডিকেল এইড নাম্বার,যদি থাকে। না থাকলে অসুবিধে নেই।

যেভাবে নিবন্ধন করবেন:
* অনলাইনে EVDS লিখে সার্চ করলে ভ্যাকসীন সংক্রান্ত লিংক এসে যাবে, সেখানে প্রদত্ত নির্দেশনা অনুযায়ী নিবন্ধন করতে পারবেন। অথবা...

* REGISTER লিখে WhatsApp করুন এই নাম্বারে 0600123456 অথবা...

* এই নাম্বারটি ডায়াল করুন *134*832 # এবং ধাপে ধাপে মেসেজ রিপ্লাই করুন। অথবা...

* COVID-19 hotline নাম্বারে 0800029999 কল করে ও নিবন্ধন করতে পারবেন।






আসসালামু আলাইকুম!সুরমা টিউব পরিবারের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের  সবাইকে জানাচ্ছি পবিত্র  ঈদ উল আযহা র শুভেচ্ছা।  ঈদ মো...
21/07/2021

আসসালামু আলাইকুম!

সুরমা টিউব পরিবারের পক্ষ থেকে দেশ ও দেশের বাইরের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আযহা র শুভেচ্ছা।

ঈদ মোবারক।

আসুন আমরা সবাই Covid_19 এর সকল গাইড লাইন মেনে চলে ঈদ উদযাপন করি ।

#প্রবাসী_বাংলাদেশী


োবারক

সুখবর!  সুখবর!  সুখবরস্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ অ্যারন মোটসোলেদী এর ঘোষণা অনুযায়ী , কোভিড-১৯ এর ভয়াবহতা মাথায় রেখে    লকডাউনে...
01/07/2021

সুখবর! সুখবর! সুখবর

স্বরাষ্ট্রমন্ত্রী ডাঃ অ্যারন মোটসোলেদী এর ঘোষণা অনুযায়ী , কোভিড-১৯ এর ভয়াবহতা মাথায় রেখে লকডাউনের ভেতর মেয়াদ শেষ হওয়া আ্যসাইলাম সীকার, রিফুজী স্ট্যাটাস এর মেয়াদ 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত বাড়ানো হয়েছে।

এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আ্যসাইলাম সীকার, রিফুজী স্ট্যাটাস পারমিটগুলি পুনর্নবীকরণ অব্যাহত রাখতে উত্সাহিত করা হচ্ছে।

তাই, ইমিগ্রেশন বিষয়ক ঝুঁকি এড়াতে যারা এখনো আ্যসাইলাম বা রিফুজি স্ট্যাটাস অনলাইন এক্সটেনশন এর জন্য আবেদন করেন নি, তারা আর দেরি না করে আবেদন করে ফেলুন।

#প্রবাসী_বাংলাদেশী


সামঞ্জস্যপূর্ণ লকডাউন স্তর ৪ এ এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা  -  রয়েছে নতুন বিধিনিষেধ! রাষ্ট্রপতি সিরিল রামাপোসা ঘোষণা করেছেন ...
27/06/2021

সামঞ্জস্যপূর্ণ লকডাউন স্তর ৪ এ এগুচ্ছে দক্ষিণ আফ্রিকা - রয়েছে নতুন বিধিনিষেধ!

রাষ্ট্রপতি সিরিল রামাপোসা ঘোষণা করেছেন যে কোভিড -১৯ সংক্রমণের তৃতীয় তরঙ্গের বিরুদ্ধে লড়াইয়ে দেশ একটি সমন্বিত লকডাউন স্তর ৪ এ চলে যাবে।

রবিবার (২৭ জুন) সন্ধ্যায় জাতীর উদ্দেশ্যে ভাষণে রামাফোসা বলেছেন যে সংক্রমণের উচ্চ হারকে নিয়ন্ত্রণে রাখতে এবং স্বাস্থ্যসেবা খাতে চাপ কমাতে এই নিষেধাজ্ঞাগুলি জরুরি।

রাষ্ট্রপতি বলেছিলেন যে আইসিইউ ব্যবস্থাপনাগুলি স্বল্প সরবরাহ করছে এবং এটি স্পষ্ট যে বিদ্যমান নিয়ন্ত্রণের ব্যবস্থা যথেষ্ট নয়।

এই সমস্যাগুলি সমাধান করার জন্য, রাষ্ট্রপতি বলেছিলেন যে নিম্নলিখিত নতুন বিধিনিষেধ চালু করা হবে:

* সমস্ত অভ্যন্তরীন এবং বহিরঙ্গন সমাবেশ নিষিদ্ধ। এর মধ্যে ধর্মীয় এবং সামাজিক সমাবেশগুলি অন্তর্ভুক্ত রয়েছে।

* জানাজা এবং অন্তুষ্টিক্রিয়া অনুমোদিত তবে উপস্থিতি 50 জনের বেশি হতে পারবে না।

* নিশীযাপন এবং জানাজা শেষে জমায়েতের অনুমতি নেই।

* সমূদ্র সৈকত এবং উদ্যানগুলির মতো সর্বজনীন স্থানগুলি উন্মুক্ত থাকবে, তবে কোনও সমাবেশের অনুমতি নেই।

* নতুন কারফিউ কাল সন্ধ্যা ৯ টা থেকে ভোর ৪ টা।

* অ্যালকোহল বিক্রয় নিষিদ্ধ।

* অবসর যাপনে খাউটেং-এ ভ্রমণ নিষিদ্ধ। কেউ বর্তমানে প্রভিন্সের বাইরে থাকলে বাড়ি ফিরে যেতে পারবেন।

* বৃদ্ধাশ্রম এবং যত্নাগার গুলিতে যাতায়াত সীমাবদ্ধ থাকবে।

* রেস্তোঁরাগুলি কেবল টেক আওয়ে ও ভেলিভারির জন্য খাদ্য বিক্রয় করতে পারবে।

* শীতকালীন ছুটি এগিয়ে আনা হবে। স্কুলগুলি (৩০ জুন) থেকে বন্ধ হবে এবং শুক্রবারের মধ্যে সমস্ত স্কুল বন্ধ হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

* বুধবার বিশ্ববিদ্যালয় এবং কলেজ সমূহের সকল কন্টাক্ট ক্লাস বন্ধ হবে।

রামাপোসা বলেন, ১৪ দিনের জন্য এই নিষেধাজ্ঞাগুলি স্থায়ী থাকবে এবং এর পরে মূল্যায়ন করা হবে। এগুলি ২৮ জুন সোমবার কার্যকর হয় এবং ১১ জুলাই পর্যন্ত চলবে।

#প্রবাসী_বাংলাদেশী


অবশেষে চালু হল দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে বিমান চলাচল।সকল কোভিড বিধিমালা মেনে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা আগামী ৪ঠা জুন ...
01/06/2021

অবশেষে চালু হল দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে বিমান চলাচল।সকল কোভিড বিধিমালা মেনে দক্ষিণ আফ্রিকা প্রবাসীরা আগামী ৪ঠা জুন থেকে দেশে যেতে পারবেন তবে শর্ত হচ্ছে নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।তাও ভালো,যেসকল প্রবাসীরা এতদিন যাবত অপেক্ষার প্রহর গুনছিলেন এখন অন্তত প্রিয়জনদের কাছে গিয়ে কোয়ারান্টিনে থাকবেন।

যাহারা দেশে যাবেন অথবা প্ল্যান করছেন সবার জন্য শুভকামনা।


#প্রবাসী_বাংলাদেশী

করোনা ভাইরাস এর সংক্রমন উর্দ্ধগামী হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার মাননীয় প্রেসিডেন্ট সিরীল রামাপোসা লকডাউন লেবেল ১ থেকে ল...
30/05/2021

করোনা ভাইরাস এর সংক্রমন উর্দ্ধগামী হওয়ার কারণে দক্ষিণ আফ্রিকার মাননীয় প্রেসিডেন্ট সিরীল রামাপোসা লকডাউন লেবেল ১ থেকে লেবেল ২ এ উন্নীত করার ঘোষণা দিয়েছেন। কার্যকর হবে আগামী কাল সোমবার থেকে।

* সন্ধ্যা ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত কার্ফিউ যারি থাকবে।
* শুধু মাত্র অনুমোদন প্রাপ্ত শ্রমিক ব্যতিত অন্য কেউ কার্ফিউ চলাকালীন সময়ে বাইরে অবস্থান করা নিষেধ।
* সকল বার এবং রেস্টুরেন্ট কিংবা এই জাতীয় ব্যাবসা প্রতিষ্ঠানসমূহ সন্ধ্যা ১০ টার ভিতরে বন্ধ করতে হবে।
* বন্ধ জায়গায় ১০০ এবং খোলা জায়গায় ২৫০ জনের বেশি লোক সমাগম নিষিদ্ধ।

আসুন নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, আমরা চাইনা ভারতের মত পরিস্থিতি আর কোথাও হোক। আল্লাহ সকলের সহায় হোন।


#প্রবাসী_বাংলাদেশী

বাংলাদেশ হাইকমিশন  প্রিটোরিয়া কলার সফরের বিজ্ঞপ্তি !! বাংলাদেশ হাইকমিশনের একটি কলার টিম আগামী ১৯-২০ জুন ২০২১ তারিখ শনিব...
18/05/2021

বাংলাদেশ হাইকমিশন প্রিটোরিয়া কলার সফরের বিজ্ঞপ্তি !!

বাংলাদেশ হাইকমিশনের একটি কলার টিম আগামী ১৯-২০ জুন ২০২১ তারিখ শনিবার ও রবিবার কেপ টাউন সফর করবেন এবং নিম্নলিখিত
সময়সূচী অনুসারে কলার সেবা প্রদান করবেন

সময়সূচী:
শনিবার, ১৯ জজুন:সকাল ১০:০০ থেকে প্রয়ােজন অনুসারে
রবিবার, ২০ জুন: সকাল ১০.০০ থেকে প্রয়ােজন অনুসারে
সাউথইস্ট একচেঞ্জ কোম্পানী, ৫ টেম্পল স্ট্রীট, গেটসভিল, রাইল্যান্ডস, কেপ টাউন

আপনার মেশিন রিডঅ্যাবল পাসপাের্ট নবায়ন করা প্রয়ােজন হলে নির্ধারিত ফরম পূরণ করে পাসপাের্টের কপি, ছবি ও ফি জমা দেয়ার
রশীদসহ উক্ত টিমের কাছে জমা দিন। আবেদন ফরম সরকারের ওয়েবসাইট www.dip.gov.bd থেকে প্রিন্ট করে নিন। ফরমের কোন ঘর খালি
রাখবেন না। ফি জমা দেয়ার রশীদে রেফারেন্স হিসেবে আপনার নাম ও মােবাইল নম্বর লিখুন।
হারিয়ে যাওয়া / পুড়ে যাওয়া পাসপাের্টের জন্য পুলিশ এফিডেভিট এর কপি জমা দিন।
হাতে লিখা পাসপাের্টের পরিবর্তে মেশিন রিডঅ্যাবল পাসপাের্ট পেতে চাইলে ৩ কপি ছবি, ডিজিটাল জন্মসনদ, জাতীয় পরিচয়পত্র অথবা
ভােটার পরিচয়পত্রের কপিসহ সরাসরি নিজে এসে আবেদন করুন। আপনার দেয়া সনদ যাচাই করে ঠিক পাওয়া গেলে আবেদন গ্রহণ করা
হবে। এই আবেদন সরাসরি জমা করুন-অনলাইনে এ আবেদন নেয়া হয় না।

ট্রাভেল পারমিট পেতে চাইলে দুই কপি ছবি, মেশিন রিডবল পাসপাের্ট, অথবা ডিজিটাল জন্মসনদ অথবা জাতীয় পরিচয়পত্র অথবা ভােটার
পরিচয়পত্রের কপি প্রদান করুন। আপনার দেয়া সনদ যাচাই করে ঠিক পাওয়া গেলে আবেদন গ্রহণ করা হবে।
পুলিশ রিপাের্টের জন্য পূরণকৃত আবেদনপত্র ও পাসপাের্টের কপি ফিসহ জমা দিন।

পাসপাের্টের কোন তথ্য নাম, মা-বাবার নাম, বয়স, স্থায়ী ঠিকানা, বৈবাহিক অবস্থা) কিভাবে সংশাধন করা যেতে পারে সে জন্য আমাদের
অপর নােটিশটি দেখুন।
এক জনের পাসপাের্ট কিভাবে আরেক জন সংগ্রহ করতে পারে সে জন্য আমাদের অপর নােটিশটি দেখুন।
আপনার নতুন পাসপাের্ট আবেদনের এনরােলমেন্ট/রেফারেন্স নম্বর আমাদের প্রদান করুন (জনাব আতাউর রহমান:074 73 3122}।
আপনার নতুন পাসপাের্ট রেডি থাকলে সফরের সময়ে প্রদান করা হবে।
প্রযােজ্য ফিঃ
নতুন পাসপাের্টের জন্য ১,৬৫০.০০ ব্ল্যান্ড, ট্রাভেল পারমিটের জন্য ৪৪০.০০ র্যান্ড এবং পুলিশ রিপাের্টের জন্য র্যান্ড ১৫০। নির্ধারিত ফি মিশনের
ব্যাঙ্ক হিসাবে (FNB, No. 6212 2) 19 283) জমা করে জমার রশিদ (আপনার নাম ও মােবাইল নম্বর লিখে) আবেদনপত্রের সঙ্গে জমা দিন।
মনে রাখবেন- কোন ফি-ই নগদে নেয়া হয় না।
দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী সব বাংলাদেশীর জন্য এ নিয়মাবলী প্রযােজ্য।

প্রয়ােজনীয় যে কোন তথ্যের জন্য সরকারের ওয়েবসাইট www.dip.gov.bd এবং ফেসবুক পেজ https://www.facebook.com/Bangladesh-ligh-
Cornihission-Pretorig-11288402272383?। খোঁজ করুন।

CONTACT NO:

নুরে হেলাল সাইফুর রহমান।
হাইকমিশনার।
012343 2120

বছর শেষে দীর্ঘ একমাস পবিত্র সিয়াম সাধনার পরে আমাদের মাঝে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি এসে উপস্থিত হয়েছে। তাই Surma T...
13/05/2021

বছর শেষে দীর্ঘ একমাস পবিত্র সিয়াম সাধনার পরে আমাদের মাঝে আমাদের সবচেয়ে কাঙ্ক্ষিত দিনটি এসে উপস্থিত হয়েছে। তাই Surma Tube SA এর পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ...
ঈদ মোবারাক!!

তাই আসুন , আমরা covid 19 এর সকল গাইডলাইন মেনে আগামিকাল ঈদের নামাজ আদায় করার চেষ্টা করি, ইনশাল্লাহ ।

#প্রবাসী_বাংলাদেশী

োবারাক

সুখবর!!     সুখবর!!    সুখবর!!  "Department of home affairs" অনলাইনে আ্যসাইলাম সীকার এবং রিফুজি স্ট্যাটাস  রিনিউ করার ঘো...
06/05/2021

সুখবর!! সুখবর!! সুখবর!!

"Department of home affairs" অনলাইনে আ্যসাইলাম সীকার এবং রিফুজি স্ট্যাটাস রিনিউ করার ঘোষণা দিয়েছে।

এ ঘোষনার মুল কারন হচ্ছে , দেশের covid 19 এর প্রসার রোধে কুনো প্রকার ব্যাঘাত না ঘটিয়ে যাতে সবাই তাদের ভিসা রিনিউ করতে সক্ষম হয় ।

অনলাইন এক্সটেনশন এর মাধ্যমে সরাসরি হোম আ্যফায়ারস অফিসে না গিয়েও, অনলাইনে ইমেইল এর মাধ্যমে সবাই তাদের আ্যসাইলাম সীকার এবং রিফুজি স্ট্যাটাস রিনিউ করতে পারবে। স্বরাষ্ট্র অধিদফতর মেয়াদোত্তীর্ণ আ্যসাইলাম সীকার এবং রিফুজি স্ট্যাটাসগুলো 30 জুন 2021 তারিখের সময়সীমার আগে অনলাইনে রিনিউ করার জন্য আহ্বান জানাচ্ছে।

এই প্রক্রিয়া শর্তাবলী, অনলাইন এক্সটেনশানের জন্য অনুরোধ করার সময়, একজন ক্লায়েন্ট নীচে তালিকাভুক্ত ইমেলগুলোর মধ্যে একটি ইমেইল বার্তা প্রেরণ করতে হবে । তারপর ক্লায়েন্টকে রেসপন্স করা হবে এবং বিস্তারিত জানিয়ে দেওয়া হবে প্রয়োজনীয় নথি সম্পর্কে। স্বরাষ্ট্র বিষয়ক সমস্ত নথি প্রেরণ করার পরে, বিভাগটি অনুরোধটি বিবেচনা করবে এবং ইমেল দ্বারা তার সিদ্ধান্তটি জানিয়ে দিবে ।

আ্যসাইলাম সীকার এবং রিফুজি স্ট্যাটাস ভিসার জন্য অনলাইন এক্সটেনশনের জন্য ক্লায়েন্টকে নিম্নলিখিত নথিগুলি জমা দিতে হবে:

• একটি স্বাক্ষরযুক্ত ফরম যাতে পারমিট নম্বর, পুরো নাম এবং উপাধি এবং সম্পূর্ণ যোগাযোগের বিশদ রয়েছে (একটি ইমেল ঠিকানা, মোবাইল ফোন নম্বর এবং শারীরিক ঠিকানা)।

• কোনও ইউটিলিটি বিল বা একটি হলফনামা নিশ্চিতকরণের ঠিকানা আকারে শারীরিক ঠিকানার প্রমাণ।

• বর্তমান ভিসার একটি কপি। যদি ভিসা হারিয়ে যায় তবে ক্লায়েন্টকে অবশ্যই একটি আ্যফিডেভিড জমা দিতে হবে যাতে নিশ্চিত করতে হবে যে পারমিট হারিয়ে গেছে এবং পূর্বের পারমিটের রেফারেন্স নম্বরটি থাকতে হবে।

যে ইমেইলগুলোতে অনলাইন এক্সটেনশনের জন্য আবেদন করতে পারবেন তা নিম্নরুপ....

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসী সহ সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান আসে সংযম আর আত্মশুদ্ধির বার্ত...
13/04/2021

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল বাংলাদেশী প্রবাসী সহ সকলকে পবিত্র রমজান মাসের শুভেচ্ছা। রমজান আসে সংযম আর আত্মশুদ্ধির বার্তা নিয়ে, মহান আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা পবিত্র এই মাসের শিক্ষা যতাযতভাবে অর্জন করতে পারি এবং তা থেকে সারা বছর উপকৃত হই। RAMADAN MUBARAK


#প্রবাসী_বাংলাদেশী

আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি। অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা,  যে লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এ ...
26/03/2021

আজ স্বাধীনতার ৫০ বছর পূর্তি।
অনেক ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের মহান স্বাধীনতা, যে লাখো শহীদের রক্তের বিনিময়ে পেয়েছি এ স্বাধীনতা তাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা। 🌺🇧🇩❤️

স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয় । স্বাধীনতা মানে দায়িত্ববোধ , দেশপ্রেম ।

#প্রবাসী_বাংলাদেশী

"একজন প্রবাসীর গল্প"হ্যা ভাই, আমি একজন প্রবাসী! আমার দিন শুরু করতে হয় মা,বোন বা বঊয়ের হাতের চায়ের সাদ না নিয়েই।  ঠিক তখন...
20/03/2021

"একজন প্রবাসীর গল্প"

হ্যা ভাই, আমি একজন প্রবাসী!
আমার দিন শুরু করতে হয় মা,বোন বা বঊয়ের হাতের চায়ের সাদ না নিয়েই। ঠিক তখন প্রথম বারের মতো নিজের প্রবাসী হওয়া নিয়ে খুব আক্ষেপ হয়। প্রবাস জীবনকে অনেক গালাগাল করতে ইচ্ছে হয়। অতঃপর প্রবাস জীবনের ১৪ গোষ্টী উদ্ধার করে আস্তে আস্তে পেটের তাগিদে কাজে বেরিয়ে পরি।

কাজ এবং কাজের ফাকে ফাকে ৬ বছর প্রবাস জীবনে কি পেলাম এবং কি হারালাম এই হিসাব কষতে কষতেই দিন পেরিয়ে যায়, রাত আসে।

কাজ শেষ করে বাসায় ফেরার পর কিছুক্ষন নিরিবিলি সিগারেটের ধোঁয়ার সাথে আড্ডা জমে। ইমাজিনেশনের গাড়িতে চরে ভবিষ্যতের দিকে পা বারাবার ব্যার্থ চেষ্টায় মেতে উঠি। কিন্তু যখন ভবিষ্যতের পথ অনিশ্চয়তা এবং অন্ধকারে ঢাকা দেখতে পাই, ঠিক তখন আরেকটি বার প্রবাস জীবনের ১৪ গুষ্টির কথা মনে পরে, এবার শুধু মনে মনেই গালাগাল করে ক্ষান্ত হইনা, এবার আমি YOUTUBE ,FACEBOOK, WHATSAPP, IMO এসব প্লাটফরমে আমার আক্ষেপ ছড়িয়ে ছিঠিয়ে দেই, আর আমার এই STATUS, STORY বা SHORT VIDEO গুলো আমার মতো আরও অসংখ্য প্রবাসী ভাইয়ের কাটা গায়ে লবনের ছিটার মত কাজ করে। এভাবেই আমার প্রতিটা দিন কাটে, পরের দিন আবার আমাকে ঘুম থেকে উঠতে হয় কোন প্রকার আশা,উৎসাহ এবং উদ্ধিপনা ছাড়াই।

এই গল্পটা এখানেই শেষ হতে পারতো, কিন্তু যে আমার সারাটা দিন কাটে নিজের প্রবাসী হওয়ার আক্ষেপ নিয়ে, সেই আমি ই আবার আমার ভাই, ভাগ্নে বা ছেলেকে আরেকটি প্রবাস জীবন উপহার দেয়ার জন্য কাজ করে যাবো, আর একদিন আমি তা করে দেখাবো,তখন আরেকটি প্রবাস জীবনের সূচনা হবে, তাহলে আপনি ই বলুন এই গল্প কিভাবে শেষ হবে??
হ্যা ভাই আমি ও আপনার মতো একজন প্রবাসী।

কখনও কখনও নিজেকে প্রশ্ন করি,আমরা ইংরেজ, পাকিস্তানের দাসত্ব থেকে মুক্তি পেয়েছি ঠিকই,কিন্তু আমাদের নিজেদের CULTURE, FAMILY TRADITION এসবের দাসত্ব থেকে কি মুক্ত হতে পারবো ??
কোথায় যেনো পড়েছিলাম, "If you want to change your community, change yourself first " মানে টা সমান্তরাল রেখার মতো সোজা
"নিজেকে বদলান,আপনার আশ পাশ এমনিতেই বদলে যাবে "

যাই হউক সবমিলিয়ে ভালই আছি! আপনি ও ভালও থাকতে পারবেন, একটি ফরমুলা আছে ভালও থাকার, আপনিও চেস্টা করে দেখতে পারেন। জীবনে কি পেয়েছেন, কি হারিয়েছেন তা নিয়ে মাথা না ঘামিয়ে শুধু মনে রাখবেন "জীবনে যতোটুকু পেয়েছেন, ততোটুকুই আপনার ভাগ্যে ছিলো আর যা হারিয়েছেন তা কখনই আপনার ছিলনা "

#প্রবাসী_বাংলাদেশী

Address

Cape Town
8001

Alerts

Be the first to know and let us send you an email when Surma Tube SA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Surma Tube SA:

Share

Category