12/02/2025
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে মাদের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠানে র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে স্পন্সর SWT.TRAVEL এর সৌজন্যে,
মাত্র ২০ টাকা দামের টিকেটের মাধ্যমে আপনি হতে পারেন সেরা 10 জন ভাগ্যবান ব্যক্তি।
আমাদের প্রথম পুরস্কার থাকবে, জোহানেসবার্গে থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট,
আমাদের দ্বিতীয় পুরস্কার থাকবে, জোহানেসবার্গে থেকে বাংলাদেশে ওয়ান ওয়ে টিকেট,
আমাদের তৃতীয় পুরস্কার থাকবে জোহানেসবার্গ থেকে ক্যাপটা ওয়ান ওয়ে টিকেট,
শুধুমাত্র এসডাবিউটি ট্রাভেলস এর সৌজন্যে।
এছাড়াও থাকতে আমাদের চতুর্থ বিজয়ের জন্য ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।
পঞ্চম ভাগ্যবান ব্যক্তির জন্য থাকবে ২০ লিটার মাইক্রোওয়েভেন,
ষষ্ঠ বিজয়ের জন্য থাকবে একটি জুস বেলেন্ডার মেশিন,
সত্যম বিজয়ের জন্য থাকবে একটি রিচার্জেবল ফ্যান,
অষ্টম বিজয়ের জন্য থাকবে একটি ঢৌস্টার মেশিন,
নবম বিজয়ের জন্য থাকবে একটি ক্যাটেল,
দশম বিজয়ের জন্য থাকবে একটি আয়রন মেশিন এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার।
আর দেরি কেন এখনি চলে আসুন রেফেল ড্র টিকেট ক্রয়ের জন্য এবং অংশগ্রহণ করুন আগামী ১৬ই ফেব্রুয়ারি রোজ রবিবার ২০২৫ ইন মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের কমিটি পরিচিতি সভা সংস্কৃতিক অনুষ্ঠানে।
প্রবাসী বাংলাদেশীদের সংগঠন।
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, ৩' তৃতীয় মেয়াদ কালিন, কমিটি পরিচিতি সভা।
আসছে আগামী ১৬ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, ২০২৫ ইং, তারিখ।
সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে থাকছে।
১/
বাচ্চাদের খেলাধুলা
২/
ভাবিদের হাতের পিটা।
৩/
সাংস্কৃতিক অনুষ্ঠান।
৪/
বিশেষ মঞ্চ আলোচনা।
৫/
বড় ভাইদের দৌড় প্রতিযোগিতা।
৬/
ভাবিদের বালিশ খেলা।
৭/
কবিতা আবৃত্তি।
৮/
চিত্রাংক প্রতিযোগিতা।
৯/
বিস্কুট দৌড় সহ নানা আয়োজন।
খেলাধুলার পাশাপাশি থাকছে র্যাফেল ড্র।
প্রথম পুরস্কার,
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট স্পন্সর ভাই SWT.TRAVEL।
দ্বিতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ক্যাপটাউন প্লেন টিকেট।
তৃতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ডারবান প্লেন টিকেট,
এবং
চতুর্থ পুরস্কার,
টেলিভিশন সহ আরো ১০ টি আকর্ষণীয় পুরস্কার।
দক্ষিণ আফ্রিকা অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশী ভাই ও বন্ধুগণ ও মুক্ত বাংলার শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দগণ এবং পরিবারবর্গ সকলেই আমন্ত্রিত।
আমাদের অনুষ্ঠানের মধ্যাহ্নভুজ সহ থাকছে আরো নানা খাবারদাবারের আয়োজন।
মুসলিম
হিন্দু
বৌদ্ধ
ও খ্রিস্টান ভাইদের জন্য রয়েছে ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা।
আমাদের মধ্যাহ্ন ভোজে খাবার তালিকা থাকবে।
গরুর মাংস
খাসির মাংস
মুরগির মাংস
ও হাঁসের মাংস
এবং কবুতরের মাংস
এছাড়াও আরো বিভিন্ন সবজি জাতেরও মধ্যাহ্নভুজের আয়োজন করা হয়েছে।
আমাদের এ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের সকলের জন্য হরেক রকম খাবারের ব্যবস্থা থাকবে।
ধন্যবাদান্তেও আমন্ত্রণে
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী
বিশেষ অনুরোধ।
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী
বিশেষভাবে আহ্বান ও অনুরোধ, করেন।
দক্ষিণ আফ্রিকা অবস্থানরত, কোন ব্যক্তি, অথবা কোন ভাই, আমাদের নামে বা আমাদের সংগঠনের নামে, কোনরকম টাকা পয়সা অথবা অর্থ করি আবেদন করলে, সরাসরি আমাদের অভিভাবকের নিকট তাৎক্ষণিক মুঠোফোনের মাধ্যমে অভিযোগ জানাবেন।
কারণ আমাদের এই সংগঠন, কখনো কারো দ্বারস্থ হয়নি, এবং ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, তাই প্রতারণা এড়াতে আমাদের এই সতর্ক বার্তা।
আমরা শুধু দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণমূলক কাজগুলো করে থাকি, তা আমাদের মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ ব্যক্তিদের মাধ্যমে এর বাহিরে আমরা কারো সাথে কোন রকম অর্থকরী অথবা কোন আর্থিক লেনদেন সাথে জড়িত থাকি না বা থাকবো না।
প্রতারণা এড়াতে যোগাযোগ করুন
সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক
জনাব মোঃ সৌরভ
+27648456923
প্রচারে
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জনাব আব্দুল্লাহ আল মামুন।