World news and info

World news and info just trying let see

প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে অনুষ্ঠান, ১৪ তম ইসলামীক সংস্কৃতি নিয়ে পুনর্মিলনীয় অনুষ্ঠান ।ইসলামিক ফোরামের ১৪বছর পুর্তি...
18/07/2025

প্রবাসী বাংলাদেশীদের কে নিয়ে অনুষ্ঠান, ১৪ তম ইসলামীক সংস্কৃতি নিয়ে পুনর্মিলনীয় অনুষ্ঠান ।

ইসলামিক ফোরামের ১৪বছর পুর্তিতে প্রবাসীদের নিয়ে মিলনমেলা, রবিবার

ইসলামিক ফোরাম অব আফ্রিকার উদ্যোগে আগামী ২০ জুলাই ২০২৫ ইং তারিখ, রবিবার, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত, দিনব্যাপী প্রবাসী বাংলাদেশীদের জন্য, মিলনমেলার আয়োজন করা হয়েছে।

জোহানেসবার্গের আলবার্টনে
{{{রিটভ্লি জু ফার্মে }}} অনুষ্ঠিত হবে এই মিলন মেলা অনুষ্ঠানে প্রবাসী ভাই-বোনদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
ফোরামের
{{{সম্মানিত সভাপতি আলী আকবর }}}

{{{সম্মানিত সেক্রেটারী জেনারেল ইব্রাহিম আহমেদ।}}}
জানিয়েছে দক্ষিণ আফ্রিকা বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশীদের কে।

অনুষ্ঠানে আরো যা থাকছে।
কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা,
বাচ্চাদের খেলাধুল,
সহ নানা আয়োজন,
নারী, পুরুষ ও বাচ্চাদের বিভিন্ন ইভেন্ট পরিচালনা করা হবে,,,,

দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এসোসিয়েশন অফ প্রিটোরিয়া, নবনির্বাচিত কমিটি ঘোষণা২০২৫ ইং।স্থানীয় একটি রিসোর্ট এ ভোটের মাধ্যমে...
05/05/2025

দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ এসোসিয়েশন অফ প্রিটোরিয়া, নবনির্বাচিত কমিটি ঘোষণা২০২৫ ইং।

স্থানীয় একটি রিসোর্ট এ ভোটের মাধ্যমে।
#সভাপতি হিসেবে বিজয় হন।
জনাব,
রাশেদ আলী রাসেল

#সাধারণ_সম্পাদক হিসেবে বিজয়ী হন।
জনাব,
আদনান ইউসুফ (রুবেল)
এবং
#সাংগঠনিক_সম্পাদক হিসেবে বিজয় হন।
জনাব,
শাহাদাত হোসেন।

17/04/2025
ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠান ২০২৫, আমন্ত্রণে মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদ পূর্ণমিলন...
04/04/2025

ঈদ পুনর্মিলনীয় অনুষ্ঠান ২০২৫, আমন্ত্রণে মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ঈদ পূর্ণমিলনীয় অনুষ্ঠান করবে!
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশন।

মুক্ত বাংলার সকল সদস্যবৃন্দ
ও নেতৃবৃন্দ,
এবং
শুভাকাঙ্ক্ষী

বন্ধুবান্ধব সকলের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠন টির পক্ষ থেকে।

সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম

সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী

আগামী ৬ এপ্রিল রোজ রোববার ২০২৫ ইং তারিখে।
অনুষ্ঠিত হবে ঈদ পুনমিলনীয়।

স্থান
দক্ষিণ আফ্রিকার, জোহানেসবার্গ, বক্স বার্গ, বুকি পার্ক
সময় সকাল 11 টা

আপনি ও আপনার পরিবার বর্গ সকলে আমন্ত্রিত।

প্রচার
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জনাব আব্দুল্লাহ আল মামুন।

TRAVEL SMART ZA WISH YOU HAPPY EID MUBARAK TO ALL MUSLIM BROTHER AND SISTERS,,,
30/03/2025

TRAVEL SMART ZA WISH YOU HAPPY EID MUBARAK TO ALL MUSLIM BROTHER AND SISTERS,,,

13/03/2025

প্রতারণা চক্র থেকে সাবধান। দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনের নাম বলে প্রতারণা।

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনের পরিচয়, ফোন করে, টিকা দেওয়ার নাম বলে।
আপনার ইমু ও whatsapp আইডি হ্যাক করবেন।

এরপর পরিবার ও বন্ধুদের থেকে টাকা দাবি করবে, একটি প্রতারক চক্র।
আজ ২-দুই ব্যক্তিকে বাংলাদেশে ফোন করে এমন পরিচয় দেওয়া হয়েছে, এবং হাতিয়ে নিয়েছে বাংলা টাকা পড়ায় কয়েক লক্ষ টাকা।

নোয়াখালীর একজন প্রবাসী বাংলাদেশী মোঃ জাকির নামের এক ব্যক্তিকে গতকাল রাত আনুমানিক {৮:৩০ সাড়ে ৮} ঘটিকার সময় ফোন করেন হ্যাকার চক্র।
এরপর উনাকে বলেন উনার করুনা টিকার সার্টিফিকেট হয়েছে কিনা, তাই তদন্তের জন্য, বাংলাদেশ হাইকমিশন দক্ষিণ আফ্রিকা থেকে ফোন করা হয়েছে।

উনাকে বলেন উনার ফোনে একটি পাসওয়ার্ড যাবে, যদি টিকা সঠিকভাবে দেওয়া হয়েছে, তাহলে টিকার সনদপত্রের একটি পাসওয়ার্ড যাবে।
উনি সরল মনে ওই হ্যাকার চক্রকে টিকার পাসওয়ার্ড মনে করে উনার ইমু আইডির পাসওয়ার্ড দিয়ে দেন।
উনি পাসওয়ার্ড দিলে উনার ইমু আইডি হ্যাক করে ফেলেন।
এরপর ওনার পরিবারকে বাংলাদেশ ইমুর মাধ্যমে এসএমএস করে টাকা দাবি করেন।
যে উনি দক্ষিণ আফ্রিকায় ইমিগ্রেশন উনাকে গ্রেপ্তার করেছেন, তাই দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে উনাকে জামিনে মুক্ত করার জন্য তৎপর চালাচ্ছেন বাংলাদেশ হাই কমিশন।

এখন উনাকে জামিনে বাহির করতে হলে, টাকা লাগবে।
বাংলা টাকা আনুমানিক পাঁচ লক্ষ টাকা 💸 💰 লাগবে।
বাংলাদেশ থেকে উনার পরিবার বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেন।
কিন্তু উনার আইডি হ্যাক হওয়ার কারণে উনার সাথে কথা বলতে পারেন নাই এসএমএস এর মাধ্যমে বলা হয় উনি কথা বলতে পারবেন না শুধু এসএমএস করতে পারবে পরবর্তীতে উনার পরিবার।
তড়িৎ গতিতে বাংলা টাকা (১২০.০০০) এক লক্ষ বিশ হাজার, টাকা বিকাশ ও নগদের মাধ্যমে পেয়ে করেন।

আজ অন্য এক মাধ্যমে উনার সাথে যখন বাংলাদেশের যোগাযোগ হয়।
তখন বিষয়টি উনি জানতে পারেন।

এদিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পার্শ্ববর্তী টাউন জার্মিস্টেনের পরিচিত মুখ জনাব জাহাঙ্গীরকেও একে প্রতারণায় প্রতারিত করার চেষ্টা করেন।

উনাকেও বাংলাদেশ হাই কমিশনের পরিচয় ফোন করে উনার থেকে টিকার পাসওয়ার্ড নিতে চেষ্টা করেন কিন্তু উনি তাৎক্ষণিক South Bangla News এডমিন মোঃ সৌরভকে বিষয়টি অবগত করেন।
এবং জনাব সৌরভ উনাকে তাৎক্ষণিক মানা করেন যে কোন পাসওয়ার্ড যেন না দেওয়া হয় তাই উনি পাসওয়ার্ড দেন নাই এবং উল্টো প্রশ্ন করেন অফিস আওয়ারে ফোন না করে এখন এত রাত্রে ফোন কেন করেছেন তখন উনাকে গালমন্দ করে ফোন কেটে দেওয়া হয়।

জাতীয়তাবাদী দল, বিএনপি'র, আরেকজন কর্মী, জনাব কফিল উদ্দিনকেও একে চক্র প্রতারণা করার চেষ্টা করেন।
উনিও বুঝতে পেরে বিষয়টি এড়িয়ে যান।
এবং প্রতারক চক্র থেকে নিজের ইমু সেভ করতে পারেন।

নর্থ ওয়েস্টের মোঃ কামাল উদ্দিন আজ আমাদেরকে ফোনের মাধ্যমে জানান।
উনিও একে প্রতারণায় প্রতারিত হয়েছেন।
উনার ইমু আইডি হ্যাক করার পর উনার বেশ কয়েকজন বন্ধু বান্ধবের কাছে টাকা দাবি করেন।
উনার ভগ্নিপথী ও চাচাতো ভাই টাকা দিয়ে দেয়,
উনি বিপদে পড়েছে বলে বাংলা টাকা ৫-১০-১৫ হাজার টাকা এরকম পরিমাণে বেশ কয়েকজন বন্ধু-বান্ধব উনার আত্মীয়-স্বজন থেকে টাকা পাঠায়।

পরে উনি উনার ব্যক্তিগত ফেসবুকে বিষয়টি অবগত করেন।
এবং আর্থিকভাবে উনি বাংলা টাকা এক লক্ষ টাকার মত ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সবাইকে অনুরোধ করব নিউজটি শেয়ার করুন যাতে সকলেই অবগত হতে পারেন এবং এই প্রতারক চক্র থেকে সাবধান থাকতে পারেন

Follow us
Travel Smart Za

আপনার চারপাশের যে কোন তথ্যচিত্র
তুলে ধরতে আমাদের সাথে
যোগাযোগ করুন
হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে।
+27648456923

✍️
মোঃ সৌরভ
দক্ষিণ আফ্রিকা

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে মাদে...
12/02/2025

আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ আমরা মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অতি আনন্দের সাথে জানাচ্ছি যে মাদের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠানে র‍্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে স্পন্সর SWT.TRAVEL এর সৌজন্যে,

মাত্র ২০ টাকা দামের টিকেটের মাধ্যমে আপনি হতে পারেন সেরা 10 জন ভাগ্যবান ব্যক্তি।
আমাদের প্রথম পুরস্কার থাকবে, জোহানেসবার্গে থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট,
আমাদের দ্বিতীয় পুরস্কার থাকবে, জোহানেসবার্গে থেকে বাংলাদেশে ওয়ান ওয়ে টিকেট,
আমাদের তৃতীয় পুরস্কার থাকবে জোহানেসবার্গ থেকে ক্যাপটা ওয়ান ওয়ে টিকেট,
শুধুমাত্র এসডাবিউটি ট্রাভেলস এর সৌজন্যে।
এছাড়াও থাকতে আমাদের চতুর্থ বিজয়ের জন্য ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।
পঞ্চম ভাগ্যবান ব্যক্তির জন্য থাকবে ২০ লিটার মাইক্রোওয়েভেন,
ষষ্ঠ বিজয়ের জন্য থাকবে একটি জুস বেলেন্ডার মেশিন,
সত্যম বিজয়ের জন্য থাকবে একটি রিচার্জেবল ফ্যান,
অষ্টম বিজয়ের জন্য থাকবে একটি ঢৌস্টার মেশিন,
নবম বিজয়ের জন্য থাকবে একটি ক্যাটেল,
দশম বিজয়ের জন্য থাকবে একটি আয়রন মেশিন এছাড়াও আরও আকর্ষণীয় পুরস্কার।

আর দেরি কেন এখনি চলে আসুন রেফেল ড্র টিকেট ক্রয়ের জন্য এবং অংশগ্রহণ করুন আগামী ১৬ই ফেব্রুয়ারি রোজ রবিবার ২০২৫ ইন মুক্ত বাংলা ফাউন্ডেশন এর অ্যাসোসিয়েশনের কমিটি পরিচিতি সভা সংস্কৃতিক অনুষ্ঠানে।

প্রবাসী বাংলাদেশীদের সংগঠন।
মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, ৩' তৃতীয় মেয়াদ কালিন, কমিটি পরিচিতি সভা।

আসছে আগামী ১৬ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, ২০২৫ ইং, তারিখ।
সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে থাকছে।
১/
বাচ্চাদের খেলাধুলা‌
২/
ভাবিদের হাতের পিটা।
৩/
সাংস্কৃতিক অনুষ্ঠান।
৪/
বিশেষ মঞ্চ আলোচনা।
৫/
বড় ভাইদের দৌড় প্রতিযোগিতা।
৬/
ভাবিদের বালিশ খেলা।
৭/
কবিতা আবৃত্তি।
৮/
চিত্রাংক প্রতিযোগিতা।
৯/
বিস্কুট দৌড় সহ নানা আয়োজন।

খেলাধুলার পাশাপাশি থাকছে র‌্যাফেল ড্র।
প্রথম পুরস্কার,
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট স্পন্সর ভাই SWT.TRAVEL।

দ্বিতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ক্যাপটাউন প্লেন টিকেট।

তৃতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ডারবান প্লেন টিকেট,
এবং
চতুর্থ পুরস্কার,
টেলিভিশন সহ আরো ১০ টি আকর্ষণীয় পুরস্কার।

দক্ষিণ আফ্রিকা অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশী ভাই ও বন্ধুগণ ও মুক্ত বাংলার শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দগণ এবং পরিবারবর্গ সকলেই আমন্ত্রিত।

আমাদের অনুষ্ঠানের মধ্যাহ্নভুজ সহ থাকছে আরো নানা খাবারদাবারের আয়োজন।
মুসলিম
হিন্দু
বৌদ্ধ
ও খ্রিস্টান ভাইদের জন্য রয়েছে ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা।

আমাদের মধ্যাহ্ন ভোজে খাবার তালিকা থাকবে।
গরুর মাংস
খাসির মাংস
মুরগির মাংস
ও হাঁসের মাংস
এবং কবুতরের মাংস
এছাড়াও আরো বিভিন্ন সবজি জাতেরও মধ্যাহ্নভুজের আয়োজন করা হয়েছে।

আমাদের এ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের সকলের জন্য হরেক রকম খাবারের ব্যবস্থা থাকবে।

ধন্যবাদান্তেও আমন্ত্রণে
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী

বিশেষ অনুরোধ।
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী

বিশেষভাবে আহ্বান ও অনুরোধ, করেন।
দক্ষিণ আফ্রিকা অবস্থানরত, কোন ব্যক্তি, অথবা কোন ভাই, আমাদের নামে বা আমাদের সংগঠনের নামে, কোনরকম টাকা পয়সা অথবা অর্থ করি আবেদন করলে, সরাসরি আমাদের অভিভাবকের নিকট তাৎক্ষণিক মুঠোফোনের মাধ্যমে অভিযোগ জানাবেন।

কারণ আমাদের এই সংগঠন, কখনো কারো দ্বারস্থ হয়নি, এবং ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, তাই প্রতারণা এড়াতে আমাদের এই সতর্ক বার্তা।

আমরা শুধু দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণমূলক কাজগুলো করে থাকি, তা আমাদের মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ ব্যক্তিদের মাধ্যমে এর বাহিরে আমরা কারো সাথে কোন রকম অর্থকরী অথবা কোন আর্থিক লেনদেন সাথে জড়িত থাকি না বা থাকবো না।

প্রতারণা এড়াতে যোগাযোগ করুন

সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক
জনাব মোঃ সৌরভ
+27648456923

প্রচারে
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জনাব আব্দুল্লাহ আল মামুন।

সালামুআলাইকুম রাহমাতুল্লাহ, খুবই আনন্দের সাথে জানাচ্ছি‌।দক্ষিণ আফ্রিকা, প্রবাসী বাংলাদেশীদের সংগঠন।মুক্ত বাংলা ফাউন্ডেশন...
08/02/2025

সালামুআলাইকুম রাহমাতুল্লাহ, খুবই আনন্দের সাথে জানাচ্ছি‌।
দক্ষিণ আফ্রিকা, প্রবাসী বাংলাদেশীদের সংগঠন।

মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের, ৩' তৃতীয় মেয়াদ কালিন, কমিটি পরিচিতি সভা।

আসছে আগামী ১৬ই ফেব্রুয়ারি, রোজ রবিবার, ২০২৫ ইং, তারিখ।
সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের নিয়ে দিনব্যাপী এক মিলন মেলার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে থাকছে।
১/
বাচ্চাদের খেলাধুলা‌
২/
ভাবিদের হাতের পিটা।
৩/
সাংস্কৃতিক অনুষ্ঠান।
৪/
বিশেষ মঞ্চ আলোচনা।
৫/
বড় ভাইদের দৌড় প্রতিযোগিতা।
৬/
ভাবিদের বালিশ খেলা।
৭/
কবিতা আবৃত্তি।
৮/
চিত্রাংক প্রতিযোগিতা।
৯/
বিস্কুট দৌড় সহ নানা আয়োজন।

খেলাধুলার পাশাপাশি থাকছে র‌্যাফেল ড্র।
প্রথম পুরস্কার,
দক্ষিণ আফ্রিকা থেকে বাংলাদেশে রিটার্ন টিকেট স্পন্সর ভাই SWT.TRAVEL।

দ্বিতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ক্যাপটাউন প্লেন টিকেট।

তৃতীয় পুরস্কার,
জোহানেসবার্গ টু ডারবান প্লেন টিকেট,
এবং
চতুর্থ পুরস্কার,
টেলিভিশন সহ আরো ১০ টি আকর্ষণীয় পুরস্কার।

দক্ষিণ আফ্রিকা অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশী ভাই ও বন্ধুগণ ও মুক্ত বাংলার শুভাকাঙ্ক্ষী ও সদস্যবৃন্দগণ এবং পরিবারবর্গ সকলেই আমন্ত্রিত।

আমাদের অনুষ্ঠানের মধ্যাহ্নভুজ সহ থাকছে আরো নানা খাবারদাবারের আয়োজন।
মুসলিম
হিন্দু
বৌদ্ধ
ও খ্রিস্টান ভাইদের জন্য রয়েছে ভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা।

আমাদের মধ্যাহ্ন ভোজে খাবার তালিকা থাকবে।
গরুর মাংস
খাসির মাংস
মুরগির মাংস
ও হাঁসের মাংস
এবং কবুতরের মাংস
এছাড়াও আরো বিভিন্ন সবজি জাতেরও মধ্যাহ্নভুজের আয়োজন করা হয়েছে।

আমাদের এ অনুষ্ঠানে মুসলিম সম্প্রদায় সহ অন্যান্য সম্প্রদায়ের সকলের জন্য হরেক রকম খাবারের ব্যবস্থা থাকবে।

ধন্যবাদান্তেও আমন্ত্রণে
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী

বিশেষ অনুরোধ।
আমাদের এই সংগঠনের
সম্মানিত সভাপতি
জনাব শফিকুল ইসলাম সাফিক
এবং
সম্মানিত সাধারণ সম্পাদক
জনাব সাফি-উল্লাহ সামী

বিশেষভাবে আহ্বান ও অনুরোধ, করেন।
দক্ষিণ আফ্রিকা অবস্থানরত, কোন ব্যক্তি, অথবা কোন ভাই, আমাদের নামে বা আমাদের সংগঠনের নামে, কোনরকম টাকা পয়সা অথবা অর্থ করি আবেদন করলে, সরাসরি আমাদের অভিভাবকের নিকট তাৎক্ষণিক মুঠোফোনের মাধ্যমে অভিযোগ জানাবেন।

কারণ আমাদের এই সংগঠন, কখনো কারো দ্বারস্থ হয়নি, এবং ভবিষ্যতেও হবে না ইনশাআল্লাহ, তাই প্রতারণা এড়াতে আমাদের এই সতর্ক বার্তা।

আমরা শুধু দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের কল্যাণমূলক কাজগুলো করে থাকি, তা আমাদের মুক্ত বাংলা ফাউন্ডেশন এন্ড অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ ও নেতৃবৃন্দ ব্যক্তিদের মাধ্যমে এর বাহিরে আমরা কারো সাথে কোন রকম অর্থকরী অথবা কোন আর্থিক লেনদেন সাথে জড়িত থাকি না বা থাকবো না।

প্রতারণা এড়াতে যোগাযোগ করুন

সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক
জনাব মোঃ সৌরভ
+27648456923

প্রচারে
প্রচার ও প্রকাশনা সম্পাদক
জনাব আব্দুল্লাহ আল মামুন।

02/01/2025

আলহামদুলিল্লাহ কাজী নজরুল ইসলাম ভাই আবারো পুত্র সন্তানের পিতা হলেন,।
সবাই ভাতিজার জন্য দোয়া করবেন আল্লাহ যেন মা ও সন্তানকে নেক হায়াত দান করেন।
সকলের জন্য মিষ্টির দাওয়াত রইলো আগামীকাল জুম্মার নামাজের পর।

স্থান
GERMISTON
JOHANNESBURG
South Africa

21/12/2024

দক্ষিণ আফ্রিকার দেশীয় বাজার বন্ধ থাকবে ২৫ ডিসেম্বর ২০২৪ থেকে ১-ল, জানুয়ারি ২০২৫ পর্যন্ত,
সম্মানিত ক্রেতা দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা যারা দেশীয় পূর্ণ হোলসেল ক্রয় করেন অবশ্যই ২৪ ডিসেম্বর এর পূর্বে যোগাযোগ করবেন।

Address

Green Point

Telephone

+27842702054

Website

Alerts

Be the first to know and let us send you an email when World news and info posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World news and info:

Share