09/02/2025
জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আর ফিরে এলেও সে মানুষটাকে আর আগের মতো ভালোবাসা যায় না। বিশ্বাস করা যায় না। প্রতিবার আপনার মনে একটা ভয় কাজ করে যদি আবারো হারিয়ে যায়।
জীবনে একটা সময়ের পর আপনার আর কারও জন্য কাঁদতে ইচ্ছে করবে না। আপনি তখন সব কিছু সহ্য করে হাসতে শিখে যাবেন।
জীবনে একটা সময়ের পর আর কারও কাছে বার বার অবহেলিত হয়েও একটুখানি ভালোবাসা চাইতে ইচ্ছে করবে না। আপনি তখন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন। জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের।
জীবনে একটা সময়ের পর আপনি আর ভালোবাসার জন্য পারফেক্ট কাউকে খুঁজবেন না। আপনি খুঁজবেন একটা ভাঙাচোরা মানুষকে।
যে মানুষটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলবেন। আপনি খুঁজবেন একটা অপূর্ণ মানুষকে। আপনি খুঁজবেন এমন একটা মানুষকে যার জীবনে অভাব আছে, ভালোবাসার অভাব। আপনি তার ল পূর্ণ করে দিতে চাইবেন।
আপনি খুঁজবেন একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে, যে আপনাকে সম্মান করতে জানবে।
সত্যিই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। 'আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাবো - এই পাগলামী গুলো একদিন বন্ধ হয়ে যায়। আপনি তখন বুঝতে পারবেন যে জীবনে কেউ কাউকে ছাড়া মরে যায় না - বেঁচে থাকে এবং খুব ভালো ভাবেই বেঁচে থাকে। দিনশেষে আমরা সবাই কারো না কারো জীবনের একটা গল্প হয়েই থেকে যাই .... At the end we all became a story of someone's life .....
ফেইসবুক ওয়াল থেকে।
゚ ゚ #সংগৃহীত ゚ ゚followers