MD Nurul islam.

MD Nurul islam. নিজেকে কখনো বড মনে করি না। অল্প কিছু স্বপ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছি নিথর দেহটাকে নিয়ে।

কিছু মানুষ কাছে আসে শুধু স্বার্থের জন্য,আস্তে আস্তে বুঝতে পারবেন,যাকে ভরসা করেছিলেন, সেই-ই ছিল সবচেয়ে বড় প্রতারক।তাদের ক...
29/09/2025

কিছু মানুষ কাছে আসে শুধু স্বার্থের জন্য,আস্তে আস্তে বুঝতে পারবেন,যাকে ভরসা করেছিলেন, সেই-ই ছিল সবচেয়ে বড় প্রতারক।
তাদের কাছে ভালোবাসা মানে অভিনয়,

মানুষকে চিনতে সময় লাগে,
আর সময়ই আসল মুখোশ খুলে দেয়।
যে আপন মনে হয়েছিল,
সেই-ই একদিন শিখিয়ে দেয়—
অন্ধ বিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে।

তাই এখন আর কাউকে সহজে বিশ্বাস করা যায় না,
কারণ অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে—
সবাই হাসি দিয়ে কাছে আসে না হৃদয় নিয়ে,
অনেকে আসে শুধু স্বার্থ নামক অস্ত্র নিয়ে

26/09/2025

কিছু কিছু মানুষ আছে..!!🙂😐
—আপনার সাথে কিছুদিন কথা বলবে,
মায়ায় জড়াবে..!!🌸💔😔
—তারপর হঠাৎ একদিন ছেড়ে চলে
যাবে..!!💔🥀💔
•──────༏༏🌺༏༏──────•

09/09/2025

অবহেলা এমন একটা জিনিস…! যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে!

29/08/2025

─༅༎শূন‍্য বিকেলে পূর্ন্য তুমি..!🍒💚তোমার হাসিতে মুগ্ধ আমি😊

18/06/2025

খুবই সুন্দর মন জুডানো কোরআন তেলওয়াত।

31/05/2025
সংসার জিবনে পরিবারের জন্য পরিশ্রম করে য়াওয়া মানুষ টা বেশি অবহেলার শিকার হয়, মনে হয় তারা পরিবারের জন্য সব কিছু করে বলে তা...
24/02/2025

সংসার জিবনে পরিবারের জন্য পরিশ্রম করে য়াওয়া মানুষ টা বেশি অবহেলার শিকার হয়, মনে হয় তারা পরিবারের জন্য সব কিছু করে বলে তাদের কোনো মূল্য নেই! কথায় আছে উপকারী গাছের ছালও বাগলা ও থাকে না. 🌟👏💕

23/02/2025

কথার আগাতে সম্পর্কের গতিপথ
বদলে য়ায়।

09/02/2025

পৃথিবীর সবচেয়ে ভয়ংকর রোগের নাম হচ্ছে মায়া।
য়েটা মানুষ কে মৃত্যুর আগে জীবন্ত লাশ করে দেয়।

জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় স...
09/02/2025

জীবনে একটা সময়ের পর আপনার আর হারিয়ে যাওয়া মানুষটাকে ফিরে পেতে ইচ্ছে করবে না। আপনি তখন বুঝে যাবেন যে মানুষটা হারিয়ে যায় সে আর কখনোই ফিরে আসে না। আর ফিরে এলেও সে মানুষটাকে আর আগের মতো ভালোবাসা যায় না। বিশ্বাস করা যায় না। প্রতিবার আপনার মনে একটা ভয় কাজ করে যদি আবারো হারিয়ে যায়।

জীবনে একটা সময়ের পর আপনার আর কারও জন্য কাঁদতে ইচ্ছে করবে না। আপনি তখন সব কিছু সহ্য করে হাসতে শিখে যাবেন।

জীবনে একটা সময়ের পর আর কারও কাছে বার বার অবহেলিত হয়েও একটুখানি ভালোবাসা চাইতে ইচ্ছে করবে না। আপনি তখন নিজেকে সম্মান দিতে শিখে যাবেন। জীবনের পথে একা থাকাটা অনেক ভালো এবং অনেক বেশি সম্মানের।

জীবনে একটা সময়ের পর আপনি আর ভালোবাসার জন্য পারফেক্ট কাউকে খুঁজবেন না। আপনি খুঁজবেন একটা ভাঙাচোরা মানুষকে।
যে মানুষটাকে আপনি আপনার মতো করে গড়ে তুলবেন। আপনি খুঁজবেন একটা অপূর্ণ মানুষকে। আপনি খুঁজবেন এমন একটা মানুষকে যার জীবনে অভাব আছে, ভালোবাসার অভাব। আপনি তার ল পূর্ণ করে দিতে চাইবেন।

আপনি খুঁজবেন একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে, যে আপনাকে সম্মান করতে জানবে।

সত্যিই সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায়। 'আমি তোমাকে ছাড়া বাঁচব না, মরে যাবো - এই পাগলামী গুলো একদিন বন্ধ হয়ে যায়। আপনি তখন বুঝতে পারবেন যে জীবনে কেউ কাউকে ছাড়া মরে যায় না - বেঁচে থাকে এবং খুব ভালো ভাবেই বেঁচে থাকে। দিনশেষে আমরা সবাই কারো না কারো জীবনের একটা গল্প হয়েই থেকে যাই .... At the end we all became a story of someone's life .....

ফেইসবুক ওয়াল থেকে।
゚ ゚ #সংগৃহীত ゚ ゚followers

10/06/2024
With Ritu Moni – I just got recognized as one of their top fans! 🎉
02/06/2024

With Ritu Moni – I just got recognized as one of their top fans! 🎉

Address

1St&3rd Mitchell Plan Town
Gardens
7500

Alerts

Be the first to know and let us send you an email when MD Nurul islam. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Nurul islam.:

Share