
29/09/2025
কিছু মানুষ কাছে আসে শুধু স্বার্থের জন্য,আস্তে আস্তে বুঝতে পারবেন,যাকে ভরসা করেছিলেন, সেই-ই ছিল সবচেয়ে বড় প্রতারক।
তাদের কাছে ভালোবাসা মানে অভিনয়,
মানুষকে চিনতে সময় লাগে,
আর সময়ই আসল মুখোশ খুলে দেয়।
যে আপন মনে হয়েছিল,
সেই-ই একদিন শিখিয়ে দেয়—
অন্ধ বিশ্বাস কতটা ভয়ঙ্কর হতে পারে।
তাই এখন আর কাউকে সহজে বিশ্বাস করা যায় না,
কারণ অভিজ্ঞতা শিখিয়ে দিয়েছে—
সবাই হাসি দিয়ে কাছে আসে না হৃদয় নিয়ে,
অনেকে আসে শুধু স্বার্থ নামক অস্ত্র নিয়ে