Mis Takes

Mis Takes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mis Takes, Digital creator, George.

18/06/2025
17/12/2023

একটা জিনিস লক্ষ্য করবেন মানুষ নিজের চাইতে অন্যের কথায় বেশি অনুপ্রাণিত এবং উৎসাহিত বোধ করে।

একজন মানুষ চাইলেই অতি সহজে অন্য কাউকে ভালো বা খারাপ দিকে এগিয়ে দিতে পারে শুধুমাত্র কথার দ্বারা প্রলুব্ধ করে।

তাই বাস্তব জীবনে প্রতিনিয়ত আপনি কাদের সাথে উঠা বসা করছেন তার উপর নির্ভর করবে আপনার উন্নতি বা অবনতির ধারাবাহিকতা।

আপনি চাইলেই কারো দ্বারা প্রলুব্ধ হয়ে অতি সহজেই খারাপ কাজের সাথে নিজেকে অভ্যস্ত করে তুলতে পারেন।

আবার একই ভাবে আপনি যদি ভালো সঙ্গীর প্ররোচনায় ভালো কাজের দিকে নিজেকে এগিয়ে নিতে চান, এটাও সম্ভব।

পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়। তাই কারো দ্বারা প্রলুব্ধ না হয়ে নিজের সিদ্ধান্তকে প্রাধান্য দিয়ে সামনে এগিয়ে চলাই উত্তম।

14/01/2021
31/12/2020

কথা গুলো মন দিয়ে শুনেন

আজ যেসব বিধি-নিষেধ ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
28/12/2020

আজ যেসব বিধি-নিষেধ ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট

28/12/2020

২২ বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন ৭০-৮০ রাকাত নফল নামায পড়ি:
#শামীম_ওসমান share please

23/12/2020

চাচা আসছিলেন ব্যাগ ভরে মাল নিতে, পরিশেষে নিজেই মাল হয়ে টাল😁😁😁
Johannesburg South Africa Chinese shop robbery.
✒🇿🇦

13/12/2020

অন্তর শীতল করার কুরআন তিলাওয়াত 📖📖
সুরা ইয়াসিন 🖤
ভিডিও ফুটেজ

09/11/2020

দক্ষিণ আফ্রিকাতে এখন গ্রীষ্মকাল, একই সাথে উৎসবের মৌসুম। গ্রীষ্মকালে লম্বা দিন আর উষ্ণ আবহাওয়ার কারণে সূর্যোদয়ের আগে থেকেই গন চলাচল শুরু হয় এবং গভীর রাত পর্যন্ত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায়,আর তাই টাউন কিংবা লোকেশন সবখানেই গ্রোসারী দোকানগুলো অনেক রাত পর্যন্ত খোলা থাকে এবং খুব ভোরেই আবার খোলা হয়। অপর্যাপ্ত কর্মসংস্থান হওয়ার কারণে উৎসবের চাহিদা মেটাতে এই সময়টায় ডাকাত কিংবা গ্যাংস্টাররা বেপরোয়া হয়ে ওঠে, দীর্ঘ লকডাউনের কারণে এই বছর আয় রোজগারে ভাটা পড়েছে অধিকাংশ লোকের আর সে কারণেই এই বছর ফেসটিভ সিজন কিন্তু তুলনা মূলক বেশি রিস্কি। তাই সকল প্রবাসী বাংলাদেশী ভাইদের, বিশেষ করে দোকান মালিকদের বলছি একটু বেশি সতর্কতা অবলম্বন করুন,ইনকাম বৃদ্ধির জন্য জীবন বাজি রাখার কোন মানে হয়না।নিজে নিরাপদ থাকুন এবং অন্যদেরও নিরাপদ থাকতে সহায়তা করুন।
একটু সচেতনতাই পারে কঠিন বিপদ থেকে রক্ষা করতে। পাশাপাশি নিম্নোক্ত বিষয়গুলো অনুসরণ করুন, আল্লাহ সহায়।

* দোকান খোলা এবং বন্ধ করার সময় কমপক্ষে দুই জন একসাথে বাহিরে যান এবং আশপাশের পরিস্থিতি লক্ষ্য করুন।
* লোক চলাচল শুরু হওয়ার পর দোকান খুলুন এবং এলাকা নিরব হওয়ার আগেই বন্ধ করুন।
* প্রতিদিন একই সময়ে খোলা এবং বন্ধ না করে ভিন্ন ভিন্ন সময়ে খুলুন এবং বন্ধ করুন।
* নিরাপত্তার স্বার্থে বন্ধ এবং খোলার এক্সেক্ট টাইম কোন কাস্টমার কে জানাবেন না।১৫/২০ মিনিট ব্যবধান রাখুন।
* সন্ধ্যার পরপরই বার্গলার লাগিয়ে ফেলুন।
* বার্গলার বন্ধ অবস্থায় বড় আইটেম বিক্রির জন্য বার্গলার খুলবেন না। রিস্ক নেওয়ার চেয়ে বিক্রি না করাই ভালো ঐ সময়টায়। মনে রাখবেন বড় আইটেম গুলো সবাই দিনের বেলায়ই কিনে থাকে।
* দোকানের এসিস্ট্যান্ট ছেলের দিকে নজর রাখবেন।
* স্থানীয় পুলিশ স্টেশন কিংবা মিউনিসিপ্যালিটি প্রদত্ত সকল নিয়মাবলী অনুসরণ করুন এবং সম্মান প্রদর্শন করুন।
* স্থানীয় পুলিশ স্টেশনের ল্যান্ডলাইনের নাম্বার সংগ্রহে রাখুন। ১০১১১ অনেক সময় এন্গ্যাজ্ড থাকে, ইমার্জেন্সির জন্য বিকল্প ব্যবস্তা রাখা উত্তম।
* বৃষ্টি -বাদলার রাত্রিতে দুর্ঘটনা ঘটার আশঙ্কা বেশী থাকে তাই এই সময়টাতে একটু বেশীই সতর্কতা অবলম্বন করা আবশ্যক ।

#প্রবাসী_বাংলাদেশী

Address

George

Telephone

+27618940477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mis Takes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mis Takes:

Share