ফোকাস বাংলা-Focus Bangla SA

ফোকাস বাংলা-Focus Bangla SA First Bangladeshi News portal & online TV channel in South Africa. We provide all Bangladeshi community news, Current affairs, national and international news.

please visit us: www.shaplatv.com

ডেপুটি প্রেসিডেন্ট পল মাসাতিলে দক্ষিণ আফ্রিকান পুলিশ অফিসারদের যেকোনো ধরণের অপরাধের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয...
08/09/2025

ডেপুটি প্রেসিডেন্ট পল মাসাতিলে দক্ষিণ আফ্রিকান পুলিশ অফিসারদের যেকোনো ধরণের অপরাধের কাছে আত্মসমর্পণ না করার আহ্বান জানিয়েছেন।
বরং নির্মম অপরাধীদের হাত থেকে নিজেদের রক্ষা করার জন্য তাদের আ'গ্নে'য়া'স্ত্র ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

08/09/2025
পোর্ট এলিজাবেথে প্রবাসী বাংলাদেশির মৃ"ত্যু===>>>>>====দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ জেফরিস বে এলাকায় বসবাসকারী আব্দুস শ...
06/09/2025

পোর্ট এলিজাবেথে প্রবাসী বাংলাদেশির মৃ"ত্যু
===>>>>>====
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ জেফরিস বে এলাকায় বসবাসকারী আব্দুস শেখ আজাদ নামে এক বাংলাদেশী ইন্তেকাল করেছেন, ইন্না-লিল্লাহি....রাজিউন।
তিনি লিভার সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

উনার দেশের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বলে জানা গেছে।

04/09/2025

সাউথ আফ্রিকার স্যান্ডটনে দুবাই প্রোপার্টি শো' প্রবাসী ব্যবসায়ীরা আমন্ত্রিত

বিশ্বায়নের এই যুগে দুবাই কেন্দ্রীক ব্যবসা বাণিজ্য বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যে অনেক বাংলাদেশী সহ বিভিন্ন দেশের লোকেরা দুবাইয়ে প্রোপার্টি, ফ্ল্যাট, এপার্টমেন্ট ইত্যাদি ক্রয় করছেন।

এসব ব্যবসায় সঠিক দিক নির্দেশনা দেয়া সহ বিনিয়োগ সংক্রান্ত সচ্ছ ধারণা দিতে রাফ এস্টেট নামে বাংলাদেশী একটি কোম্পানী সাউথ আফ্রিকা এসেছে।

আগামী ৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্যান্ডটন সিটির স্যান্ডটন সান হোটেল বলরুমে এ সংক্রান্ত এক সেমিনার এবং মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এতে প্রবাসী ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন রাফ এস্টেট এর ডিরেক্টর বাংলাদেশী ব্যবসায়ী মি. নাঈম আহমদ।

02/09/2025

আগামী ৬-৭ সেপ্টেম্বর সাউথ আফ্রিকার ডারবানে হাই কমিশনের কনস্যুলার ক্যাম্প;
ই-পাসপোর্ট সহ বিভিন্ন সেবা পেতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত থাকুন।

আগামী ২১ সেপ্টেম্বর কিম্বার্লি অঞ্চলে ওয়াজ ও দোয়া মাহফিলঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার দক্ষিণ ...
02/09/2025

আগামী ২১ সেপ্টেম্বর কিম্বার্লি অঞ্চলে ওয়াজ ও দোয়া মাহফিল

ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষ্যে আগামী ২১ সেপ্টেম্বর রবিবার দক্ষিণ আফ্রিকার কিম্বার্লি শহরের নিকটবর্তী ওয়ারিন্টন কালচারাল রিসোর্টে ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আঞ্জুমানে আল ইসলাহ দক্ষিণ আফ্রিকা শাখার উদ্যোগে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জার্মানর এরফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি গবেষক মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলী।

মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

আমেরিকার নৌ বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ১ম বাংলাদেশী আমেরিকান শরীফুল খান...
27/08/2025

আমেরিকার নৌ বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন ১ম বাংলাদেশী আমেরিকান শরীফুল খান...

26/08/2025

সাউথ আফ্রিকার সাংবাদিকতা তথা মিডিয়া জগতকে কলুষিত করেছে একটি সিন্ডিকেট।

এদের কেউ মানি ট্রান্সফার কোম্পানির লাখ লাখ রেন্ড আত্মসাৎকারী; কেউ চাপাবাজ, কেউ ধান্ধাবাজ। কেউ আবার এসাইলাম দিয়ে নাকি কানাডার ভিসা পেয়ে যায়🤣

অন্যের দোকানে চাকুরী করে বলে নিজের দোকান।
এদের মাঝে কেউ আবার ট্রাভেল এজেন্সির বিজ্ঞাপনের আড়ালে ইউরোপ আমেরিকার ভিসা করার নামে সাধারণ প্রবাসীদের অর্থ আত্মসাৎ করছে।
কেউ কেউ বিমান টিকেট বিক্রির নামে টাকা আত্মসাৎ করে নেয়, যাত্রী এয়ারপোর্টে গিয়ে দেখে টিকেট কনফার্ম নয়।

এই সিন্ডিকেটের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে শাপলা টিভি Shapla TV
এদের মধ্যে বাংলাদেশী ভয়েস অব সাউথ আফ্রিকা এবং প্রবাসীদের গল্প পেইজের এডমিনরা এখন বাংলাদেশে একেবারেই চলে গেছে।
এই সিন্ডিকেটের সবাই একে অপরকে বাচাতে ঝাপিয়ে পড়ে।
সচেতন প্রবাসীরা এদের নার্ভ চিনেন। অন্যরাও সতর্ক থাকুন। চিনে রাখুন এই সিন্ডিকেটকে।

Address

72 Mint Road, Fordsburg
Johannesburg Central
2092

Alerts

Be the first to know and let us send you an email when ফোকাস বাংলা-Focus Bangla SA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফোকাস বাংলা-Focus Bangla SA:

Share