ফোকাস বাংলা-Focus Bangla SA

ফোকাস বাংলা-Focus Bangla SA First Bangladeshi News portal & online TV channel in South Africa. We provide all Bangladeshi community news, Current affairs, national and international news.

please visit us: www.shaplatv.com

04/08/2025

ভবঘুরে জসিমের লা শ দেশে পাঠানোর নিয়ে ধুম্রজাল
====>>>>>======
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গে জসিম উদ্দিন নামের এক বাংলাদেশী ভবঘুরে মা দ কা সক্ত গত ৩০জুলাই রাতে ফুটপাতে মারা যায়।
পরদিন সকালে পুলিশ ও হেলথ ডিপার্টমেন্ট লাশটি বেওয়ারিশ হিসেবে মরচুয়ারিতে নিয়ে যায়। এসময় এক ব্যক্তি ছবি তুলে পার্শ্ববর্তী বাংলাদেশীদের দেখায়। এসময় ফোর্ডসবার্গের ব্যবসায়ী আবুল কালাম শাপলা টিভির কাছে ছবি পাঠান। শাপলা টিভি ছবিটি বাংলাদেশীর নিশ্চিত হওয়ার পর কমিউনিটির ভুমিকা নিয়ে পরদিন #প্রথম নিউজ করে।

এরপর অনেকেই শাপলা টিভির কাছে ফোন করে দাফনের দায়িত্ব নিতে চান বলে জানান। আমরা জসিমের মারা যাবার স্থান পরিদর্শন করি এবং লাশ দাফনের ব্যবস্থার জন্য একটি ফিউনারেল কোম্পানীকে দায়িত্ব দেই। ইত্যবসরে তার পরিবারের লোকজন এবং চাটখিলের লোকজন বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করেন।
জসিম উদ্দিনের পরিবার নাকি নোয়াখালীর চাটখিলের প্রভাবশালী পরিবার। তার বাবাকে স্থানীয়রা সবাই লুতু কোম্পানী বলে চিনে; অঢেল সম্পত্তির মালিক লুতু কোম্পানীর মালিকের ছেলে মেয়েরা অর্থাৎ মৃত জসিমের ভাই বোন কেউ কেউ তার লাশ দেশে নিতে আগ্রহী আবার কেউ কেউ অনীহা দেখায়। তারা বলে তাদের ভাইয়ের লাশ দেশে গেলে নাকি তাদের ইজ্জত সম্মান হানি হবে।
তার পরিবারের লোকজন একেক জনের কাছে একেক ধরণের সিদ্ধান্ত জানায় ফলে আমরা বিভ্রান্ত হই।

আজ সোমবার আমাদের পূর্ব নিযুক্ত ফিউনারেল কোম্পানী লাশ গ্রহণের প্রসেসিং করে এবং পুলিশ ক্লিয়ারেন্স সহ প্রস্তুতি নিয়ে মরচুয়ারিতে যাই। লাশ গ্রহণের প্রাক্কালে মুক্তবাংলার শফিক এসে লাশ নেয়ার কথা বলেন; আপনারা কেন সারাদিন আসেন নি এসব বলে আমি তর্কাতর্কি করি এবং বলি লাশ যেহেতু এখানেই দাফন হবে তাহলে আমরা নিয়ে মুসলিম সোসাইটির মাধ্যমে দাফন করবো। তখন তিনি বলেন তার পরিবার এখন দেশে নিতে চায়; তখন আমি বলি পরিবারতো তিন দিন ধরে একেক সময় একেক কথা বলে।
অনেক কথা বলার পর শফিক সাহেবকে বলি- দেশে পাঠানোর শর্তে আপনি লাশ নিতে পারবেন কিন্তু যে ফিউনারেল কোম্পানী দুই দিন কাজ করেছে তাদেরকে খুশি করেন। তখন তিনি বলেন তিনি কিছু টাকা দিবেন তাদেরকে; কিন্তু আমি বলেছি- আমি তাদেরকে নিজের পকেট থেকে দিবো আপনার দেয়া লাগবে না। কিন্তু আপনি তাদেরকে ম্যানেজ করে লাশ নিয়ে যান; তখন তিনি ফিউনারেল কোম্পানীর লোককে গিয়ে "সরি" বলে তাদের কাজের জন্য ধন্যবাদ জানান (যা একটি ভিডিও রেকর্ডে আছে)।

ইত্যবসরে, সাউথ আফ্রিকার প্রবীন ব্যবসায়ী জসিমের পাশের বাড়ির আলম সাহেব মুক্তবাংলার শফিক ভাইয়ের ফোনে আমার সাথে কথা বলেন; তাকে বলি যদি এখানে দাফন করা হয় তাহলে আমরা ফোর্ডসবার্গ কমিউনিটি অথবা মুসলিম সোসাইটির মাধ্যমে দাফন হবে আর যদি দেশে পাঠান তাহলে মুক্তবাংলা প্রসেস করুক আমার আপত্তি নাই। তখন তিনি আমাকে ধন্যবাদ দিয়ে বিষয়টি ছাড় দেয়া অনুরোধ করেন।

পরবর্তীতে লাশ গ্রহণের ফরমে দেশে পাঠানো হবে বলে লিখা হয় মর্মে বিষয়টি নিশ্চিত করে মুক্তবাংলার কাছে লাশ হস্তান্তর করা হয়।

প্রস্তাবিত বাংলাদেশ ফেডারেশন গঠনের লক্ষ্যে হাই কমিশনারের মতবিনিময় ====>>>>=======দক্ষিণ আফ্রিকার ৯টি প্রভিন্সের সমন্বয়ে ...
02/08/2025

প্রস্তাবিত বাংলাদেশ ফেডারেশন গঠনের লক্ষ্যে হাই কমিশনারের মতবিনিময়
====>>>>=======
দক্ষিণ আফ্রিকার ৯টি প্রভিন্সের সমন্বয়ে বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকার কমিটি গঠনের লক্ষ্যে হাই কমিশনার মহোদয়ের উদ্যোগে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

বিভিন্ন সংগঠনের সাথে মতবিনিময়ের অংশ হিসেবে আজ ২রা অগাস্ট হাই কমিশনার কার্যালয়ে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকা বিএনপি এবং সিলেট এসোসিয়েশন অব সাউথ আফ্রিকার নেতৃবৃন্দ।

এসময় হাইকমিশনার শাহ আহমেদ শফী প্রস্তাবিত বাংলাদেশ ফেডারেশনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উপস্থিত নেতৃবৃন্দের কয়েকটি প্রশ্নের উত্তর দেন।
উভয় সংগঠনের নেতৃবৃন্দ ফেডারেশন বাস্তবায়নে সহযোগিতার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন।

বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা বিএনপির আহবায়ক কেএম আখতারুজ্জামান, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম সবুজ, মোহাম্মদ শাহজাহান, বিএনপি নেতা রাসেল আহমদ, যুবদল নেতা রাজু আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সিলেট এসোসিয়েশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা হারুনুর রশিদ, নবনির্বাচিত সভাপতি এমএস ইসলাম সেরুল, সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম নজরুল, সাধারণ সম্পাদক নোমান মাহমুদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিদার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদ রেজা রতন, কোষাধ্যক্ষ সাহেদ চৌধুরী, যুগ্ম অর্থ সম্পাদক মশকুর আহমেদ বুলবুল, প্রচার সম্পাদক মারুফ আহমেদ, আপিংটন অঞ্চল সভাপতি টিটু আহমেদ সহ নেতৃবৃন্দ।

পরে সিলেট এসোসিয়েশনের নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দ হাই কমিশনার শাহ আহমেদ শফীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

02/08/2025

গত ৩০ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ আফ্রিকার ফোর্ডসবার্গে হোমলেস বাংলাদেশী জসিম উদ্দিন মা রা যান।

তার মরদেহ বর্তমানে সরকারি মরচুয়ারিতে রাখা হয়েছে।
জসিম উদ্দিনের দেশের বাড়ি নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় বলে জানা গেছে।
তার ম র দে হ সনাক্ত করে দাফনের কাজে এগিয়ে এসেছেন ফোর্ডসবার্গ বাংলাদেশী কমিউনিটি।

02/08/2025
01/08/2025

জোহানেসবার্গে ভবঘুরে এক বাংলাদেশীর মৃ ত্যু; লাশ দাফনে নেই কমিউনিটির কোন উদ্যোগ

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ফোর্ডসবার্গে এক ভবঘুরে এবং কিছুটা মাদকাসক্ত এক বাংলাদেশী রাস্তার পাশে মৃ ত্যু বরণ করেছেন।

কেউ তাকে না চেনায় পুলিশ ম র দে হ নিয়ে গেছে আজ। কেউ এগিয়ে না আসলে তাকে বেওয়ারিশ হিসেবেই দাফন করা হবে।

ফোর্ডসবার্গের কেউ কেউ তাকে চিনতে পেরেছেন কিন্তু দেশের বাড়ির ঠিকানা কেউ বলতে পারছেন না।
তাছাড়া তার দাফন কাপনের জন্য সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কোন সংগঠন কিংবা কমিউনিটি নেতারা এগিয়ে আসেন নি।

01/08/2025
01/08/2025
আগামীর দিনগুলি সম্ভাবনার...
31/07/2025

আগামীর দিনগুলি সম্ভাবনার...

ঢাকা সফর করেছেন বাংলাদেশ, ভারত ও নেপালে দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আফ্রিকার হাইকমিশনার ড. অনিল সুকলাল। এসময় সাংবাদিক....

31/07/2025
30/07/2025
পাসপোর্ট পাবেন না জুলাই আন্দোলনে জড়িত তিন শ্রেণির লোক====>>=====বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবত...
30/07/2025

পাসপোর্ট পাবেন না জুলাই আন্দোলনে জড়িত তিন শ্রেণির লোক
====>>=====
বিগত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধে জড়িত, দেশ-বিদেশে পলাতক এবং ফৌজদারি মামলায় অভিযুক্তরা কোনো পাসপোর্ট পাবেন না।

এই তিন শ্রেণির লোকের পাসপোর্ট নবায়ন ও ইস্যু না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরই মধ্যে তাদের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সারা দেশের জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এই চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এটা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভার সিদ্ধান্ত।

Address

72 Mint Road, Fordsburg
Johannesburg Central
2092

Alerts

Be the first to know and let us send you an email when ফোকাস বাংলা-Focus Bangla SA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফোকাস বাংলা-Focus Bangla SA:

Share