04/09/2025
সাউথ আফ্রিকার স্যান্ডটনে দুবাই প্রোপার্টি শো' প্রবাসী ব্যবসায়ীরা আমন্ত্রিত
বিশ্বায়নের এই যুগে দুবাই কেন্দ্রীক ব্যবসা বাণিজ্য বাড়ছে প্রতিনিয়ত। ইতিমধ্যে অনেক বাংলাদেশী সহ বিভিন্ন দেশের লোকেরা দুবাইয়ে প্রোপার্টি, ফ্ল্যাট, এপার্টমেন্ট ইত্যাদি ক্রয় করছেন।
এসব ব্যবসায় সঠিক দিক নির্দেশনা দেয়া সহ বিনিয়োগ সংক্রান্ত সচ্ছ ধারণা দিতে রাফ এস্টেট নামে বাংলাদেশী একটি কোম্পানী সাউথ আফ্রিকা এসেছে।
আগামী ৬ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত স্যান্ডটন সিটির স্যান্ডটন সান হোটেল বলরুমে এ সংক্রান্ত এক সেমিনার এবং মতবিনিময় অনুষ্ঠিত হবে।
এতে প্রবাসী ব্যবসায়ীদেরকে আমন্ত্রণ জানিয়েছেন রাফ এস্টেট এর ডিরেক্টর বাংলাদেশী ব্যবসায়ী মি. নাঈম আহমদ।