South news 24

South news 24 You have right to talk

জোহানেসবার্গে ছু'রিকাঘাতে প্রবাসী খু ন!জোহানেসবার্গের ব্রী ট্যাক্সি র‍্যাংকে কৃষাঙ্গ স ন্ত্রাসীর ছু'রিকাঘাতে কাজী মোখলেস...
26/12/2025

জোহানেসবার্গে ছু'রিকাঘাতে প্রবাসী খু ন!

জোহানেসবার্গের ব্রী ট্যাক্সি র‍্যাংকে কৃষাঙ্গ স ন্ত্রাসীর ছু'রিকাঘাতে কাজী মোখলেস নামের এক প্রবাসী খুন হয়েছেন। আজ সন্ধ্যায় তার নিজ দোকানে এই ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।।

নিহতের স্বজনরা জানান, কাজী মোখলেস ব্রী ট্যাক্সি র‍্যাংক এলাকায় ব্যবসা করতেন। আজ দোকান বন্ধের আগে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে তার বুকে ছু'রিকাঘাত করে। খবর পেয়ে আশেপাশের বাংলাদেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।।

কাজী মোখলেসের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়।।

তিনি এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।
Copy post

ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার মাধ্যমে দুটি গুরুতর ক্ষতি হলো—একদিকে কবি নজরুল ইসলামের অনন্য ...
22/12/2025

ওসমান হাদিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত করার মাধ্যমে দুটি গুরুতর ক্ষতি হলো—
একদিকে কবি নজরুল ইসলামের অনন্য মর্যাদা ক্ষুন্ন করা হলো, অন্যদিকে একজন এক্টিভিস্ট হিসেবে হাদির নিজস্ব পরিচয় ও সম্মান ম্লান করে দেওয়া হলো।

নজরুল কোনো ব্যক্তি নন, তিনি একটি জাতির প্রতীক। তাঁর পাশে কাউকে শুইয়ে দিলে সেটা সম্মান নয়—বরং ইতিহাসের ভারসাম্য নষ্ট হয়।
আর হাদি—তিনি তাঁর কাজ, সংগ্রাম ও সময়ের প্রেক্ষিতে আলাদা পরিচয়ের দাবিদার ছিলেন। তাঁকে জোর করে এই তুলনার ভেতর ঢুকিয়ে দেওয়াও অন্যায়।

সবচেয়ে নির্মম সত্য হলো—
আজ হোক, কাল হোক, একশো বছর পরে হোক, একদিন এখান থেকে হাদির কবর সরিয়ে ফেলা হবে। ইতিহাস বলে, ভুল জায়গায় দাফন হলে সময়ের সাথে সেটা সংশোধন হয়। তখন হাদির কবর সরালে ক্ষতিটা হবে হাদির মর্যাদারই—নজরুলের নয়। ইতিহাসে এমন উদাহরণ রয়েছে।

[ কেউ চাইলে আমার এই পোস্টের স্ক্রিনশট রেখে দিতে পারেন। ভবিষ্যতে ইতিহাসের রেফারেন্স হিসেবে কাজে লাগবে ]
Copy post

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে মাথায় গু'লি করা হয়েছে।...
22/12/2025

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক ও মোতালেব শিকদারকে একটু আগে মাথায় গু'লি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে।

17/12/2025

ইন্নালিল্লাহ…
ওসমান হাদী ক্লিনিক্যালি ডে'ড; আশা ছেড়ে দিয়েছেন সিঙ্গাপুরের ডাক্তাররা. ড. ইউনুসকে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি রইল শ্রদ্ধা । আর বাটপারদের জন্য রইল ধিক্কার যারা এই নাম ভাঙিয়ে খায় !
16/12/2025

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি রইল শ্রদ্ধা । আর বাটপারদের জন্য রইল ধিক্কার যারা এই নাম ভাঙিয়ে খায় !

আমার প্রাণের বাংলাদেশ

13/12/2025

সুদানে ইউএন ঘাটিতে স'ন্ত্রাসীদের আক্রমণে ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহতের খবর পাওয়া গেছে! এই ঘটনায় আরও ৮ জন আহত হয়েছে।

07/12/2025

খুবই অত্যন্ত জরুরি!

দয়া করে এই বার্তাটি এখনই আপনার পরিবার ও বন্ধুদের কাছে পাঠান।

কিছু লোক নিচের নম্বরগুলো থেকে কল পাচ্ছেনঃ
Tel: +94777455913
Tel: +37127913091
Tel: +37178565072
Tel: +56322553736
Tel: +37052529259
Tel: +255901130460
অথবা +371 / +375 / +381 দিয়ে শুরু হওয়া যেকোনো নম্বর থেকে।

এরা একবার ফোন করে কেটে দেয়।
আপনি যদি ফিরে কল করেন, তবে ৩ সেকেন্ডের মধ্যে আপনার কনট্যাক্ট লিস্ট কপি হয়ে যেতে পারে, এবং আপনার ফোনে যদি ব্যাংক বা ক্রেডিট কার্ডের তথ্য থাকে—তাও কপি হয়ে যেতে পারে।

+375 — বেলারুশ
+371 — লাতভিয়া
+381 — সার্বিয়া
+563 — ভালপ্যারাইসো
+370 — ভিলনিয়াস
+255 — তানজানিয়া

এই নম্বরগুলোর কল রিসিভ করবেন না বা ফেরত কল করবেন না।

এছাড়া—
কোনো কলার আপনাকে যদি #90 বা #09 প্রেস করতে বলে,
কখনোই চাপবেন না।
এটি একটি নতুন প্রতারণার কৌশল, যার মাধ্যমে তারা আপনার সিম কার্ডে প্রবেশ পায়, আপনার নম্বর ব্যবহার করে কল করতে পারে এবং আপনাকে অপরাধে জড়িয়ে দিতে পারে।

👉 দয়া করে এই বার্তাটি যতজনকে পারেন ফরোয়ার্ড করুন, যাতে সবাই সতর্ক থাকতে পারে!

প্রেরকঃ
সাইবার ক্রাইম বিভাগ

22/11/2025

Celebrating my 6th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

22/11/2025

#রাজনীতি news 24FacebookFENI INNBeautiful earth

11/11/2025

#রাজনীতি #বাংলাদেশরাজনীতি news 24FENI INNFacebookFENI💗INN

03/11/2025

ফেনী-১: বেগম খালেদা জিয়া
ফেনী-২: জয়নাল আবেদীন ভিপি
ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু বিএনপির প্রার্থী

আসসালামু আলাইকুমবাংলাদেশী মালিকানাধীন Bay Leaf রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন হয়েছে ।আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আম...
19/10/2025

আসসালামু আলাইকুম
বাংলাদেশী মালিকানাধীন Bay Leaf রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন হয়েছে ।
আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমাদের পথ চলা।
Bay Leaf Restaurant
18 Phillips Road
Westwood village
Boksburg

Address

Johannesburg Central

Website

Alerts

Be the first to know and let us send you an email when South news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share