South news 24

South news 24 You have right to talk

জোহানেসবার্গে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু জোহানেসবার্গ শহরের অদূরে ব্রাকপান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সোহাগ ইন্তেকাল কর...
31/08/2025

জোহানেসবার্গে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

জোহানেসবার্গ শহরের অদূরে ব্রাকপান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সোহাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। নিহতের নাম মো: সোহাগ। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

স্থানীয় প্রবাসীরা জানান,
সোহাগ নিজ দোকানে স্ট্রোক করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
সেখানে আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

17/08/2025

ভাই দুনিয়াতে এগুলা কি শুরু হইছে স্ত্রী হাসবেন্ডকে পিটাইছে দুঃখজনক বিষয় ।

কেউ কি মাইর খাইছেন তলে তলে 😀😀😀😀

15/08/2025

#বাংলাদেশ #বাংলাদেশরাজনীতি #বাংলাদেশেরখবর PeaceTV বাংলা South news 24 Facebook Feni, Barisāl, Bangladesh

09/08/2025

চাচা কি বলে শুনেন আপনার ।

01/08/2025

Facebook All Africa

এবার একসাথে ছয়জন বাংলাদেশীকে অ'পহরণ! দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে একসাথে ছয়জন প্রবাসী বাংলাদেশীকে অ'পহরণ করেছে স্...
30/07/2025

এবার একসাথে ছয়জন বাংলাদেশীকে অ'পহরণ!

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে একসাথে ছয়জন প্রবাসী বাংলাদেশীকে অ'পহরণ করেছে স্থানীয় একটি চক্র। গত ২৫ জুলাই শুক্রবার এই অপহরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনের একজনও উদ্ধার হয়নি।।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা জানান, গেল কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে অ'পহরণের শিকার হচ্ছেন সেখানকার বাংলাদেশীরা। এই তালিকায় বাদ যাচ্ছেনা অন্যান্য দেশের অভিবাসীরাও। আতংক উৎকন্ঠায় দিন কাটছে তাদের।

সবশেষ অ'পহরণের ঘটনা ঘটে ২৫ জুলাই শুক্রবার। দোকান বন্ধ করে বাসায় ফেয়ার পথে ৬ জন বাংলাদেশীকে অপহরণ করে স্থানীয় একটি চক্র। তারা শহরে ফিস এন্ড চিপসের ব্যবসা করতেন। ভিকটিম প্রবাসীদের ৫ জনের বাড়ি মানিকগঞ্জ এবং অপরজন লক্ষীপুর জেলার বলে জানা গেছে।।

একইদিন অ'পহরণের শিকার নোয়াখালী জেলার সুমন মুক্তিপণ দিয়ে মুক্ত হোন এই চক্রের হাত থেকে। ফিরে এসে সুমন জানান, এই ছয়জন বাংলাদেশীকেও একই স্থানে রাখা হয়েছে। তবে চোখ বাধা থাকার কারণে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এই স্থানটি আদতে কোথায়।।

শহরটিতে স্থানীয় বাংলাদেশীরা খুব আতংকে দিনাতিপাত করছেন। তারা দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।।
Copy post
প্রবাসে বাংলা

10/07/2025

Robbing a grocery shop
Midrand
09-07-2025

আজ Mayfair এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয় ।::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::মুরাদ নামে এক ব...
03/07/2025

আজ Mayfair এক বাংলাদেশী গুলিবিদ্ধ হয় ।
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
মুরাদ নামে এক বাংলাদেশী ভেজিটেবল মার্কেটে যাওয়ার সময় কালোরা তাকে গুলি করে । বর্তমানে হেলেন জোসেফ হাসপাতালে ভর্তি আছে ।
গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয় ।

বাসা থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পর ওত পেতে থাকা কালোরা তাকে উদ্দেশ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে । একটা গুলি তার পিঠে এসে বেঁধে ।

তার জন্য সকল সাউথ আফ্রিকান প্রবাসীদের কাছে দোয়ার আবেদন রইল । সবাই তার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসে আমাদের মাঝে ।
South Africa
Johannesburg
Mayfair
03-07-2025

19/06/2025

কেপটাউনে দুই বাংলাদেশী খু*ন
----------------------------------------
কেপটাউনে বুস্টার সংলগ্ন ডিডোরেন্স এলাকায় ডাকাতের গুলিতে দুইজন বাংলাদেশী ঘটনাস্থলেই খু*ন হয়েছেন।আজ সন্ধ্যায় এই ঘটনাটি সংগঠিত হয়েছে।
নিহতদের নাম এমদাদুল হক কিশোরগঞ্জ ও বিল্লাল হোসেন শরীয়তপুরের বাসিন্দা।

সশস্ত্র ডাকাত ডাকাতি করে চলে যাওয়ার সময় গুলি করে হত্যা করে । খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আল্লাহ নিহতদের জান্নাত বাসী করুন ।

🏆 CHAMPIONS OF THE WORLD! 🇿🇦A 5 wicket victory
14/06/2025

🏆 CHAMPIONS OF THE WORLD! 🇿🇦

A 5 wicket victory

🔴 সতর্ক বার্তা ফেনীর পরশুরামের মুহুরী নদীর বিপদ সীমা ১২.৫ মিটার। ২৪ এর ভয়াবহ বন‍্যায় সর্বচ্চো রেকর্ড ছিল ১৪.১৯ মিটার। আজ...
01/06/2025

🔴 সতর্ক বার্তা

ফেনীর পরশুরামের মুহুরী নদীর বিপদ সীমা ১২.৫ মিটার। ২৪ এর ভয়াবহ বন‍্যায় সর্বচ্চো রেকর্ড ছিল ১৪.১৯ মিটার।

আজ পানি দ্রুত বাড়ছে। ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ‍্য মতে সকাল ৯.০০ টায় ছিল ৮.৯৫ মিটার, দুপুর ১২.০০ টায় ১০.৩৯ মিটার, দুপুর ১.০০ টায় ১০.৯৩ মিটার সবশেষ দুপুর ২.০০টায় ১১.১৭ মিটার।

পাঁচ ঘন্টায় প্রায় ২.২২ সেন্টিমিটার পানির উচ্চতা বেড়েছে। পানি আরো দ্রুত গতিতে বাড়ছে। সবাই আতঙ্কিত না হয়ে সতর্ক হোন এবং আগাম প্রস্তুতি নিন।

আল্লাহ আমাদের সহায় হোন।
সবাইকে হেফাজত করুন।

কেপটাউনে গ্যাংস্টারদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী নাগরিক আহাদের৷মানিকগন্জে তার দেশের বাড়ি গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা...
29/05/2025

কেপটাউনে গ্যাংস্টারদের গুলিতে প্রাণ গেল বাংলাদেশী নাগরিক আহাদের৷
মানিকগন্জে তার দেশের বাড়ি গত দুই বছর আগে দক্ষিণ আফ্রিকা এসেছিলেন।
এই নিয়ে চলতি মাসে ৭ বাংলাদেশীর মৃত্যু হয়েছে দক্ষিণ আফ্রিকায়।

Address

Johannesburg Central

Website

Alerts

Be the first to know and let us send you an email when South news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share