30/07/2025
এবার একসাথে ছয়জন বাংলাদেশীকে অ'পহরণ!
দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে একসাথে ছয়জন প্রবাসী বাংলাদেশীকে অ'পহরণ করেছে স্থানীয় একটি চক্র। গত ২৫ জুলাই শুক্রবার এই অপহরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনের একজনও উদ্ধার হয়নি।।
স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা জানান, গেল কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে অ'পহরণের শিকার হচ্ছেন সেখানকার বাংলাদেশীরা। এই তালিকায় বাদ যাচ্ছেনা অন্যান্য দেশের অভিবাসীরাও। আতংক উৎকন্ঠায় দিন কাটছে তাদের।
সবশেষ অ'পহরণের ঘটনা ঘটে ২৫ জুলাই শুক্রবার। দোকান বন্ধ করে বাসায় ফেয়ার পথে ৬ জন বাংলাদেশীকে অপহরণ করে স্থানীয় একটি চক্র। তারা শহরে ফিস এন্ড চিপসের ব্যবসা করতেন। ভিকটিম প্রবাসীদের ৫ জনের বাড়ি মানিকগঞ্জ এবং অপরজন লক্ষীপুর জেলার বলে জানা গেছে।।
একইদিন অ'পহরণের শিকার নোয়াখালী জেলার সুমন মুক্তিপণ দিয়ে মুক্ত হোন এই চক্রের হাত থেকে। ফিরে এসে সুমন জানান, এই ছয়জন বাংলাদেশীকেও একই স্থানে রাখা হয়েছে। তবে চোখ বাধা থাকার কারণে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এই স্থানটি আদতে কোথায়।।
শহরটিতে স্থানীয় বাংলাদেশীরা খুব আতংকে দিনাতিপাত করছেন। তারা দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।।
Copy post
প্রবাসে বাংলা