26/12/2025
জোহানেসবার্গে ছু'রিকাঘাতে প্রবাসী খু ন!
জোহানেসবার্গের ব্রী ট্যাক্সি র্যাংকে কৃষাঙ্গ স ন্ত্রাসীর ছু'রিকাঘাতে কাজী মোখলেস নামের এক প্রবাসী খুন হয়েছেন। আজ সন্ধ্যায় তার নিজ দোকানে এই ঘটনা ঘটে। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন।।
নিহতের স্বজনরা জানান, কাজী মোখলেস ব্রী ট্যাক্সি র্যাংক এলাকায় ব্যবসা করতেন। আজ দোকান বন্ধের আগে এক কৃষ্ণাঙ্গ সন্ত্রাসী দোকানে প্রবেশ করে তার বুকে ছু'রিকাঘাত করে। খবর পেয়ে আশেপাশের বাংলাদেশীরা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।।
কাজী মোখলেসের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলায়।।
তিনি এক যুগেরও বেশি সময় ধরে দক্ষিণ আফ্রিকায় বসবাস করে আসছিলেন।
Copy post