South news 24

South news 24 You have right to talk

03/11/2025

ফেনী-১: বেগম খালেদা জিয়া
ফেনী-২: জয়নাল আবেদীন ভিপি
ফেনী-৩: আব্দুল আউয়াল মিন্টু বিএনপির প্রার্থী

আসসালামু আলাইকুমবাংলাদেশী মালিকানাধীন Bay Leaf রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন হয়েছে ।আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আম...
19/10/2025

আসসালামু আলাইকুম
বাংলাদেশী মালিকানাধীন Bay Leaf রেস্টুরেন্টের নতুন শাখা উদ্বোধন হয়েছে ।
আপনাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমাদের পথ চলা।
Bay Leaf Restaurant
18 Phillips Road
Westwood village
Boksburg

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল...
19/10/2025

একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করল। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটি হীরার টুকরো গিলে ফেলল। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলুস্থুল কাণ্ড বেধে গেল!

রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলছে।

সেনাপতি হীরা উদ্ধারের জন্য ঢেঁড়া পিটিয়ে পুরস্কার ঘোষণা করল। এরপর এক শিকারী রাজসভায় এসে বলল, সে ইঁদুর মেরে হীরা উদ্ধার করবে।

শিকারী যখন ইঁদুরটির খোঁজে বের হলো তখন দেখতে পেল, হাজার হাজার ইঁদুর একে অন্যের সাথে দল বেঁধে রয়েছে। আর একটা মাত্র ইঁদুর সবার থেকে আলাদা এক জায়গায় একটি ইটের ওপর বসা যেন সে সিংহাসনে বসে আছে।

শিকারী তখন ওই ইঁদুরটিকে হত্যা করে তার পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল।

রাজামশাই অনেক খুশি হয়ে শিকারীকে তার প্রাপ্য পুরস্কার বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন, হাজার হাজার ইঁদুরের মধ্যে তুমি কিভাবে বুঝলে যে ওই ইঁদুরটাই হীরা চুরি করেছে?

শিকারী মৃদু হেসে জবাব দিল, এটা খুবই সহজ মহারাজ! মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, তখন নিজেকে অন্যের থেকে আলাদা মনে করে, নিজের জাতির সঙ্গে চলাফেরা এবং মেলামেশা বন্ধ করে দেয়। এই মূর্খ ইঁদুরটাও তাই করেছিল। হীরা চুরি করে নিজেকে সবচেয়ে ধনী এবং ইঁদুরদের রাজা ঘোষণা করে আলাদা ভাবে বসে ছিল।

নীতিকথা: হঠাৎ অর্থাগমে স্বজন বা বন্ধু-বান্ধব ভুলে গেলে ধ্বংস সন্নিকটে।
copy post

অ'পহরণ হয়েছেন প্রিটোরিয়ার ব্যবসায়ী ও বিএনপি নেতা আরিফ তালুকদারপ্রিটোরিয়া প্রবাসীদের পরিচিত মুখ, ব্যবসায়ী আরিফ তালুকদারকে...
16/10/2025

অ'পহরণ হয়েছেন প্রিটোরিয়ার ব্যবসায়ী ও বিএনপি নেতা আরিফ তালুকদার

প্রিটোরিয়া প্রবাসীদের পরিচিত মুখ, ব্যবসায়ী আরিফ তালুকদারকে অ'পহরণ করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। গতকাল রাতে তিনি অপহরণের শিকার হোন।

আরিফ তালুকদার প্রিটোরিয়া প্রবাসীদের কাছে একজন পিয়মুখ হিসেবে পরিচিত মুখ। তার দেশের বাড়ি টাঙ্গাইল।।

এই ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে প্রবাসে বাংলা টিম।।

ব্লুমফন্টেইনে আলোচিত ভাগিনা সোহাগকে গু লি করে হ'ত্যা দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে নানা অ প কর্মের হোতা ভাগিনা খ্যাত সোহ...
15/10/2025

ব্লুমফন্টেইনে আলোচিত ভাগিনা সোহাগকে গু লি করে হ'ত্যা

দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে নানা অ প কর্মের হোতা ভাগিনা খ্যাত সোহাগকে গু লি করে হ 'ত্যা করেছে একটি গ্রুপ। তার মৃ ত্যু নিশ্চিত করতে ৬ রাউন্ড গু"লি করে স ন্ত্রা সী রা।

ব্লুমফন্টেইনের কয়েকজন প্রবাসী জানান, সোহাগ গংদের কারণে অতীষ্ট ছিলেন বাংলাদেশিরা। তার বিরুদ্ধে চাঁদাবাজি সহ নানা অপরাধের অভিযোগ করেছেন প্রবাসীরা। একটি অ প হ র ন মামলায় এই সোহাগ জেলও খেটেছিলো।

তার দেশের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর বলে জানা গেছে।

07/10/2025

South news 24All AfricaFENI INN

ইনশা-আল্লাহ বিজয়টা সত্যরই হবে।
09/09/2025

ইনশা-আল্লাহ বিজয়টা সত্যরই হবে।

জোহানেসবার্গে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু জোহানেসবার্গ শহরের অদূরে ব্রাকপান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সোহাগ ইন্তেকাল কর...
31/08/2025

জোহানেসবার্গে স্ট্রোক করে প্রবাসীর মৃত্যু

জোহানেসবার্গ শহরের অদূরে ব্রাকপান প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ী সোহাগ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন। নিহতের নাম মো: সোহাগ। তার দেশের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

স্থানীয় প্রবাসীরা জানান,
সোহাগ নিজ দোকানে স্ট্রোক করলে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়।
সেখানে আজ সকাল ১০টার দিকে তিনি মারা যান।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ।

17/08/2025

ভাই দুনিয়াতে এগুলা কি শুরু হইছে স্ত্রী হাসবেন্ডকে পিটাইছে দুঃখজনক বিষয় ।

কেউ কি মাইর খাইছেন তলে তলে 😀😀😀😀

15/08/2025

#বাংলাদেশ #বাংলাদেশরাজনীতি #বাংলাদেশেরখবর PeaceTV বাংলা South news 24 Facebook Feni, Barisāl, Bangladesh

09/08/2025

চাচা কি বলে শুনেন আপনার ।

01/08/2025

Facebook All Africa

Address

Johannesburg Central

Website

Alerts

Be the first to know and let us send you an email when South news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share