
31/07/2025
দক্ষিণ আফ্রিকায় কার্যকরী বড় কোন কমিউনিটি সংগঠন না থাকায় রাষ্ট্রদূতের বিশেষ প্রস্তাবনা
একটি বিশেষ প্রস্তাবনা
প্রিয় সকল প্রবাসী ভাই বোন,
আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ এর হাই কমিশনার হিসাবে গত নয় মাস অবস্থান ও কার্যকালে আমি লক্ষ্য করি যে, এখানে বাংলাদেশী কোন কার্যকরী এসোশিয়েশন বা বৃহত্তর ও সম্মিলিত সামাজিক সংগঠন না থাকায় একদিকে যেমন বাংলাদেশী নাগরিকগণের বিবিধ স্বার্থ রক্ষায় অনেক অসুবিধা হচ্ছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা ও নেগোশিয়েশন করার পথ সুগম ও প্রসারিত হচ্ছে না। যদিও এখানে কিছু সামাজিক সংগঠন আছে, তাদের অধিকাংশ এর কার্যকারী কমিটিই মেয়াদোত্তীর্ণ হয়েছে ও সেখানে বছর এর পর বছর কোন নির্বাচন হচ্ছে না। এ বিষয়ে অনেকেই আমার সহযোগিতা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশ কমিউনিটির কিছু নেতৃবৃন্দের ও কিছু পেশাজীবী নাগরিকদের সাথে আলোচনাক্রমে দক্ষিণ আফ্রিকায় একটি বৃহত্তর "বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা" গঠনের ব্যাপারে সম্মানিত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদেরকে সহযোগিতা ও পরামর্শ দিতে অনুপ্রাণীত হই।
সংগঠনের প্রস্তাবিত নামঃ "বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা" (অন্য কোন ভাল নামও হতে পারে।)
কার্য্য নির্বাহী সদস্যের সর্বোচ্চ সংখ্যা হবে ৩১।
বিভাজন-
ইস্টার্ন ক্যাপঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
ফ্রি স্টেটঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
খাউতেংঃ ৫ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
কাওয়াজুলু নাটালঃ ৪ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
লিম্পোপোঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
পুমালাংগাঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
নর্দান ক্যাপঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
নর্থ ওয়েস্টঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
ওয়েস্টার্ন ক্যাপঃ ৪ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
সংরক্ষিত মহিলা সদস্যঃ ৫ জন (সকল প্রভিন্স থেকে সম্মিলিত ভাবে, ব্যবসায়ী বা অন্য কোন পেশাজীবী হবেন।)
উপদেষ্টাঃ ১ জন (প্রবাসীগণ চাইলে ভোট প্রদানের অধিকারবিহীন এই পদ বাংলাদেশ হাই কমিশনার ডিফেক্টো পদ হিসাবে অলংকৃত করবেন।)
কার্যনির্বাহী পরিষদের পদের বিন্যাস-
১। সভাপতিঃ ১ জন
২। উপদেষ্টাঃ ১ জন
৩। সহ সভাপতিঃ ৪ জন (একজন মহিলা হবেন।)
৪। সাধারণ সম্পাদকঃ ১ জন
৫। সহ সাধারণ সম্পাদকঃ ৩ জন (একজন মহিলা হবেন।)
৬। কোষাধক্ষঃ ১ জন
৭। অর্থ সম্পাদকঃ ১ জন
৮। মুখ্য সমন্নয়কারীঃ ১ জন
৯। গবেষণা - উন্নয়ন ও সাংগঠনিক সম্পাদকঃ ১ জন
১০। কর্মসংস্থান সম্পাদকঃ ১ জন
১১। ব্যবসা উন্নয়ন সম্পাদকঃ ১ জন
১২। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদকঃ ১ জন
১৩। আইন বিষয়ক সম্পাদকঃ ১ জন
১৪। সামাজিক ও জনকল্যাণ সম্পাদকঃ ১ জন
১৫। বৈদেশিক যোগাযোগ সম্পাদকঃ ১ জন
১৬। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ১ জন
১৭। কার্যকরী সদস্যঃ ১০ জন (অন্তত তিনজন মহিলা হবেন।)
উপদেষ্টা ও মহিলা সদস্যগণ ব্যতীত সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। প্রথম ধাপে উপদেষ্টা ও বাধ্যতামূলক ৫ জন মহিলা সদস্য ব্যতীত সকলে প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এই ভোট প্রদান অনুষ্ঠান প্রতি প্রভিন্সের রাজধানীতে সপ্তাহিক ছুটির দিন বা কোন সরকারী ছুটির দিনে অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে উক্ত ২৫ জন কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ৯ প্রভিন্স হতে ৫ জন মহিলা সদস্য সিলেক্ট করবেন। উপদেষ্টা ও অনির্বাচিত মহিলা সদস্যগণ ব্যাতীত বাকী ২৫ জন সদস্য (সরাসরি ভোটে নির্বাচিত) হতে দ্বিতীয় দফায় প্রবাসীদের সরাসরি ভোটে উল্লিক্ষিত ১ থেকে ১৬ পর্যন্ত (২ ব্যতীত) পদে নির্বাচিত হবেন। একজন সর্বোচ্চ দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কার্যনির্বাহী পরিষদ দুই বৎসরের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত হবেন। সভাপতি ও দাধারণ সম্পাদক পরপর দুইবার ও সর্বোচ্চ তিনবার পদালংকার করতে পারবেন। তবে পদ পরিবর্তন (সুইচ) করে ভোটে জয়লাভ করলে কোন সমস্যা নেই।
এই নির্বাহী পরিষদে বাংলাদেশের নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা সক্রিয় কোন সদস্য নির্বাচিত হতে পারবেন না। তবে নিষিদ্ধকাল অতিক্রান্ত হওয়ার পর ভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ এর সদস্য হতে পারবেন।
প্রার্থী বাছাই প্রক্রিয়া বর্তমানে কার্যকর বিভিন্ন বাংলাদেশ এসোসিয়েশন সমূহের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পাদন করা হবে এবং বাংলাদেশের নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা সক্রিয় কোন সদস্য নিষিদ্ধকালীন সময় পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না।
আগষ্ট ২০২৫ এ মাসব্যাপী এ ব্যাপারে আলোচনা করে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কোন দুই সপ্তাহে দুই দফা নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। সব কিছু সুষ্ঠ সুষ্ঠ ভাবে সম্পন্ন হলে আগামী ১ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা এর কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দ্বায়িত্ব গ্রহণ করবেন। এবং দুই বছর শেষ হওয়ার দুই মাস পূর্বে একই প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের সকল কাজ ও নির্বাচন সম্পাদন করবেন।
আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য সবিনয় অনুরোধ করা হলো।
- হাই কমিশনার।।