15/11/2025
ভারী বর্ষণের আভাস
বসন্ত শেষে সবেমাত্র শুরু হলো গ্রীষ্মকাল। গ্রীষ্মের শুরুতে ভারী বর্ষণের দেখা পেতে যাচ্ছে জোহানেসবার্গবাসী। আবহাওয়া অফিস বলছে, আজ শনিবার মধ্যরাত থেকে আগামীকাল সারাদিন থেমে থেমে ভারী বর্ষণ হবে। তার রেশ থেকে যাবে পরদিন সোমবার পর্যন্ত।।
বৃষ্টি পরিবেশের জন্য যতটা স্বস্তির তারচেয়ে বেশি অস্বস্তিতে থাকেন দক্ষিণ আফ্রিকার ব্যবসায়ীরা। মন্দাভাবের পাশাপাশি থাকে চো'রের উৎপাত।