প্রবাসে বাংলা, আফ্রিকা

প্রবাসে বাংলা, আফ্রিকা A Bangla community newspaper in South africa. Probashe Bangla Publication (pty) Ltd

দক্ষিণ আফ্রিকায় কার্যকরী বড় কোন কমিউনিটি সংগঠন না থাকায় রাষ্ট্রদূতের বিশেষ প্রস্তাবনাএকটি বিশেষ প্রস্তাবনাপ্রিয় সকল প্রব...
31/07/2025

দক্ষিণ আফ্রিকায় কার্যকরী বড় কোন কমিউনিটি সংগঠন না থাকায় রাষ্ট্রদূতের বিশেষ প্রস্তাবনা

একটি বিশেষ প্রস্তাবনা

প্রিয় সকল প্রবাসী ভাই বোন,

আসসালামু আলাইকুম। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ এর হাই কমিশনার হিসাবে গত নয় মাস অবস্থান ও কার্যকালে আমি লক্ষ্য করি যে, এখানে বাংলাদেশী কোন কার্যকরী এসোশিয়েশন বা বৃহত্তর ও সম্মিলিত সামাজিক সংগঠন না থাকায় একদিকে যেমন বাংলাদেশী নাগরিকগণের বিবিধ স্বার্থ রক্ষায় অনেক অসুবিধা হচ্ছে, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন সরকারী ও বেসরকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা ও নেগোশিয়েশন করার পথ সুগম ও প্রসারিত হচ্ছে না। যদিও এখানে কিছু সামাজিক সংগঠন আছে, তাদের অধিকাংশ এর কার্যকারী কমিটিই মেয়াদোত্তীর্ণ হয়েছে ও সেখানে বছর এর পর বছর কোন নির্বাচন হচ্ছে না। এ বিষয়ে অনেকেই আমার সহযোগিতা চেয়েছেন। এর পরিপ্রেক্ষিতে আমি বাংলাদেশ কমিউনিটির কিছু নেতৃবৃন্দের ও কিছু পেশাজীবী নাগরিকদের সাথে আলোচনাক্রমে দক্ষিণ আফ্রিকায় একটি বৃহত্তর "বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা" গঠনের ব্যাপারে সম্মানিত প্রবাসী বাংলাদেশী ভাই বোনদেরকে সহযোগিতা ও পরামর্শ দিতে অনুপ্রাণীত হই।

সংগঠনের প্রস্তাবিত নামঃ "বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা" (অন্য কোন ভাল নামও হতে পারে।)

কার্য্য নির্বাহী সদস্যের সর্বোচ্চ সংখ্যা হবে ৩১।

বিভাজন-

ইস্টার্ন ক্যাপঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
ফ্রি স্টেটঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
খাউতেংঃ ৫ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
কাওয়াজুলু নাটালঃ ৪ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
লিম্পোপোঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
পুমালাংগাঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
নর্দান ক্যাপঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
নর্থ ওয়েস্টঃ ২ জন (এদের একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)
ওয়েস্টার্ন ক্যাপঃ ৪ জন (এদের অন্তত একজন ব্যবসায়ী ব্যতীত অন্য কোন পেশাজীবী হবেন।)

সংরক্ষিত মহিলা সদস্যঃ ৫ জন (সকল প্রভিন্স থেকে সম্মিলিত ভাবে, ব্যবসায়ী বা অন্য কোন পেশাজীবী হবেন।)

উপদেষ্টাঃ ১ জন (প্রবাসীগণ চাইলে ভোট প্রদানের অধিকারবিহীন এই পদ বাংলাদেশ হাই কমিশনার ডিফেক্টো পদ হিসাবে অলংকৃত করবেন।)

কার্যনির্বাহী পরিষদের পদের বিন্যাস-

১। সভাপতিঃ ১ জন
২। উপদেষ্টাঃ ১ জন
৩। সহ সভাপতিঃ ৪ জন (একজন মহিলা হবেন।)
৪। সাধারণ সম্পাদকঃ ১ জন
৫। সহ সাধারণ সম্পাদকঃ ৩ জন (একজন মহিলা হবেন।)
৬। কোষাধক্ষঃ ১ জন
৭। অর্থ সম্পাদকঃ ১ জন
৮। মুখ্য সমন্নয়কারীঃ ১ জন
৯। গবেষণা - উন্নয়ন ও সাংগঠনিক সম্পাদকঃ ১ জন
১০। কর্মসংস্থান সম্পাদকঃ ১ জন
১১। ব্যবসা উন্নয়ন সম্পাদকঃ ১ জন
১২। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদকঃ ১ জন
১৩। আইন বিষয়ক সম্পাদকঃ ১ জন
১৪। সামাজিক ও জনকল্যাণ সম্পাদকঃ ১ জন
১৫। বৈদেশিক যোগাযোগ সম্পাদকঃ ১ জন
১৬। প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ ১ জন
১৭। কার্যকরী সদস্যঃ ১০ জন (অন্তত তিনজন মহিলা হবেন।)

উপদেষ্টা ও মহিলা সদস্যগণ ব্যতীত সবাই সরাসরি ভোটে নির্বাচিত হবেন। প্রথম ধাপে উপদেষ্টা ও বাধ্যতামূলক ৫ জন মহিলা সদস্য ব্যতীত সকলে প্রবাসীদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এই ভোট প্রদান অনুষ্ঠান প্রতি প্রভিন্সের রাজধানীতে সপ্তাহিক ছুটির দিন বা কোন সরকারী ছুটির দিনে অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপে উক্ত ২৫ জন কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টা নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে দক্ষিণ আফ্রিকার ৯ প্রভিন্স হতে ৫ জন মহিলা সদস্য সিলেক্ট করবেন। উপদেষ্টা ও অনির্বাচিত মহিলা সদস্যগণ ব্যাতীত বাকী ২৫ জন সদস্য (সরাসরি ভোটে নির্বাচিত) হতে দ্বিতীয় দফায় প্রবাসীদের সরাসরি ভোটে উল্লিক্ষিত ১ থেকে ১৬ পর্যন্ত (২ ব্যতীত) পদে নির্বাচিত হবেন। একজন সর্বোচ্চ দুইটি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। কার্যনির্বাহী পরিষদ দুই বৎসরের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত হবেন। সভাপতি ও দাধারণ সম্পাদক পরপর দুইবার ও সর্বোচ্চ তিনবার পদালংকার করতে পারবেন। তবে পদ পরিবর্তন (সুইচ) করে ভোটে জয়লাভ করলে কোন সমস্যা নেই।

এই নির্বাহী পরিষদে বাংলাদেশের নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা সক্রিয় কোন সদস্য নির্বাচিত হতে পারবেন না। তবে নিষিদ্ধকাল অতিক্রান্ত হওয়ার পর ভোটের মাধ্যমে নতুন কার্যনির্বাহী পরিষদ এর সদস্য হতে পারবেন।

প্রার্থী বাছাই প্রক্রিয়া বর্তমানে কার্যকর বিভিন্ন বাংলাদেশ এসোসিয়েশন সমূহের মধ্যে আলোচনার মাধ্যমে সম্পাদন করা হবে এবং বাংলাদেশের নিষিদ্ধ কোন রাজনৈতিক দলের কোন নেতৃস্থানীয় ব্যক্তি বা সক্রিয় কোন সদস্য নিষিদ্ধকালীন সময় পর্যন্ত এ প্রক্রিয়ায় অংশ গ্রহণ করবেন না।

আগষ্ট ২০২৫ এ মাসব্যাপী এ ব্যাপারে আলোচনা করে আগামী সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কোন দুই সপ্তাহে দুই দফা নির্বাচনের ব্যবস্থা করা যেতে পারে। সব কিছু সুষ্ঠ সুষ্ঠ ভাবে সম্পন্ন হলে আগামী ১ অক্টোবর ২০২৫ তারিখে বাংলাদেশ ফেডারেশন অব সাউথ আফ্রিকা এর কার্যনির্বাহী কমিটি আগামী দুই বছরের জন্য দ্বায়িত্ব গ্রহণ করবেন। এবং দুই বছর শেষ হওয়ার দুই মাস পূর্বে একই প্রক্রিয়ায় নতুন কার্যনির্বাহী পরিষদ গঠনের সকল কাজ ও নির্বাচন সম্পাদন করবেন।

আপনাদের সুচিন্তিত মতামত প্রদানের জন্য সবিনয় অনুরোধ করা হলো।

- হাই কমিশনার।।

আগামীকাল দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে শপথ নিবেন প্রফেসর ফিরোজ কাচালিয়া।।
31/07/2025

আগামীকাল দক্ষিণ আফ্রিকার নতুন পুলিশ মিনিস্টার হিসেবে শপথ নিবেন প্রফেসর ফিরোজ কাচালিয়া।।

30/07/2025

পোর্ট এলিজাবেথে একসাথে অ'পহরণ হওয়া ছয় বাংলাদেশী মুক্তি পেয়েছে।।

এবার একসাথে ছয়জন বাংলাদেশীকে অ'পহরণ! দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে একসাথে ছয়জন প্রবাসী বাংলাদেশীকে অ'পহরণ করেছে স্...
30/07/2025

এবার একসাথে ছয়জন বাংলাদেশীকে অ'পহরণ!

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরে একসাথে ছয়জন প্রবাসী বাংলাদেশীকে অ'পহরণ করেছে স্থানীয় একটি চক্র। গত ২৫ জুলাই শুক্রবার এই অপহরণের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ছয় জনের একজনও উদ্ধার হয়নি।।

স্থানীয় প্রবাসী বাংলাদেশীরা জানান, গেল কয়েকমাস ধরে ধারাবাহিকভাবে অ'পহরণের শিকার হচ্ছেন সেখানকার বাংলাদেশীরা। এই তালিকায় বাদ যাচ্ছেনা অন্যান্য দেশের অভিবাসীরাও। আতংক উৎকন্ঠায় দিন কাটছে তাদের।

সবশেষ অ'পহরণের ঘটনা ঘটে ২৫ জুলাই শুক্রবার। দোকান বন্ধ করে বাসায় ফেয়ার পথে ৬ জন বাংলাদেশীকে অপহরণ করে স্থানীয় একটি চক্র। তারা শহরে ফিস এন্ড চিপসের ব্যবসা করতেন। ভিকটিম প্রবাসীদের ৫ জনের বাড়ি মানিকগঞ্জ এবং অপরজন লক্ষীপুর জেলার বলে জানা গেছে।।

একইদিন অ'পহরণের শিকার নোয়াখালী জেলার সুমন মুক্তিপণ দিয়ে মুক্ত হোন এই চক্রের হাত থেকে। ফিরে এসে সুমন জানান, এই ছয়জন বাংলাদেশীকেও একই স্থানে রাখা হয়েছে। তবে চোখ বাধা থাকার কারণে সুনির্দিষ্ট করে বলতে পারছেন না এই স্থানটি আদতে কোথায়।।

শহরটিতে স্থানীয় বাংলাদেশীরা খুব আতংকে দিনাতিপাত করছেন। তারা দূতাবাসের সহযোগিতা চেয়েছেন।।

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে দূতাবাসের সপ্তাহব্যাপী আয়োজনদূতাবাস সূত্রে বলা হয়, জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে বাং...
30/07/2025

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে দূতাবাসের সপ্তাহব্যাপী আয়োজন

দূতাবাস সূত্রে বলা হয়, জুলাই বিপ্লবের বর্ষপূতি উপলক্ষে বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া একটি আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে । এতে ক্ষমতাচ্যুত ও পলাতক ফ্যাসিস্ট এবং স্বৈরাচারবিরোধী সকল দেশপ্রেমিক বাংলাদেশী নাগরিকগণ আমন্ত্রিত।

৩০ জুলাই থেকে ০৫ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৯ টা হতে বিকাল ৫ টা পর্যন্ত ( শনিবার সকাল ৯ টা হতে দুপুর ২ টা পর্যন্ত এবং রবিবার ব্যতীত) বাংলাদেশ হাইকমিশন, প্রিটোরিয়া-তে এ আলোকচিত্র, গ্রাফিতি এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী চলবে।

নাটকীয় ম্যাচে যুবাদের জয়জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ...
26/07/2025

নাটকীয় ম্যাচে যুবাদের জয়

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে নাটকীয় জয় পেয়েছে বাংলাদেশের যুবারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামিয়ুন বশিরের ৪৪ রানের হার না মানা ব্যাটিংয়ে ভর করে এক উইকেটে জয় পায় বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

অভিনন্দন

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ধরাশায়ী যুবারা। ৬৪...
26/07/2025

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১২৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ধরাশায়ী যুবারা। ৬৪ রান তুলতে নেই ৬ উইকেট!

লাইভ খেলার লিংক প্রথম কমেন্টে...

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ১২৮ রানে অলআউট করেছে বাংলাদেশ যুবারা...১২৯ রানের লক্ষে ব্...
26/07/2025

ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ১২৮ রানে অলআউট করেছে বাংলাদেশ যুবারা...

১২৯ রানের লক্ষে ব্যাট করবে বাংলাদেশ

22/07/2025

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যুবাদের সিরিজ জয়;
উৎসর্গ করলেন উত্তরায় ট্রাজেডিতে নিহত কোমলমতি শিক্ষার্থীদের

আলো স্বল্পতার কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।তব...
22/07/2025

আলো স্বল্পতার কারনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল।

তবে তার আগেই সিরিজ নিজেদের করে নিয়েছে যুবারা...

অভিনন্দন!

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে দারুণ খেলছে বাংলার যুবারা...১৬ ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে ৯০ রান
22/07/2025

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে দারুণ খেলছে বাংলার যুবারা...

১৬ ওভার শেষে সংগ্রহ বিনা উইকেটে ৯০ রান

21/07/2025

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত;
ঘটনাস্থল থেকে ১৯ মরদেহ উদ্ধার।
হাসপাতালে চিকিৎসা নিচ্ছে দুই শতাধিক।
আগামীকাল রাষ্ট্রীয় শোক

Address

73 Mint Road, Fordsburg
Johannesburg Central
2092

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রবাসে বাংলা, আফ্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রবাসে বাংলা, আফ্রিকা:

Share