
09/10/2025
দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের আতঙ্ক মাসুম গ্রেপ্তার, অবৈধ অস্ত্র ও নগদ অর্থ উদ্ধার।
======≠=========================
দক্ষিণ আফ্রিকার নিউক্যাসেলে প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিন ধরে জিম্মি, নির্যাতন ও চাঁদাবাজির অভিযোগে মাসুম সুলতান মাহমুদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
জানা গেছে, মাসুম তার দোকানে প্রবাসী মো. শামীমকে ডেকে নিয়ে ২০ হাজার রেন্ড ছিনিয়ে নেয় এবং অবৈধ অস্ত্র দিয়ে হত্যার হুমকি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাসুমকে নগদ অর্থ ও অবৈধ পিস্তলসহ আটক করে।
এসময় তার সহযোগী সাতজন স্থানীয় সন্ত্রাসীকেও গ্রেপ্তার করা হয়। আহত শামীমকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিউক্যাসেলের প্রবাসীদের অভিযোগ— মাসুম দীর্ঘ ১৫ বছর ধরে বিভিন্ন প্রবাসীকে ভয়ভীতি ও অপহরণের মাধ্যমে অর্থ আদায় করে আসছিল।
ঘটনার পর মুক্ত বাংলা ফাউন্ডেশন ও স্থানীয় সংগঠনগুলো প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে এবং বাংলাদেশ হাইকমিশনের হস্তক্ষেপ কামনা করেছে।