BanglAfrica :: বাংলাফ্রিকা

BanglAfrica :: বাংলাফ্রিকা বাংলা ভাষাভাষী প্রবাসী মানুষগুলোর সেবার প্রয়াসে নিবেদিত বাংলাফ্রিকা.কম

19/04/2025

দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা-

"আধুনিকতা নয়, এ যেনো পাপের মহামারী। চোখ বন্ধ করেও দেখা যায় চারপাশের অন্ধকার।"
19/04/2025

"আধুনিকতা নয়, এ যেনো পাপের মহামারী। চোখ বন্ধ করেও দেখা যায় চারপাশের অন্ধকার।"

ফেনী জেলা হলো বাংলাদেশের চিকেন নেক। ফেনীর সোনাগাজী উপজেলা এবং চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৯০...
15/04/2025

ফেনী জেলা হলো বাংলাদেশের চিকেন নেক। ফেনীর সোনাগাজী উপজেলা এবং চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে ৯০০ একর জমির ভারতকে বিনামূল্যে বরাদ্দ দিয়েছিল পতিত স্বৈরাচার হাসিনা। পরিষ্কার ভাবে বলা যায়, এই বরাদ্দ ছিল বাংলাদেশের সার্বভৌমত্ব ধংসকারী। কেননা ওখানে কেটে ফেললেই চট্টগ্রাম অঞ্চল বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।

ভারত যেখানে তাদের চিকেন নেকের ধারেপাশে আমাদেরকে ভিড়তে দেয় না, বহু দূরে তিস্তা প্রজেক্ট করতে বাধা দিচ্ছে, সেখানে আমাদের চিকেন নেকের একদম ভেতরে তাদের ইকোনমিক জোন দিতে হবে কেন? সার্বভৌমত্বের বিনিময়ে এই ভূয়া বিনিয়োগ আমাদের দরকার নাই।

দু‘দিন আগে ১০টি অর্থনৈতিক অঞ্চল বাতিল করা হয়েছে, অথচ ভারতকে দেওয়া মিরেশ্বরাইয়ের ৯০০ একর ভূমির এই জোন বাতিল হয়নি।

আওয়াজ তুলুন, ভারতকে দেয়া এই ৯০০ একর জমি বরাদ্দ বাতিল করে সেখানে চিকেন নেক রক্ষা করতে ক্যান্টনমেন্ট বানানো হোক ॥
✊🏼✊🏼✊🏼
#সবারআগেবাংলাদেশ

26/02/2025
আলহামদুলিল্লাহ, প্রবাসি বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সভাপতি নির্বাচন ও সে...
22/02/2025

আলহামদুলিল্লাহ, প্রবাসি বাংলাদেশিদের প্রিয় সংগঠন ইসলামিক ফোরাম অব আফ্রিকা ওয়েস্টার্ন কেপ প্রভিন্সের সভাপতি নির্বাচন ও সেক্রেটারী মনোনীত হয়েছে।সদস্যদের ভোটে মাওলানা রিয়াজ উদ্দিন সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয়েছেন। সেক্রেটারি হিসেবে মাহমুদুল হাসান পুনরায় মনোনীত হয়েছেন । শনিবার ২২ ফেব্রুয়ারী সকাল ১১ টায় সংগঠনের অফিসে অনুষ্ঠিত সদস্য বৈঠকে এ নির্বাচন সম্পন্ন হয়। প্রভিন্স সভাপতি মাওলানা রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান মেহমান হিসেবে আলোচনা রাখেন, ইসলামিক ফোরাম অব আফ্রিকার উপদেষ্টা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মোহাম্মদ শাহজাহান। বিশেষ মেহমান হিসেবে আলোচনা রাখেন, ফোরামের উপদেষ্টা, বিশিষ্ট আইনজীবি ও রাজনীতিবিদ এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

“আমরা জাতি হিসেবে মুসলিম, ভাষাভাষী হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি” -অধ্যাপক গোলাম আযম
20/02/2025

“আমরা জাতি হিসেবে মুসলিম, ভাষাভাষী হিসেবে বাঙালি, নাগরিক হিসেবে বাংলাদেশি”
-অধ্যাপক গোলাম আযম

দক্ষিন আফ্রিকার কেপটাউনে ইসলামিক ফোরাম অফ আফ্রিকার কৃতি সংবর্ধনা ও কর্মী সম্মেলন।আগামীকাল ২০ শে ফেব্রুয়ারি ইসলামিক ফোরা...
19/02/2025

দক্ষিন আফ্রিকার কেপটাউনে ইসলামিক ফোরাম অফ আফ্রিকার কৃতি সংবর্ধনা ও কর্মী সম্মেলন।
আগামীকাল ২০ শে ফেব্রুয়ারি ইসলামিক ফোরাম অব আফ্রিকার ওয়েষ্টার্ণকেপ প্রভিন্স এর উদ্যোগে "কৃতি সংবর্ধনা ও কর্মী সম্মেলন-২০২৫" অনুষ্ঠিত হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইসলামি ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
কেপটাউনে অবস্থানরত সকল বাংলাদেশীদেরকে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামিক ফোরাম অফ আফ্রিকার ওয়েষ্টার্নক্যাপ শাখা।
তারিখঃ ২০ ফেব্রুয়ারী-২০২৫
সময়ঃ বিকাল- ৫ ঘটিকা
স্থানঃ Darul Islam Islamic High School
1 Wilhelmus Rd, Surrey Estate, Cape Town, 7764
বিঃদ্রঃ মহিলাদের জন্যে আলাদা বসার সুব্যবস্থা রয়েছে।

11/09/2024

জামায়াতের টাকার রহস্য! সবচেয়ে অবাক হলাম এই পোস্ট শেয়ার করেছে ঢাবি শিক্ষক শিশির ভট্টাচার্য । অনেক অজানা তথ্য জানা হলো।

#জামায়াতের_টাকার_উৎস
ছাত্রজনতার আন্দোলনে শহীদ, আহতদের পাশে কোটি কোটি টাকা খরচ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সাথে বন্যাদূর্গতদের মাঝে প্রথমদিন থেকেই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে দলটির নেতাকর্মীরা। শুধু এবারই নয়, দেশের যে কোন প্রাকৃতিক দূর্যোগেও তারা মানুষের পাশে পৌঁছে যায় সবার আগে।
এটা নিয়ে অনেকের মনেই প্রশ্ন জাগে, জামায়াতের এত বিপুল অর্থের উৎস কী? এই প্রশ্নটি আমিও করেছিলাম, এক উপজেলা আমীরের কাছে। সভাপতিকে এরা ইসলামী পরিভাষায় আমির বলে।
সেই উপজেলা আমির আমাকে একটি প্রোগ্রামে ডেকেছিলেন। সম্ভবতঃ সেটি মাসের ৫/৭ তারিখ ছিলো। অনেক বছর আগের কথা। আমি ব্যাপক কৌতুহল নিয়ে সেই প্রোগ্রামে গিয়েছিলাম। আমাকে সামনের দিকে একটি কোণায় বসতে দেওয়া হলো। উনাদের প্রোগ্রাম শুরু হলো। তারা মাসে কে কতদিন কোরআন পড়েছেন, কোন কোন সূরার তাফসীর পড়েছেন, নোট করেছেন সেগুলো জানালেন। হাদীস, সাহিত্য, পত্রিকা বিষয়েও একইভাবে বললেন। তাদের একটি রিপোর্ট বই দেখলাম। ডায়েরীর মতো। প্রতিদিনের হিসাব লেখা। ৩০ দিনের হিসাব যোগ করে বলছেন দেখলাম। কত ওয়াক্ত জামায়াতে নামাজ পড়েছেন, কয় ঘন্টা সাংগঠনিক কাজ করেছেন, কতজনকে নামাজ এবং ইসলামের দাওয়াত দিয়েছেন, কতটি জানাজায় উপস্থিত হয়েছেন এসব একে একে সব পড়ে শোনালেন। একজনের রিপোর্ট পড়া শেষ হলে, অন্যরা মৃদু রিমান্ডে নিলেন তাকে। কেউ জিজ্ঞেস করলো, জামায়াতে নামাজ ছুটে গেছে ৫ ওয়াক্ত! কেন ছুটলো? কেউ বললো, মাত্র ৩০০ পৃষ্ঠা বই পড়েছেন এক মাসে! কেন?
এই প্রশ্নগুলো যাকে করা হলো, তিনি কাঁচুমাচু হয়ে জবাব দিচ্ছিলেন। অবশেষে তাকে সবাই মিলে পরামর্শ দিলেন, আপনাকে অমুক অমুক দিকে উন্নতি করতে হবে। এভাবে উপস্থিত প্রত্যেকে তাদের ব্যক্তিগত রিপোর্ট পেশ করলো এবং সবাইকেই জবাবদিহিতার মধ্যে পড়তে হলো। কেউ মন খারাপ করলো না। বরং তাকে সমালোচনা করার জন্য সবাইকে তিনি কৃতজ্ঞতা জানালেন। আমি অভিভূত হচ্ছিলাম সেটা দেখে।
এবার ঘটলো মজার ঘটনা। একজন মুরুব্বি ২৩০ টাকা বের করে আমিরের পাশের লোকটিকে দিলেন। তিনি খাতায় লিখে নিচ্ছিলেন। আরেকজন দিলেন ৫০০/- কেউ দিলেন ৫০০০/-। সবার থেকে ওখানে ২০-২৫ টাকা কালেকশান হতে দেখলাম। আমি চুপচাপ দেখছিলাম।
আমির সাহেবকে জিজ্ঞেস করলাম, এরা কেন টাকা দিচ্ছে।
তিনি বললেন, "দল চালানোর জন্য। আপনারা যেটাকে চাঁদা বলেন, এটা অনেকটা সেরকম।"
আমি জিজ্ঞেস করলাম, "কোন প্রোগ্রাম আছে?"
তিনি বললেন, "প্রতিটা দিনই তো আমাদের প্রোগ্রাম। কোন বিশেষ জনসভা নয়। এটা আমাদের প্রতিদিনের কাজ।"
- তাহলে একেকজন একেক পরিমাণ টাকা দিলেন কেন?
- সবাই সমান টাকা দিয়েছেন।
আমি একটু অবাক হলাম। বললাম, "তা কেন হবে! আমি তো দেখলাম একজন ২৩০ টাকা দিলেন আবার একজন ৫০০০ টাকা দিলেন। "
আমির সাহেব বললেন, " সবাই তার আয়ের সমান দিয়েছেন। যিনি ২৩০ টাকা দিলেন উনি রিক্সা চালান। উনার এই মাসে যা আয় হয়েছে তার ৫% সংগঠনের ফান্ডে দিলেন। যিনি ৫০০০ টাকা দিলেন, উনি ব্যবসায়ী। উনার আয়ের ৫% উনি দিয়েছেন। আমাদের কাছে ঐ ২৩০ টাকা আর ৫০০০ টাকা দুটোই সমান।"
আমি জিজ্ঞেস করলাম, "যিনি ২৩০ টাকা দিলেন উনি তো খুব বয়স্ক মানুষ। এতো কম আয়। উনি তো রিক্সাও চালাতে পারেন বলে মনে হলো না। তাছাড়া এতো কম আয়ে উনার নিজেরই চলতে পারার কথা নয়!"
আমির সাহেবের চোখ ছলছল করে উঠলো। বললেন, "ঐ চাচা কোন মাসে টাকা বাকি রাখেন না। কোনদিন তার অভাবের কথা বলেননা। প্রত্যেক প্রোগ্রামে সবার আগে টাকা জমা দেন।"
আমি আমার উত্তর পেয়ে গেলাম। তারপরও বললাম, "তাহলে আপনাদের উপজেলায় প্রতিমাসে এই ২৫-৩০ হাজার টাকা আয়?"
আমির সাহেব এবার হাসলেন। বললেন, "এটা শুধু সদস্যদের আয় দেখলেন৷ এরকম আমাদের সংগঠনের চারটি স্তর আছে। প্রথমে সমর্থক, এরপর কর্মী, তারপর অগ্রসর কর্মী। সবশেষে সদস্য। সমর্থক আর কর্মীরা ইচ্ছা মতো টাকা দেয়। অগ্রসর কর্মী আর সদস্যরা ৫% দেওয়া বাধ্যতামূলক। সেগুলো আমাদের বিভিন্ন ইউনিট কালেকশান করে আরেকটি প্রোগ্রামে পৌঁছে দিবে।"
আমি এবার জিজ্ঞেস করলাম, "এতো আয় হয়। হিসেবে ভুলভ্রান্তি হয় না?"
তিনি বললেন, "আমাদের আয় এবং ব্যয় হয় রিসিট ভাউচারের মাধ্যমে। বছরের বেশ কয়েকবার প্রতিটি ইউনিট, উপজেলা, জেলা, কেন্দ্র অডিট হয়। ভুল হওয়ার কোন সুযোগ নেই।"
শেষ প্রশ্ন করলাম, "এই টাকাগুলো আপনারা নিজেরা খরচ করেন?"
তিনি বললেন, "না। আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কেন্দ্রে পাঠাতে হয়। আমাদের ইউনিট যেমন আমাদের কাছে দেয়, তেমনিভাবে আমরা জেলাকে পৌঁছে দিই। জেলা আবার একইভাবে কেন্দ্রে পাঠিয়ে দেয়। এগুলোই কেন্দ্রের আয়।"
আমি মনে মনে হিসাব করার চেষ্টা করলাম। একটি উপজেলায় যদি এরকম আয় হয় তাহলে পুরো দেশে উনাদের লক্ষ লক্ষ সদস্যদের থেকে কত আয় হয়!
অন্য দলের ক্ষেত্রে দেখা যায়, কেন্দ্র নীচের ইউনিটগুলোতে টাকা পাঠায় আর এরা উল্টো। নীচ থেকে এরা কেন্দ্রকে টাকা পাঠায়। কী অদ্ভূত ব্যাপার!
আমি রাজনৈতিক বই পড়তে পছন্দ করি জেনে, একজন আমাকে অধ্যাপক গোলাম আযমের লেখা "জীবনে যা দেখলাম" নামে একটি বই উপহার দিয়েছিলেন। সেখানের একটি অংশ আমার এখন মনে পড়ছে। তিনি লিখেছেন-
"বাংলাদেশের অন্য দলগুলো হলো ধনীলোকের গরীব পার্টি আর জামায়াতে ইসলামী হলো গরীব লোকের ধনী পার্টি।"

কপি © #জামায়াতেইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্র...
28/08/2024

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি নিষিদ্ধ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে প্রজ্ঞাপন জারি করেছিল তা প্রত্যাহার করেছে সরকার

26/08/2024

বন্যাকালীন স্বাস্থ্যবিধি 👇

Address

Johannesburg

Website

Alerts

Be the first to know and let us send you an email when BanglAfrica :: বাংলাফ্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share