South Bangla সাউথ বাংলা

South Bangla সাউথ বাংলা আপনার না বলা কথাগুলো বলবো আমরা, জানবে সবাই।
(1)

13/09/2025

জুন থেকে শুরু হওয়া বন্যায় পাকিস্তানে অন্তত ৯০০ জনের মৃ/ত্যু

13/09/2025

১ রেন্ট= ৬.৮৭ টাকা দিচ্ছে
সাউথইস্ট এক্সচেঞ্জ

13/09/2025

নেক মানি দিচ্ছে
১ রেন্ড= ৬.৮৮ টাকা

কঙ্গোতে এক দিনের ব্যবধানে পৃথক দুই নৌকাডুবিতে কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় কর্তৃ...
13/09/2025

কঙ্গোতে এক দিনের ব্যবধানে পৃথক দুই নৌকাডুবিতে কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষ ও মানবিক সংস্থাগুলোর বরাতে সংবাদ সংস্থা ইনডিপেন্ডেন্ট এই তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় লুকোলেলা অঞ্চলের কঙ্গো নদীর তীরে প্রায় ৫০০ যাত্রী বহনকারী একটি নৌকায় আগুন ধরে সেটি উল্টে গেলে ১০৭ জনের মৃত্যু হয়। দুর্ঘটনাস্থল থেকে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, আর ১৪৬ জন নিখোঁজ রয়েছেন।

এর আগে, বুধবার বাসাসকুসু অঞ্চলে আরেকটি মোটর চালিত নৌকা ডুবে যায়, এতে অন্তত ৮৬ জন নিহত, যাদের বেশিরভাগ শিক্ষার্থী।নিখোঁজ রয়েছে অনেকে।

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউই...
13/09/2025

জাতিসংঘ সাধারণ পরিষদে হামাসমুক্ত স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি প্রস্তাব বিপুল ভোটে পাস হয়েছে। ‘নিউইয়র্ক ঘোষণা’ নামের এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১৪২টি দেশ, বিপক্ষে ভোট দিয়েছে মাত্র ১০টি, আর ভোটদানে বিরত ছিল ১২টি দেশ।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবটি উত্থাপন করে ফ্রান্স ও সৌদি আরব। ঘোষণাটিতে একদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার নিন্দা জানানো হয়েছে, অপরদিকে গাজায় ইসরাইলের অবরোধ, বোমাবর্ষণ ও মানবিক বিপর্যয়েরও সমালোচনা করা হয়েছে।

ঘোষণায় ফিলিস্তিন ও ইসরাইল—দুই রাষ্ট্র সমাধানের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে গাজা উপত্যকায় চলমান সংঘাতের অবসান ঘটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও সক্রিয় ভূমিকা নিতে আহ্বান জানানো হয়েছে।

তবে, ইসরাইল এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আগেই ঘোষণা দেন, ফিলিস্তিন কখনোই স্বাধীন রাষ্ট্র হবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন বলেন, ‘এই ঘোষণায় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত না করাটা প্রমাণ করে যে সাধারণ পরিষদ এখন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন এক রাজনৈতিক সার্কাসে পরিণত হয়েছে।’

আসসালামুয়ালাইকুমশুভ সকাল সাউথ আফ্রিকা
13/09/2025

আসসালামুয়ালাইকুম
শুভ সকাল সাউথ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ড যা করলো, ৬ ওভারে ১০০, ১২.১ ওভারে ২০০, ২০ ওভারে ৩০৪
12/09/2025

দক্ষিণ আফ্রিকার সাথে ইংল্যান্ড যা করলো, ৬ ওভারে ১০০, ১২.১ ওভারে ২০০, ২০ ওভারে ৩০৪

12/09/2025

দ্বিতীয় টি টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৪১ রানের বিশাল ব্যবধানে হারালো ইংল্যান্ড।
(ইংল্যান্ডের সংগ্রহ ৩০৫)

কিছু বলার নেই----England won by 146 runs...
12/09/2025

কিছু বলার নেই----

England won by 146 runs...

12/09/2025

উপদেষ্টা মাহফুজ যেখানে যাচ্ছে সেখানে ডিম মারছে। ঘটনাটা কি-

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের  ক্লার্কসডর্পের  জোবার্টনের একটি স্থানীয় স্পাজার দোকান থেকে কেনা খাবার খাওয়ার পর...
12/09/2025

দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের ক্লার্কসডর্পের জোবার্টনের একটি স্থানীয় স্পাজার দোকান থেকে কেনা খাবার খাওয়ার পর তিন ও চার বছর বয়সী দুই
শিশু মারা গেছে বলে জানা গেছে।

গতকাল বৃহস্পতিবার ওই দুই শিশু স্থানীয় দোকান থেকে খাবার খাওয়ার পরে তারা মারা যায় বলে জানিয়েছে শিশু দুটির পরিবার। পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার সাবাতা মোকগওয়াবোন ক্ষুব্ধ বাসিন্দাদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন এবং পুলিশ ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করছেন বলেও তিনি জানান।

*** পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং অপ্রয়োজনীয় কাজে বের না হয়ে সবার সাথে যোগাযোগ রক্ষা‌ করে জন্য সাউথ বাংলার পক্ষ থেকে অনুরোধ থাকবে লেখাটিতে থাকা প্রবাসী বাংলাদেশীদের প্রতি।

শোক সংবাদঃ-আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমেরিজবার্গ সেন্ট্রা...
12/09/2025

শোক সংবাদঃ-

আজ শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটার দিকে দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু নাটাল প্রদেশের পিটারমেরিজবার্গ সেন্ট্রাল মসজিদে বাংলাদেশ থেকে আগত তাবলীগ জামায়ত দলের সফর সঙ্গী হাফেজ মোহাম্মদ শালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জানা গেছে উনার বাড়ি বাংলাদেশের চট্টগ্রামে। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৮.৩০ মিনিটে সোসাইল বেরিয়াল, এলেনডিল, সেলফোট রোড, পিটারমেরিজবার্গে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক মরহুমক জান্নাতুল ফেরদৌস দান করুন (আমিন)

Address

73 Kruis Street
Johannesburg
2000

Website

Alerts

Be the first to know and let us send you an email when South Bangla সাউথ বাংলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to South Bangla সাউথ বাংলা:

Share