RaFi Bhuiyan

RaFi Bhuiyan WINNERS FOCUS ON WINNING,
LOSERS FOCUS ON WINNERS This is RaFi Bhuiyan (Nahid Hasan Rafi).

I'm a Digital Marketer, especially since I'm Working with Google Business, Google Identity, Brand Identity, Social Media Manager, Social Media Optimization and
Digital Marketing.

29/10/2025

পাহাড়ি সবজি 😋😁

14/10/2025

স্বপ্নের পথে

13/10/2025

- বিদেশ আসার পর থেকে;
-যত মুরগি খেয়েছি,
শি'য়াল ও তত মুরগি খায়নি! 🦊🐓

06/10/2025

কে কে এইগুলো চিনেন?

অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহনের বিধানপূজা দেখতে যাওয়া ও শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য নিষেধ"ইসলাম আল্লাহ প্রদত্ত একম...
27/09/2025

অমুসলিমদের ধর্মীয় উৎসবে অংশগ্রহনের বিধান

পূজা দেখতে যাওয়া ও শুভেচ্ছা জানানো মুসলিমদের জন্য নিষেধ

"ইসলাম আল্লাহ প্রদত্ত একমাত্র গ্রহনযোগ্য দ্বীন বা জীবন বিধান। আল্লাহ আমাদেরকে কুরআনে স্পষ্ট করে বলে দিয়েছেন "নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র গ্রহনযোগ্য বা মনোনীত জীবন বিধান হচ্ছে ইসলাম"। এছাড়া অন্যান্য জীবন বিধান বা ধর্ম বাতিল। তাহলে অন্যান্য ধর্মের মানুষদের প্রতি আমাদের মুআ'মালাত বা আচরণ-ব্যবহার কেমন হবে?

কুরআনে আল্লাহ স্পষ্ট করে বলেছেন "তোমরা অন্য ধর্মের অনুসারীদের প্রভুদের গালি দিও না"। তাদেরকে গালি দিলে তারা মনে কষ্ট পাবে এবং আমাদের প্রভু আল্লাহ সুবহানাহু ওয়াতা'লাকেও গালি দিবে। এজন্য অন্য ধর্মের দেবতা, ধর্ম গ্রন্থ বা ধর্মীয় অনুষ্ঠানকে গালি দেয়া বা হেয় প্রতিপন্ন করা ইসলামে নিষিদ্ধ।

তাহলে আমরা কি তাদের ধর্মীয় অনুষ্ঠানে যাব? তাদেরকে শুভেচ্ছা জানাব? সেটাও গ্রহনযোগ্য নয়!

আমাদের দেশের এক শ্রেণীর মানুষকে বলতে শোনা যায় "ধর্ম যার যার, উৎসব সবার"। এটা একটা অমানবিক ও অযৌক্তিক কথা। কোনো বিবেকবোধ সম্পন্ন ও মানবিক লোক এটা বলতে পারে না। ধর্মীয় বিশ্বাস যেই উৎসবের সাথে জড়িত থাকে সেই উৎসবকে সকলের জন্য সাধারণ করতে চাওয়া একটা হঠকারীতা। কারণ এক ধর্মের উপাসনা বা উৎসব আরেক ধর্মের ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের সাথে সাংঘর্ষিক। তাই একমাত্র ধর্মহীন বা নাস্তিক ব্যক্তির পক্ষেই বলা সম্ভব "ধর্ম যার যার, উৎসব সবার"।

মুসলিমদের জন্য জাস্ট দেখার জন্য বা মজা করার জন্য অন্য কোনো ধর্মের ধর্মীয় উৎসবে যোগ দেয়া বৈধ নয়। অথবা তাদেরকে তাদের উৎসবে শুভেচ্ছা জানানোও বৈধ নয়। কারণ আমরা এক আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রভু বলে স্বীকার করি না। তাই আমরা যদি অন্য ধর্মের ধর্মীয় উৎসবে শুভেচ্ছা জানাই তাহলে প্রকারান্তে তাদের করা শিরকের উৎসবে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। কারণ তাদের কাছে যেটা তাদের ধর্মের ইবাদত, আমাদের কাছে সেটা আল্লাহর সাথে শিরক করা। তাই অন্য ধর্মের ইবাদতে আমাদের উপস্থিত থাকা বা তাদেরকে শুভেচ্ছা জানানো উচিত নয়।

আমরা কোনো হারাম কাজ হতে দেখলে কোনো মুমিন কি তা সেলিব্রেট করতে পারি? উদাহরণ স্বরূপ বলা যায় কোথাও মদ খাওয়া হচ্ছে বা সুদের কারবার হচ্ছে বা কোথাও শুকরের মাংস খাওয়া হচ্ছে। আমরা মুমিনরা কি বলতে পারি "হ্যাপি ড্রিংকিং"? বা বলতে পারি "আপনাদের সুদ খাওয়া বা শুকর খাওয়া শুভ হোক"? কখনোই না! কারণ এগুলো আমাদের কাছে হারাম। আমরা কোনো হারামের ব্যাপারে শুভ কামনা জানাতে পারি না।

একই ভাবে আমরা অন্য ধর্মের কাউকে বাধ্য করতে পারি না আমাদের নামাজ, আমাদের ঈদে একাত্মতা জানাতে। হিন্দু ধর্মে গরু হত্যা করা নিষেধ। আমরা কুরবানিতে গরু কুরবানি করি। তাদের ধর্মীয় অনুসাশনে কিন্তু এটা সাপোর্ট করবে না আমাদের কুরবানির ঈদে আমাদের গরু জবাইয়ের সময় সামনে থাকা বা শুভেচ্ছা জানানো। কারণ আমাদের কাছে এটা ইবাদত কিন্তু তাদের কাছে এটা পাপ। তাই বলা হয় এক ধর্মের ইবাদত অন্য ধর্মের পাপ হিসাবে গণ্য হতে পারে।

অন্য ধর্মের ধর্মীয় উপাসনা ও উৎসব পালনে পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব। মুসলিম সমাজের দায়িত্ব হচ্ছে তারা যেন তাদের ধর্ম-কর্ম নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে সহযোগিতা করা। তাদের প্রতি কটুক্তি বা অসহযোগিতামূলক কোনো আচরণ করা কোনো মুসলিমের জন্য বৈধ নয়। যেমনি ভাবে তাদের উৎসবে অংশগ্রহন ও শুভেচ্ছা জানানোও বৈধ নয়।

আল্লাহ আমাদেরকে সকল প্রকার শিরক ও বিদআত থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। আমীন।

তাকে পতাকা পরা ড্রেস খুলে ফেলতে বলা হয়েছিল। তিনি ফিরে এলেন তরমুজ পরে 🍉ডাচ সংসদ সদস্য ' Esther Ouwehand ' সংসদীয় বিতর্কে...
21/09/2025

তাকে পতাকা পরা ড্রেস খুলে ফেলতে বলা হয়েছিল। তিনি ফিরে এলেন তরমুজ পরে 🍉
ডাচ সংসদ সদস্য ' Esther Ouwehand ' সংসদীয় বিতর্কে বক্তব্য রাখছিলেন, তখন তাকে ফিলিস্তিনের 🇵🇸 পতাকার মতো দেখতে শার্ট পরিবর্তন করতে বলা হয়।

পরে তিনি ফিরে আসেন আরেকটি শার্ট পরে, যেখানে তরমুজের বীজের ছবি ছিল। তরমুজ ফিলিস্তিনের সংহতির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়।
-Big Respect 🫡

15/09/2025

অনেকদিন পরে নৌকায়

যার যোগ্যতা যত কম 🤏তার খোঁচা মারার দক্ষতা ততই বেশি 👌
27/06/2025

যার যোগ্যতা যত কম 🤏
তার খোঁচা মারার দক্ষতা ততই বেশি 👌

19/06/2025

Future Army Of Iran 🇮🇷⚡

Address

Kimberley
3875

Alerts

Be the first to know and let us send you an email when RaFi Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaFi Bhuiyan:

Share