RaFi Bhuiyan

RaFi Bhuiyan WINNERS FOCUS ON WINNING,
LOSERS FOCUS ON WINNERS This is RaFi Bhuiyan (Nahid Hasan Rafi).

I'm a Digital Marketer, especially since I'm Working with Google Business, Google Identity, Brand Identity, Social Media Manager, Social Media Optimization and
Digital Marketing.

17/07/2025

১৪০০+ হত্যা কইরা তাকে বলে মেটিকুলাস ডিজাইন, আর
তাগো ৪ জন মইরা গেছে নাম দিছে গোপালগঞ্জ গণহত্যা দিবস 🫤

মরে গেলে মানুষ হাহা দিবে,এমন রাজনীতি কইরেন না।
16/07/2025

মরে গেলে মানুষ হাহা দিবে,
এমন রাজনীতি কইরেন না।

যার যোগ্যতা যত কম 🤏তার খোঁচা মারার দক্ষতা ততই বেশি 👌
27/06/2025

যার যোগ্যতা যত কম 🤏
তার খোঁচা মারার দক্ষতা ততই বেশি 👌

23/06/2025

ইরানকে যুদ্ধবিরতির আহ্বান করেছে ইস/রায়েল। ইস/রায়েল তার লক্ষ্যে পৌঁছে গেছে বলেই যু>দ্ধবিরতির আহ্বান করছে।
এই মুহূর্তে ইরানের উচিত নয় এই আহ্বানে সাড়া দেওয়া। সাড়া দেওয়া মানে ইস/রায়েলকে নতুন করে যু>দ্ধের সুযোগ ও মহাপরিকল্পনা হাতে নেওয়ার সুযোগ করে দেওয়া হবে এটা।
ইরানের উচিত হামলা অব্যাহত রাখা যতদিন না পর্যন্ত ইস/রায়েল নাস্তানাবুদ না হয়। এটাই উপযুক্ত সময়।

ইতিমধ্যেই ইরান কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হা-মলা করেছে এবং মধ্যপ্রাচ্যের সকল মার্কিন সেনাঘাঁটিতেই হা-মলা চালাবে । এই মুনাফিক রাষ্ট্রগুলোর কিছুটা শিক্ষা হোক।

Iran Shouldn’t ceasefire with Israel.Iran Should Shelling on Israel until it is destroyed.

19/06/2025

Future Army Of Iran 🇮🇷⚡

17/06/2025

বন্ধু বান্ধব সব প্রতিষ্ঠিত হয়ে গেছে🙂

27/04/2025

আগে বিদেশে থাকায় যাদের, "বড়লোক" ভাবতাম তাদেরকে সরি🙂

Ben 10 ❌গোপাল 10 ✅
15/04/2025

Ben 10 ❌
গোপাল 10 ✅

12/04/2025

Proud to be a Bangladeshi
March for 🇵🇸

🇵🇸❤️
12/04/2025

🇵🇸❤️

ফতোয়ায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:১. প্রত্যেক সক্ষম মুসলিমের উপর ফিলিস্তিনে দখলদার বাহিনীর বিরু...
06/04/2025

ফতোয়ায় নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে:

১. প্রত্যেক সক্ষম মুসলিমের উপর ফিলিস্তিনে দখলদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করা ফরজ।

২. আরব ও মুসলিম মুসলিম বিশ্বের দেশগুলোর জন্য অবিলম্বে সামরিক হস্তক্ষেপ করা ফরজ।

৩. দখলদার ইহুদি রাষ্ট্রকে স্থল, সমুদ্র ও আকাশপথে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করা ফরজ। সবধরণের জলপথ, প্রণালী এবং আরব-মুসলিম বিশ্বের দেশগুলোর আকাশসীমাও এই হুকুমের অন্তর্ভুক্ত।

৪. জিহাদরত প্রতিরোধ আন্দোলন (হামাস সহ সকল স্বাধীনতাকামী সশস্ত্র দল) কে আর্থিক, সামরিক, রাজনৈতিক ও মানবিক সহ সর্বক্ষেত্রে সহায়তা করা ফরজ।

৫. উম্মাহর সুরক্ষা ও আক্রমণকারী শত্রুদের প্রতিহত করতে অবিলম্বে ইসলামি সামরিক জোট গঠন করা ওয়াজিব। এটি এমন ওয়াজিব যা অবিলম্বে পালনীয়।

৬. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপন (স্বীকৃতি ও সহযোগিতা) সম্পূর্ণরূপে হারাম।

৭. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রকে পেট্রোল ও গ্যাস সরবরাহ করাও সম্পূর্ণরূপে হারাম।

৮. ইহুদিবাদী দখলদার রাষ্ট্রের সাথে আরব দেশগুলোর করা শান্তি চুক্তি সমূহ পুনরায় পর্যালোচনা করা জরুরী।

৯. গাজ্জায় আমাদের মুসলিম ভাইদের সহায়তায় আর্থিক জিহাদ করা এবং দ্রুত এর (গাজ্জার) সীমান্ত খুলে দেওয়া ফরজ।

১০. আমেরিকার মুসলিমদের প্রতি আহ্বান জানানো হচ্ছে, তারা যেনো ট্রাম্প ও তার সরকারের উপর চাপ সৃষ্টি করে। যেনো তিনি তার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করেন। আগ্রাসন বন্ধ করেন এবং শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নেন।

সূত্র : ইনসাফ

06/04/2025

আগামীকাল বিশ্বব্যাপী হ"র"তাল!
ঢাকার রাজপথে আগামীকাল কমপক্ষে ১কোটি মুসলমান নেমে আসুন। প্রতিটি গ্রাম, মহল্লায় ও ক্যাম্পাসে প্রতিবাদ করুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when RaFi Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RaFi Bhuiyan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share