বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা

বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা অধীকার আদায়ের সংগ্রাম,সর্বদা সত্য বলার অঙ্গীকারবদ্ধ!

কেপটাউনের রাস্তায় নেমেছে ৭০০ পুলিশ==============================দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা অপরা...
25/07/2025

কেপটাউনের রাস্তায় নেমেছে ৭০০ পুলিশ
==============================
দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা অপরাধ নিয়ন্ত্রণে নতুন করে ৭০০ পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে।
প্রতি ওয়ার্ডে ৫ জন করে ট্রেইনি পুলিশ থাকবে বলে কেপটাউনের মেয়র জানিয়েছেন।

জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশীর মৃ ত্যু ==================================দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রামফন্টেইনে ...
24/07/2025

জোহানেসবার্গে প্রবাসী বাংলাদেশীর মৃ ত্যু
==================================
দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের ব্রামফন্টেইনে দীর্ঘদিন ধরে বসবাসকারী মো: জাকির হোসেন আজ স্থানীয় একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি.... রাজিউন।
উনার দেশের বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার সর্দারপুরে বলে জানা গেছে।
তিনি একজন পরহেজগার ব্যক্তি হিসেবে প্রবাস জীবন অতিবাহিত করেছেন।

24/07/2025

দক্ষিণ আফ্রিকার, পিটার ম্যারিজবার্গে মোঃ বাদল নামের একজন বাংলাদেশি নাগরিক সন্ত্রাসীদের গুলিতে ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

নিহতের দেশের বাড়ি,
টাঙ্গাইলের ঘাটাইল থানা,

বিস্তারিত আসতেছে

 #ব্রেকিং নিউজ-দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া ৬৪ অবৈধ ইমিগ্রেন গ্রেফতার।বিভিন্ন স্থানে ব্যাপকভাবে অভিযান চলমান- মালয় ৩৭,জনচ...
24/07/2025

#ব্রেকিং নিউজ-দক্ষিণ আফ্রিকা প্রিটোরিয়া ৬৪ অবৈধ ইমিগ্রেন গ্রেফতার।বিভিন্ন স্থানে ব্যাপকভাবে অভিযান চলমান-

মালয় ৩৭,জন
চাইনিজ ২৩,জন
বাংলাদেশী ১,জন
পাকিস্তান ৩,জন

দক্ষিণ আফ্রিকার জাস্ট্রন থেকে অবৈধ সিগারেট বিক্রি করার অপরাধে গতকাল বুধবার এক অভিবাসী মহিলা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
24/07/2025

দক্ষিণ আফ্রিকার জাস্ট্রন থেকে অবৈধ সিগারেট বিক্রি করার অপরাধে গতকাল বুধবার এক অভিবাসী মহিলা ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

21/07/2025

আজকে রেন্ট এর বিপরীতে টাকার রেট ৬-৮০ পয়সা আলহামদুলিল্লাহ!!

18/07/2025

বিদেশি নাগরিকদের গ্রেপ্তার করতে মরিয়া হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকার প্রশাসন।
এটি আজকে ডারবান শহরের দৃশ্য।

জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়েআগামী রবিবার (13th July) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট স...
10/07/2025

জাতীয় নিরাপত্তা ইস্যু নিয়ে
আগামী রবিবার (13th July) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাপোসা।

ফোর্ডসবার্গে ভিসা সহ পাসপোর্ট পাওয়া গেছে>>>>====>>>>দক্ষিণ আফ্রিকার ফোর্ডসবার্গে মনসুর বিল্লাল নামের একজনের পাসপোর্ট পাও...
09/07/2025

ফোর্ডসবার্গে ভিসা সহ পাসপোর্ট পাওয়া গেছে
>>>>====>>>>
দক্ষিণ আফ্রিকার ফোর্ডসবার্গে মনসুর বিল্লাল নামের একজনের পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টে পারমিট লাগানো রয়েছে।
উনার দেশের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ার জামালপুরে৷

পাসপোর্টটি বর্তমানে ফোর্ডসবার্গের এ.আর. বুচারীতে (আল মক্কা রেস্টুরেন্টের সামনে) ফখরুল আলমের কাছে রয়েছে।

নর্থওয়েস্ট প্রভিন্সে হৃ দ রোগে আক্রান্ত হয়ে প্রবীন বাংলাদেশীর মৃ ত্যু ===================================দক্ষিণ আফ্রিকার...
09/07/2025

নর্থওয়েস্ট প্রভিন্সে হৃ দ রোগে আক্রান্ত হয়ে প্রবীন বাংলাদেশীর মৃ ত্যু
===================================
দক্ষিণ আফ্রিকার নর্থওয়েস্ট প্রভিন্সের জিরাস্টের মুসুতি এলাকায় বাবুল আহমেদ নামে প্রবীণ বাংলাদেশী ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি..... রাজিউন।

সম্প্রতি তিনি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে সেখানে আইসিইউতে থাকা অবস্থায় আজ জীবনের শেষ নি শ্বাস ত্যাগ করেন। তিনি গত দেড় বছর আগে সাউথ আফ্রিকা এসেছিলেন এবং মুসুতি এলাকায় একটি দোকান পরিচালনা করতেন।

উনার দেশের বাড়ি টাঙ্গাইলের নাগপুরে বলে জানিয়েছেন কমিউনিটি নেতা নুরুদ্দিন বাবুল।

অবৈধ সিগারেট রাখার অভিযোগে ৪০ বছর বয়সী এক বিদেশী নাগরিককে শীঘ্রই হ্লাঙ্গানাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।রবিবার ...
08/07/2025

অবৈধ সিগারেট রাখার অভিযোগে ৪০ বছর বয়সী এক বিদেশী নাগরিককে শীঘ্রই হ্লাঙ্গানাই ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।

রবিবার ৬ জুলাই ২০২৫, দিনের বেলায়, মোপানি টাস্ক টিমের সদস্যরা তাদের দায়িত্ব পালনে ব্যস্ত ছিলেন, যখন তারা নকুজানা গ্রামের হ্লাঙ্গানানিতে একজন বিদেশী জাতীয় দোকানদার (টাক-শপ) কে আক্রমণ করে, যার বিরুদ্ধে অবৈধ সিগারেট বিক্রির অভিযোগ আনা হয়েছিল।

সদস্যরা প্রাঙ্গণে তল্লাশি চালান। তল্লাশির সময়, অবৈধ সিগারেটের বাক্সগুলি জব্দ করা হয়, যার রাস্তার মূল্য ১৩, ৭০০.০০ রেন্ড।

অবৈধ সিগারেট রাখার অভিযোগে সন্দেহভাজন ব্যক্তিকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়।

শীতে কাবু দক্ষিণ আফ্রিকা; বিশেষ করে ইস্টার্নকেপ প্রভিন্সের কেপ অঞ্চলে তীব্র শীত ও হালকা তুষারপাত হচ্ছে।এছাড়াও আফ্রিস্কি ...
06/07/2025

শীতে কাবু দক্ষিণ আফ্রিকা;
বিশেষ করে ইস্টার্নকেপ প্রভিন্সের কেপ অঞ্চলে তীব্র শীত ও হালকা তুষারপাত হচ্ছে।
এছাড়াও আফ্রিস্কি এলাকায় তীব্র তুষারপাত পড়তে দেখা যায়।

Address

Marshallstown

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বাংলাদেশ সোশ্যাল কমিউনিটি সাউথ আফ্রিকা:

Share