14/04/2025
দক্ষিণ আফ্রিকায় নামে বেনামে অনেকগুলো অন লাইন পেইজ রয়েছে তার সাথে আছে অনেক জাতীয় টিভির সাংবাদিক এবং লেখক।
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে শীর্ষ স্থানীয় অনলাইন পেইজের মধ্যে রয়েছে শাপলাটিভি,ঢাকা পোষ্ট,
বিগ নিউজ,সাউথ বাংলা,প্রবাসে বাংলা,বাংলা ভয়েজ অব সাউথ আফ্রিকা,এপ্রো বাংলা,
সাউথ বাংলা নিউজ,এস এ সময় নিউজ,সাউথ বাংলা প্রবাসীদের গল্প আরও অনেক পেইজ।
আমার জানামতে এই পেইজগুলি তাদের নিজস্ব খরচে চলে এবং নিঃস্বার্থ ভাবে দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের সুখ দুঃখ ভাল মন্দ নিয়ে কাজ করে যাচ্ছে।
এই অল লাইন পেইজগুলি আছে বলেই দক্ষিণ আফ্রিকায় কিটনাপার,দুষ্কৃতকারী,অপহরণকারী,
চাদাবাজরা মাথাতুলে দাঁড়ানোর সাহস পাচ্ছে না।
কিন্তু ইদানীং এই পেইজ গুলো যেন পথবিচ্যুতি হয়ে যাচ্ছে।যে আদর্শ উদ্দেশ্য নিয়ে এতদিন কাজ করে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের ভালবাসার এই পেইজ গুলো এখন যেন নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী।
এটা ঠিক আমরা যারা নিউজ করি সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটাই নিয়ম।সংবাদকর্মী এবং অনলাইন রিপোটার্স কখনো কারো প্রিয় পাত্র হতে পারে না কারন সত্য বলতে গেলেই আমরা একটা পক্ষের দোষমন হয়ে যাই। কিন্তু আমাদের কলম বা লিখা থেমে থাকে না।
মাঝে মধ্যে আমাদের ও ভুল হয়।সঠিক তথ্য না জেনে বা শুনা কথায় নিউজ করে অনেক সময় বিভ্রান্তিতে পরতে হয়।
দক্ষিণ আফ্রিকার এই প্রিয় অনলাইন পেইজ গুলো বেশ কিছুদিন যাবত যেন নিউজের পরিবর্তে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হয়েছে।একে অন্যের চরিত্র হনন করতে গিয়ে বউ বাচ্চা এমনকি পরিবারকে টেনে আনছে যেটা কোন সভ্য সমাজের আচরন নয়।
আমরা দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের পক্ষে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে কেন কাঁদা চুরা চুরি করছি কার স্বার্থে?
এতে কি আমাদের প্রতি মানুষের আত্ব বিশ্বাস কমছে না?
আমরা সমাজের চোখ।আমরা সভ্য সমাজের দর্পন।আমাদের মুখের ভাষা যদি নোংরা হয় তাহলে মানুষ আমাদেরকে কোন কাতারে রাখবে? আমরা নিজেরাইতো সভ্য হতে পারিনি তাহলে মানুষকে আমরা কিভাবে সভ্য হতে বলব।
সবশেষে অনুরোধ করব,আমরা যারা অনলাইন পেইজ চালাই বা সাংবাদিকতা করি আমরা একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে একজন আরেক জনকে সম্মান করি নয়তো আমরা নিজেরাই মানুষের হাসির পাত্র হব।আমাদের প্রতি মানুষের যে আত্ব বিশ্বাস সেটা যেন নষ্ট না করি।
কাউকে খুশি করতে গিয়ে আমরা যেন কারো দ্বারা ব্যবহার না হই।
আসুন আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করি। নয়তো যত বড় বিউ নিয়ে আমরা বাহাদুরি করিনা কেন আমরা মানুষের বিশ্বস্ততা হারাবো।