SA Somoy news

SA Somoy news 0638318151

09/07/2025

দক্ষিণ আফ্রিকা প্রবাসী ফোর্ডসবার্গের পরিচিত মুখ নোয়াখালী বজরা ইউনিয়নের বারাইনগরের মোহাম্মদ হোসেন ভাই হটাৎ অসুস্থ হয়ে কুমিল্লা মর্ডান হাসপাতালে চিকিৎসারত।
দক্ষিন আফ্রিকায় যেকোন অসহায় মানুষের জন্য যার হাত সব সময় খোলা থাকে আল্লাহ যেন উনাকে দ্রুত সুস্থতা দান করেন এ জন্য সকলের কাছে দোয়া প্রার্থী।

সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর -সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতী...
07/07/2025

সাউথ আফ্রিকা প্রবাসী বাংলাদেশীদের জন্য সুখবর -

সাউথ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, তুরস্ক, ফ্রান্সসহ আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অন্য চারটি দেশ হলো— মিসর, মালদ্বীপ, জর্ডান ও ওমান।

সম্প্রতি এসব দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরুর লক্ষ্যে সম্মতি প্রদানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে বলা হয়, ‘এই দেশগুলোতে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নির্বাচন কমিশন সচিবালয়ের রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজ সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় বলেন, ‘আট দেশে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু করার জন্য আমাদের (ইসি) প্রস্তুতি থাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। এ বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আশা করি, শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাব পাব।’

দোয়ার আবেদন -দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অত্যন্ত সুপরিচিত মুখ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল ইউনিয়ন(না...
20/05/2025

দোয়ার আবেদন -

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অত্যন্ত সুপরিচিত মুখ কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানার হেসাখাল ইউনিয়ন(নাঙ্গলকোট বাজারের মাষ্টার লাইব্রেরীর মিজানের ছোট ভাই) নয়ন মোহাম্মদ এবং তার ছেলে অল্প কিছুক্ষণ আগে নিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়েছেন।

প্রাথমিক অবস্থায় নয়ন এবং তার ছেলেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হওয়াতে তাদেরকে কুমিল্লা সদরে স্থানান্তর করা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা এস এ সময় নিউজের পক্ষ থেকে নয়ন ও তার ছেলের সুস্থতা কামনা করি।

04/05/2025

সৈরাচার ও সিন্ডিকেট মুক্ত হওয়ার পর দক্ষিণ আফ্রিকা হাইকমিশন অফিসে আমুল পরিবর্তন।
গতকাল দক্ষিণ আফ্রিকার পোট্ এলিজাবেথে দক্ষিণ আফ্রিকা হাইকমিশন কর্তৃক সেবার একটি দৃশ্য।
ছবি ও তথ্য - নোমান মাহমুদ

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিসের দিকে শকুনের নজর পড়েছে -দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিস যখন নূরে হেলাল ও আও...
01/05/2025

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিসের দিকে শকুনের নজর পড়েছে -

দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিস যখন নূরে হেলাল ও আওয়ামী কিছু শকুন ও দালাল দ্বারা পরিবেষ্টিত হয়ে ঐতিহ্য হারিয়ে ছিল ঠিক তখনি বর্তমান হাইকমিশনার জনাব আহমেদ সফি আসার পর এই পুরনো দিনের সমস্ত জঞ্জাল মুক্ত করে দক্ষিণ আফ্রিকায় একটি প্রবাসী বান্ধব এবং প্রবাসীদের সেবা দেওয়ার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দল,সামাজিক সংগঠন( প্রতিত স্বৈরাচার ব্যতীত)সকল প্রবাসীদের কে নিয়ে কাজ করার লক্ষ্যে নিরোলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
তারই প্রমাণ স্বরূপ গত ২৬ শে মার্চের অনুষ্ঠান দক্ষিণ আফ্রিকা একটি উদাহরণ সৃষ্টি করে।
বর্তমান হাইকমিশনারের প্রধান লক্ষ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ কমিশন অফিসকে দালালমুক্ত রাখা প্রবাসীদের সঠিকভাবে সেবা দেয়া এবং ই-পাসপোর্ট সেবা আরো দ্রুততর করা।
দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের অফিসের পাশে দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের এক উপদেষ্টা বাড়িতে আওয়ামী লীগের এক সমর্থক কম্পিউটার দোকান খুলে প্রবাসী বাংলাদেশী থেকে বিধি বহির্ভূত বিভিন্ন ফরম ফিলাপের নামে অতিরিক্ত ফি আদায় করে যাচ্ছে বলে আমাদের কাছে অনেক আগেই দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশনার অফিস থেকে অবগত করেছেন।
আমরা দক্ষিণ আফ্রিকার সকল প্রবাসীদেরকে অনুরোধ করেছি আপনারা যদি মনে করেন ওই কম্পিউটার দোকান আপনাদের কাছ থেকে অতিরিক্ত টাকা চাচ্ছে তাহলে সেই দোকান পরিহার করুন।ঐ কম্পিউটার দোকানের সাথে দক্ষিণ আফ্রিকা হাইকমিশনের অফিসে কোন সম্পর্ক নাই বলে আমাদেরকে হাইকমিশন অফিস থেকে নিশ্চিত করেছে আপনার আশপাশের যে কোন কম্পিউটার দোকান থেকে ফরম ফিলাপ করে স্লিপ নিয়ে যান।
আমরা লক্ষ্য করেছি পতিত স্বৈরাচারের কিছু দালাল ঘোলা পানিতে মাছ শিকারে নেমেছে।ঐ দালালেরা বর্তমান হাইকমিশন অফিসে ডুকতে না পেরে হাইকমিশনার বিরুদ্ধে লেখালেখি ও অপপ্রচারে লিপ্ত হয়েছে।
আমরা তাদেরকে বলতে চাই আপনাদের অতীত ইতিহাস এত তাড়াতাড়ি ভুলে যাবেন না।আপনারা দক্ষিণ আফ্রিকার এই বাংলাদেশে হাইকমিশনার অফিসকে অতীতে দলীয় কার্যালয় বানিয়েছিলেন।
বর্তমান হাইকমিশনার কোন দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য এখানে নিযুক্ত হয় নাই তিনি এসেছেন প্রবাসী বাংলাদেশীদের কাজ করা ও সেবা দেওয়ার জন্য।
আমরাও চাই দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ হাইকমিশন অফিস হোক প্রবাসী বান্ধব পতিত স্বৈরাচার দোসর ও দালল মুক্ত।

14/04/2025

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ অঞ্চলীয় দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রদূত শাহ আহমেদ শফী।।
কপি- নুরুল আলম।

দক্ষিণ আফ্রিকায় নামে বেনামে অনেকগুলো অন লাইন পেইজ রয়েছে  তার সাথে আছে অনেক জাতীয় টিভির সাংবাদিক এবং লেখক।দক্ষিণ আফ্রিকায়...
14/04/2025

দক্ষিণ আফ্রিকায় নামে বেনামে অনেকগুলো অন লাইন পেইজ রয়েছে তার সাথে আছে অনেক জাতীয় টিভির সাংবাদিক এবং লেখক।
দক্ষিণ আফ্রিকায় বর্তমানে শীর্ষ স্থানীয় অনলাইন পেইজের মধ্যে রয়েছে শাপলাটিভি,ঢাকা পোষ্ট,
বিগ নিউজ,সাউথ বাংলা,প্রবাসে বাংলা,বাংলা ভয়েজ অব সাউথ আফ্রিকা,এপ্রো বাংলা,
সাউথ বাংলা নিউজ,এস এ সময় নিউজ,সাউথ বাংলা প্রবাসীদের গল্প আরও অনেক পেইজ।
আমার জানামতে এই পেইজগুলি তাদের নিজস্ব খরচে চলে এবং নিঃস্বার্থ ভাবে দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের সুখ দুঃখ ভাল মন্দ নিয়ে কাজ করে যাচ্ছে।
এই অল লাইন পেইজগুলি আছে বলেই দক্ষিণ আফ্রিকায় কিটনাপার,দুষ্কৃতকারী,অপহরণকারী,
চাদাবাজরা মাথাতুলে দাঁড়ানোর সাহস পাচ্ছে না।
কিন্তু ইদানীং এই পেইজ গুলো যেন পথবিচ্যুতি হয়ে যাচ্ছে।যে আদর্শ উদ্দেশ্য নিয়ে এতদিন কাজ করে দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের ভালবাসার এই পেইজ গুলো এখন যেন নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী।
এটা ঠিক আমরা যারা নিউজ করি সেটা কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে এটাই নিয়ম।সংবাদকর্মী এবং অনলাইন রিপোটার্স কখনো কারো প্রিয় পাত্র হতে পারে না কারন সত্য বলতে গেলেই আমরা একটা পক্ষের দোষমন হয়ে যাই। কিন্তু আমাদের কলম বা লিখা থেমে থাকে না।
মাঝে মধ্যে আমাদের ও ভুল হয়।সঠিক তথ্য না জেনে বা শুনা কথায় নিউজ করে অনেক সময় বিভ্রান্তিতে পরতে হয়।
দক্ষিণ আফ্রিকার এই প্রিয় অনলাইন পেইজ গুলো বেশ কিছুদিন যাবত যেন নিউজের পরিবর্তে একে অন্যকে ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হয়েছে।একে অন্যের চরিত্র হনন করতে গিয়ে বউ বাচ্চা এমনকি পরিবারকে টেনে আনছে যেটা কোন সভ্য সমাজের আচরন নয়।
আমরা দক্ষিণ আফ্রিকা প্রবাসীদের পক্ষে কাজ করতে গিয়ে নিজেদের মধ্যে কেন কাঁদা চুরা চুরি করছি কার স্বার্থে?
এতে কি আমাদের প্রতি মানুষের আত্ব বিশ্বাস কমছে না?
আমরা সমাজের চোখ।আমরা সভ্য সমাজের দর্পন।আমাদের মুখের ভাষা যদি নোংরা হয় তাহলে মানুষ আমাদেরকে কোন কাতারে রাখবে? আমরা নিজেরাইতো সভ্য হতে পারিনি তাহলে মানুষকে আমরা কিভাবে সভ্য হতে বলব।
সবশেষে অনুরোধ করব,আমরা যারা অনলাইন পেইজ চালাই বা সাংবাদিকতা করি আমরা একে অন্যকে প্রতিপক্ষ না ভেবে একজন আরেক জনকে সম্মান করি নয়তো আমরা নিজেরাই মানুষের হাসির পাত্র হব।আমাদের প্রতি মানুষের যে আত্ব বিশ্বাস সেটা যেন নষ্ট না করি।
কাউকে খুশি করতে গিয়ে আমরা যেন কারো দ্বারা ব্যবহার না হই।
আসুন আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করি। নয়তো যত বড় বিউ নিয়ে আমরা বাহাদুরি করিনা কেন আমরা মানুষের বিশ্বস্ততা হারাবো।

দক্ষিণ আফ্রিকা দূতাবাস ই পাসপোর্ট গুলো বিতরণের জন্য প্রস্তুত-
09/04/2025

দক্ষিণ আফ্রিকা দূতাবাস ই পাসপোর্ট গুলো বিতরণের জন্য প্রস্তুত-

07/04/2025

Address

Marshallstown

Website

Alerts

Be the first to know and let us send you an email when SA Somoy news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SA Somoy news:

Share