19/02/2023
ধ্বংসস্তূপের নীচে 150 ঘন্টা আ'ট'কে থাকা এক সিরিয়ান যুবকের আশ্চর্য ঘটনা:
" চতুর্থ দিন, আমি আল্লাহর কাছে নিঃসংকোচ এবং নির্ভয়ে প্রার্থনা করলাম, হে আল্লাহ্! আমি আর তৃষ্ণা সহ্য করতে পারছিনা। আপনি যদি আমার রুহ বের করে নেন তা আমার জন্য অধিক সন্তুষ্টির কারণ হবে।আমি প্রার্থনা করার পরে অল্প কিছু সময়ের জন্য ঘুমিয়ে পড়েছিলাম। তারপর আমি এমনভাবে জেগে উঠলাম, আল্লাহর কসম! যেন আমি পরিপূর্ণ তৃপ্ত হওয়া পর্যন্ত পৃথিবীর সমস্ত নদী থেকে পানি পান করেছি। অতঃপর আল্লাহ্ উদ্ধারকারীদের দৃষ্টি উদ্ভাসিত করলেন, তারা আমাকে খুঁজে পেলো.. এটা এজন্য ঘটেছে যে, আমি আল্লাহকে অন্তর দিয়ে ডেকেছিলাম এবং বিভিন্ন দোয়া ও কোরআন থেকে যা মুখস্ত করেছি তা পড়েছিলাম।"
আল্লাহ্ বলেন: "আমার বান্দারা যখন তোমাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে; অবশ্যই আমি তো সবসময় কাছেই আছি। আমাকে যে ডাকে, আমি তার ডাকেই সাড়া দেই, যখনি সে ডাকে। তাহলে তারাও যেনো আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে, আমার উপর বিশ্বাস রাখে, যেনো তারা সঠিক পথে চলতে পারে। [আল-বাক্বারাহ ১৮৬]
Amazing story of a young Syrian man who spent 150 hours under the rubble:
"On the fourth day, I prayed to Allah without hesitation and without fear, O Allah! I can no longer bear the thirst. It would be a great satisfaction to me if you would take my soul out. I fell asleep for a short time after praying. Then I woke up, by Allah! As if I had drunk water from all the rivers of the world until I was satisfied. Then Allah revealed the sight of rescuers, they found me.. This happened because I called Allah with my heart and various supplications and the Qur'an. I read what I had memorized from."
Allah says: "When My servants ask you about Me; surely I am always near. He who calls Me, I answer his call whenever he calls. So let them also try to answer My call, put their faith in Me, so that They can walk on the right path. [Al-Baqara 186]