
18/09/2025
⭐ কোটি টাকার মালিক, লাখো ভক্তের প্রিয় জনপ্রিয় নায়িকার মুখেও দাগ-ছোপ, পোরস আর টেক্সচার আছে।
কোনো মানুষই পারফেক্ট নয়—স্কিনও নয়।
💄 মেকআপ, লাইট আর ফিল্টারের আড়ালে সবকিছু ঢাকা পড়ে যায়। ক্যামেরার সামনে যেটা নিখুঁত মনে হয়, বাস্তবে সেটা অনেক সাধারণ। তাই অন্য কারও ছবির সাথে নিজের বাস্তব স্কিন compare করা ঠিক নয়।
🪞 আসল কথা হলো—Glass skin বা flawless beauty আসলেই নেই বললেই চলে । এটা শুধু ইন্টারনেট আর ইন্ডাস্ট্রির তৈরি এক ভ্রম।
🌸 আল্লাহ আমাদের যেভাবে বানিয়েছেন, সেটাই আসল সৌন্দর্য। প্রাকৃতিক রূপের ভেতরে লুকানো একরকম শান্তি আর সত্যিকারের সৌন্দর্য আছে, যা কোনো ফিল্টার বা মেকআপে পাওয়া যায় না।
🌸 আসল beauty হলো—নিজেকে গ্রহণ করা আর একটু যত্ন নেওয়া।