Bangali From Africa

Bangali From Africa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangali From Africa, Media, Pretoria.

আফ্রিকার হৃদয় থেকে পরিচালিত একটি উদীয়মান মিডিয়া প্ল্যাটফর্ম, যা সত্য, ন্যায় ও প্রগতির কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

A rising media platform operating from the heart of Africa, serving as a voice for truth, justice, and progress.

দক্ষিণ আফ্রিকার ডিসেম্বর—অস্থিরতা আর আতঙ্কের মৌসুম, প্রবাসী জীবনের নিরাপত্তাহীনতার এক নির্মম উদাহরণ। গতকাল রাত ১২টার দিক...
10/12/2025

দক্ষিণ আফ্রিকার ডিসেম্বর—অস্থিরতা আর আতঙ্কের মৌসুম, প্রবাসী জীবনের নিরাপত্তাহীনতার এক নির্মম উদাহরণ। গতকাল রাত ১২টার দিকে এক বাঙালি প্রবাসীর দোকানের দেওয়াল ভেঙে এভাবে ঢুকে ডাকাতরা সব মূল্যবান মালামাল নিয়ে যায়।

10/12/2025

বোর্ডিং সমস্যায় ভোগা যাত্রীদের সহায়তায় রাহী ট্রাভেলস ✈️ — Rahi Travels supports travellers facing boarding issues — راہی ٹریولز مسافروں کی مدد کے لیے ہمہ وقت تیار ہے۔

পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) খনিজসম্পদসমৃদ্ধ এলাকায় সরকার নিয়ন্ত্রিত সর্বশেষ শহর উভিরার দিকে অগ...
10/12/2025

পূর্বাঞ্চলীয় গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) খনিজসম্পদসমৃদ্ধ এলাকায় সরকার নিয়ন্ত্রিত সর্বশেষ শহর উভিরার দিকে অগ্রসর হচ্ছে এম২৩ বিদ্রোহীরা। বিদ্রোহীদের অগ্রযাত্রার সাথে সাথেই ছড়িয়ে পড়েছে বিচ্ছিন্ন গোলাগুলি ও বিস্ফোরণের খবর। পরিস্থিতির অবনতি হওয়ায় হাজারো মানুষ নিরাপত্তার খোঁজে সীমান্ত পেরিয়ে আশ্রয় নিচ্ছে প্রতিবেশী বুরুন্ডিতে।

Wi-Fi সিকিউরিটি ক্যামেরা – বাড়ি ও ব্যবসার জন্য নিরাপত্তার সর্বোত্তম সমাধানআমাদের Wi-Fi সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে আ...
10/12/2025

Wi-Fi সিকিউরিটি ক্যামেরা – বাড়ি ও ব্যবসার জন্য নিরাপত্তার সর্বোত্তম সমাধান

আমাদের Wi-Fi সিকিউরিটি ক্যামেরা ব্যবহার করে আপনি সহজে রিয়েল-টাইম মনিটরিং করতে পারবেন এবং আপনার বাড়ি, অফিস বা ব্যবসা নিরাপদ রাখতে পারবেন।

প্রধান ফিচারসমূহ:

*উন্নত আল্ট্রা-ইনফ্রারেড নাইট ভিশন
*রিমোট ভিউয়িং সুবিধা
*এক-ক্লিক ফটো ক্যাপচার
*PIR মোশন ডিটেকশন
*বিল্ট-ইন স্পিকার ও মাইক্রোফোন

মূল্য: R799.99
ডেলিভারি: সাউথ আফ্রিকার যেকোনো স্থানে ফ্রি

বিস্তারিত তথ্য ও অর্ডারের জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রিমরোজ এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী সালাউদ্দিন আহমদ অসুস্থতাজনিত কারণে স্থানীয় এক...
10/12/2025

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের প্রিমরোজ এলাকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী সালাউদ্দিন আহমদ অসুস্থতাজনিত কারণে স্থানীয় এক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জানা যায়, তিনি কিছুদিন ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন।

মরহুমের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার রাজনন্দি ইউনিয়নে। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কলেরা পরিস্থিতি আবারও অবনতি ঘটছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ। সংস্থাটি ...
10/12/2025

ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে কলেরা পরিস্থিতি আবারও অবনতি ঘটছে বলে সতর্ক করেছে জাতিসংঘের শিশু তহবিল—ইউনিসেফ। সংস্থাটি জানায়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে কলেরা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা জনস্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে চাপে ফেলেছে।

ইউনিসেফের মতে, দ্রুত সংক্রমণ রোধে নিরাপদ পানি, স্যানিটেশন ব্যবস্থা ও জরুরি চিকিৎসাসামগ্রী পৌঁছে দেওয়া জরুরি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও জরুরি মানবিক সহায়তা এখন অত্যন্ত প্রয়োজনীয়।

সাউথ আফ্রিকায় কিছু দালাল ও মানবপাচার চক্রের কারণে আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এসব দালাল ...
10/12/2025

সাউথ আফ্রিকায় কিছু দালাল ও মানবপাচার চক্রের কারণে আমাদের দেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এসব দালাল বা হিউম্যান ট্রাফিকারদের সম্পর্কে প্রমাণসহ তথ্য দিতে পারবেন, অনুগ্রহ করে আমাদের জানাতে এগিয়ে আসুন। দেশের সুনাম রক্ষা করা আমাদের সবার দায়িত্ব—তাই এ ব্যাপারে সবাইকে আরও সচেতন ও সতর্ক থাকার অনুরোধ করছি। ধন্যবাদ।

09/12/2025

Reposting for those who missed it 👁️. Caution: Viewer discretion advised ⚰️☠️

Bangali From Africa

দক্ষিণ আফ্রিকায় উৎসব মৌসুমে পুলিশি অভিযানে ১৬ হাজারের বেশি গ্রেফতারজোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (SAPS) জা...
09/12/2025

দক্ষিণ আফ্রিকায় উৎসব মৌসুমে পুলিশি অভিযানে ১৬ হাজারের বেশি গ্রেফতার

জোহানেসবার্গ: দক্ষিণ আফ্রিকার পুলিশ সার্ভিস (SAPS) জানিয়েছে, চলতি মাসের ১ থেকে ৭ তারিখের মধ্যে দেশের বিভিন্ন স্থানে উৎসব মৌসুমের নিরাপত্তা অভিযানকালে ১৬ হাজারেরও বেশি সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানটি বিশেষভাবে উৎসব মৌসুমে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধ দমন করতে চালানো হয়েছে।

SAPS-এর মুখপাত্র জানান, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চুরি, লুটপাট ও অন্যান্য সাধারণ অপরাধের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পুলিশ অভিযানটি চলমান থাকবে এবং জনগণকে নিরাপদ রাখার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।

09/12/2025

Welcome to SA 🇿🇦⚰️🏴‍☠️ TopFan

কঙ্গো-রুয়ান্ডা সীমান্তে উত্তেজনা, DRC অভিযোগ রুয়ান্ডা লঙ্ঘন করছে শান্তি চুক্তিকিনশাসা: কঙ্গো প্রজাতন্ত্রের সরকার রুয়া...
09/12/2025

কঙ্গো-রুয়ান্ডা সীমান্তে উত্তেজনা, DRC অভিযোগ রুয়ান্ডা লঙ্ঘন করছে শান্তি চুক্তি

কিনশাসা: কঙ্গো প্রজাতন্ত্রের সরকার রুয়ান্ডার বিরুদ্ধে শান্তি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছে। দেশটির পূর্বাঞ্চলে M23 বিদ্রোহীরা দ্রুত অগ্রগতি করছে, যা স্থানীয় মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। সীমান্তবর্তী এলাকায় সহিংসতা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগও তীব্র হচ্ছে।

নাইজেরিয়ার সামরিক বিমান বুরকিনা ফাসোতে আটক, ১১ জন কর্মকর্তা বহনকারীবুরকিনা ফাসোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছ...
09/12/2025

নাইজেরিয়ার সামরিক বিমান বুরকিনা ফাসোতে আটক, ১১ জন কর্মকর্তা বহনকারী

বুরকিনা ফাসোর আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে আটক করা হয়েছে নাইজেরিয়ার একটি সামরিক বিমান, যাতে ১১ জন কর্মকর্তা ছিলেন। দেশটির সরকার জানিয়েছে, বিমানটির উপস্থিতি ছিল একটি শত্রুতাপূর্ণ পদক্ষেপ এবং জাতীয় সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন।

আলায়েন্স অব সাহেল স্টেটসের সদস্য দেশগুলো ঘটনাটির নিন্দা জানিয়েছে এবং আকাশসীমার নিরাপত্তা নিশ্চিত করতে heightened সতর্ক থাকার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছে।

উল্লেখ্য, এই ঘটনার পটভূমিতে নাইজেরিয়ার সামরিক বাহিনী সম্প্রতি বেনিনে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে বায়ু হামলা চালিয়েছে। এ কারণে পশ্চিম আফ্রিকার এই অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

এতে করে অঞ্চলটি এখন বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে, এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সম্ভাব্য উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে সতর্কবার্তা প্রদান করেছেন।

Address

Pretoria
0002

Telephone

+26659468868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali From Africa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category