Bangali From Africa

Bangali From Africa Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bangali From Africa, Media, Pretoria.

আফ্রিকার হৃদয় থেকে পরিচালিত একটি উদীয়মান মিডিয়া প্ল্যাটফর্ম, যা সত্য, ন্যায় ও প্রগতির কণ্ঠস্বর হিসেবে কাজ করে।

A rising media platform operating from the heart of Africa, serving as a voice for truth, justice, and progress.

28/10/2025

English 👇
ব্রিন্ডহেভেনে ২৩টি বাড়ি চুরির ঘটনায় আসামি গ্রেপ্তার – কেএজেডএন

রুসা (RUSA) সদস্যরা ২১ বছর বয়সী কাইল মেলাল-কে গ্রেপ্তার করেছে, যিনি ২৩টি বাড়ি চুরি ও চুরির ঘটনায় অভিযুক্ত। তাকে রেডক্লিফের একটি আউটডোর চেঞ্জ রুম থেকে আটক করা হয়। আগেও তিনি চারটি একই ধরনের মামলায় জামিনে ছিলেন। চুরি করা জিনিসপত্র ব্রিন্ডহেভেন ও ওকল্যান্ডস এলাকার স্ক্র্যাপ ডিলারদের কাছে বিক্রি করা হতো।

Suspect Arrested for 23 Housebreakings – Brindhaven, KZN

RUSA officers arrested 21-year-old Kyle Maylall, wanted for 23 cases of housebreaking and theft in Brindhaven. He was found hiding in an outdoor change room in Redcliffe. Maylall was already out on bail for four similar cases. The stolen items were sold to scrap dealers in Brindhaven and Oaklands.

fans

English 👇সুদানের ফাশির শহর আরএসএফের দখলে, সেনা প্রত্যাহার ঘোষণাসুদানের সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জানিয়...
27/10/2025

English 👇
সুদানের ফাশির শহর আরএসএফের দখলে, সেনা প্রত্যাহার ঘোষণা

সুদানের সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান জানিয়েছেন, সেনাবাহিনী ফাশির শহর থেকে প্রত্যাহার করেছে। এর আগে পারামিলিটারি সংগঠন ‘র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস’ (আরএসএফ) শহরটি দখল করার ঘোষণা দিয়েছিল।

জাতীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে আল-বুরহান বলেছেন, “আমরা প্রতিশোধ নেব এবং এই ভূমি পরিশুদ্ধ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।” এই ঘোষণার পর দেশের রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে।

দারফুর অঞ্চলে যুদ্ধের কারণে ইতিমধ্যেই লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত, এবং মানবিক সংস্থা ও জাতিসংঘ খাদ্য ও নিরাপত্তা সংকট নিয়ে সতর্কবার্তা দিয়েছে। ফাশির দখল এই সংকটকে আরও জটিল করে তুলতে পারে।

Sudan’s El-Fashir Seized by RSF as Army Withdraws

Sudan’s army chief, General Abdel Fattah al-Burhan, has announced that the army has withdrawn from the city of El-Fashir. Earlier, the paramilitary group Rapid Support Forces (RSF) claimed control of the city.

In a televised speech, al-Burhan stated, “We will take revenge and continue fighting until this land is purified.” The declaration has escalated political tensions in the country.

The ongoing conflict in Darfur has already displaced hundreds of thousands, and humanitarian organizations, along with the UN, have warned of severe food and security crises. The RSF’s takeover of El-Fashir could further aggravate the situation.

27/10/2025

Crime 🚨 Bangali From Africa

27/10/2025

English 👇
উগান্ডার রাজধানী কাম্পালায় ঋণ সংক্রান্ত বিরোধের জেরে এক পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অর্থঋণদাতা উত্তম ভান্ডারী। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কর্মকর্তা ইভান ওয়াবওয়ারে ব্যক্তিগত ঋণের বকেয়া পরিশোধ নিয়ে তর্কের একপর্যায়ে ‘টিএফএস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড’-এর অফিসে প্রবেশ করে ভান্ডারীর ওপর গুলি চালান।

ঘটনার পর ওয়াবওয়ারে পালিয়ে কেনিয়া সীমান্তে পৌঁছালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবহৃত অস্ত্রটি ছিল এক সহকর্মীর অবহেলায় ফেলে রাখা সরকারি রাইফেল। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন এবং মামলাটি আদালতে বিচারাধীন। এই ঘটনায় উগান্ডায় পুলিশ সদস্যদের অস্ত্র ব্যবহারের নীতিমালা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

In Uganda’s capital Kampala, an Indian-origin money lender, Uttam Bhandari, was shot dead by a police officer following a dispute over a loan. According to local reports, the accused officer, Ivan Wabwire, opened fire inside the office of TFS Financial Services Ltd during an argument over unpaid debt.

After the incident, Wabwire fled the scene but was later arrested near the Kenya border. The weapon used in the killing was a government-issued rifle reportedly left unsecured by a colleague. He is currently in prison, and the case is under trial. The incident has sparked fresh concerns about police accountability and firearm management in Uganda.

English 👇মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে প্রেসিডেন্ট রামাফোসাকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসূচক ডক্টরেটদক...
27/10/2025

English 👇
মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া থেকে প্রেসিডেন্ট রামাফোসাকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসূচক ডক্টরেট

দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সি. রামাফোসাকে মালয়েশিয়ার ইউনিভার্সিটি অব মালায়া আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে সম্মানসূচক ডক্টরেট প্রদান করেছে। এটি সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার পর দ্বিতীয়বারের মতো একজন দক্ষিণ আফ্রিকান রাষ্ট্রপ্রধানের হাতে গড়ানো সম্মান।

সম্মাননা গ্রহণের সময় রামাফোসা বলেন, “এটি শুধুমাত্র আমার অর্জন নয়, দক্ষিণ আফ্রিকার জনগণের সংগ্রাম ও অগ্রগতির প্রতিফলন।” তিনি যোগ করেন, বৈশ্বিক ন্যায়, সাম্য ও টেকসই উন্নয়নের চ্যালেঞ্জের মুখে দক্ষিণ-দক্ষিণ কূটনীতির গুরুত্ব আরও বেড়েছে।

এই সফরের অংশ হিসেবে রামাফোসা আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

South African President Cyril Ramaphosa has been awarded an honorary doctorate in International Relations by the University of Malaya in Malaysia. This is the second time a South African head of state has received the honor, after former President Nelson Mandela.

While accepting the award, Ramaphosa stated, “This is not only my achievement but also a reflection of the struggles and progress of the South African people.” He emphasized the growing importance of South-South diplomacy amid global challenges to justice, equality, and sustainable development.

As part of his Southeast Asian tour, Ramaphosa will participate in the ASEAN Summit and hold discussions to strengthen trade and investment relations between South Africa and Malaysia.

27/10/2025

Silence fuels crime, speak up. 🚨

English 👇ক্যামেরুনে পল বিয়া টানা অষ্টমবার প্রেসিডেন্ট নির্বাচিতক্যামেরুনের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন দী...
27/10/2025

English 👇
ক্যামেরুনে পল বিয়া টানা অষ্টমবার প্রেসিডেন্ট নির্বাচিত

ক্যামেরুনের রাষ্ট্রপতি নির্বাচনে আবারও বিজয়ী হয়েছেন দীর্ঘদিনের শাসক পল বিয়া। দেশটির সাংবিধানিক পরিষদ সোমবার (২৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে জানিয়েছে, ৯২ বছর বয়সী এই নেতা ৫৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে টানা অষ্টমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

তবে প্রধান প্রতিদ্বন্দ্বী ইসা চিরোমা বাকারি এই ফল প্রত্যাখ্যান করে অভিযোগ করেছেন, নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হয়েছে। রাজধানী ইয়াউন্ডে ও বাণিজ্যিক শহর দুয়ালায় ফল ঘোষণার পর সহিংসতা ও সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

১৯৮২ সালে ক্ষমতায় আসা পল বিয়া বিশ্বের সবচেয়ে বয়স্ক ও দীর্ঘমেয়াদি রাষ্ট্রনায়ক হিসেবে নিজের অবস্থান আরও মজবুত করলেন। বিশ্লেষকদের মতে, এই পুনর্নির্বাচন ক্যামেরুনের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।

Paul Biya Re-elected President of Cameroon for an Eighth Term

Cameroonian President Paul Biya has been re-elected for an unprecedented eighth term in office. The country’s Constitutional Council officially announced the results on Monday (October 27), declaring that the 92-year-old leader secured 53.66% of the vote.

His main rival, Issa Tchiroma Bakary, has rejected the results, alleging widespread irregularities and electoral fraud. Reports of violence and clashes were recorded in the capital, Yaoundé, and the commercial hub, Douala, following the announcement.

Having first assumed power in 1982, Biya now strengthens his position as the world’s oldest and one of the longest-serving heads of state. Analysts say his re-election raises new questions about the future of democracy in Cameroon.

27/10/2025

😶 Nothing to say fans

আলহামদুলিল্লাহ 🌿আজ NCE Money দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের জন্য সর্বোচ্চ রেট প্রদান করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে! প্রবাস...
27/10/2025

আলহামদুলিল্লাহ 🌿
আজ NCE Money দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের জন্য সর্বোচ্চ রেট প্রদান করে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে!

প্রবাসীদের ঘামঝরা পরিশ্রমের অর্থের প্রকৃত মূল্য দিতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ — বিশ্বাস ও সেবার নাম NCE Money.

Alhamdulillah 🌿
Today, NCE Money has made history by offering the highest exchange rate for Bangladeshi expatriates in South Africa!

We remain committed to giving true value to every drop of your hard-earned money — NCE Money, a name of trust and service.

26/10/2025

👉 Whom God protects, none can harm.🙏

English 👇🇿🇼জিম্বাবুয়ের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়: বেসরকারি খাতেও বিক্রি শুরুহারারে, জিম্বাবুয়ে – দেশটির বিদ্যুৎ খাতে দীর্...
26/10/2025

English 👇🇿🇼
জিম্বাবুয়ের বিদ্যুৎ খাতে নতুন অধ্যায়: বেসরকারি খাতেও বিক্রি শুরু

হারারে, জিম্বাবুয়ে – দেশটির বিদ্যুৎ খাতে দীর্ঘদিনের একচেটিয়া অবসান ঘোষণা করেছে সরকার। এবার থেকে বেসরকারি কোম্পানিগুলোও বিদ্যুৎ কিনতে, বিক্রি করতে এবং বিতরণে অংশ নিতে পারবে।

নতুন নীতিমালার অধীনে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো ZESA বা স্বাধীন উৎপাদক থেকে বিদ্যুৎ কিনে সরাসরি গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবে। বিশেষভাবে সৌরশক্তি ও অন্যান্য নবায়নযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিশেষজ্ঞরা বলছেন, খোলামেলা প্রতিযোগিতা বিনিয়োগ বাড়াবে, সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং বিদ্যুৎ ঘাটতির সমস্যা কমাতে সহায়ক হবে। সরকার আশা করছে, ২০৩০ সালের মধ্যে দেশের সব অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দেওয়া সম্ভব হবে।

জিম্বাবুয়ের বিদ্যুৎ খাতের এই পরিবর্তনকে যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, যা বাজারকে খুলছে এবং দেশের শক্তি অবকাঠামো আধুনিকীকরণের পথে বড় ধাপ হিসেবে বিবেচিত।

A New Era in Zimbabwe’s Electricity Sector: Private Companies Begin Selling Power

Harare, Zimbabwe – The government has officially ended the long-standing monopoly of the Zimbabwe Electricity Supply Authority (ZESA), allowing private companies to buy, sell, and distribute electricity.

Under the new policy, licensed companies can purchase electricity from ZESA or independent producers and supply it directly to consumers. The move particularly encourages the use of solar and other renewable energy sources.

Experts say that opening up the sector will boost investment, strengthen supply systems, and help address electricity shortages. The government hopes to achieve nationwide electricity coverage by 2030.

This reform is considered a landmark step in Zimbabwe’s electricity sector, opening up the market while advancing the modernization of the country’s energy infrastructure.

26/10/2025

Safety is not guaranteed. Crime shadows every step in South Africa. ⚠️

Address

Pretoria
0002

Telephone

+26659468868

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangali From Africa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category