MK BD news

MK BD news দৈনিক ক্রাইম তালাশ রিপোর্টার শিবগঞ্জ, বগুড়া
(2)

08/12/2023
08/12/2023

কিচক বাজার

07/12/2023

সোনাতলায় রাম 'দার কোপে এক ব্যক্তির পা বিচ্ছিন্ন
গ্রেফতার -১

06/12/2023

নামুজায় বিয়ের দাবিতে হাত কেটে এক সন্তানের জনকের বাড়িতে অনশন করছেন ববি নামে এক মেয়ে।

14/08/2023

শিবগঞ্জ উপজেলার আলাদিপুর গ্রামের আব্দুল মমিন (১৮)। বাড়িতে (৩৫) বছরের বিধবা মহিলার অনশন।

09/08/2023

নিখোঁজ শিহাব উদ্দিন বাবুর লাশ উদ্ধার করেন রংপুরের ডুবুর টিমের সদস্যরা।
আজ সকাল ১০টার সময় লাশতে উদ্ধার করতে সকম হয়।

08/08/2023

পানিতলা ব্রীজ থেকে নদীতে লাফদিয়ে নিখোঁজ রয়েছে।
শিহাব উদ্দিন বাবু (২০)নামে কলেজ শিক্ষার্থী।
প্রচুর স্রোত এবং রাতের অন্ধকারের কারণে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করে রংপুর থেকে আসা ডুবুরি টিমের সদস্যরা।

06/08/2023

বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের নান্দুড়া সাকিদার পাড়া গ্রামের জামাল উদ্দীন সাখিদারের ছেলে প্রবাসী নজরুল ইসলাম এর স্ত্রী নাসিমা খাতুন (৩৮) আগুনে পুরে মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ করে পুড়ে যাওয়া বিকৃত নাসিমার লাশ উদ্ধার করা হয়।

04/08/2023

শিবগঞ্জ ফুলতলী খেলার মাঠ নিয়ে কথা বলছেন আটমূল ইউ পি চেয়ারম্যান বেলাল হোসেন।

03/08/2023

আমাদের গ্রামে বড় বিষাক্ত সাপ মানলেন গ্রামের ছেলেরা।

02/08/2023

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হামলার
শিকার হলো গন অধিকার পরিষদের সভাপতি নুর।

18/07/2023

বগুড়ায় বিএনপির ১দফা আন্দোলনে রাবার বুলেট নিক্ষেপ

16/07/2023

শিবগঞ্জ থানার এ এস আই রবিউলের গ্রেফতার আতঙ্কে ভুক্ত ভোগীরা।

14/07/2023

গ্রামের পুকুরে গোসল করলাম অনেকদিন পর গ্রামের ছেলেদের সাথে নিয়ে অনেক আনন্দ করলাম।

09/07/2023

বগুড়ায় সুপারস্টার নামে এক ব্যক্তি সাইকেলকে আধুনিক মডেলে গাড়ি বানিয়েতাক লাগিয়ে দিয়েছেন বগুড়া শহরকে ।

08/07/2023

প্রিয়তমা সিনেমা দেখি এক সুন্দরী কান্না করে ফেললেন।

07/07/2023

বগুড়ার-শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের সোনাদউল গ্রামের তসলিমউদ্দীনের ছেলে আজিজুল আজ বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ৷

04/07/2023

সড়ক দুর্ঘটনায় নিহত -৪

বগুড়ার শিবগঞ্জে কিচক বাজারের পাশে গাংনাই নদীর ব্রিজে রাত আনুমানিক ১১.৪০মিনিটের সময় চারটি গাড়ীর দুর্ঘটনা ঘটে ,ঘটনা স্থলে ৪ জন নিহত হয়েছে আহত হয়েছেন অনেকেই। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

24/06/2023

শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাটে ঈদুল আযহা উপলক্ষে বিশাল বড় গরু হাট।

23/06/2023

বগুড়ার কাহালুতে বিধান চন্দ্র সরকার নামের এক যুবককে হত্যা করে ধানক্ষেতে পুঁতে রাখার ঘটনায় তিনজনকে গ্রেফতার করে পুলিশ। আজ দুপুরে আসামিদের দেখানো ঘটনাস্থল পরিদর্শন করে নিহত বিধান চন্দ্রের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে বগুড়া জেলা পুলিশ।

20/06/2023

বগুড়ার গোকুলে বাসে আগুন। ঢাকা থেকে রংপুর
যাওয়ার পথে গোকুলে একটি এক্সিডেন্ট করে মানুষ হত্যা করে।
সেই ঘটনায় ক্ষিপ্ত হয়ে জনসাধারণের বাসে আগুন।

18/06/2023

বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফেনীগ্রামের মোঃ জিয়াউরের মেয়ে জুই একই গ্রামের মোঃ শাকিল পিতা শামছুল এর বাড়িতে অনশনে বসেন ।

অতপর প্রেমিকের পলায়ন। উল্লেখ্য প্রেমিক প্রেমিকাকে ধোকা দিয়ে বিদেশ যাওয়ার উদ্দেশ্যে সকলের অগচরে বাড়ি থেকে লাপাত্তা

18/06/2023

প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

সরিরে মাফ করে দেস এই কথা বলে প্রেমিক গোপনে বিদেশ পারি জমানোর চেষ্টা করলে অতপর প্রেমিকের বাড়িতে প্রেমিকার অবস্থান।

ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ফেনিগ্রামের প্রেমিক মোঃশাকিল পিতা মোঃশামসুলের বাড়ি।

বিস্তারিত আসছে

16/06/2023

আওয়ামী লীগ কে চ্যালেঞ্জ করলেন ইসলামী আন্দোলনের নেতা।

16/06/2023

বগুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল শহর প্রশিক্ষণ করে

11/06/2023

জনগনের হাতে মোবাইল চোর আটকের পর গণপিটুনি। বগুড়া সাতমাথায় জনগণের হাতে মোবাইল চোর আটক প্রশাসনের কাছে হস্তান্তর।

10/06/2023

বাংলাদেশ জামায়াত ও শিবিরের প্রোগ্রামের প্রস্তুতিও দফায় দফায় মিছিল।

09/06/2023

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের সোলাগাড়ী কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি সেলিনা আক্তার বানু এবং শোলাগাড়ী মাদ্রাসার সহকারী শিক্ষক আলী মর্তুজার একমাত্র পুত্র মাহিন(১০)আজ শুক্রবার (৯ জুন) বিকেলে পানিতে ডুবে মৃত্যু বরণ করেছে।

07/06/2023

এ সরকারের সময় শেষ।দশ টাকা বাজেট করে সাত টাকায় বিদেশে পাচার করে।বলেন গণতন্ত্র মঞ্চের নেতা।

06/06/2023

শান্তি সমাবেশের নামে বর্তমান সরকার
আমাদের কন্ঠরোধ করতে চায়
--- জোনায়েদ সাকি

গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, শান্তি সমাবেশের নামে বর্তমান সরকার আমাদের কন্ঠরোধ করতে চায়। আর বেশিদিন এভাবে পারবেন না। উনাদের জমিদারীর দিন শেষ হয়ে আসছে। এ সরকার বিদ্যুৎ দিয়ে সারাদেশ আলোকিত করেছে অথচ আমরা বিদ্যুৎ এর অভাবে প্রচন্ড গরমে রাতে ঘুমাতে পারি না, আমাদের জীবন নাকার। এ সরকার উন্নয়ন করছেন তাই জমিদারী উনাদের থাকবে। এই উন্নয়নের ফলে, সাধারণ মানুষ, যারা কৃষক হিসাবে ফসল ফলান, যে সকল শ্রমিক কল কারখানায় পণ্য তৈরী করেন, তারা প্রতিদিন বাজারে গেলে মাথায় হাত দিতে হয়। এ সরকার উন্নয়নের নামেই প্রকল্প। যে প্রকল্পে ১ টাকা লাগে সেই প্রকল্পে ১০ টাকা বাজেট করে ৯ টাকা বিদেশে পচার করা এদের কাজ। আর ডলার সংকট। টাকা ছাপিয়ে উন্নয়ন করলে বাজারের দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে যা অর্থনীতিবিদরা বলছেন। উন্নয়নে উনাদের টাকা হয়, আর বিদেশে পাচার করে অথচ সাধারণ মানুষ ও শ্রমিকেরা বাজারে গেলে পেটের ভাত জোগার করতে পারে না। সুষ্ঠু নির্বাচন করবেন কিন্তু বিএনপি কে বা অন্য দলকে আসতে দিবেন না, এটা কি সুষ্ঠু নির্বাচন! উনারা সুষ্ঠু নির্বাচন দিবেন উনারাই ক্ষমতায় থাকবেন। এ সরকারের শাসন জনগণ মানে নাই, আপনার লুটপাট জনগণ মানে নাই। সেই জন্য জনগণ এ গরমে জাগবে, বৃষ্টিতে জাগবে ঝড়ের সময়ও জাগবে। নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ৪-৭ জুন গণতন্ত্র মঞ্চের ঢাকা-দিনাজপুর রোডমার্চ উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলী জয়পুর মোড়ে জন সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জনসভায় ভার্চুয়্যালে বক্তব্য রাখেন নাগরিক ঐক্য সভপতি মাহমুদুর রহমান মান্না। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, ভাসানী অনুসারী পরিষদ এর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু,জেএসডি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী প্রমুখ। জনসভা সঞ্চালনা করেন নাগরিক ঐক্য শিবগঞ্জ উপজেলা শাখার সদস্য সচিব আব্দুল বাছেদ বাদশা।

05/06/2023

বগুড়ার শিবগঞ্জের মোকামতলায় গনতন্ত্র মঞ্চের পদসভা অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের মান্না অনলাইন কনফারেন্সের মাধ্যমে বক্তব্য প্রদান করেন ওই সময় আওয়ামীলীগ মিছিল নিয়ে আসার সময় পুলিশের বাধা প্রদান করে।

02/06/2023

মাছ আর বিভিন্ন প্রজাতির ফল ও ওষুধী গাছ রোপন করে সাফল্য পেয়েছেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।

26/05/2023

এই প্রথমবার বাইক নিয়ে যমুনা সেতুর উপরে।

25/05/2023

বগুড়া শাজাহানপুর আড়িয়া ইউনিয়নের কাটাবাড়ীয়া উত্তরপাড়ায় অটোরিকশা চুরি করার সময় জনগন হাতে নাতে একজনকে আটক করেন
চোরের নাম আকাশ উরফে নয়ন পিতা আব্দুল গফুর গ্রাম সুকানপুকুর শিশিপুর বসবাস করেন বগুড়া নুরানী মোড়ে।

Address

Bogura
Dhaka

Telephone

+8801791811536

Website

Alerts

Be the first to know and let us send you an email when MK BD news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MK BD news:

Videos

Share


Other Digital creators in Dhaka

Show All