
12/07/2025
জালালি কখনো ভন্ড নয়! ✊
ভন্ড কখনো জালালী নয়।
আলহামদুলিল্লাহ, জালালি নাম দিয়ে যারা ভন্ডামি, এবং উদ্ভট কথাবার্তা বলতেছে তাদের বিরুদ্ধে সোচ্চার হবার জন্য জালালিয়া দরবার শরিফ এর কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে জালালী সাইবার টিম গঠনের লক্ষ্যে আজকে সভা সুন্দর ভাবে সমাপ্ত হয়েছে।