03/09/2022
আজকাল আপনাদের চোখের সামনে অনেক ঘটনা ঘটছে। Social media আর বিভিন্ন নিউজ চ্যানেলের কারণে যা আমাদের চোখে পড়ছে।
Philippines এ একজন নারী রাস্তার মধ্যে r**e হয়, usa তে এক ৫০ বছরের বৃদ্ধ মহিলা r**e হয়, মালয়েশিয়া তে ৪ মাস বয়সের শিশু ও r**e এর শিকার 😞 , আর বাংলাদেশে প্রতিদিন page refresh করলেই দেখা যায় কতো ঘটনা ( মালয়েশিয়া প্রবাসী মালয়েশিয়ান এক মুসলিম যুবতি বিয়ে করে । তাদের ২ জন মেয়ে এবং ১ জন ছেলে সন্তান। বাবা এখনো মালয়েশিয়া কাজ করেন আর ২ মেয়ে ও ১ ছেলে নিয়ে মা বাংলাদেশে থাকতেন। তাদের প্রত্যেককে r**e করে খুন করা হয় ( ছেলে r**e হয়নি কিন্তু তাকেও খুন করা হয় তাদের নিজ বাসায়) , আর কিছুদিন আগের ঘটনা ঢাকাতে স্বামী-স্ত্রী bus এ করে বাসায় যাচ্ছিল হেলপার , ড্রাইভার ও তাদের আরো ৩ সহযোগী মিলে প্রথমে স্বামীকে বাস থেকে পিটিয়ে ফেলে দেয় তারপর স্ত্রীকে গণধর্ষণ করে।)
আরো কত কত যে r**e case এর ঘটনা বলে শেষ করা যাবেনা ।
বলতে পারেন এসব কেনো বলছি ! বলছি, কারন এই r**e ঘটনা গুলো ঘটার পিছনে নাকি বেশির ভাগই মেয়েটা দায়ী। এমনকি আমাদের দেশের বিভিন্ন শিক্ষিত সমাজের তাই দাবি। আর তাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে আন্দোলন করতে,,,,, আন্দোলনের বিষয় হলো মেয়েদের জামা কাপড় ঠিক করা , তাদের জন্যে dress code নির্ধারণ করা , কারণ তাদের ছোটো পোশাক বা বিভিন্ন আজগুবি ডিজাইনের পোশাক নাকি ছেলেদের উত্যক্ত করে আর তাই নাকি এত্তো সব r**e ঘটনা বেড়েই চলেছে। আপনার কি মনে হয় ?
আপনারও যদি একই কথা মনে হয় যে মেয়েটি অমন পোশাক না পড়লে r**e হতো না । তাহলে আপনি ভুল ভাবছেন । কারণ,,,,,👉
আপনাকে এই post এর শুরুতে কিছু r**e ঘটনা বলছিলাম মনে আছে ?
ওখানে ওই first r**e case এ যে মহিলাটি road এ ধর্ষণ হয় সে বোরকা পড়ে ছিল , usa তে যেই বৃদ্ধ মহিলা ধর্ষণ হয় সে ফুল পেন্ট আর শার্ট পড়ে ছিলো, মালয়শিয়ায় যে ৪ মাস বয়সী শিশু ধর্ষণ হয় সে diaper পড়ে ছিল , নিজ বাসায় যে এক মা আর তার দুই মেয়ে ধর্ষণ হয় তারা রাতে ঘুমানোর পোশাক পড়ে ছিল , আর সর্বশেষ বাংলাদেশে bus এ যে মহিলাকে গণ ধর্ষণ করা হয় সেও বোরকা পড়ে ছিল ,,,,,,,
খুব সহজে বলা যায় তাদের কেও খারাপ পোশাক পড়েনি, আর তারা তাদেরকে r**e করার জন্যেও কাওকে ডাকেনি তারপর ও তারা r**e হয়। কারণ একটাই r**e হওয়ার পিছনে প্রথম কারণ হলো বিকৃত মানুষের বিকৃত চিন্তাধারা আর তাদের বিকৃত মস্তিষ্ক। আর এই কারণেই r**e ঘটনা ঘটে,
তাই বলবো একজন সঠিক শিক্ষায় শিক্ষত মানুষ হন আর মেয়েরা কেমন dress পড়বে তা নিয়ে আন্দোলন না করে রেপিস্ট দের উপযুক্ত শাস্তির ব্যাবস্থা ও এই রেপিস্ট মনো ভাবনা দুর করার জন্যে যেসব পদক্ষপ নেয়া দরকার তার জন্যে আন্দোলন করুন ।
Written by শুভ,,,,,,