A.A.Creation

A.A.Creation The Page can be geared towards students educatros and Travelling and everything

08/07/2025

ঠিক কথা

08/07/2025

Cox's Bazar,,

08/07/2025

বেইমান কখনো অনুতপ্ত হয় না, যারা স্বাথপর তারা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর যারা সুবিধাবাদী তারা কারোর কখনো আপন হতে পারে না 👍

01/07/2025
29/09/2023

মুসলিম মহিলাদের জন্য
১। হযরত আবূ হুরাইরা রাযি. বর্ণনা করেন: মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন: নারী যদি সময় মত পাঁচ ওয়াক্ত নামায আদায় করে, রমযান মাসে রোযা রাখে, সতীত্ব রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাহলে (কিয়ামতের দিন) সে জান্নাতের (আট দরজার) যে কোন দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। (সহীহ ইবনে হিব্বান- হাদীস নং ৪১৩৯)

২। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. বলেন, একবার মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম নারীদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, তোমরা বেশী বেশী দান খায়রাত করো। যদিও তোমাদের অলংকারাদি থেকে হয়। কারণ কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশী হবে। একথা শুনে জনৈকা মহিলা জিজ্ঞাসা করলেন, মহিলাদের সংখ্যা বেশী হওয়ার কারণ কীঃ জবাবে মহানবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেন, কারণ (কথায় কথায়) তোমরা অভিশাপ দাও এবং স্বামীর অবাধ্য হও। (মুসনাদে আহমদ হাঃ নং ৪০৩৬)

29/09/2023

চলুন এক সাথে পরি,,,

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

আস্তাগফিরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা ওয়ালা কুয়াতা ইল্লাহ বিল্লাহিল আলিয়্যিল আযিম

সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!
সুবহানাল্লাহ!

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম!

আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
আস্তাগফিরুল্লাহ ইন্নালাহা গাফুরুর রাহিম!
রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়াতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরীন

সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!
সুবহানআল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম সুবহনাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযিম!

ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস
ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুমু, বিরাহমাতিকা আস্তাগীস

হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!
হাসবুনাল্লাহু ওয়া নি'আমাল ওয়াকিল!!

রাব্বানা আতিনা ফিদ্দুনইয়া হাছানা ওয়া ফিল আখিরাতি হাছানা ওয়া কিনা আজাবান্নার

ইয়া আল্লাহ, ইয়া রহমানু, ইয়া রাহিমু, ইয়া জাব্বারু,ইয়া বাসিতু,ইয়া ওয়াদুদু,ইয়া যুল যালালি ওয়াল ইকরাম,ইয়া আরহামার রহিম, আল্লাহ গো
ও আল্লাহ ওই আরশ আজিমের মালিক তুমি তোমার তাওহীদ এর কালিমা (লা ইলাহা ইল্লাল্লাহু) এর উছিলাই আমার দোয়া কবুল করে নাও,,আল্লাহ গো আমার হালাল ও নেক আশা পুরন করে দাও,,আল্লাহ গো আমার সব দুঃখ কষ্ট দুর করে দাও,,তাহাজ্জুদ নামাজে ঝরানো চোখের জল তুমি কবুল করে নাও মনের আশা পুরন করে দাও,,ইনশাআল্লাহ,,আল্লাহ ভরসা,,আমিন

আমিন🖤

28/09/2023

🔷দুআ কবুলের আদবসমূহ🔶

আল্লাহর দরবারে দুআর দরজা সব সময়ই খোলা। তবুও এমন বিশেষ কিছু সময় আছে- যখন দুআ করলে আল্লাহ তা দ্রুত দুআ কবুল করেন। সেই সময়গুলো হলো-

🔸শেষ রাতে - সহিহ বুখারীঃ ১১৪৫

🔹ইফতারের পূর্ব মুহুর্তে -জামে আত-তিরমিজিঃ ৩৬৬৮

🔸আজান ইকামতের মধ্যবর্তী সময়ে- সুনানে আবু দাউদঃ ৫২১

🔹প্রত্যেক ফরজ নামাজের পরে- জামে আত-তিরমিজিঃ ৩৪৯৯

🔸সিজদায়- সহিহ মুসলিমঃ ৯৭০

🔹জুমার দিনে- সুনানে আবু দাউদঃ ১০৪৮

🔸লাইলাতুল কদরের রাতে

🔹বৃষ্টির সময়- সুনানে আবু দাউদঃ ২৫৪০

🔸জমজমের পানি পানের সসয়- সুনানে ইবনে মাজাহঃ ৩০৬২

🔹আরাফার দিনে- জামে আত-তিরমিজিঃ ৩৫৮৫

🔸জিহাদের ময়দানে- আবু দাউদঃ ২৫৪০; ইবনে মাজাহ,হাকিম,সহিহুল-জামিঃ ৩০৭৯

🔹রাতে ঘুম থেকে জেগে উঠলে-সহিহ বুখারীঃ ১১৫৪

🔸অজুর পর- সহিহ মুসলিমঃ ২৩৪

🔹কাবার ভেতরে অবস্থানের সময়- মুসলিমঃ ২/৯৬৮

🔸জিলহজ মাসের প্রথম দশ দিন- সহিহ বুখারীঃ ৯৬৯

🔹রোগী দেখার সময়-সহিহ মুসলিমঃ ২১২৬

🔸মৃত্যুর সময়- মুসলিম, আবু দাউদ,আহমাদ,সহিহুল জামি-৭২৬৬

28/09/2023

মিলাদুন নবী উপলক্ষে ৩ টা করে রোজা রাখা কি যায়েজ আছে?

হাদীর শরীফে বর্ণিত আছে মাহে রমজানের পর সর্বোত্তম রোজা হলো মাহে মহরমের রোজা।
এছাড়া আরবী চন্দ্র মাসের ১৩,১৪ ও১৫ তারিখ
ও সোমবার এবং বৃহস্পতিবার।
রোজা রাখা নফল ও আল্লাহর রাসূলের সুন্নত।জরুরী না,, করলে নাকি না করলে কোন গুনাহ নাই।

তাই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে
যদি কেউ মনে করে রোজা রাখতেই হবে তাহলে এটা নেকির পরিবর্তে গুনাহ হবে।কেউ যদি নকল হিসেবে
করতে চাই তাহলে করতে পারে।

আল্লাহর রাসূল সোমবার ও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন যে
এই দিনে আল্লাহতালার কাছে আমলনামা পেশ করা হয় এবং তিনি বলেন আমি সোমবারে দিন জন্মগ্রহণ করেছি তাই আমি চাই এই দিনে আমার কিছু আমার আল্লাহ তাআলার কাছে পেশ করা হোক
সুবহানাল্লাহ।

আশা করি বোন বুঝতে পেরেছেন।

28/09/2023

ঈদে মীলাদুন্নবী নামে ইসলামে কোন ঈদ নেই ।
যারা এটা পালন করে তারা বিদআতী।
কারো জন্ম, মৃত্যু, বিয়ে ইত্যাদি উপলক্ষে ‘বিশেষ দিবস বা বার্ষিকী’ উদযাপন করা একটি ইয়াহুদী-খ্রীস্টানদের বিজাতীয় সংকৃতি .
আর মুসলমানদের জন্য অমুসলিমদের সংস্কৃতির অনুকরণ করা সম্পূর্ণ হারাম।
খ্রীস্টানরা ঈসা আঃ এর জন্ম উপলক্ষে বড়দিন পালন করে। খ্রীস্টানদের দেখাদেখি রাসুলুল্লাহ সাঃ এর তিরোধানের প্রায় ৪৫০ বছর পরে ইরাকের শিয়ারা মুসলমানদের মাঝে প্রথম রাসুলুল্লাহ সাঃ এর কথিত জন্মদিন, ১২ই রবিউল আওয়াল উপলক্ষে “ঈদে মিলাদুন্নবী” নামে বিদাতী একটা অনুষ্ঠান চালু করে। ভারত, পাকিস্থান, বাংলাদেশের অল্প শিক্ষিত হুজুরেরা ইরাকের বিভ্রান্ত শিয়াদের দেখাদেখি ঈদে মিলাদুন্নবী নামের এই “বিদাতী ঈদ” পালন করা আমাদের দেশেও আমদানি করেছে।
যা ইসলামে নেই তা প্রত্যাখ্যানযোগ্য এ মর্মে হাদীস শরীফে উল্লেখ আছে
عن أم المؤمنين عائشة رضي الله عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحدث في أمرنا هذا ما ليس منه، فهو ردٌّ))؛ رواه البخاري ومسلمٌ، وفي روايةٍ لمسلمٍ: ((من عمل عملًا ليس عليه أمرنا، فهو ردٌّ
হযরত আয়েশা থেকে বর্ণিত রাসূলে করীম সাঃ বলেন যে আমাদের দীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবে যা দ্বীনের মধ্যে নেই তা প্রত্যাখ্যান যোগ্য।
সুতরাং ঈদে মিলাদুন্নবী দীনের অন্তর্ভুক্ত নয় অতএব এটি প্রত্যাখ্যানযোগ্য এবং জঘন্যতম বেদাত
আমাদের দেশের অল্প শিক্ষিত কতিপয় বেদাতী হুজুররা
ঈদে মিলাদুন্নবীকে সকল ঈদের সেরা ঈদ বলে প্রচারণা
করে অথচ মুসলমানদের ঈদ হচ্ছে ঈদুল ফিতুল এবং ঈদুল আযাহ। এর বাইরে “ঈদে মিলাদুন্নবী” নামে কোন ঈদের কথা কুরআন হাদীসের কোথাও নেই, রাসুল সাঃ এই নামে কোন ঈদ আমাদেরকে পালন করতে বলেন নি এবং সাহাবারাও করেন নি
এমনকি ঈদে মিলাদুন্নবী নামে কোন শব্দ কুরআন হাদিসের কোথাও নেই
ইসলাম ধর্মের দুটি ঈদ ছাড়া আর কোন ঈদ নেই এমন এ মর্মে হাদিস শরীফে হযরত রাসূলে কারীম সাঃ এরশাদ করেন
عن أنس قال: قدم رسول الله صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما، فقال: "ما هذان اليومان؟" قالوا: كنا نلعب فيهما في الجاهلية، فقال رسول الله صلى الله عليه وسلم: "إن الله قد أبدلكم بهما خيرا منهما: يوم الأضحى، ويوم الفطر".
[صحيح] - [رواه أبو داود والنسائي
আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আগমন করলেন তখন মদীনাবাসীদের খেলাধুলা আনন্দ-উৎসবের দুইটিঈ

28/09/2023

আমি বললাম, আমি একাকীত্ব অনুভব করছি.!😔

আল্লাহ বলেন :- আমি তোমার গলার ধমনী হতেও অধিক কাছে.!🥰

সুবহানআল্লাহ.! 🥰🌸

[সূরা ক্বাফ আয়াত:১৬]

28/09/2023

"তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?

সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।"

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

"আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!"

—(সূরা ইউসুফ, আয়াত ৮৬)।

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন!!

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে, "আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!"

—(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)।🌻🤍

Address

Ramkrishnodi, Sirajdikhan, Munshiganj
Dhaka
1540

Website

Alerts

Be the first to know and let us send you an email when A.A.Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.A.Creation:

Share

Nearby media companies