28/10/2023
আমি বলছি গাজা থেকে
কণ্ঠ : পিএম মিজান
লেখা ও সুর : সাইফ আলি
কম্পোজিশন : অনু মুস্তাফিজ
সম্পাদনা : নোমান শরিফ
___________________________________
হঠাৎ বৃষ্টি এলে দুচোখ ভিজিয়ে নিও শুনেছি তোমার কাছে জল নেই
শুনেছি এখন নাকি তোমাদের ও প্রান্তে আর কোনো মুজাহিদ দল নেই।।
আমি বলছি গাজা থেকে তোমাদেরই ভাই বোন তোমাদেরই শরীরের অংশ
আজ যদি আবাবিল আসতো এ পৃথিবীতে ভাবো কারা হোতো তাতে ধ্বংস।
আমাদের রক্ত বৃথা যাবে না জানি হায়েনার চিৎকারে ভীত নই
আকসার প্রেম বুকে লড়ছি লড়েই যাবো চুপ করে থাকবো না নিশ্চয়।।
আমি বলছি গাজা থেকে তোমাদেরই ভাই বোন তোমাদেরই শরীরের অংশ
চোখ খোলো চিনে নাও জেহাদের ময়দান চিনে নাও জালিমের বংশ।
হারানো সে শক্তি ফিরে পেতে ফের
জ্বালতে হবেই আলো আল কোরানের
মিছে দুনিয়ার মায়া ছিন্ন কোরে
জয় করে নিতে হবে ছায়া আরশের।
আমাদের শিশুদের ছোটো ছোটো হাতগুলো চেয়ে দেখো তোমাদের ডাকছে
অথচ সহজ পথে খুঁজে খুঁজে জান্নাত তোমাদের চুল দাড়ি পাকছে।।
আমি বলছি গাজা থেকে তোমাদেরই ভাই বোন তোমাদেরই শরীরের অংশ
চোখ খোলো চিনে নাও জেহাদের ময়দান চিনে নাও জালিমের বংশ।
______________________________
#আমি_বলছি_গাজা_থেকে
#পিএম_মিজান
#সাইফ_আলির_গান
#গান
#সাইফ_আলি