20/09/2025
এশিয়া কাপের গ্রুপপর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সমীকরণ ছিল—আফগানিস্তান হারলেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।
শ্রীলঙ্কা সেই সমীকরণ মিলিয়ে দিয়েছে। রোমাঞ্চকর লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়ে নিজেরাও সুপার ফোরে গেছে, সঙ্গে বাংলাদেশকেও তুলেছে পরবর্তী পর্বে।
এবার সুযোগ কাজে লাগাতে চায় লিটন দাসের দল। সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।