Sports Castle

Sports Castle মাতৃভাষায় খেলার বিশ্লেষণ

এশিয়া কাপের গ্রুপপর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান–শ্র...
20/09/2025

এশিয়া কাপের গ্রুপপর্বে ৩ ম্যাচে ২ জয় ও ১ হারের পরও সুপার ফোর নিশ্চিত হয়নি বাংলাদেশের। তাকিয়ে থাকতে হয়েছে আফগানিস্তান–শ্রীলঙ্কা ম্যাচের দিকে। সমীকরণ ছিল—আফগানিস্তান হারলেই সুপার ফোরে উঠবে বাংলাদেশ।

শ্রীলঙ্কা সেই সমীকরণ মিলিয়ে দিয়েছে। রোমাঞ্চকর লড়াইয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়ে নিজেরাও সুপার ফোরে গেছে, সঙ্গে বাংলাদেশকেও তুলেছে পরবর্তী পর্বে।

এবার সুযোগ কাজে লাগাতে চায় লিটন দাসের দল। সুপার ফোরের প্রথম ম্যাচেই প্রতিপক্ষ সেই শ্রীলঙ্কা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি।

লড়াই করেই হারলো ওমান। শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ র...
19/09/2025

লড়াই করেই হারলো ওমান। শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওমান ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ হারে ২১ রানে।

কুমিল্লা স্টেডিয়ামে বসুন্ধরা ও মোহামেডান ম্যাচ চলাকালে গ্যালারিতে একটি ব্যানার চোখে পড়ে। সেখানে গণহ/ত্যাকারী ইস/রায়েল ও ...
19/09/2025

কুমিল্লা স্টেডিয়ামে বসুন্ধরা ও মোহামেডান ম্যাচ চলাকালে গ্যালারিতে একটি ব্যানার চোখে পড়ে। সেখানে গণহ/ত্যাকারী ইস/রায়েল ও নেতা/নিয়াহুর প্রতি ঘৃণা প্রদর্শন করা হয়।

ছবি: টি স্পোর্টস

২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে। আসরে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু ...
19/09/2025

২৩ সেপ্টেম্বর দেশ ছাড়ছে বাংলাদেশ নারী দল নারী ওয়ানডে বিশ্বকাপ খেলতে। আসরে ২ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে টাইগ্রেসদের বিশ্বকাপ মিশন।

এর আগে আইসিসির কলামে বাংলাদেশ দল নিয়ে নিজের ভাবনা ও স্বপ্নের কথা তুলে ধরেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

🏆 সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপে পাঁচ দল, ডিসেম্বরেই পর্দা উঠছেদক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ঘোষণা দিয়েছে, প্রথম ...
19/09/2025

🏆 সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপে পাঁচ দল, ডিসেম্বরেই পর্দা উঠছে

দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) ঘোষণা দিয়েছে, প্রথম সাফ উইমেন’স ক্লাব চ্যাম্পিয়নশিপ আগামী ৫ ডিসেম্বর নেপালে শুরু হয়ে ২০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এই আসরে পাঁচটি ক্লাব অংশ নেবে—

নাসরিন স্পোর্টস একাডেমি (বাংলাদেশ) – ২০২৩-২৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়ন
ট্রান্সপোর্ট ইউনাইটেড (ভুটান)
ইস্ট বেঙ্গল (ভারত)
এপিএফ ফুটবল ক্লাব (নেপাল)
করাচি সিটি ফুটবল ক্লাব (পাকিস্তান)

👉 নাসরিন স্পোর্টস একাডেমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

🚨🚨 লুকা জিদান (২৭ বছর) তার ক্রীড়া জাতীয়তা পরিবর্তন করেছেন এবং বেছে নিয়েছেন আলজেরিয়াকে 🇫🇷🔄🇩🇿২০১৫ সালে তিনি ফ্রান্স অনূর্ধ...
19/09/2025

🚨🚨 লুকা জিদান (২৭ বছর) তার ক্রীড়া জাতীয়তা পরিবর্তন করেছেন এবং বেছে নিয়েছেন আলজেরিয়াকে 🇫🇷🔄🇩🇿

২০১৫ সালে তিনি ফ্রান্স অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইউরো শিরোপা জিতেছিলেন জিনেদিন জিদানের ছেলে— সেই দলে ছিলেন উপামেকানো, জোনাথন ইকোনে, ওডসন এদুয়ার্দ প্রমুখ।

বার্সেলোনার অফিসিয়াল সেলারি লিমিট লা লিগার সর্বশেষ প্রকাশিত তথ্যে ১১২ মিলিয়ন ইউরো কমে গেছে। 📉🔎 মূলত ক্যাম্প ন্যু’র ‘ভিআই...
19/09/2025

বার্সেলোনার অফিসিয়াল সেলারি লিমিট লা লিগার সর্বশেষ প্রকাশিত তথ্যে ১১২ মিলিয়ন ইউরো কমে গেছে। 📉

🔎 মূলত ক্যাম্প ন্যু’র ‘ভিআইপি জোন’ লিভার সংক্রান্ত সমস্যার কারণেই এই পতন ঘটেছে।

👉 ফেব্রুয়ারিতে প্রকাশিত সংখ্যায় বার্সার সেলারি লিমিট ছিল ৪৬৩ মিলিয়ন ইউরো। এটি হিসাব করা হয়েছিল যখন আগের নিরীক্ষকরা ক্যাম্প ন্যু’র ৪৭৫টি ভিআইপি বক্স থেকে আগামী ২৫ বছরের আয়ের বিপরীতে ১০০ মিলিয়ন ইউরোকে বৈধ আয় হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

❌ তবে বর্তমান নিরীক্ষকরা সেই ১০০ মিলিয়নকে আয় হিসেবে স্বীকৃতি দেননি। ফলে ২০২৫ সালের গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে বার্সা সেলারি লিমিট ভঙ্গ করে ফেলেছিল।

⚽ এর ফলে নতুন সাইনিং নিবন্ধনের সময় আবারও নানা ‘সৃজনশীল উপায়’ অবলম্বন করতে হয় — যার মধ্যে জোয়ান গার্সিয়া ও মার্কাস র‍্যাশফোর্ডের মতো খেলোয়াড়ও ছিলেন।

ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিলো ভারত।
19/09/2025

ওমানের বিপক্ষে টস জিতে ব্যাটিং নিলো ভারত।

ভিনিসিয়াস'কে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলনসো 🗣️
19/09/2025

ভিনিসিয়াস'কে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলনসো 🗣️

📸 রেকর্ড ব্রেকার হ্যারি কেন🇩🇪 বুন্দেসলিগায় হ্যারি কেনের ঝড়ো শুরু:◉ ⚽ ৫ গোল◉ 🅰️ ৩ অ্যাসিস্ট= মাত্র ৩ ম্যাচে ৮ গোল অবদান!👑...
19/09/2025

📸 রেকর্ড ব্রেকার হ্যারি কেন

🇩🇪 বুন্দেসলিগায় হ্যারি কেনের ঝড়ো শুরু:
◉ ⚽ ৫ গোল
◉ 🅰️ ৩ অ্যাসিস্ট
= মাত্র ৩ ম্যাচে ৮ গোল অবদান!

👑 হ্যারি কেন = জার্মান দক্ষতা + ইংলিশ ফিনিশার!

এনসিএল টি-টোয়েন্টি স্থগিতের পর নতুন সূচিপ্রথম আসরে সাফল্যের পর দ্বিতীয় আসর নিয়েও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। রাজশাহী ও বগ...
19/09/2025

এনসিএল টি-টোয়েন্টি স্থগিতের পর নতুন সূচি

প্রথম আসরে সাফল্যের পর দ্বিতীয় আসর নিয়েও দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন করায় স্থানীয় দর্শক উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। কিন্তু সব আনন্দ ম্লান করে দেয় বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায় এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর।

তবে সুখবর হলো—আগামী ২৬ সেপ্টেম্বর থেকে পুনরায় মাঠে গড়াবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো। এবার সব ম্যাচ অনুষ্ঠিত হবে কেবল সিলেটের মাঠে।

উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হয়েছিল দ্বিতীয় আসর। সেদিনও বৃষ্টির কারণে পুরো ম্যাচ আয়োজন সম্ভব হয়নি, শেষ পর্যন্ত ৫ ওভার করে ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ফল প্রথমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করলো। আগামীকাল ইরানের বিপক্ষে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে ম...
19/09/2025

বাংলাদেশ ফল প্রথমবার ম্যাচ ভেন্যুতে অনুশীলন করলো। আগামীকাল ইরানের বিপক্ষে এএফসি ফুটসাল এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে।🔥🇧🇩⚽

Address

House No: 61 , Road No: 8 , Banani Model Town
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Sports Castle posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sports Castle:

Share