মহীয়সী / Mohioshi

মহীয়সী / Mohioshi Mohioshi is an online Bangla portal based on moral values.

It's aim to create awareness among the people about social and family related problems and find out solutions.

আন্তর্জাতিক রাজনীতি বুঝতে চাইলে সিরিয়া সম্পর্কে জানা জরুরি। এই প্রেক্ষিতে ইন্তিফাদা বুকস থেকে প্রকাশিত হয়েছে দুইটি বই।১....
31/10/2025

আন্তর্জাতিক রাজনীতি বুঝতে চাইলে সিরিয়া সম্পর্কে জানা জরুরি। এই প্রেক্ষিতে ইন্তিফাদা বুকস থেকে প্রকাশিত হয়েছে দুইটি বই।

১. সিরিয়া—বিপ্লবী জিহাদের আদ্যোপান্ত
২. সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক
বইগুলো পাঠকমহলে ছড়িয়ে দিতে আমাদের এবারের আয়োজন, “প্রিভিউ লিখুন, বই জিতুন” প্রতিযোগিতা।

▪️ সিরিয়া সিরিজের শর্ট পিডিএফ : https://drive.google.com/drive/folders/1UjCdWjMC1lqDRJzfth5P-DIWrleC3ho5?usp=sharing
📢নিয়মাবলি :

১. ইন্তিফাদা বুকসের ফেসবুক পেইজে লাইক দিন।
২. এই পোস্টে আপনার ৫ জন বইপ্রেমীকে মেনশন করুন।
৩. এই পোস্টটি নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করুন।
৪. আপনার লেখা প্রিভিউ নিজের ওয়ালে ও বইপ্রেমীদের গ্রুপে শেয়ার করুন। (যিনি যত বেশি গ্রুপে পোস্ট করবেন, প্রতিযোগিতায় তিনি তত এগিয়ে থাকবেন।)
৫. প্রিভিউটি যত জায়গায় পোস্ট করবেন, প্রতিটি লিংক এই পোস্টের কমেন্টে একত্রে যুক্ত করে দিন।

📚পুরস্কার :

৫ জন সেরা প্রিভিউদাতা পাবেন বই উপহার।

🔸১ম স্থান অর্জনকারী : সিরিয়া—বিপ্লবী জিহাদের আদ্যোপান্ত ও সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক

🔸২য় স্থান অর্জনকারী : সিরিয়া ধ্বংসের নেপথ্যনায়ক

🔸৩য়, ৪র্থ ও ৫ম স্থান অর্জনকারী : সিরিয়া—বিপ্লবী জিহাদের আদ্যোপান্ত

🔥 বি.দ্র.: এই পোস্টটি যিনি যত বেশি গ্রুপে পোস্ট করবেন, তাদের মধ্যে সর্বোচ্চ পোস্টদাতার জন্য থাকবে ১টি বই উপহার। (পোস্টদাতা পোস্টের লিংকগুলো এই পোস্টের কমেন্টে যুক্ত করে দিন।)

✍️ডেডলাইন :

৪ নভেম্বর, ২০২৫ (রাত ১২টা পর্যন্ত)

Fountain Publications
books

‎১. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর একনিষ্ঠভাবে মহান আল্লাহর আনুগত্যই ইসলামের মূল তাৎপর্য। তবে মানবমন বড়ই অনুসন্ধিৎসু...
28/10/2025

‎১. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। আর একনিষ্ঠভাবে মহান আল্লাহর আনুগত্যই ইসলামের মূল তাৎপর্য। তবে মানবমন বড়ই অনুসন্ধিৎসু। ইসলাম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মানুষের মনে জাগে হাজারো প্রশ্ন। আবার যথাযথ জ্ঞানের অভাবে সমাজে ছড়িয়ে পড়ে ইসলাম-সংক্রান্ত বিভিন্ন অপব্যাখ্যা। এসব ভুল ধারণায় প্রভাবিত হয়ে কেউ আবার পুরো ইসলাম ধর্মটাকেই প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে।

‎বইটিতে বিষয়ভিত্তিক বিন্যাসে তুলে ধরা হয়েছে ইসলাম-সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও তার উত্তর। দীনি বিভিন্ন বিধানের তাৎপর্য, সংশয় ও তার নিরসন। পাশাপাশি খণ্ডন করা হয়েছে লোকসমাজে প্রচলিত ধর্মসংক্রান্ত অপব্যাখ্যা ও ভ্রান্ত ধারণাসমূহের।

‎সহজেই বোধগম্য চমৎকার তাত্ত্বিক ও যৌক্তিক আলোচনার ফলে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে অনুসন্ধিৎসু পাঠকের জন্য বইটি হতে পারে একটি অমূল্য সংকলন। এর পাশাপাশি লেখকের বিভিন্ন গ্রন্থ ও সংকলনের নির্যাস হওয়ায় সম্মানিত খতিব ও আলোচকদের জন্য বইটি হতে পারে একটি দরকারি পাথেয়।
‎‎বই : যুগ জিজ্ঞাসার ইসলামি সমাধান ১-২ খন্ড

‎২. আমরা আশা করছি, এই বইয়ের মাধ্যমে সীমালঙ্ঘনে জড়িয়ে পড়া বিভিন্ন জাতি ও গোষ্ঠীর সামনে আত্মসংশোধনের পথ উন্মোচিত হবে। সেই সাথে বিশৃঙ্খলা সৃষ্টিকারী গোষ্ঠীগুলোর বিশৃঙ্খলা ও ফেতনা থেকে রক্ষা পাওয়ার কার্যকরি পথ ও পন্থা বেরিয়ে আসবে,ইনশাআল্লাহ!
‎ তাছাড়া যে সকল দল ও সংগঠন দ্বীনি দাওয়াতের কাজে সম্পৃক্ত রয়েছেন, তারাও নিজেদের কর্মপদ্ধতি ও কর্মপন্থার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে আপন আপন ত্রুটি-বিচ্যুতিগুলো চিহ্নিত করে সংশোধন করে নেওয়ার সুযোগ পাবেন।

‎বই : ধর্মের নামে সীমালঙ্ঘন
‎প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah



  বিজয়ী কিন্তু ২০ জন। আজকেই শেষদিন। অংশ নিয়েছেন তো?বিস্তারিত কমেন্টবক্সে লিংক দেয়া হয়েছে...
26/10/2025




বিজয়ী কিন্তু ২০ জন। আজকেই শেষদিন। অংশ নিয়েছেন তো?

বিস্তারিত কমেন্টবক্সে লিংক দেয়া হয়েছে...

একটি নাম, এক গোপন পরিকল্পনা… আর বদলে দিয়েছে পুরো বিশ্বব্যবস্থার রাজনীতি।বইটা কারোর উইশলিস্টে আছে? থাকলে বলে যান কেন পড়তে...
25/10/2025

একটি নাম, এক গোপন পরিকল্পনা… আর বদলে দিয়েছে পুরো বিশ্বব্যবস্থার রাজনীতি।

বইটা কারোর উইশলিস্টে আছে?
থাকলে বলে যান কেন পড়তে চান বইটি?

#উইশলিস্ট
ফিলহাল প্রকাশন

25/10/2025

আসসালামু আলাইকুম।

সবাই উইশলিস্টের সবচেয়ে কম দামি বইটার নাম বলেন অথবা ইনস্ট্যান্ট যেটা মাথায় আসে অথবা যেটা অনেকদিন যাবৎ কেনার জন্য ইচ্ছে পোষণ করে রেখেছেন।

#উইশলিস্ট
#মহীয়সী

এই বইটি উন্মোচন করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের গোপন সকল তথ্য—যেখানে ধর্মীয় মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ষড়যন্ত্...
24/10/2025

এই বইটি উন্মোচন করেছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের গোপন সকল তথ্য—যেখানে ধর্মীয় মুখোশের আড়ালে লুকিয়ে আছে ভয়াবহ ষড়যন্ত্র। বর্তমান ইসলাম ও মুসলিম সমাজের বিরুদ্ধে পরিকল্পিত এই কার্যক্রমের অন্তরালে কী চলছে, তা জানলে আপনি হতবাক হয়ে যাবেন।

ফিলহাল প্রকাশন

বইটির এক তৃতীয়াংশ পড়া হয়েছে। অষ্টম অধ্যায়ে আছি। বাশার আল আসাদ যে কিনা পরিবারে সবচেয়ে অবহেলিত ছিল সে হয়ে উঠে পরিবারের প্র...
24/10/2025

বইটির এক তৃতীয়াংশ পড়া হয়েছে। অষ্টম অধ্যায়ে আছি। বাশার আল আসাদ যে কিনা পরিবারে সবচেয়ে অবহেলিত ছিল সে হয়ে উঠে পরিবারের প্রধান ব্যক্তিত্ব। পিতা হাফেজ আল আসাদের পথ ধরেই পিতার চেয়েও বড় স্বৈরাচার হতে থাকে।
এখন পর্যন্ত আম্রিকার সাথে তার সম্পর্ক বিরোধপূর্ণ আছে। ফ্রান্সের সাথে সম্পর্ক উঠানামা করছে৷ ইরান আর হিজবুল্লাহর সাথে গলায় গলায় সম্পর্ক। আম্রিকা চাচ্ছে এই দুইয়ের সঙ্গ বাদ দিয়ে আম্রিকার সাথে চুক্তিতে যেতে। তখন আম্রিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় বারাক ওবামা।

এদিকে বাশার ইরানের সাথে কোনো ভাবেই সম্পর্ক ছিন্ন করবে না। ইসরায়েল গোলান মালভূমি ছেড়ে দেয়ার কথা ছিল কিন্তু নেতানিয়াহু নির্বাচিত হয়েই ঘোষণা দিয়েছে তা কখনোই সম্ভব না৷ লেবাননে সিরিয়া সকল সৈন্য অপসারণ করেছে, এতে করে ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট বাশারের সাথে চুক্তিতে এসেছে। সিরিয়া,ইরান চাইতো আম্রিকা ইরাক ছেড়ে চলে যাক। আর তুরস্ক, সৌদি আরব চাইতো আম্রিকা থাকুক৷ ধর্মীয় ও রাজনৈতিক স্বার্থ জড়িত ছিল উভয় পক্ষের জন্যই।

সিরিয়া হামাস, হিজবুল্লাহকে সবরকমের সাহায্য করত, ইজরায়েলের চরম বিরোধিতা করতো৷ ইজরায়েলের বিরোধিতায় বাশার তখন বুশের প্রতিপক্ষ বনে যায়। বাশার কখনোই তোষামোদে চুক্তিতে যেত না, যেখানে নিজের স্বার্থ প্রথমে হাসিল হতো সেখানেই যেতো। আগে নিজের শর্ত পেশ করতো।

ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হাফেজ আল আসাদই সিরিয়ার সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়ে যায় আর বাশার আল আসাদ ক্ষমতায় এসে সেটা আরও পোক্ত করে। বাশারের স্ত্রীও একই ভাবে পারদর্শী ছিল লোক দেখানোর জন্য, যেমনটা বাশার করতো, দেখাতো এক ভেতরে করতো আরেক।

তারা দুজনে আধুনিক সিরিয়ার রুল মডেল হিসেবে নিজেদেরকে উপস্থাপন করতো। এখন আছি বাশার আম্রিকা আর ফ্রান্সের সাথে চুক্তির জন্য বসেছে। সাথে হিজবুল্লাহর নেতা নাসেরি, আর ইরানের এক ডানপন্থি নেতাও আছে। দেখি কয়দিনে শেষ করা যায়।

বই: সিরিয়া ধ্বংসের নেপথ্য নায়ক
অনুবাদক: শাহেদ হাসান
প্রকাশনী: Intifada Books
পরিবেশনায়: Fountain Publications

23/10/2025




Sukun Publishing এর পেইজে কুইজ প্রতিযোগিতা চলছে। থাকছে মূল্যবান বই পুরুষ্কার।

বিস্তারিত কমেন্টবক্সে লিংক দেয়া হয়েছে...

  ইহদা পাবলিকেশনের পেইজে কনটেস্ট চলছে। দৈবচয়নে বিজয়ী নির্ধারণ করা হবে। বিস্তারিত কমেন্টবক্সে লিংক দেয়া হয়েছে..
20/10/2025




ইহদা পাবলিকেশনের পেইজে কনটেস্ট চলছে। দৈবচয়নে বিজয়ী নির্ধারণ করা হবে।

বিস্তারিত কমেন্টবক্সে লিংক দেয়া হয়েছে..

‘কে তিনি’ সিরিজের দ্বিতীয় বই।বই : খুঁজে ফিরি তারে লেখক : মুফতি মুহাম্মদ বিনইয়ামিনপৃষ্ঠা : ১২৮বাঁধাই : পেপারব্যাকমুদ্রিত ...
15/10/2025

‘কে তিনি’ সিরিজের দ্বিতীয় বই।

বই : খুঁজে ফিরি তারে
লেখক : মুফতি মুহাম্মদ বিনইয়ামিন
পৃষ্ঠা : ১২৮
বাঁধাই : পেপারব্যাক
মুদ্রিত মূল্য : ১৮৫
প্রি-অর্ডার : ৩০% ছাড়
প্রি-অর্ডার চলবে ৩০ অক্টোবর পর্যন্ত

বই সম্পর্কে :
এই বইয়ে তুলে ধরা হয়েছে জীবনের অনাবিল সত্য। কুরআনের আয়াত, বিজ্ঞানের ব্যাখ্যা এবং আল্লাহর কুদরতের অমোচনীয় নিদর্শন। প্রতিটি অধ্যায় আপনাকে ভাবাবে, কাঁপাবে, আবার মুগ্ধ করে ছুঁয়ে যাবে আপনার হৃদয়। বইটি আত্মসমালোচনার এক দরজা খুলে দেবে—আমরা আসলে কে, কোথা থেকে এসেছি, কী করছি আর কোথায় যাচ্ছি!

“কে তিনি” বইটির মতোই পড়তে পড়তে অশ্রু টলটল করবে। হৃদয় আকুলিত হবে, হায় মহামহিম রব কত অপার মহিমায় সৃষ্টি করেছেন আমার চোখ, আমার হাত, আমার মস্তিষ্ক; অথচ এ চোখ কী দেখে, এ হাত কী করে আর এ মস্তিষ্কই বা রবকে কতটা চিন্তা করে? কতখানি নাফরমানিতে লিপ্ত এসব।

পাঠক, এ বইয়ে খুঁজে পাবেন নিজেকে, নিজের সত্ত্বাকে। ফিরে পাবেন রবের ভালোবাসাকে। যার ফলে ছুড়ে ফেলতে পারবেন গাফলতিকে। মনোযোগী হতে পারবেন দ্বীনের প্রতি ইনশাআল্লাহ। সেই সাথে জানতে পারবেন আল্লাহর সুবিশাল সৃষ্টি ও কুদরতের কথা। কে তিনির মতোই এ বইটি আপনার জন্য পাথেয় হবে, ইনশাআল্লাহ।

15/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Habibur Rahman Shorif, Sornali Akter, Sulaiman Bin Nurul Haque

Intifada books এর আক্রান্ত মুসলিম ভূখণ্ড নামের এই সিরিজটা আন্ডাররেটেড আবার বেস্টসেলিং আলহামদুলিল্লাহ। মানে আলাপ আলোচনা ন...
14/10/2025

Intifada books এর আক্রান্ত মুসলিম ভূখণ্ড নামের এই সিরিজটা আন্ডাররেটেড আবার বেস্টসেলিং আলহামদুলিল্লাহ। মানে আলাপ আলোচনা নেই, কিন্তু পাঠকের চাহিদার শীর্ষে। সিরিজের একটা বই কেউ পড়েছে তো বাকিগুলোও সংগ্রহ করেছে।
আগে এই সিরিজে ৪ টা বই ছিল, ইয়েমেন ক্রাইসিস, দ্যা ওয়ার অন দি উইঘুরস, দ্য চিফ উইটনেস এবং কুর্দি ও কুর্দিস্তান। এই মেলায় সিরিজের তিনটা নতুন বই প্রকাশিত হলো আলহামদুলিল্লাহ। চেচেন বীরাঙ্গনা, সিরিয়া ধ্বংসের নেপথ্য-নায়ক এবং সিরিয়া: বিপ্লবী জিহাদের আদ্যোপান্ত।
এই বইগুলো সম্পর্কে অল্প কথায় যদি বলি, সিরিজের নাম দেখে কেউ মনে করতে পারেন— গতানুগতিক বইয়ের মতো এখানে কেবল মুসলিমদের নির্যাতনের শিকার হবার গল্প আর মায়াকান্না করা হয়েছে, কিন্তু ব্যাপারটা একেবারেই এমন না। Fountain Publications এর বিশেষায়িত উইং ইন্তিফাদা বুকস এর মূল উদ্দেশ্যই হচ্ছে নতুন প্রজন্মের তরুণদের রাজনীতি সচেতন করে তোলা।‌ এই রাজনীতি কেবল দেশীয় রাজনীতি নয়, কারণ মুসলমানের কোনো দেশ নাই, পৃথিবীর যেখানে একজন মুসলমান আছে, সেইটাই সব মুসলমানের দেশ, তাই আমরা প্রধানত মুসলিম ভূখণ্ডগুলোকে কেন্দ্র করে যে রাজনৈতিক উত্থান-পতন , সেইটা দেখাতে চাই। আর এই বইগুলো মূলত সেই প্র্যাকটিক্যাল রাজনীতি বোঝার বই। মুসলমানদের কেন্দ্র করে পৃথিবীর রাজনীতি কীভাবে আসলে কাজ করে, এইগুলো খুবই নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে এই বইগুলোতে। এইগুলো এক বসায় পড়ার মতো জিনিস না, দাগিয়ে দাগিয়ে, নোট নিয়ে, পাঠচক্র করে পড়ার জিনিস।
আগেই বলেছি, সিরিজের এক দুইটা বই যদি কোনো বোদ্ধা পাঠকের হাতে যায়, বাকিগুলো তারা মিস করতে চান না। তো হঠাৎ মনে হলো পুরো সিরিজটা একসাথে যারা নিতে চান, তাদের জন্য বিষয়টা একটু সহজ করে দিলে মন্দ হয় না। তাই এই সুযোগটা তৈয়ার করা। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন।
(উল্লেখ্য ৩৫% অফারের সাথে দারুন প্রিমিয়াম একটা টি-শার্ট সহ আরো কিছু গিফট থাকছে। টি-শার্ট স্টক লিমিটেড, তাই ২০ জনের বেশি এই জিনিসটা দেওয়া যাবে না। সেক্ষেত্রে কেউ চাইলে ৪০% ছাড়ে নিতে পারবেন ।

Address

Road-1/B, Sector-10, Uttara
Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when মহীয়সী / Mohioshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মহীয়সী / Mohioshi:

Share

Our Story

মানবিক ও সামাজিক মূল্যবোধ ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। পারিবারকি ও সামাজিক সচেতনতা সৃষ্টি যার লক্ষ্য ।