আল মিরআতুল মাকতাবাহ

আল মিরআতুল মাকতাবাহ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল মিরআতুল মাকতাবাহ, Book & Magazine Distributor, Dinajpur.

আপনার পছন্দের এক নজরের কুরআন টি মাকতাবাহ থেকে সংগ্রহ করুন
17/07/2025

আপনার পছন্দের এক নজরের কুরআন টি মাকতাবাহ থেকে সংগ্রহ করুন

রাসুলুল্লাহ (স.) এর সকাল সন্ধার দুআ ও যিকরশায়খ আহমাদুল্লাহ
17/07/2025

রাসুলুল্লাহ (স.) এর সকাল সন্ধার দুআ ও যিকর
শায়খ আহমাদুল্লাহ

নিজেকে নতুন করে আবিষ্কার করতে, ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে এবং একটি পরিপূর্ণ জীবন গড়তে চান? তাহলে আপনার জন্যই থাকছে পাঠক...
16/07/2025

নিজেকে নতুন করে আবিষ্কার করতে, ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে এবং একটি পরিপূর্ণ জীবন গড়তে চান? তাহলে আপনার জন্যই থাকছে পাঠকপ্রিয় লেখক মাহমুদ বিন নূরের আটটি বেস্ট সেলার বইয়ের এই বিশেষ প্যাকেজ! প্রতিটি বই আপনার জীবনকে এক নতুন দিগন্তে নিয়ে যাবে, আর হৃদয় ছুঁয়ে যাবে গভীর প্রজ্ঞা ও ভালোবাসায়।

এই প্যাকেজে যা থাকছে:

📖নফসের বিরুদ্ধে লড়াই: আপনার ভেতরের রিপুকে চিনুন, আর আত্মশুদ্ধির পথে এক দৃঢ় পদক্ষেপ নিন। এই বইটি আপনাকে শেখাবে কীভাবে নিজের প্রবৃত্তিকে বশ করে আল্লাহর পথে অটল থাকবেন।

📚 শয়তানের বিরুদ্ধে লড়াই: শয়তানের প্ররোচনা থেকে বাঁচতে চান? এই বই আপনাকে দেখাবে শয়তানের কৌশলগুলো, আর শেখাবে কীভাবে আল্লাহর সাহায্য নিয়ে তাকে প্রতিহত করবেন।

📗 অলসতার বিরুদ্ধে লড়াই: অলসতা জীবনের সবচেয়ে বড় শত্রু। এই বই আপনাকে অলসতার জাল ছিঁড়ে কর্মোদ্যমী হতে এবং জীবনের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাতে অনুপ্রাণিত করবে।

📕নিয়ামত পেলে হারিয়ে যেয়োনা: আল্লাহর দেওয়া নেয়ামতকে চিনুন এবং তার শুকরিয়া আদায় করুন। নেয়ামত পেয়ে যেন অহংকার বা উদাসীনতায় ডুবে না যান, সেই পথ দেখাবে এই বই।

📖 যেসব কাজ করতে মানা: ইসলামে যেসব কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে, তার পেছনের হেকমত ও কল্যাণ সম্পর্কে জানুন। এটি আপনাকে পাপ থেকে দূরে থাকতে সাহায্য করবে।

📗 আমার শত্রু আমি: আপনার সবচেয়ে বড় শত্রু লুকিয়ে আছে আপনার ভেতরেই। এই বই আপনাকে আত্মপর্যালোচনার মাধ্যমে নিজের দুর্বলতাগুলোকে চিনতে এবং সেগুলো কাটিয়ে উঠতে সাহায্য করবে।

📕স্বপ্নের ব্যাখ্যা: আপনার দেখা স্বপ্নগুলোর ইসলামিক ব্যাখ্যা জানতে চান? এই বইটি আপনাকে স্বপ্নের রহস্য উন্মোচন করতে এবং সঠিক নির্দেশনা পেতে সাহায্য করবে।

📚 জীবনের আয়না: আপনার জীবনকে একটি আয়নার মতো দেখুন, আর ভুলগুলো শুধরে নিন। এই বই আপনাকে জীবনের প্রতিটা ক্ষেত্রে নিজেকে উন্নত করতে এবং সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করবে।

কেন এই প্যাকেজ আপনার জন্য?

মাহমুদ বিন নূরের এই আটটি বেস্ট সেলার বই আপনাকে আত্মিক পরিশুদ্ধি থেকে শুরু করে মানসিক দৃঢ়তা, চারিত্রিক উৎকর্ষ সাধন এবং প্রাত্যহিক জীবনে ইসলামের সৌন্দর্যকে ধারণ করার এক পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে। এটি শুধু বই নয়, এটি আপনার জীবনকে নতুন করে সাজানোর এক সুবর্ণ সুযোগ।

নিজের জীবনকে অর্থবহ করতে, প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে রূপান্তর করতে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে আজই সংগ্রহ করুন ম

হ্যাঁ, রাতের শেষ প্রহর! এটি এমন-ই এক সময়, যখন মহান আল্লাহ আমাকে ডাকতে থাকেন আপন করে নেওয়ার জন্য। তখন-ই দুআ কবুলের সময়, ত...
15/07/2025

হ্যাঁ, রাতের শেষ প্রহর!

এটি এমন-ই এক সময়, যখন মহান আল্লাহ আমাকে ডাকতে থাকেন আপন করে নেওয়ার জন্য। তখন-ই দুআ কবুলের সময়, তখন-ই সময় রবের ক্ষমা লাভের। কারণ, এ-সময় আমাদের রব বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং তাকে ক্ষমা করার জন্য ডাকতে থাকেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন—
আমাদের রব প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতরণ করেন। তিনি বলতে থাকেন—কে আছো দুআ করবে, আমি তার দুআ কবুল করব। কে আছো আমার কাছে (তার প্রয়োজন) চাইবে, আমি তাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব।
উল্লিখিত অংশটি সুকুন পাবলিশিং থেকে প্রকাশিত ‘যেমন ছিল বড়দের তাহাজ্জুদ’ বই থেকে নেওয়া হয়েছে

নতুন বই
15/07/2025

নতুন বই

নাসাত প্রকাশনীর সকল বই ৪০% ছাড় চলছে
15/07/2025

নাসাত প্রকাশনীর সকল বই ৪০% ছাড় চলছে

বই গুলো ঠাকুরগাও দেওয়া হলো...
13/07/2025

বই গুলো ঠাকুরগাও দেওয়া হলো...

দিনাজপুর পলিটেকনিকেল
13/07/2025

দিনাজপুর পলিটেকনিকেল

12/07/2025
মানুষ জন্মের পর থেকেই ভালোবাসার এক অদৃশ্য চাদরে মোড়ানো থাকে। সে যখন প্রথমবারের মত পৃথিবীর আলো-বাতাস দেখে, তখনই তার জন্য...
10/07/2025

মানুষ জন্মের পর থেকেই ভালোবাসার এক অদৃশ্য চাদরে মোড়ানো থাকে। সে যখন প্রথমবারের মত পৃথিবীর আলো-বাতাস দেখে, তখনই তার জন্য খুলে যায় আল্লাহর অসংখ্য নিয়ামতের দ্বার—নিঃশ্বাসের জন্য মুক্ত বাতাস, ক্ষুধা নিবারণের জন্য মায়ের দুধ, আর আশ্রয়ের জন্য একটি নিরাপদ কোল।

আমরা এমন এক জীবন নিয়ে চলছি, যার প্রতিটি স্তরে নিয়ামতের ছোঁয়া লেগে আছে। প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত, প্রতিটি অবস্থা—সবই আল্লাহ তা'আলার দান। কিন্তু আফসোস, এই নিয়ামতগুলোর গুরুত্ব আমরা খুব সহজেই ভুলে যাই। মনে করি, এগুলো তো এমনিতেই পাওয়ার কথা। অথচ চোখ, কান, পা, মস্তিষ্ক, খাবার, পানি—এর যেকোনো একটিও ব্যাহত হলেই টের পাই, এগুলো কতটা মূল্যবান ছিল।

এই বইটি নিয়ামতের গভীরতা নিয়ে ভাবতে সাহায্য করবে। নিয়ামত হারিয়ে ফেলার পর তা কীভাবে ফিরে পাওয়া যায়, সেটি বুঝতেও সাহায্য করবে। পাশাপাশি শেখাবে, কীভাবে প্রাপ্ত নিয়ামতকে সংরক্ষণ ও ধরে রাখা যায়।

নিয়ামত কী, আল্লাহ কেন আমাদের নিয়ামত দেন, আবার কেন কখনো কখনো তা ফিরিয়ে নেন—এসব বিষয়েও বিস্তৃত আলোচনা রয়েছে এই বইটিতে।

এছাড়াও, এখানে স্থান পেয়েছে নিয়ামত হারানোর কিছু বাস্তব ঘটনা, যা একজন সাধারণ পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি ইতিহাস থেকে নেওয়া কিছু গুরুত্বপূর্ণ কাহিনিও যুক্ত করা হয়েছে—সেসব মানুষ ও জাতির গল্প—যারা অকৃতজ্ঞতার কারণে ধ্বংস হয়ে গিয়েছিল।

সারকথা—নিয়ামত কী, নিয়ামত আমাদের জীবনে কতটা জরুরি, নিয়ামত হারিয়ে ফেলার ক্ষতি, নিয়ামত হারানোর কারণ, তা ধরে রাখার উপায় এবং সেসব জাতির গল্প জানতে হলে পড়তে হবে—'নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না' বইটি।

বই: নিয়ামত পেয়ে হারিয়ে ফেলো না
লেখক: মাহমুদ বিন নূর
প্রকামনায়: রাইয়ান প্রকাশন
পৃষ্ঠা ২৪৮

শর্ট পিডিএফ:
https://drive.google.com/file/d/19WmIJHDS5fL0CYWjHlki0ONnIifVnIxJ/view?usp=drivesdk

প্রকাশিতব্য বই:: মহিমান্বিত সাত আয়াত
বই সম্পর্কে:
আমরা প্রতিদিন নামাজে সূরা ফাতিহা পড়ি। কিন্তু কতবার ভেবেছি, কী বলছি আমরা? কার প্রশংসা করছি? কেন করছি? কে এই ‘রহমান’ যাঁকে আমরা স্মরণ করি? কোন ‘সিরাতল মুস্তাকীম’-এর দুআ আমরা করি? কাদের পথ চাই, আর কাদের পথ এড়াতে চাই বলছি?
এই বইটি সূরা ফাতিহাকে কেবল বুঝার প্রয়াস নয়, এটি আত্মার সামনে এক আয়না। এখানে প্রতিটি আয়াতের ব্যাখ্যা রয়েছে, কিন্তু তার চেয়েও বেশি রয়েছে প্রশ্ন! আপনি যখন নামাজে দাঁড়

সত্যায়ন, বায়ান ও ইলমহাউস থেকে বই আসলো
10/07/2025

সত্যায়ন, বায়ান ও ইলমহাউস থেকে বই আসলো

সন্দীপন প্রকাশীর কিছু বই মাকতাবাহ আসলো
09/07/2025

সন্দীপন প্রকাশীর কিছু বই মাকতাবাহ আসলো

Address

Dinajpur

Telephone

01710577195

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল মিরআতুল মাকতাবাহ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল মিরআতুল মাকতাবাহ:

Share