মানবতার সেবায়"বয়েজ ইউনিট"

মানবতার সেবায়"বয়েজ ইউনিট" মানবতার প্রধান শিক্ষা এটাই যে,"দানের মাধ্যমে মানুষ কখনোই ফকির হয়ে যায় না"।

22/12/2023

আজকের মিটিংয়ে আমরা নির্মানাধীন পশ্চিম রতনপুর জামে মসজিদ এ দান করার প্রস্তাব রেখেছি।

দান চূড়ান্ত করতে আগামী ২৭ তারিখ সন্ধ্যায় মিটিংয়ে উপস্থিত হয়ে আলাপ আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

হাজিরহাট পাকার মাথায় আমাদের ব্যনার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।
17/12/2023

হাজিরহাট পাকার মাথায় আমাদের ব্যনার লাগানোর কাজ সম্পন্ন হয়েছে।

আস-সালামুআলাইকুম,মানুষ মানুষের জন্য এই কথা সামনে রেখে,রতনপুর, হাজির হাট,পাকার মাথা যুব সমাজ এর উদ্দ্যগে মানবতার সেবায় "ব...
11/12/2023

আস-সালামুআলাইকুম,

মানুষ মানুষের জন্য এই কথা সামনে রেখে,রতনপুর, হাজির হাট,পাকার মাথা যুব সমাজ এর উদ্দ্যগে মানবতার সেবায় "বয়েজ ইউনিট" গঠন করা হয়েছে।

সংগঠনের সকল স্বেচ্ছাসেবীরা নিজেদের ব্যক্তিগত মূল্যবান শ্রম ও সময় খরচ করে কোন প্রতিদান মূল্য ছাড়াই স্রোতের বিপরীতে গিয়ে অসহায় মানুষদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় নিয়ে নিজেদের উৎসর্গ করেছে।

এটা কোন পেশা নয় (কারণ এতে দিন শেষে কোন পারিশ্রমিক নেই) এটা বরং একপ্রকার মানুষের প্রতি ভালবাসা (দিনশেষে যেখানে এক বুক আত্মতুষ্টি পাওয়া যায়)। যে ভালোবাসায় অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটিয়ে তোলা যায়।

মানবতার প্রেমী দেশে ও বিদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসকল প্রকৃত স্বেচ্ছাসেবীদের প্রতি শুভেচ্ছা শ্রদ্ধা, ও ভালবাসা রইল।

স্যালুট হে স্বেচ্ছাসেবী।

আল্লাহ আমাদের সকল স্বেচ্ছাসেবীকে উক্ত গুণাবলিগুলি
দ্বারা গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন।

আমরা আমাদের সংগঠনের মাধ্যমে গরিব অসহায় মানুষদের পাশে থাকতে পারি সেজন্য আপনাদের দোয়া,সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

এতোমধ্যে ব্যনার অনেক বড় হয়েছে তাই সবার ছবি রাখা সম্ভব হয়নি তাই পরবর্তী ব্যনার এ সবার ছবি থাকবে ইনশাআল্লাহ। আগ্রহীরা অবশ্যই যোগাযোগ করবেন।

"বয়েজ ইউনিট" এর একাংশ।

03/12/2023

তবু আমি হতাশ নই মালিক। কারন আমি জানি কেউ না থাকলেও আপনি তো আছেন! তাই আমি শুধু আপনাকেই ডাকছি, শুধু আপনার কাছেই চাচ্ছি। আমি ডাকছি অথচ আপনি শুনবেন না- এমন কোন সন্দেহ অন্তত আমার নেই। আপনি আমার জীবনে ‘নতুন সকাল’ উদিত করুন, ইয়া রব। মাসুদ

সংগৃহিত

21/11/2023

এক বেহায়া নারী বেপর্দা নারী যেই মেয়ে বা মহিলা নিজের রুপ যৌবন অন্য পুরুষকে দেখাইতে পছন্দ করে সেই মহিলা এই সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সব থেকে নিকৃষ্ট জানোয়ার।

আফসোস নিজের প্রতি ধিক্কার এই নোংরা সামাজিকতাকে।

04/04/2023

facebook apload video.

19/03/2023

কিছু অভিনয় বাস্তবতাকেও হার মানায়।

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
19/03/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

18/03/2023

যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। - [ড. বিলাল ফিলিপ্স]

16/03/2023

রাসূল (সা:)কে নিয়ে অন্ধ ছেলেটির হৃদয় নিংরানো কথা।

15/03/2023

Page promote করতে follow করুন।
back পাবেন ইনশাআল্লাহ।

14/03/2023

ভূমিকম্পের মাঝেও কোরআন তেলওয়াত।

08/03/2023

সত্য কথা এমনি হয়।আমার অনেক প্রিয় একজন হুজুর❤️❤️❤️ #ইসলাম

Send a message to learn more

পঞ্চগড়ে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে এই দ্বীনি ভাইটি মারা গেছেন।আল্লাহ ভাইকে শহিদ হিসাবে কবুল করুক।আমিন।
03/03/2023

পঞ্চগড়ে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলনে গিয়ে এই দ্বীনি ভাইটি মারা গেছেন।আল্লাহ ভাইকে শহিদ হিসাবে কবুল করুক।

আমিন।

28/02/2023

21শে ফেব্রয়ারির নামে অশ্লিলতা বন্ধ করুন।

27/02/2023

সালাফি আকিদা সম্মন্ধে শায়েখ আহমাদুল্লাহ ।

23/02/2023

বোরখা ও হিজাব সুন্নতি পোশাখ এটা উনি কোথাও পাননি।
তাদের হাতে যখন দায়িত্ব যাবে তখন আরও টাকা পাচার করতে পারবেন না।

22/02/2023

এদের বাবা মা কি এদের কবর জিয়ারত করা শেকায় নাই।
ঝাড়ু দিয়ে সব ফুল ডাস্টবিনে ফালাই দিবে এতে শহিদ দের কি ফায়দা হল।

21/02/2023

হিজবুত তাওহিদ অবশ্যই একটি ভ্রান্তদল।এদের মতবাদ ইসলামের সাথে সাংঘর্ষিক।

20/02/2023

প্রতিবাদের ভাষা এমনি হওয়া উচিত।

আপনি কি ভোট চোর আপনি রাগলেন কেন।
আপনার বাবার ক্ষমতা নাই মাহফিল বন্ধ করার।
waz

18/02/2023

17/02/2023

Live waz in gazipur

16/02/2023

10/02/2023

jahanggir sir.

Address

Rangpur
5760

Alerts

Be the first to know and let us send you an email when মানবতার সেবায়"বয়েজ ইউনিট" posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মানবতার সেবায়"বয়েজ ইউনিট":

Videos

Share



You may also like