Rokibul Hasan Sagar

Rokibul Hasan Sagar সমাপ্তি প্রত্যাশিত। ভূল মানুষ, সঠিক হওয়ার চেষ্টায় আছি।

খেলা শুরু।
17/10/2024

খেলা শুরু।

জুলাই মাসে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জার.....

16/10/2024

আগে আমার মটরসাইকেলের প্রতি অতটা ঝোক ছিল না।
এখন হেব্বি ঝোক উঠছে, কি যে যন্ত্রনা।

🏍🏍🏍

12/10/2024

চট্টগ্রামে পূজা মণ্ডপে ইসলামি সংগীত গাওয়া।
কাজটা করা মোটেও ঠিক হয় নাই, কাজটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।
ইসলাম শব্দের একটি অর্থই হচ্ছে শান্তি। এইভাবে ইসলামি সংগীত, ঐ স্থানে গাওয়া কতটুকু সমচিন তা বুঝতে যেমন পাণ্ডিত্যের প্রয়োজন নেই, সেই সাথে তথাকথিত ধর্ম যার যার উৎসব সবার, এই কথাও যে একটি অবাস্তব, ভিত্তিহীন, অসামঞ্জস্য চাওয়া, একটা পরিক্ষিত Error চাওয়া বৃহস্পতিবার তার উৎকৃষ্ট উদাহরণ বলে বিবেচিত হবে। আমি বিশ্বাস করি ইসলাম তার নিজের ধর্মিয় সৌন্দর্যকে এমন বিতর্কিত ভাবে উপস্থাপন কখনই সমর্থন করে না করবেও না। ইসলামের সৌন্দর্য কিভাবে ছড়াবে তার জন্য যেমন সুস্পষ্ট বিধান (আল কোরআন) রয়েছে এবং সেই বিধানের কর্মপন্থার উদাহরণ স্বরূপ বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন আমাদের সামনে রয়েছে। সেক্ষেত্রে বিভ্রান্ত হওয়ার সুযোগই নাই, তাছাড়া যেখানে নামের অর্থেই শান্তি রয়েছে, সেখানে শান্তির বৃহৎ অর্থে তাকে বিনষ্ট করাকে ইসলাম কখনই সমর্থন করবে না, সেটা একবারেই পরিষ্কার। ইসলাম সুনির্দিষ্ট।
ধর্ম যার যার উৎসব সবার।
বর্তমান চিত্র দেখে আপনার কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম যদি এই কথায় তাদের বিশ্বাস স্থাপন করে তাহলে সেই ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আপনি মনে করেন?
ধর্ম যার উৎসব তার।
বাস্তব চিত্র দেখে আপনার কি মনে হয় ভবিষ্যৎ প্রজন্ম যদি এই কথার উপর তাদের বিশ্বাস স্থাপন করে তাইলে ভবিষ্যৎ কেমন হতে পারে বলে আপনি মনে করেন?
এখানকার সকল কথা ব্যক্তিগত মতামত, আর আমি ভুলের ঊর্ধ্বে নয়। ভূল হলে ধরিয়ে দিবেন, সমস্যা নেই এতে।

10/10/2024

আমার সকল সনাতনী ধর্মাবলম্বী বন্ধুবান্ধব/ভাই-ব্রাদারকে বলতে চাই আপনারা দয়াকরে আমাকে শারদীয় শুভেচ্ছা জানাবেন না। আপনারা স্বধর্মীয় মানুষজনকে জানাবেন। আপনারা সর্বোচ্চ আনন্দ নিয়ে স্বধর্মীয় মানুষের সাথে নিয়ে আপনাদের উৎসব পালন করুন, এই আমার চাওয়া।
ধর্ম যার উৎসব সবার এই কথাটি আমি বিশ্বাস করি না। তাই আপনাদের অনুরোধ করছি। আমাকে পূজার শুভেচ্ছা, শারদিয় শুভেচ্ছা এইসব জানাবেন না। যারা সমগোত্রীয় তাদের জানান। তাদের সাথে উৎসবের আনন্দ ভাগ করে নিন।
মুসলিম ভাইদের জন্য, তারা যদি আমাকে পূজোর শুভেচ্ছা জানানা তাহলে আপনাকে বলব আপনি নিজ ধর্মিয় জ্ঞান অর্জনে মনোনিবেশন করুন। অন্য ধর্মের উৎসব পালন/তাতে অংশগ্রহন/সেখানে নিজের ভূমিকা সহ অন্যান্য বিষয় সম্পর্কে জাননু এবং ভাবুন সেখানে আপনার কি করা উচিত, কি করা উচিত না। এখানে বলে রাখা উত্তম (আমিও আনেক উচিত অনুচিত জানি যা আমি নিজেও মানতে চেয়ে পারি না, আল্লাহ্ আমাকে তা মানার তৌফিক দান করুন) আমিও ভূলের উর্দ্ধে নই।
পরিশেষে ধন্যবাদ।
♥ ♥ ♥

সাকিব ভাই তুমি যতই জনতুষ্টিমূলক কথাবার্তা বলো না কেন, তুমি একজন ধান্ধাবাজ। আমি ব্যাক্তিগত ভাবে ইন্ডিয়াকে যেই পরিমান ঘৃণ...
10/10/2024

সাকিব ভাই তুমি যতই জনতুষ্টিমূলক কথাবার্তা বলো না কেন, তুমি একজন ধান্ধাবাজ। আমি ব্যাক্তিগত ভাবে ইন্ডিয়াকে যেই পরিমান ঘৃণা করি আমি তোমাকেও সেই পরিমাণ ঘৃনা করি। তুমি বাটপার ছিলা, বাটপার থাকবা, বাটপার হয়ে যাতে মৃত্যুবর না করো সেইটা দোয়া আমি করি।
কিন্তু তুমি দেশের মানুষের সাথে প্রতারণা করছো, আবার তুমি সব ক্রেডিট দিলা জনগনকে, আর সেই জনগনের সাথেই তুমি করলা প্রতারণা এখন আবার সেই জনগের কাছেই তুমি ফিরতে চাও। তুমি কত্ত বড় বাটপার হইলে তুমি এক জাতীকে তোমার বিভিন্ন রূপ দেখাচ্ছ। এই জাতীকে নিয়েই তুমি তোমার নোংড়া খেলা চালিয়ে যাচ্ছ বিভিন্ন স্টেজে। প্রতিবার তুমি তোমার নিজের অবস্থান কিভাবে উন্নত ও ভালো হবে সেই চিন্তা মাথায় এনে তার প্রেক্ষিতে তুমি প্লান সাজিয়ে জনগনের সাথে প্রতারণা করো।
আমার সাথে একমত হইতে আপনাকে কেউ বলে নাই, বলবেও না, আমিও জোর করি নাই। অতএব এখানে মন্তব্যে এসে পক পক না করাই উত্তম। হাসিনা না পালাইলে, সাকিব কেন আওয়ামী সমর্থনকারী কারোই মুখ দিয়ে এতো নরম কথা বের হইতো না। বাপটারে নরম কথা বলছে এই সরকারের সাথে মিশে কিভাবে নতুন পরিকল্পনায় আবার দেশকে খাওয়া যায় সেই পরিকল্পনায়।
সাকিব তুই একটা বাটপার, তুই বাটপার থাকবি, মৃত্যুর আগে যেন আল্লাহ্ তোরে হেদায়েত দান করে সেই দোয়া করি।

#জাতীয়বাটপার #বাটপার #বাটপারসাকিবআলহাসান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্রছাত্রীদের স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন স.....

জুলাই ৩৬ এর পোস্টার।পাওয়া যাবে আমার কাছে, চাইলে কেউ ০১ পিচ নিতে পারবেন।যোগাযোগঃ 01717816680, 01511816680আগামী ২১/০৯/২...
18/09/2024

জুলাই ৩৬ এর পোস্টার।

পাওয়া যাবে আমার কাছে, চাইলে কেউ ০১ পিচ নিতে পারবেন।
যোগাযোগঃ 01717816680, 01511816680
আগামী ২১/০৯/২০২৪ খ্রিঃ তারিখ হইতে।

16/09/2024

‘পুবান হাওয়া পশ্চিমে যাও কা’বার পথে বইয়া
যাওরে বইয়া এই গরিবের সালামখানি লইয়া’
-কাজী নজরুল ইসলাম।

ভারত এখনও আমাদের মানুষ মারে। 😡😡😡
09/09/2024

ভারত এখনও আমাদের মানুষ মারে।
😡😡😡

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছে।

এর পরেও কেউ যদি বলে আওয়ামী লীগ ও হাসিনা।তাইলে তোমার পুটকি হবে লাল আর লাল।
24/08/2024

এর পরেও কেউ যদি বলে আওয়ামী লীগ ও হাসিনা।
তাইলে তোমার পুটকি হবে লাল আর লাল।

Banks were forced to divert CSR funds to govt, AL programmesব্যাংকগুলো গত ৯ বছরে ৭,০০০ কোটি টাকা সিএসআর বাবদ খরচ করে। এরমধ্যে ৩,০০০ কোটি টাকাই দান করা হ.....

রংপুর পাসপোর্ট অফিস।রংপুর পাসপোর্ট অফিসের সমস্ত কর্মকর্তা/কর্মচারি কে সাবধান করে দিয়ে বলতে চাই। আপনারা গণমানুষের জীবনক...
20/08/2024

রংপুর পাসপোর্ট অফিস।
রংপুর পাসপোর্ট অফিসের সমস্ত কর্মকর্তা/কর্মচারি কে সাবধান করে দিয়ে বলতে চাই। আপনারা গণমানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন সামান্য একটা পাসপোর্ট করার ক্ষেত্রে। বিভিন্ন রকম যন্ত্রণা দিয়ে যাচ্ছেন। কি কি যন্ত্রণা দিয়েছেন তা রংপুরের যারা পাসপোর্ট করছে বা বর্তমানে করছে তারা তা ভালো ভাবেই জানে, আর সবচে ভালো তো আপনারাই জানেন। সে বিষয়ে বিস্তারিত বলছি না। শুধু বলতে চাই নতুন বাংলাদেশ নতুন ভাবে গণমানুষের প্রতিনিধি হয়ে গণমানুষের জন্য কাজ করুন। ঘুষ, বাজে ব্যবহার, গণমানুষকে হয়রানি করা, সামান্য ভূল থাকলে সেটা নিজেরাই সংশোধ না করে আবেদন বাতিল ও পূনরায় আবেদন করার যন্ত্রণা দিবেন না।
নতুন বাংলাদেশে, নতুন উদ্যোমে কাজ শুরু করুন। গণমানুষ ও ছাত্রসমাজ আপনাদের সাথে থাকবে। আর যদি তা ন করে আবারও ঘুষের, মানুষের সাথে অন্যায় আচরনের তথা আগের দুঃশাসন ফিরে যাওয়ার প্লান করে থাকলে আপনারা নিজেরাই আপনাদের কবর রচনা করবেন।
সুতরাং সাধু সাবধান।

এ তো দেখি রেপিড ফায়ার।
19/08/2024

এ তো দেখি রেপিড ফায়ার।

নোটিশ ক্রমিক শিরোনাম প্রকাশের তারিখ ডাউনলোড আর্কাইভ td:nth-child(1){ width: 5%; text-align: left; } td:nth-child(2){ width: 75%; text-align: left; } td:nth-child(3){ width: 10%; te...

Address

Shalbon
Rangpur
5400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rokibul Hasan Sagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rokibul Hasan Sagar:

Share