সিলেট সংলাপ ডট কম - সিলেট সারাক্ষণ

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সিলেট সংলাপ ডট কম - সিলেট সারাক্ষণ

সিলেট সংলাপ ডট কম - সিলেট সারাক্ষণ সিলেট বিভাগের সমসাময়িক ঘটনাবলীর খুটিনাটি নিয়ে আলাপ আলোচনা
বিচার বিশ্লেষণ ও সমালোচনার একটি প্লাটফর্ম

★★★★★একটি হারানো বিজ্ঞপ্তি★★★★১৩-০৯-২০২৩ রোজ বুধবার । সকাল ৭ ঘটিকায় বোনারপাড়া টু সান্তাহারগামী কলেজ ট্রেন খানায়। কলেজ...
14/09/2023

★★★★★একটি হারানো বিজ্ঞপ্তি★★★★

১৩-০৯-২০২৩ রোজ বুধবার ।

সকাল ৭ ঘটিকায়

বোনারপাড়া টু সান্তাহারগামী কলেজ ট্রেন খানায়।

কলেজ স্টেশন উওর করিম পারা হাফেজিয়া মাদরাসা ও এতিম খানা যাবার উদ্দেশ্যে বের হয়েছিলো।

মোঃ সাহেব বাবু সিজজাদ (১৩) এর

এখন পর্যন্ত কোন খোজ পাওয়া যাই নি।

হারানো ব্যক্তি পরিচয়....

>মোঃ সাহেব বাবু (সিজজাদ)

>বাবার নাম মোঃ সাহাদুল বেপারী

গ্রামঃ পশ্চিম রাঘবপুর।

পোস্টঃ বোনারপাড়া।

থানাঃ সাঘাটা।

জেলাঃ গাইবান্ধা।

তাহা শারীরিক বিবরণ দেখতে ফর্সা, গায়ে পান্জাবি পড়া ছিলো।

কোন সহ*হৃদয়মান ব্যক্তি যদি খোঁজ পেয়ে থাকেন নিম্ন এই নাম্বারে যোগাযোগ করিবেন

মোবাঃ01939-488828
.......... 01910084771
...........01785414808

পোস্টটি শেয়ার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।

** একটি নিখোঁজ সংবাদ ( দয়া করে শেয়ার করুন) **------------------------------------------------------------------------নবে...
04/08/2023

** একটি নিখোঁজ সংবাদ ( দয়া করে শেয়ার করুন) **
------------------------------------------------------------------------

নবেন্দু বিকাস দেব(নিখিল বাবু) গত ৩ আগস্ট নিজ গ্রাম: ব্রাহ্মণ গ্রাম, গোয়ালা বাজার, থানা: ওসমানী নগর হতে দুপুর আনুমানিক ১টার সময় গোয়ালা বাজার আসেন। পরবর্তীতে ওনার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। কোনো সহৃদয় ব্যক্তি যদি ওনার সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নে উল্লেখিত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হইলে।
মোবাইল নাম্বার: ০১৩০৩-১৪১৬৯৮

বি:দ্র: কোনো সহৃদয় ব্যক্তি সন্ধান দিলে সাধ্য অনুসারে পুরস্কৃত করা হবে।

04/07/2023

সুপারফাস্ট NVMe Hosting পেতে এখনই মেসেজ বাটনে চাপ দিন।

সার্ভার: Hetznar

পছন্দ না হলে কিংবা স্লো মনে হলে টাকা ফেরত অফার!!

#হোস্টিং

22/06/2023

🌀🌀সস্তায় বস্তা ভরে ঠকবেন না....
মাণ নিয়ে ভাবুন। 🌀🌀

⭐মাত্র একটি ওয়েবসাইট বাড়িয়ে দিতে পারে আপনার ব্যাবসায়িক ব্রান্ড ইমেজ ⭐

কম্পলিট প্যাকেজে যা যা থাকছে:

সাইটে যা যা থাকছে:
▪️ Laravel/WordPress ফ্রেমওয়ার্ক
▪️ Custom Design / Theme Setup
▪️ .com ডোমেইন ।
▪️ ২0 GB NVMe Litespeed হোস্টিং।
▪️ ২০ টি বিজনেজ ই-মেইল।
▪️ আনলিমিটেড ব্যান্ডউইথ।
▪️ ফ্রী এসএসএল সার্টিফিকেট।
▪️ মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন।
▪️ সি-প্যানেল এবং ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড।
▪️ ডোমেইন ট্রান্সফার এনি টাইম।

⚠ সি প্যানেলে যা যা থাকছেঃ-
🔥Auto Backup.
🔥100% SSD/NVMe Litespeed Server.
🔥Spam, DDOS & Hacker Protection.
🔥 প্রিমিয়াম সাপোর্ট ।
✉️ ডেমো দেখতে ইনবক্স করুন
📑 বিস্তারিত জানতে কল করুন
🇧🇩 01711 000 214 ( Call/WhatsApp)
শাহী ঈদগাহ, টিবি গেইট, সিলেট।
(ইমাম প্রশিক্ষণ ও টিটি কলেজের পাশে)


নিহত ১৫!সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। একটি বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনক...
07/06/2023

নিহত ১৫!

সিলেটের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। একটি বালুবাহী ট্রাক ও শ্রমিক বহনকারী পিকআপের মুখোমুখি সংঘর্ষে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই মারা যান ১১ জন। পরে হাসপাতালে গিয়ে মারা যান আরও ৪ জন।

বুধবার (৭ মে) সকাল সাড়ে ৫ দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার নাজির বাজার এলাকার কুতুবপুর নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ৯ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের হারিছ মিয়া (৫০), সৌরভ (২৫), সাধু মিয়া (৪০), তায়েফ নুর (৪৫), সাগর (১৮), রশিদ মিয়া (৪০), দুলাল মিয়া (৫৫), বাদশা মিয়া (৪৫) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াহিদ আলী (৪০)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত ১০ জন। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে ১১ জনের মৃত্যুর বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান। পরে ওসমানী হাসপাতাল ফাঁড়ি ইনচার্জ জুয়েল আহমদ সকাল পৌনে ৯টার দিকে সিলেটভিউ-কে জানান, হাসপাতালে মারা গেছেন আরও ৪ জন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপ-পরিচালক মনিরুজ্জামান সিলেটভিউ-কে বলেন- ‘আমরা খবর পেয়েই ঘটনাস্থলেই ছুটে আসি এবং সকাল ৭টা পর্যন্ত ১১ জনের মৃতদেহ ও অন্তত ১০ জন গুরুতর আহতকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠাই। আমরা আসার আগে স্থানীয়রা আরও আহত কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। আমরা আশপাশের ঝুপ-ঝাড়ে সন্ধান চালাচ্ছি, আর কোনো হতাহত পড়ে আছেন কি না দেখার জন্য।’

24/03/2023
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩।.................................................সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৩ ...
13/01/2023

সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩।.................................................
সিলেট জেলা আইনজীবী সমিতির ২০২৩ সালের নির্বাচনের চুড়ান্ত ফলাফল। সর্বমোট ১৪৩৮ ভোট গ্রহন করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে সভাপতি পদে বিজয়ী প্রার্থী অশোক পুরকায়স্থ - ৬২৩, মো. সামছুল হক - ৫৭৫, সরোয়ার আহমদ চৌধুরী আবদাল- ২২৩, সহ-সভাপতি ১ পদে ওলিউল্লা মারুফ - ৬৬৪, কামাল হোসেন - ৭১৫, সহ-সভাপতি ২ আব্দুর রহিম - ৬২৯, মো আব্দুল হান্নান - ১৬৯, নূরুল আমিন - ৪৮০
সাধারণ সম্পাদক গোলাম এহিয়া চৌঃ - ৯১৫, জুবায়ের বখত - ২৭৯, মোস্তফা দিলোয়ার- ১২৪, মহসিন আহমদ- ৮৫,
যুগ্ম সম্পাদক ১ পদে মোঃ তাজ রিহান- ১৩২, সালেহ আহমদ - ৫৫৮, সলমান উদ্দিন - ৭১৮, যুগ্ম সম্পাদক ২ মাসুম আহমদ - ২৩৯, দেলোয়ার হোসেন - ৫০৮, সাইফুর রহমান - ৬২৩, সমাজ বিষয়ক সম্পাদক পদে মোঃ মাহবুব হোসেন -৬১২, মোঃ মতিউর রহমান-৭৫৪, লাইব্রেরী সম্পাদক রন্জু দেবনাথ-৮২৮, হেনা বেগম-৫৩২, প্রধান নির্বাচন কমিশনার মোঃ আব্দুর রহমান চৌ- ৮৪৭, শ্যামল সিংহ- ৪৮২ সহ-সম্পাদকের ৩টি পদে এ এইচ এম ওয়াসিম-৪৭২,ওয়াজি উদ্দিন তারেক-৪২৮, নাদিম রহমান- ৭০৭, নজরুল ইসলাম- ৪৩৮, বদরুল ইসলাম শিপন- ৩৫৬, মোঃ মোজাক্কির হোসেন- ৩৯১, তোফায়েল আহমদ- ৫৫৮, রেশমা ইয়াসমিন চৌধুরী- ২৩৬, মোহাম্মদ হানিফ- ১৪৭ ভোট পেয়েছেন।

কোন প্রার্থী না থাকায় সহ সমাজ বিযয়ক সম্পাদক পদে মো. তানভির আহমেদ, সহকারী নির্বাচন কমিশনারের ২টি পদে মো. আল আসলাম মুমিন ও সজল চন্দ্র পাল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের ১১টি পদে যথাক্রমে, মো. আখতার বক্স (জাহাঙ্গীর) ৯৩১, মো. আখতার হোসেন খান ১০২৫, আবু মোহাম্মদ আসাদ ৮০৬, মো. আব্দুল ওদুদ ৮৯৩, আব্দুল মান্নান চৌধুরী ৯৬৮, মো. আব্দুল মালিক ৯০৯, আশিক উদ্দিন আশুক ৮৩৩, এমাদ উদ্দিন ৮১৮, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) ৮৯২, নোমান মাহমুদ ৮৬২ ও রাজ উদ্দিন ১০০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

https://www.facebook.com/bestwebdesignbd/posts/pfbid06ZSiioWRrttg6WfUDSv3yzrEoai5dQ2qg1zRWE1oorVvEh5fMQPRRgkFsm1QoWCal?_...
26/11/2022

https://www.facebook.com/bestwebdesignbd/posts/pfbid06ZSiioWRrttg6WfUDSv3yzrEoai5dQ2qg1zRWE1oorVvEh5fMQPRRgkFsm1QoWCal?__cft__[0]=AZUmoNnKPPNi0wmkuu9SYksFrfcEpFOHQuAuSjIdkkImqRjgGUKFtNgN8An8StIdtLWeMH26b_2jSaFf9g9Sp-x2OlK2a1tPT6W0I5FQNnm4OrvXXP64cvv4vefjNIyC4wQ&__tn__=%2CO%2CP-R

সেরা ১০ এন্ড্রোয়েড ফ্রি ভিপিএন – Best Free VPN for Android
VPN বা Virtual Private Network সম্পর্কে জানেন না এই রকম মানুষ আজকাল খুব কমই আছেন। ব্লক করা সাইট অ্যাক্সেস করতে কিংবা গেম খেলতে VPN বেশি ব্যাবহার করা হয়ে থাকে। আজ আলোচনা করতে যাচ্ছি সেরা ১০ এন্ড্রোয়েড ফ্রি ভিপিএন – Best Free VPN for Android নিয়ে। এই সব গুলো VPN আমার ব্যক্তিগত ভাবে ব্যাবহার করা। আমার অভিজ্ঞতাই আপনাদের সাথে আলোচনা করবো। চলুন শুরু করা যাক।
১। SurfShark VPN
SurfShark VPN হল অ্যান্ড্রয়েডের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য ভিপিএনগুলির মধ্যে একটি ৷ তারা সম্পূর্ণ বিনামূল্যে প্রিমিয়াম সেবা প্রদান করে থাকে। ফোর্বস, সিনেট, টেকরাডার এবং সিএনবিসি’র মত জায়ান্ট টেক ব্লগেও তাদের উল্লেখ করা হয়েছে। এটি ফ্রি তে সেরা একটি আনলিমিটেড ভিপিএন।
২। RUSVPN
দ্রুত সংযোগ এবং গতির কারণে RUSVPN কে লিস্টের দ্বিতীয় পজিশনে রেখেছি। RUSVPN তার ইউজারদের ব্রাউজিং এর কোন লগ সংরক্ষণ করেনা এবং ইউজারদের সুরক্ষিত রাখে। আমার কাছে তাদের সেবা ভালো লেগেছে।
৩। Starry VPN
যদি আপনি ফ্রি তে সারা পৃথিবীর বেশিরভাগ আইপি এক্সেস করতে চান তাহলে Starry VPN এক্ষেত্রে অত্যন্ত কার্যকরী ভিপিএন। যদিও এটি একটি আন্ডাররেটেড অ্যাপ, তবুও আপনি যদি অ্যান্ড্রোয়েডের জন্য ২০২২ সালে একটি বিনামূল্যের VPN পেতে চান তবে এটি দুর্দান্ত হবে বলে আশা করা যায়।
৪। Super VPN
আপনি এক্সট্রিম লেভেলের গেমার? কম পিং রেটের VPN খুজছেন? তাহলে SuperVpn আপনার আশা পূরণ করতে পারবে বলে আশা করি। এই VPN টির একমাত্র অসুবিধা হলো, এতে প্রচুর বিজ্ঞাপন দেখায়। তবে এটি আপনার অবস্থানের উপর নির্ভর করে দ্রুতগতির একটি ফ্রি VPN ।
৫। Thunder VPN
আপনি যদি খুব হালকা ইউজার হয়ে থাকেন, তাহলে Thunder VPN আপনার জন্য পারফেক্ট। সর্বোপরি এটি একটি সুরক্ষিত ভিপিএন।
৬। Best Ultimate VPN
যারা নিয়মিত ভিপিএন ব্যবহার করেন, তারা সবাই Best Ultimate VPN এর সাথে অবশ্যই পরিচিত। এরা বিনামূল্যে খুবই কম সংখ্যক আইপি এক্সেস করতে দেয়। কিন্তু আপনি যদি টাকা দিয়ে VPN কিনার কথা চিন্তা করেন। তাহলে Best Ultimate VPN আসলেই বেস্ট।
৭। Turbo VPN
VPN ইউজারদের কাছে Turbo VPN একটি জাতীয় ভিপিএন। আপনি যদি বিনামূল্যে প্রিমিয়াম সেবা, কম পিং রেট এবং ভাল গোপনীয়তা চান,অনায়াশে Turbo VPN আপনার জন্য ২০২২ সালের সেরা ভিপিএন হতে চলেছে।
৮। Betternet VPN
ফ্রি ব্যবহারকারীদের জন্য সীমিত সংখ্যক ভিপিএন সার্ভার এবং পিং রেট অন্যদের তুলনায় একটু বেশি। তবে গোপনীয়তা এবং সংযোগ অত্যন্ত নিখুঁত।
৯। Secure VPN
এর নামই এর পরিচয় এর জন্য যথেষ্ট।
১০। SpeedVPN
SpeedVPN এর শুধুমাত্র তিনটি ফ্রি সার্ভার রয়েছে ফ্রান্স, কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। হালকা ব্যবহারের জন্য ভাল কিন্তু গেমারদের সমস্যা হতে পারে।

আশা করব আমার সেরা ১০ এন্ড্রোয়েড ফ্রি ভিপিএন – Best Free VPN for Android পোস্ট টি আপনাদের ভালো লেগেছে। নিচে কমেন্ট করে আপনার মতামত আমাদের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ।




20/11/2022

জাভাস্ক্রিপ্ট-
জাভাস্ক্রিপ্ট হল একটি ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ বা ব্রাউজার স্ক্রিপ্টিং। ক্লাইন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ এর অর্থ হচ্ছে ব্রাউজার এই স্ক্রিপ্টগুলোকে run/execute করবে। ক্লাইন্ট সাইড এর বিপরীত হল সার্ভার সাইড, সার্ভার সাইড ল্যাংগুয়েজ গুলোর কোড ওয়েব সার্ভার এর মাধ্যমে execute/run হয়।

** JAVA এবং Javascript সম্পূর্ন আলাদা ল্যাংগুয়েজ। JAVA হচ্ছে পূর্নাঙ্গ একটা অবজেক্ট অরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ আর Javascript হচ্ছে স্ক্রিপ্টিং ল্যাংগুয়েজ। জাভাস্ক্রিপ্ট ও প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তবে এটা শুধু ব্রাউজারে কাজ করে যেখানে JAVA দিয়ে সম্পূর্ন আলাদা এপ্লিকেশন বানানো যায় যেটা পিসিতে রান করে।

** Javascript এর অনেক কিছু বিশেষ করে syntax গুলি JAVA থেকে ধার করা তবে জাভাস্ক্রিপ্ট শিখতে JAVA বা কোন ল্যাংগুয়েজ আগে থেকে জানার প্রয়োজন নেই।

** জাভাস্ক্রিপ্ট মুলত ৩টি জিনিস নিয়ে তৈরী ১. ECMAScript (এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মুল অংশ বা core functionality) ২. DOM (Document Object Model - ওয়েব পেজের কনটেন্টের সাথে কাজ করে) এবং ৩. BOM (Browser Object Model - ব্রাউজারের সাথে কাজ করে)

জাভাস্ত্রিপ্ট এর সাহায্যে একটা HTML পেজে নানান ধরনের ইফেক্ট বা আকর্ষণীয় জিনিস তৈরী করা যায় এছাড়া ফর্ম ভেলিডেশন এবং এজাক্সের কাজও করা যায়। বহুল পরিচিত কাজের মধ্যে আছে

➤ঘরি
➤Mouse Trailers ( site ব্রাউজ এর সময় মাউস এ সৃষ্ট এনিমেশন)
➤ড্রপডাউন মেনু
➤Alert মেসেজ
➤পপআপ উইন্ডো
➤ফর্ম ভেলিডেশন
➤স্লাইড শো
➤চলন্ত খবর
আরও অনেক...
জাভাস্ক্রিপ্ট শুরু করার আগে আপনাকে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে।




13/11/2022

সিএসএস টিউটোরিয়াল -
এইচটিএমল ডকুমেন্টের যেকোন এলিমেন্টকে স্টাইলিং বা একটা রুপ দিতে সিএসএস ব্যবহার হয়। একটা প্যারাগ্রাফ () বা হেডিং () বা যেকোন এলিমেন্ট কে ধরুন রং করতে চান, ফন্ট বড় ছোট করতে হবে, অবস্থান এক দিক থেকে অন্যদিকে নিতে হবে, ব্যাকগ্রাউন্ড রং বদলাতে হবে এরুপ শত ধরনের স্টাইল পরিবর্তন সিএসএস দিয়ে করা হয়। বিশেষ করে লেআউট তৈরীর জন্য সিএসএস সবচেয়ে বেশি জরুরি।

বর্তমানে সিএসএস ৩ চলে এসেছে (এখনও কাজ চলছে)। এর আগের ভার্সন হল সিএসএস ২.১। তবে সিএসএস ৩ এখন অধিকাংশ ব্রাউজারে সাপোর্ট করে এবং CSS 3 ব্যবহার দিন দিন বেড়েই চলছে।

CSS - Cascading Style Sheets

এইচটিএমএল এলিমেন্টের বিপরীতে সিএসএস রুল লেখা হয়। ওয়েবকোচবিডিতে সিএসএস এর মৌলিক বিষয়াদি থেকে শুরু করে সিএসএস ৩ এরও প্রয়োজনীয়গুলি নিয়ে টিউটোরিয়াল দেয়া হবে।

আর একটি কথা না বললেই নয় সিএসএস শেখার আগে অবশ্যই এইচটিএমএল সম্বন্ধে ভাল জানতে হবে।
**একটা এইচটিএমএল পেজে ট্যাগের ভিতর ট্যাগ দিয়ে সিএসএস কোড যোগ করে পেজ স্টাইলিং করা যায়।এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস আর যদি সিএসএস কোড বেশি হয়ে যায় তখন সিএসএস কোড আলাদা ফাইলে লেখা হয় এবং ট্যাগের ভিতর ট্যাগ দিয়ে সিএসএস ফাইলটি ঢুকিয়ে দেয়া হয়। এই পদ্ধতি হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ওয়েবকোচবিডি সাইটের অধিকাংশ টিউটোরিয়ালের উদাহরনগুলিতে ইন্টারনাল সিএসএস ব্যবহার করে দেখানো হয়েছে তবে বেশিরভাগ সময়ে এক্সটার্নাল সিএসএস লেখা ভাল।





28/10/2022
27/10/2022

১০ টি ধাপে ফেসবুকে সফলভাবে পরিচালনা করুন নতুন ব্যবসা-
আপনার ফেসবুক ব্যবসায় কীভাবে সফল হবেন তা ভাবছেন — কিন্তু আপনি কীভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না? আসলে, অনলাইনে অনেক তথ্য রয়েছে, কিন্তু আপনার জন্য সঠিক ধাপ কোনগুলো তা অনেকেই বুঝে উঠতে পারেন না।

একটি অনলাইন ব্যবসা বিশেষ করে ফেসবুক ভিত্তিক ব্যবসা দাঁড় করানো একজন উদ্যোক্তা হওয়ার চেয়ে কম কঠিন কাজ নয়। অবশ্যই, আপনার দুর্দান্ত ব্যবসায়িক আইডিয়াকে বাস্তব ব্যবসায় পরিণত করতে অনেক পরিশ্রম করতে হবে। সেটা ফেসবুক হোক, ই-কমার্স হোক আর ফিজিক্যাল কোন ব্যবসা হোক। সর্বদা আপনাকে সেই ব্যবসার বৃদ্ধির জন্য গুরুত্বের সাথে পরিকল্পনা করতে হবে। এটি ফেসবুকে আপনার ব্যবসার প্রচার এবং একইভাবে, আপনার ইকমার্স ওয়েবসাইটে বিক্রয় বৃদ্ধির জন্যও করতে হবে।

আমরা জানি, এটা বলা সহজ, তবে নিশ্চিত থাকুন আপনি যদি নিচের ১০ টি ধাপ অনুসরণ করে ফেসবুকে ব্যবসা শুরু করেন তাহলে দ্রুত এগিয়ে যেতে পারবেন।

আপনি যদি আপনার ফেসবুক ব্যবসাকে পরবর্তী স্তরে কীভাবে নিয়ে যেতে হয় তা না জানেন, তাহলে আপনি সফল হতে পারবেন না। এখানে কিছু ছোট টিপস এবং কৌশল রয়েছে যেগুলো ভালভাবে প্রয়োগ করা হয় তবে বাস্তবে আপনি দ্রুত এগিয়ে যাবেন৷

ফেসবুকে অনলাইন ব্যবসা: ১০ টি ধাপ অনুসরণ করুন

বর্তমানে আমরা একটি কানেক্টেড ওয়ার্ল্ডে আছি। এখানে ইন্টারনেট, স্মার্ট ফোন ব্যবসা করার উপায় পরিবর্তন করে দিয়েছে।

এই আর্টিকেলে আপনি কিছু অসাধরণ টিপস পাবেন যা আমরা এক জায়গায় সংগ্রহ করেছি কয়েক বছরের অভিজ্ঞতা থেকে। আপনার যদি ফেসবুকভিত্তিক ব্যবসায়িক টিপস এবং কৌশল জানার প্রয়োজন হয়, আপনি এখান থেকে তা খুঁজে পাবেন — পদক্ষেপগুলি অনেক কিছুকে স্পষ্ট করবে৷

আপনার ফেসবুক ব্যবসায় কীভাবে সফল হবেন তা খুঁজে বের করতে প্রস্তুত — চলুন শুরু করা যাক।

১. নিরাপদে কাস্টমার রেকর্ড রাখুন

ফেসবুক ব্যবসার মালিকদের একটি প্রধান সমস্যা হল তারা কাস্টমার রেকর্ড বা ডাটা নিয়ে কাজ করে কম। অনলাইনে প্রাপ্ত যেকোনো কাস্টমারের তথ্য আপনার গুগল স্পেডশিট বা এক্সেলে সংরক্ষণ করা উচিত। আপনার আলাদা ডিভাইসে তথ্য সংরক্ষণ করা উচিত এবং অনেকগুলি সুরক্ষিত ব্যাকআপ থাকা উচিত৷ পরবর্তী বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইনে আপনি সেখানে সহজে আপনার অফার বা নতুন প্রডাক্টের প্রচার চালাতে পারেন।

আপনার আইটি সিস্টেম অবশ্যই আপডেট রাখা উচিত এবং নিয়ন্ত্রণ ও অ্যাক্সেস শুধুমাত্র নির্দিষ্ট কর্মচারীদের জন্য সীমাবদ্ধ করা উচিত। কারণ এই গুরুত্বর্পূণ তথ্য আবার আপনার কম্পিটিটরের হাতে চলে গেলে আপনি অনেক বড় ক্ষতির সম্মুখিনে পড়তে পারেন।

আপনার প্রোডাক্ট লিস্ট, দাম, মেয়াদ বা আপনার প্রফিট ইত্যাদি বিষয়ের জন্য আপনি স্প্রেডশিট ব্যবহারে অভ্যস্থ হলে পরবর্তীতে আপনার তথ্য হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।

২. আপনার প্রতিযোগি কারা?

ভালো ব্যবসায়িক স্ট্রাটেজি নিয়ে কাজ করতে অবশ্যই আপনার প্রতিযোগীদের জানতে হবে। আপনি কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা আপনাকে জানতে হবে যাতে আপনি জানেন কেন গ্রাহকরা আপনাকে অন্যদের চেয়ে পছন্দ করে বা অন্যদের বেছে নেয়। অনলাইন বা ফেসবুকে ব্যবসা করার এটি একটি গুরুত্বপূর্ণ ধাপ।

আপনার প্রতিযোগীদের সোশ্যাল মিডিয়া চ্যানেল সম্পর্কে সচেতন হওয়া উচিত, তাদের স্ট্রাটেজি খুঁজে বের করা উচিত। তারা কি কীওয়ার্ড ব্যবহার করছে, কীভাবে প্রচার করছে তা জেনে পদক্ষেপ নিতে হবে।

৩. অথেনটিক প্রোডাক্ট নিয়ে কাজ করুন

বর্তমান সময়ে যত বড় বা ছোট ব্যবসা হোক না কেন, আপনার ব্যবসার সম্প্রসারণের জন্য আপনাকে ভালো মানের প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। কাস্টমার আপনার ব্র্যান্ডকে বা প্রোডাক্টকে কীভাবে উপলব্ধি করে এবং শেষ পর্যন্ত তারা কী অনুভব করে তা আপনার অনলাইন ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসার সমস্ত দিক যেমন কাস্টমার সার্ভিস, পণ্য তৈরি, ব্যাক অফিস ইত্যাদিকে সম্মানের সাথে পরিচালনা করা উচিত।

তাছাড়া নিশ্চিত করুন যে সমস্ত বিজ্ঞাপন সঠিকভাবে বর্ণনা করা এবং তা বিভ্রান্তিকর নয়। নিশ্চিত করুন যে আপনার পণ্য এবং সেবা গ্রাহকদের প্রত্যাশা পূরণ করতে পারে। ফেসবুক ব্যবসার ক্ষেত্রে গ্রাহকদের নেতিবাচক রিভিউ থেকে সতর্ক থাকেন কারণ তা আপনার ব্যবসার জন্য মারাত্মক সমস্যা তৈরি করবে।

এজন্য সততা হল ফেসবুক ব্যবসার মূল চাবিকাঠি। আপনার লক্ষ্য হবে কাস্টমারকে বর্ণনা অনুসারে পণ্য বুঝিয়ে দেওয়া। না হলে আপনি নেভেটিভ রিভিউ পাবেন যা আপনার ব্যবসা ধ্বংস করে দিবে।

৪. ডিজিটাল মার্কেটিং শুরু করুন

আপনার ফেসবুক বা অনলাইন ব্যবসা প্রোমোশনের জন্য বিভিন্ন উপায় রয়েছে। আপনার নির্দিষ্ট গ্রাহক বেসের কাছে পৌঁছানোর জন্য, Facebook বা Instagram এর মতো প্ল্যাটফর্মগুলিতে মার্কেটিং বেশ কাজে দেয়। তবে অবশ্যই নিশ্চিত করুন যে আপনার ওয়েবসাইট আপ টু ডেট এবং আপনার ব্র্যান্ডের সুনাম আছে। আপনি আপনার ব্যবসার সাথে সম্পর্কিত বিষয়বস্তু শেয়ার করুন যা আপনাকে একটি গ্রাহক বেস এবং সম্প্রদায় তৈরি করতে সহায়তা করবে৷

ডিজিটাল মার্কেটিং শিখতে এই কোর্সটি কার্যকরী।

৫. অনলাইন রেপুটেশন ম্যানেজমেন্ট করুন

অনলাইন ব্যবসা সম্পর্কে সামান্য ভুল আপনার ব্র্যান্ডকে চিরতরে কলঙ্কিত করতে পারে। মূল বিষয় হল ব্রান্ড রেপুটেশন। আর সেজন্য ভালো কাস্টমার সার্ভিস নিশ্চিত করা, কোয়ালিটি প্রোডাক্ট নিশ্চিত করা, এবং সঠিকভাবে ডেলিভারি দেওয়াপর মতো কাজ সুচারুভাবে করতে হবে। আপনার ব্র্যান্ডের জন্য একটি Google Alerts সেটআপ করুন৷ তাহলে, আপনি আপনার ব্র্যান্ডের যেকোনো আলোচনা-সমালোচনা নজরদারিতে রাখতে পারবেন।

ব্র্যান্ডিং এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্লান সেট রাখুন, যাতে কাস্টমারকে সচেতন করার ব্যাপারও থাকবে। সর্বোপরি, গ্রাহকের অভিযোগ মোকাবেলা করতে শিখুন এবং সমস্যা সমাধানের মানসিকতা গ্রহণ করুন; এমনকি যদি গ্রাহক ভুলও হয় তা কীভাবে হ্যান্ডেল করবেন তা প্লান করুন।

৬. সমস্যা সমাধান করা

কাস্টমার আপনার সাথে কাজের সময় নানা ধরণের সমস্যায় পড়বে এবং আপনাকে তা শেয়ারও করবে। সেগুলো সমাধান করুন। আপনার পণ্যের রিটার্ন পলিসি, ওয়ারেন্টি ইত্যাদি বিবেচনা করুন। তা সঠিকভাবে পূরণ করুন। কোন ঝামেলার প্রোডাক্ট চলে গেলে তা যথাযথ সমাধান দিন। তাছাড়া সঠিক সময়ে যেন পণ্য হাতে পায় তার ব্যবস্থা করুন। সব থেকে ভালো হয় গ্রাহক পণ্য হাতে পাওয়ার কয়েকদিন পরে তার রিভিউ কেমন তা নিতে পারলে এবং তাকে পণ্যের একটি ভালো ফিডব্যাক দিতে উৎসাহিত করতে পারেন।

৭. আপসেল ইমেইল মার্কেটিং করা

মেসেজিং প্ল্যাটফর্মের বিস্তার সত্ত্বেও, ইমেল আগের মতোই নিরাপদ যোগাযোগের মাধ্যম, তাই আপনার পরিচিতি তালিকায় ধুলো বসতে দেবেন না। আপনি যদি ইতিমধ্যে না করে থাকেন তবে একটি ইমেল মার্কেটিং তালিকা তৈরি করা শুরু করুন। একটু বেশি সময় এবং ধৈর্য লাগবে তবে দীর্ঘমেয়াদে রিটার্ন ভালো দিবে। একবার আপনার একটি তালিকা হয়ে গেলে, লোকেদের দেখানো শুরু করুন কেন তারা আপনাকে বেছে নেবে। সমস্ত ধরণের ইমেইল প্রচার এক্সপেরিমেন্ট করুন - যেমন ছুটির দিন, ফেরত আসা গ্রাহক বা প্রথমবারের গ্রাহকে মাঝে প্রচার। অর্থাৎ আপনার সেরা সামগ্রীর প্রচার করতে ইমেল ব্যবহার করুন৷

৮. ডিসকাউন্ট অফার রাখা

এমনকি ছোট ছোট অফার গ্রাহকদের ফিরিয়ে নিয়ে আসতে বেশ কার্যকর। একটু অফার ডিসকাউন্ট, বান্ডিল প্রচার, উপহার বা বিনামূল্যে ডেলিভারি - যাই হোক না কেন কাস্টমারদের মনোযোগ আকর্ষণ করতে সহজ হয়। সময়ে সময়ে প্রতিযোগীদের কথা বিবেচনা করে অফার তৈরি করা উচিত। আপনার গ্রাহকদের আর্কষ্ট করতে এবং অনুসরণকারীদের প্রশংসা পেতে ডিসকাউন্ট বেশ ফলপ্রসূ।

৯. ওয়েবসাইট তৈরি করুন

আপনি যদিও ফেসবুক নির্ভর ব্যবসা করছেন তবুও আপনার ব্যবসার ব্রান্ড ভ্যেলু বাড়াতে এবং কাস্টমারদের আকৃষ্ট করতে ওয়েবসাইট বেশ কাজ দিবে। ওয়েবসাইটে প্রোডাক্ট ডেসক্রিপশন সুন্দর করে লিখুন এবং সুন্দর ছবি ব্যবহার করুন। সম্ভব হলে প্রোডাক্টের ভিডিও দিন। তাহলে আপনার ব্রান্ডকে কাস্টমার রিলাইয়েবল হিসাবে নিবে। যতো পারেন ফেসবুকের সাথে সাথে আপনার ওয়েবসাইটেরও প্রচার চালান। ভবিষ্যতে আপনার ফেসবুক নির্ভর ব্যবসাকে বড় ই-কমার্সে রুপান্তরিত করতে এটা সহায়ক।

১০. নিয়মিত ব্লগিং করুন

এবার আসবে ব্লগিং করা নিয়ে। আপনার ব্যবসার সাথে সম্পর্কিত প্রোডাক্ট নিয়ে নিয়মিত ব্লগ প্রকাশ করুন। ব্লগ একটি ব্যবসার ব্রান্ডিং এর জন্য খুব কার্যকরী। যখন কাস্টমার নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে বিশেষজ্ঞ মতামত পান ব্লগ থেকে তখন কাস্টমার আপনার ব্যবসাকে বিশ্বস্ত ভাবতে থাকে। এভাবে কাস্টমারের সফট কর্ণার পেতে ব্লগিং বেশ সহায়ক। আর মজার ব্যাপার হলো ব্লগ গুগলের মতো সার্চ ইঞ্জিন থেকে কাস্টমার নিয়ে আসতেও বেশ সহায়ক।

অনলাইন ব্যবসা: যে কাজগুলো আগেই নিশ্চিত করবেন

কিছু কিছু বিষয় ফেসবুকে বা অনলাইনে ব্যবসা শুরু করার আগেই বা শুরুর সাথে সাথে নিশ্চিত করা উচিত। আর সে বিষয়গুলোই এখানে আলোচনা করবো।

১. ট্রেড লাইসেন্স, ব্যাংক একাউন্ট করা

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা না করা উচিত। আপনার ব্যবসা যতো ছোটই হোক না কেন তা প্রফেশনালী শুরু করা উচিত। আর সেজন্য আপনার ব্যবসার ধরণ অনুসারে ট্রেড লাইসেন্স, ব্যাংক একাউন্ট বা এরকম প্রয়োজনীয় বিষয় করা উচিত। সেটা ভিজিটিং কার্ড বা অফিসিয়াল সিল বা প্রসপেক্টাস হতে শুরু করে যা দরকার মনে করেন। আপনি যতো প্রফেশনালী ব্যবসায় নামবেন ততই আপনার ব্রান্ড দ্রুত পরিচিতি লাভ করবে।

২. বিশ্বস্ত ডেলিভারি চ্যানেল তৈরি করা

অনলাইন ব্যবসার জন্য ডেলিভারি দেওয়া বেশ চ্যালেঞ্জিং কাজ। সময় মতো ডেলিভারি না দিতে পারা, পণ্যের মান ঠিক না থাকা বা কাস্টমারের সাথে যোগাযোগ না করা ইত্যাদি বিষয় আপনার ব্যবসা নষ্ট করে দিতে পারে। আর এজন্য ভালো মানের কুরিয়ার পার্টনার খুঁজে নিন। তাতে আপনার ব্যবসার রেপুটেশন বৃদ্ধি পাবে। বিশ্বস্ত ডেলিভারি চ্যানেল ছাড়া আপনি কখনই ফেসবুকে ব্যবসা করে উন্নতি করতে পারবেন না।

৩. ভালো ইন্টারনেটের ব্যবস্থা করা

আপনি যেহেতু ফেসবুকে ব্যবসা করছেন সেহেতু অবশ্যই আপনার একটি ভালো ইন্টারনেট সংযোগ থাকা প্রয়োজন। কখনও কখনও একটি ভাল ইন্টারনেট সংযোগের জন্য গুরুত্বপূর্ণ অর্ডার বাতিল হয়ে যেতে পারে কারণ আপনি দ্রুত কাজ করতে পারেন নি। একটি দ্রুত ইন্টারনেট সংযোগ ছাড়া, আপনি অর্ডার এবং গ্রাহকের প্রশ্নগুলি মিস করতে পারেন৷ সংক্ষেপে, ভালো ইন্টারনেট কানেকশন ছাড়া আপনার ব্যবসা পঙ্গু হয়ে যেতে পারে।

৪. ভালো কমিউনিটি তৈরিতে সময় দেওয়া

এখন আপনার দরকার একটি ভালো কমিউনিটি। কমিউনিটি ব্যবসার ব্রান্ডিং এর জন্য খুব কাজে দেয়। তারা আপনার ব্যবসার নতুন প্রোডাক্ট বা অফার জানতে সর্বদা প্রস্তুত থাকে। সেহেতু ফেসবুক গ্রুপ, ব্লগ বা ফোরামের মাধ্যমে বিভিন্ন সেবামূলক কমিউনিটি তৈরি করুন। তাতে আপনার লং টার্ম ব্যবাসায় বেশ সহায়ক হবে। ভালো কমিউনিটি লিডার আপনার ব্যবসার এ সেক্টর নিয়ন্ত্রণে বেশ কার্যকর।

৫. ভার্চুয়াল টিম তৈরি করা

ভার্চুয়াল টিম আপনার ব্রান্ডের রেপুটেশন ম্যানেজমেন্ট, কাস্টমার সাপোর্ট, পরবর্তী সাপোর্ট ইত্যাদি কাজে সব সময় প্রয়োজন। যেহেতু আপনার অনলাইন নির্ভর ব্যবসা এখানে কাস্টমার সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। সুতরাং ভার্চুয়াল টিম খুব প্রয়োজন। তারা আপনার কাস্টমার সাপোর্টসহ এ ধরণের সব ধরণের সেবা নিয়ে কাজ করবে। তাদের কোম্পানী ও প্রোডাক্ট সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। আর সেজন্য তাদের ট্রেনিং এর ব্যবস্থাও করতে হবে।



19/10/2022

হোস্টিং নির্বাচনের আগে পূর্বে বিবেচ্য বিষয়:-
১। কম দামের হোস্টিং এড়িয়ে চলুন: বাংলায় একটা প্রবাদ আছে- “যত গুড় তত মিষ্টি” সুতরাং কম দামের হোস্টিং এ সাপোর্ট কম পাবেন, বেশি দামেরটায় বেশি সাপোর্ট পাবেন এটাই স্বাভাবিক। কিছুটাকা বাঁচানোর জন্য এমন মানের হোস্টিং নেওয়া উচিত হবে না যেটা আপনাকে সারা বছর ভুগাবে। ফেসবুকের কল্যানে এখন অনেকেরই স্ট্যাটাস পাওয়া যায় ১০ জিবি হোস্টিং মাত্র ৫০০ টাকায়! দয়া করে এদের এড়িয়ে যাবেন।

২। স্পেস ও বেন্ডউইথ দেখে নিন: যার কাছ থেকে হোস্টিং নিচ্ছেন তার তাছ থেকে ভাল ভাবে আপনার সার্ভারের স্পেস ও ব্যান্ডউইথ বুঝে নিন। সি-পেনেলে ঢুকে চেক করে দেখুন আসলেই কি আপনাকে আপনার কথামতন স্পেস ও ব্যান্ডউইথ দিয়েছে কিনা।

৩। কাস্টমার সাপোর্ট: হোস্টিং কেনার আগে সাপোর্টে ফোন, মেইল বা লাইভে চ্যেট করে দেখুন তারা লাইভ সাপোর্ট কেমন দেয়। আপনার সার্ভার যদি কখনো ডাউন হয় আর যদি তা জানাতে এবং উত্তর পেতে কয়েক দিন লেগে যায় তাহলে লক্ষ ভিজিটর হারাতে পারেন। আর যদি আপনি রিসেলার ক্লাইন্ট হোন তবে তো মহা বিপদে পড়বেন। আপনার ক্লাইন্টকে কোন উত্তর দেয়ার মতো কিছু থাকবে না। তাই তাদের সাথে আপনার যোগাযোগের বেপারটা দেখ নিন।

৪। প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা : আপনার ওয়েবসাইট যে প্রতিষ্ঠানের সার্ভারে রাখবেন তার ব্যবসা সম্পর্কে জেনে নিন। আনলাইনে সার্চ দিলে কোন হোস্টিং কোম্পানী সম্পর্কে অনেক তথ্যই বেরিয়ে আসবে। বিভিন্ন ফোরাম পোস্টগুলো দেখতে পারেন। একটি বড় প্রতিষ্ঠানের কাছ থেকে হোস্টিং কেনাটাই বেশি ভাল।

৫। বাধ্যবাধকতা : হোস্টিং প্লানগুলোর মধ্যে কোন লিমিটেশন থাকলে সেটা অনেক সময় ভালভাবে উল্লেখ করা থাকে না। তাই প্লানগুলোর তুলনা করে আপনার চাহিদার সাথে বেপারগুলো মিলে কিনা তা দেখে নিন। আপনি যদি এএসপি ডট নেটে সাইট বানাতে চান আর যদি লিনাক্স হোস্টিং বানাতে চান তাহলে তো চলবে না। এ জন্য প্রয়োজন হবে উইনডোজ প্লান। তাই জেনে নিন কি কি লিমিটেশন থাকবে আপনার সার্ভারে।

৬। ই-মেইল ফিচার ও ডোমেইন ফিচার : আপনি কতটা ই-মেইল সেটআপ করতে পারবেন এবং কতটা ডোমেইন/সাব-ডোমেইন ব্যবহার করতে পারবেন তা অবশ্যই জেনে নিবেন। আপনার আজ হয়তো একটি ওয়েব সাইট দরকার হলো কাল আরেকটা লাগতেই পারে তাই যে সব প্ল্যান একটি মাত্র ডোমেইন হোস্ট করতে দেয় সেই প্ল্যান না কেনাই ভাল।

৭। কন্ট্রোল প্যানেল : আপনি যদি এফটিপি সফ্টওয়্যার ব্যবহার করতে অভ্যস্ত না হোন তবে সি প্যানেল বা ইউজার ইন্টারফেস কি দিবে তা জেনে নিন। আপনি হোস্টিং রিসেল করতে চাইলে একাধির ইউজার বানানো এবং তাদের জন্য রিসোর্স (স্পেস,ব্যান্ডউইথ) বরাদ্দের বেপারটি জেনে নিন।

৮। আপগ্রেড : একটা সময় আপনার বর্তমান প্লানটাকে একটু বাড়িয়ে নিতে হতে পারে, সেই সময় যদি সয়ংক্রিয়ভাবে তারা আপনার হোস্টিং আপগ্রেড করে দিতে পারে সেটা আপনার জন্য অনেক সুবিধাজনক হবে। সাধারনত ভাল মানের সকল সারভার কোম্পানী এরকম পদ্ধতি রেখে থাকে।




18/10/2022

ডোমেইন এবং হোস্টিং কেনার পূর্বে কোন বিষয়গুলির দিকে খেয়াল রাখবেন?
আপনি ডোমেইন সরাসরি রেজিস্ট্রার থেকে কিনুন বা বাংলাদেশী কোন রিসেলারের কাছ থেকে কিনুন, কেনার পূর্বে অবশ্যই আরও কিছু বিষয়ে জেনে নিবেন। আমি সংক্ষেপে পয়েন্ট আকারে লিখছি।

১. ডোমেইনের ফুল কন্ট্রোল প্যানেল আপনাকে দিবে কিনা তা জেনে নিন।

২. যদি কখনও ডোমেইন ট্রান্সফার করতে হয় সেক্ষেত্রে আপনি সরাসরি ট্রান্সফার করতে পারবেন কিনা। নাকি তাদের কাছে আসতে হবে। যদি আপনি সরাসরি ট্রান্সফার করতে না পারেন তাহলে ডোমেইন কেনার ব্যাপারে সতর্ক থাকুন।

৩. ডোমেইন ট্রান্সফার আউট করলে তাদের কোন চার্জ দিতে হবে কিনা। এক্ষেত্রে কোন চার্জ লাগে না।

৪. ডোমেইন লক অপশন রয়েছে কিনা তা জেনে নিন।

৫. ডোমেইন ট্রান্সফার অথেনটিকেশন কোড সরাসরি আপনি কন্ট্রোল প্যানেল থেকে নিতে পারবেন কিনা তা জেনে নিন। যদি কোড তাদের কাছে থাকে তাহলে তাদের ইগনোর করুন।

৬. ডোমেইন রেজিস্ট্রেশনের সময় অবশ্যই সতর্ক থাকুন ডোমেইনে ব্যবহৃত সকল তথ্য আপনার কিনা।

৭. বিভিন্ন চটকদার অফারে বিভ্রান্ত না হয়ে ভালোভাবে খোঁজ নিয়ে তারপর ডোমেইন নিবন্ধন করুন।



16/10/2022

যে ১০টি কম্পিউটার স্কিল অর্জন না করলেই নয়!
ছাত্রজীবনকে বলা যায় জীবন গঠনের উপযুক্ত সময়। কেননা এই সময়টাতে শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি এমনকিছু গুণ ও দক্ষতা অর্জন করে থাকে, যা সারাজীবন তাদের কাজে লাগবে। বর্তমান যুগ হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগ৷ কম্পিউটার ছাড়া আজকাল সবকিছু একেবারেই অচল বলা চলে৷

কী করা যায় না কম্পিউটার দিয়ে? অফিসের কাজ থেকে শুরু করে ফ্রিল্যান্সিং, স্কুলের সায়েন্স প্রোজেক্ট বানানো, বিভিন্ন ইভেন্টের ব্যানার তৈরি, কলেজের প্রেজেন্টেশনসহ অনেক কিছুই কম্পিউটার এর মাধ্যমে করা সম্ভব। আর কম্পিউটার এর কিছু নির্দিষ্ট স্কিল অর্জন করতে পারলে তুমি তোমার সহপাঠীদের তুলনায় এগিয়ে থাকবে কয়েকশো গুণ!

কিন্তু এইসব স্কিল শিখতে চাইলে সাথে থাকা লাগবে ইন্টারনেট সংযোগ। ইন্টারনেট সংযোগ তোমাকে পুরো পৃথিবীর নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবে। এতে করে তোমার কাজ হয়ে উঠবে আরো সহজ ও মজাদার! পরীক্ষার আগে পড়া যেমন জরুরি, তেমনি চাকরিতে ঢোকার আগে কিছু কম্পিউটার স্কিল (Computer Skills) থাকাও প্রয়োজন।

তাই বিদ্যালয়ের অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি আজকাল শিক্ষার্থীদের বেসিক কম্পিউটার নলেজ থাকাটাও জরুরি। কম্পিউটারের বেসিক ধারণা থাকা এখন যেকোনো চাকরির জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। ইচ্ছা, দক্ষতা এবং কম্পিউটার স্কিল (Computer Skills) শিক্ষার্থীদের ব্যক্তিগত ও কর্মজীবনে বেশ ভাল প্রভাব ফেলে, কিন্তু কেন এবং কোন বিষয়ের উপর দক্ষতা থাকা জরুরি? চলুন জেনে আসা যাক।

➤বাংলা এবং ইংরেজি টাইপিং দক্ষতা:

মোবাইলে আমরা সবাই আরামসে টাইপ করতে পারলেও কম্পিউটার এর স্ক্রিনের দিকে তাকিয়ে একনাগাড়ে টাইপ করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। টাইপ করার সাধারণ নিয়ম হচ্ছে ইংরেজিতে প্রতি মিনিটে ৪০টি শব্দ এবং বাংলা ২৫টি শব্দ টাইপ করতে পারতেই হবে।

আমাদের প্রায়শই বিভিন্ন অ্যাসাইনমেন্টের জন্য একজন টাইপিস্টের কাছে শরণাপন্ন হই। কিন্তু আমরা নিজেরাই যদি ভালোভাবে টাইপ করতে পারি, তাহলে বাইরের কাউকে দিয়ে টাইপ করানোর প্রয়োজন হবে না। এতে করে নিজের অর্থ এবং সময়- দুটোই বাঁচবে।

এছাড়া তথ্য প্রযুক্তির এই যুগে টাইপিং ছাড়া কোন চাকরি কিংবা ব্যবসায় ভাল করা সম্ভব নয়। কেননা, যোগাযোগ রক্ষায় ই-মেইল লেখা থেকে শুরু করে অন্যান্য সবা কাজেই কম্পিউটার এবং টাইপিং প্রয়োজন। তাই আমরা যদি নিজেরাই টাইপিং দক্ষতাটা অর্জন করে ফেলি, তাহলে নিজেদেরকে কোনো ঝামেলাই পোহাতে হবে না!

এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সহজেই টাইপিংয়ের উপর একটি ফ্রি কোর্স করতে পারবে। শুধু সার্টিফিকেটের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ তাদেরকে দিতে হবে, যদি তুমি সার্টিফিকেট নিতে চাও তাহলেই।

➤ডকুমেন্ট তৈরি:
কম্পিউটারের মাধ্যমে ডক ফাইল তৈরি করা হলো আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ কম্পিউটার স্কিল। Microsoft Word ও Google Docs এর মাধ্যমে খুব সহজেই এবং বিনামূল্যে ফাইল তৈরি করা যায়। Microsoft Word হলো বিশ্বের বহুল ব্যবহৃত ডকুমেন্ট তৈরির সফটওয়্যার। ৯০% মানুষ নিজেদের কাজে এই সফটওয়্যারটি ব্যবহার করে থাকে।

ডকুমেন্ট ফাইলে শব্দ বড়-ছোট করা, হাইপার লিংক তৈরি করা, শব্দ বোল্ড, ইটালিক বিভিন্ন ফন্টে আনা, প্যারাগ্রাফ করা সহ আরো অসংখ্য ছোটখাটো স্কিল শিখে নেয়া খুব জরুরি। এই সফটওয়্যারগুলোর মাধ্যমে প্রেজেন্টেশন ও নোট খুব সহজেই তৈরি করা যায়।

Google এবং Office 365 অনলাইনেও ব্যবহার করা যায়। ফলে শুধু কম্পিউটারই নয়, এর মাধ্যমে মোবাইলেও যখন তখন লেখা এবং ফাইল এডিট করা যাবে। গুগল ডকে একই ফাইলে একাধিক মানুষের এক্সেস থাকলে তারা এডিটও করতে পারবে।

➤গাণিতিক সমস্যাবলী এবং ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দক্ষতা:
যখন কেউ গাণিতিক সমস্যা কিংবা কোনো হিসাব-নিকাশের কথা বলে, তখন মাথায় আসে Microsoft Excel বা Google Sheets এর নাম। Microsoft Excel বা Google Sheets মূলত হলো একধরণের spreadsheet। সেখানে বিভিন্ন ধরণের টেবিলের মাধ্যমে কোনোকিছুর পরিসংখ্যান দেখানো হয়। যেমন: শেয়ার বাজারের সূচক, অফিসের কর্মীদের কাজে আসার সময়সূচী, শিক্ষার্থীদের মার্কশিট ইত্যাদি।

এই স্কিল অর্জনের মাধ্যমে তুমি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ করতে পারবে। আর বর্তমান আইসিটি খাতে ডাটা এন্ট্রির মতন কাজগুলোর চাহিদা কিন্তু প্রচুর। এই কম্পিউটার স্কিল টি তাই বিভিন্ন কাজে আসতে পারে!

➤Presentation এর দক্ষতা:
প্রোজেক্ট ডিসপ্লে এবং প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে সেই দুইটি সফটওয়্যার আমাদের সবচেয়ে বেশি সাহায্য করে, তা হলো Google Slides এবং Microsoft PowerPoint। এই দুইটি সফটওয়্যার প্রায় একই উদ্দেশ্যে ব্যবহার করা হলেও এদের মধ্যে বেশকিছু পার্থক্য রয়েছে।

Microsoft PowerPoint এ রয়েছে অসংখ্য টুলস, যার মাধ্যমে খুব সহজেই তুমি তোমার প্রেসেন্টেশন কে আকর্ষণীয় করে তুলতে পারবে। আর Google Slides এ খুব বেশি টুল না থাকলেও চটজলদি প্রেজেন্টেশন তৈরির কাজে এর কিন্তু জুড়ি মেলা ভার!

দু’টিতেই রয়েছে অসংখ্য স্লাইড তৈরি করার অপশন। সেই সাথে ছবি অ্যাটাচ করা যায়, মিউজিক অ্যাড করা যায়, থিম পালটানো যায়, ফন্ট চেঞ্জ করার পাশা

➤Graphic Designing:
আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে বছর জুড়েই কোনো না কোনো ইভেন্টের আয়োজন করা হয়৷ ইভেন্টের প্রচারণার জন্য প্রয়োজন ম্যাগাজিন, ব্যানার ও পোস্টার৷ আর তুমি যদি কম্পিউটারে Adobe Photoshop আর Adobe Illustrator ব্যবহারে পারদর্শী হয়ে থাকো, তাহলে তোমাকে আর ঠেকায় কে? এসব কাজের জন্য সবার আগে কিন্তু তোমাকেই ডাকা হবে!

আজকাল যেকোনো কাজের জন্য এমন মানুষদের রিক্রুট করা হচ্ছে, যাদের ফটোশপ ও ইলাস্ট্রেটর সম্পর্কে অন্তত সাধারণ জ্ঞানটুকু আছে। তাই বোঝা যাচ্ছে যে আজকাল এই দুটি সফটওয়্যারের কাজে পারদর্শী মানুষের চাহিদা কেমন।

এগুলো ব্যবহারের মাধ্যমে সৃজনশীল প্রতিভার বিকাশ ঘটে। সেই সাথে ক্যারিয়ার গঠনের বিভিন্ন পথ খুলে যায়। আমাদের জীবনে ফটোশপের নানা ব্যবহার রয়েছে। যা ক্যারিয়ার তৈরি ছাড়াও পার্টটাইম চাকরি খুঁজে পাওয়ার সহায়ক।

যদি এই সফটওয়্যারগুলো না থাকে, তবে এমনি অনেক বিনামূল্যের এডিটিং সফটওয়্যার এবং টুল পাওয়া যায়। এই দক্ষতা অর্জন করলে নিজের ফেসবুকের ছবিগুলোও হয়ে উঠবে অন্য সবার চেয়ে আকর্ষণীয়। এমনকি প্রেজেন্টেশনেও এই স্কিল কাজে আসবে। তুমি বিভিন্ন ইফেক্ট ও ভিডিও ক্লিপ ব্যবহারের মাধ্যমে তোমার প্রেজেন্টেশনটি হয়ে উঠবে অন্যদের কাছে সহজবোধ্য ও আলাদা।

➤বেসিক কম্পিউটার হার্ডওয়্যার:
কম্পিউটার বা ফোনের কোনো পার্টস নষ্ট হয়ে গেলে, সেটা ঠিক করার অন্তত বেসিক উপায়টা শেখা জরুরি। আমাদের জানা উচিত যে কীভাবে সফটওয়্যার কিনতে হয় এবং ব্যবহার করতে হয়। এছাড়াও পিসি কীভাবে পরিষ্কার রাখতে হয় এবং ভাইরাসমুক্ত রাখা যায় সেটাও জানতে হবে। র‍্যাম, হার্ডডিস্ক, বেসিক ইনপুট এবং আউটপুট ডিভাইস সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন।

এসব টুকটাক কাজ নিজেরা জানলে নিজের মনিটর বা ফোন নিয়ে দোকানে দোকানে ছোটা লাগবে না। টাকাও বেঁচে যাবে। আর সেই বেঁচে যাওয়া টাকা দিয়ে তুমি চাইলেই নিজের পছন্দমতো একটা বই কিনে ফেলতে পারবে।

➤Social Networking:
সোশ্যাল মিডিয়া সাইটগুলো হলো নেটওয়ার্কিংয়ের সবচেয়ে কার্যকরী জায়গা। কারণ এইসব সাইটগুলোতে আমরা নানান ধরণের ও পেশার মানুষের সাথে পরিচিত হই। এইসব মানুষেরা আমাদের পরবর্তীতে নানান উপকারে আসতে পারেন।

তবে সোশ্যাল নেটওয়ার্কিং স্কিলসের মধ্যে তুমি কীভাবে কার সাথে কথা বলবে, নেগেটিভিটি কীভাবে এড়িয়ে চলবে- এগুলোও অন্তর্ভুক্ত।

সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপগুলো সবসময় মানুষের চেয়েও বেশি এক্টিভ থাকে! তবে এগুলো ব্যবহার করতে চাইলে খুব বেশি অর্থের প্রয়োজন হয় না। তাই শিক্ষার্থীরা প্রায় সবাই এগুলো ব্যবহার করে থাকে।

পড়াশোনা ছাড়া শিক্ষার্থীদের তেমন একটা কাজ থাকে না। তাই তারা সোশ্যাল মিডিয়ায় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটায় এবং ধীরে ধীরে তারা এর প্রতি আসক্ত হয়ে পড়ে। তাই সোশ্যাল মিডিয়া সাইটগুলো ব্যবহারের স্কিল এবং মেথডগুলো জানা জরুরি।

➤অনলাইনে কাজ করা:
আজকাল এমন অনেক ধরণের কাজ তৈরি হচ্ছে, যা ঘরে বসেই করা যায়। যেমন: freelancing, online business, blogging, marketing, copywriting, ইত্যাদি। সেইসব কাজ করার জন্য প্রয়োজন নিজের ডেস্কটপ বা ল্যাপটপ। তাই অনলাইনে কাজ করতে হলে কিন্তু কম্পিউটার স্কিল গুলো আয়ত্ত করার প্রয়োজন আছে!

➤অনলাইন নৈতিকতা এবং নিরাপত্তা:
অনলাইনে কাজ করতে গেলে যেই জিনিসটা নিয়ে সবাই একদম প্রথম সতর্ক করে, তা হলো অনলাইনে আমাদের আচার-আচরণ কেমন হওয়া দরকার৷ অনেকসময় আমরা আমাদের রাগের বহিঃপ্রকাশ সোশ্যাল মিডিয়ায় করে ফেলি, কাউকে নিয়ে কটুক্তি করি৷ কিন্তু এগুলো করা একদমই উচিত নয়৷ ভার্চুয়াল জগতে সব অনেক বেশি খোলামেলা। তাই অনলাইনে কাজ করার সময় আমরা সবসময় সতর্ক থাকবো।

➤রিসার্চ:
রিসার্চ অর্থ অনুসন্ধান করা। বিভিন্ন ওয়েব ব্রাউজারে কোনো বিষয় সার্চ দিয়ে তা নোট করাকেই রিসার্চ বলে৷ যেমন: কেন এইটা হয়? কী জন্য হয়? এটা হলে লাভটা কী?

রিসার্চ মানে এই না যে, শুধুই এসাইনমেন্টের জন্য ডাটা কালেক্ট করা। রিসার্চ অর্থ সত্য উদঘাটন করাও বটে! রিসার্চ তখনই করা লাগে, যখন কেউ কোনো সমস্যার সমাধান খোঁজে। কোনো প্রজেক্ট তৈরি করার জন্যেও রিসার্চ করা লাগে।

এই স্কিলগুলো অর্জন করলে তুমি তোমার সমবয়সীদের তুলনায় সব ক্ষেত্রেই বেশ এগিয়ে থাকবে। এইসব বিষয় অনেক সময় নিজে নিজেই শেখা যায়। আবার তুমি চাইলে এগুলো নিয়ে কোর্সও করতে পারো।

তোমার এলাকার আশেপাশে যদি ‘যুব কল্যাণ সমিতি’ খুঁজে পাও, সেখানে ভর্তি হয়ে যেকোনো একটার উপর কোর্স করে ফেলো। এগুলো সরকারি হওয়াতেও খরচটাও একটু কম। আর পরীক্ষা শেষ হওয়ার পর আছে সার্টিফিকেটের ব্যবস্থা। এই সার্টিফিকেট তুমি পরবর্তীতে অনেক জায়গায় কাজে লাগাতে পারবে।

এছাড়াও আজকাল অনেক ওয়েবসাইটে এইসব দক্ষতার উপর ফ্রি ক্লাস করানো হয়। ইউটিউবেও তুমি এই সংক্রান্ত অসংখ্য ভিডিও পাবে! আর আমাদের ১০ মিনিট স্কুলের ইউটিউব চ্যানেলটিতে কিন্তু সাদমান সাদিক ভাইয়ার Microsoft Word, Microsoft PowerPoint এবং Adobe Photoshop নিয়ে বেশকিছু সহজ টিউটোরিয়াল আছে। এইসব টিউটোরিয়াল দেখে তুমি একা একাই কম্পিউটার স্কিলগুলো অর্জন করে ফেলতে পারবে!




Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when সিলেট সংলাপ ডট কম - সিলেট সারাক্ষণ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সিলেট সংলাপ ডট কম - সিলেট সারাক্ষণ:

Videos

Share