Arafatul Islam

Arafatul Islam Bangladeshi-German journalist based in Bonn, Germany. Views expressed here are my own.

Life in Germany, Study in Germany, Legal route to Germany, Mobile Videography, Mobile Journalism, Vlog

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কয়েকবার বাংলাদেশে গিয়ে এটা বুঝেছি আগামী নির্বাচন কোনো দলের জন্যই সহজ হবে না৷ বরং তী...
11/08/2025

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কয়েকবার বাংলাদেশে গিয়ে এটা বুঝেছি আগামী নির্বাচন কোনো দলের জন্যই সহজ হবে না৷ বরং তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি পরিস্থিতি তৈরি হবে৷ আর এক্ষেত্রে কে কার সাথে জোট গড়ছে সেটা মুখ্য হয়ে উঠতে পারে৷

আমাদের মনে রাখতে হবে একটা বিপুল সংখ্যক ভোটার এই নির্বাচনে প্রথমবারেরর মতো ভোট দেবেন যাদের রাজনৈতিক পরিচয়, পছন্দ, অপছন্দ সম্পর্কে বিশেষ কোনো ধারনা অনেকেরই নেই৷ তারা নির্ণায়কের ভূমিকা পালন করবেন এবার৷

এবারের নির্বাচন তাই অবাধ ও সুষ্ঠু হওয়া জরুরী৷ সেটা তখনই সম্ভব হবে যদি পুলিশ, সামরিক বাহিনী এবং প্রশাসন সম্পূর্ণ সহায়তা করে৷

ছবির জরিপটা একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন৷ এখন পর্যন্ত মোটামুটি উল্লেখযোগ্য একটি জরিপ বলা যায় এটিকে৷

10/08/2025

খিলগাঁও থানা থেকে লুট হওয়া অস্ত্র মসজিদ থেকে উদ্ধারের কোনো ঘটনা ঘটেনি৷ ছবিগুলো গতবছরের আগস্টের এবং মসজিদ থেকে উদ্ধারের নয়৷

তানহা, মুগ্ধ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী মনে করেন তাদের পরিবারের সদস্যরা৷ অপেক্ষায় আছেন বিচারের৷ ঢাকায় দেখা হয়েছ...
09/08/2025

তানহা, মুগ্ধ হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী মনে করেন তাদের পরিবারের সদস্যরা৷ অপেক্ষায় আছেন বিচারের৷

ঢাকায় দেখা হয়েছে তানহার বাবা মোশাররফ হোসেন এবং মুগ্ধর বড় ভাই দীপ্তর সঙ্গে৷ তারা জানিয়েছেন তাদের আক্ষেপের কথা...

পাঁচ আগস্ট বিজয় মিছিল থেকে ফেরার পর নিজের ঘরেই গুলিতে প্রাণ হারান মেহেরুন নেসা তানহা৷ অন্যদিকে, জুলাই অভ্যুত্থান...

09/08/2025

''বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা'' শিরোনামটি সঠিক নয়৷ উমামা তার হলে সব দলের রাজনীতিই নিষিদ্ধের দাবি জানিয়েছেন৷

09/08/2025

মার্কিন প্রেসিডেন্ট বদলালেও বাংলাদেশ নিয়ে মার্কিন নীতি বদলায়নি মনে হচ্ছে৷ প্রেসিডেন্ট ট্রাম্পের নিরবতা, ২০% শুল্ক তার উদাহরণ৷

আমার Arafatul Islam ফেসবুক পাতায় নতুন যুক্ত হওয়া সবাইকে স্বাগতম৷ অপতথ্য আর ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এখানে৷...
08/08/2025

আমার Arafatul Islam ফেসবুক পাতায় নতুন যুক্ত হওয়া সবাইকে স্বাগতম৷ অপতথ্য আর ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে এখানে৷ আপনাদের পাশে আছি সবসময়৷

07/08/2025

সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের সম্ভাব্য হত্যাকারীদের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে। তারপরও তাদের শনাক্তে দেরি কেন?

06/08/2025

ডেভিড বার্গম্যানের লেখা যে বড় পত্রিকাগুলোতে গুরুত্ব সহকারে ছাপা হচ্ছে এটাও বাকস্বাধীনতা ফেরার এক উদাহরণ। গত সরকারের আমলে সম্পাদকরা তার সঙ্গে সম্পর্ক ছিন্নে বাধ্য হয়েছিলেন।

ঢাকা বিমানবন্দরে পাওয়ার ব্যাংক ক্যাচাল 🚨এন্কার ব্রান্ডের সুনির্দিষ্ট কয়েকটি মডেলের পাওয়‍ার ব্যাংক কাতার এয়ারওয়েজে বহন না...
06/08/2025

ঢাকা বিমানবন্দরে পাওয়ার ব্যাংক ক্যাচাল 🚨

এন্কার ব্রান্ডের সুনির্দিষ্ট কয়েকটি মডেলের পাওয়‍ার ব্যাংক কাতার এয়ারওয়েজে বহন না করতে নাকি একটি নির্দেশনা জারি করা হয়েছে দুইদিন আগে। আমি সেটা জানতাম না। কোনো ইমেলও পাইনি। তো আমার হ‍্যান্ডব্যাগে একটি এন্কার মডেলের পাওয়ার ব্যাংক পেয়ে সেটা রেখে দিতে উদ্যোগী হলেন বোর্ডিং গেটে সিকিউরিটির দায়িত্বে থাকা ব‍্যক্তিরা।

আমি বললাম, এটা আমার অফিসের ইক্যুইপমেন্ট। একান্ত যদি রেখেই দেন তাহলে একটা কাগজে কারণ লিখে দিন। অফিসে সেটা জমা দিতে হবে।

তারা সেটাও দেবেন না। আমি জানালাম, আমাকে কোনোরকম কাগজ না দিয়ে এভাবে রেখে দেওয়া সমর্থন করছি না। তারা তখন কাতার এয়ারওয়েজের একজন স্থানীয় প্রতিনিধিকে ডাকলেন। তিনিও জানালেন, এভাবেই রেখে যেতে হবে।

আমি জানালাম, রেখে দেন কিন্তু রেখে যে দিচ্ছেন সেটা অনুষ্ঠানিকভাবে আমাকে জানান। নিশ্চয়ই তার কোনো উপায় আছে।

তিনি কতক্ষণ নানা কেচ্ছা করে এক পর্যায়ে আমাকে তার সাথে যেতে বললেন। তার সাথে যাওয়ার পর কিছুক্ষণ বসে থাকলাম এবং সে সময় কাতারের ওয়েবসাইট ঘুরে দেখলাম আমার যে মডেলটা তারা রেখে দিতে চাচ্ছে সেটা নিষেধাজ্ঞায় থাকা মডেলগুলোর তালিকায় নেই!

তাকে বিষয়টি আবার জানালাম। তখন তার সিনিয়র এসে চেক করে বললেন, আমার মডেলটা সঙ্গে নিতে কোনোই সমস‍্যা নেই।

কথা হচ্ছে, কাতার এয়ারওয়েজ নির্দিষ্ট কয়েকটি মডেলের এন্কার পাওয়ার ব্যাংক বহন করতে নিষেধ করেছে, সব মডেল নয়। আর এরা এন্কার নাম শুনলেই রেখে দিচ্ছে। এবং এমনভাবে রেখে দিতে চাচ্ছে যাতে সেগুলো পরে আর ফেরত পাওয়ার কোনো পথ না থাকে।

কী আজিব!

05/08/2025

পেটার হাসের সাথে এনসিপি নেতাদের কোনো বৈঠক হয়নি কক্সবাজারে। এটা ভুয়া খবর।

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ দেখি
05/08/2025

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ দেখি

04/08/2025

আগে ছিল তথ্য বাবা, এখন জুটছে ডিলিট বাবা

Adresse

Bonn

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Arafatul Islam erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Service Kontaktieren

Nachricht an Arafatul Islam senden:

Teilen