Al-Amin Blogger

Al-Amin Blogger আমাদের ভালোবাসা একমাত্র মহান রবের জন্য
❤️❤️,,,,,,যা কিছু হই
সব কিছু আমাদের রবের পহ্ম থেকেই হই,,❤️

28/09/2025
26/09/2025
26/09/2025
24/09/2025
24/09/2025
14/09/2025
13/09/2025
11/09/2025
11/09/2025

🎈 নবজাতকের স্তন বৃদ্ধি : সচেতনতা :পোস্টটি শেয়ার করে অন্যকে জানতে সাহায্য করবেন প্লিজ।

ছোট অবুঝ বাবুটি কতোই না কষ্ট পাচ্ছে,শুধুমাত্র নানী- দাদীর সামান্য ভুলের জন্য।

২ জন পরামর্শ করে ১০ দিনের শিশুর স্তন হতে দুধ বাহির করতে স্তনে টিপে চেষ্টা করেন।

ফলাফল:

শিশুর স্তনে ইনফেকশন হয়ে পুজ- পানি (Breast Abscess) হয়ে যায়। এখন সার্জারী করে ঠিক করতে হবে। মেডিকেল কলেজের শিশু সার্জারী ডিপার্টমেন্টে পাঠিয়েছি।

আমার প্রতিটি শিশু রোগীর মাকে বলে দেয়, আপনার শিশুর ভাল- মন্দ আপনাকেই বুঝতে হবে। নানি- দাদির পরামর্শ নিবের তবে যা আপনার কাছে যুক্তিসংগত মনে হয়।

আমাদের সমাজটায় যে কেমন, সন্তান খারাপ হলে সব দোষ মায়ের আর ভাল হলে সবকিছু বাবা,আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশীর কৃতিত্ব।

নবজাতকের স্তন অল্প বড় (Neonatal Mastauxe) হওয়া স্বাভাবিক। যা নিজে নিজেই ভাল হয়ে যায়।

মায়ের হরমোন (ইস্ট্রোজেন ও প্রোল্যাকটিন) → নবজাতকের স্তনগ্রন্থি বৃদ্ধি জন্য দ্বায়ী।

কিভাবে বুঝবেন?

উভয় পাশে ছোট, শক্ত, বেদনাহীন স্তন উঁচু,মাঝে মাঝে হালকা দুধের স্রাব (“witch’s milk”) বাহির হতে পারে।

চিকিৎসা:

* সাধারণত চিকিৎসার দরকার হয় না। নিজে নিজেই ভাল হয়ে যায়। এটা স্বাভাবিক একটা বিষয়।

* কোন ভাবেই স্তনে ম্যাসেজ করে বা টিপে দুধ বাহির করতে যাবেন না প্লিস। এতে স্তনে ইনফেকশন হয়ে যেতে পারে, যা ছবিতে দেখতে পাচ্ছেন।

Dr.Ashraful Amin Chowdhury
নবজাতক ও শিশু রোগ বিশেষজ্ঞ
এবং শিশু বক্ষব্যাধি বিশেষজ্ঞ

শিশু স্বাস্থ্য সম্পর্কিত যেকোন পরামর্শ পেতে পেইজে ফলো দিয়ে সাথেই থাকুন ধন্যবাদ।

07/09/2025

লক্ষিপুর জেলা ৫ নং চর ফলকন বোর্ড অফিস সংলগ্ন ইটের রাস্থায় একটি অজ্ঞাত হাত বাধা, মাথায় ৩/৪ টি কোপ, হাতে কাটা চিহৃ, একটি মেয়েকে পাওয়া গেছে।কোন হৃদয়বান ব্যক্তি যদি বাচ্চাটিকে চিনে থাকেন তাহলে তার পরিচয়টা তুলে ধরুন। 👉

07/09/2025

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Blogger posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Amin Blogger:

Share