
11/06/2025
গুগলের সুন্দর পিচাই সম্প্রতি বলেছেন, - এর AI Overviews এবং AI Mode ফিচারটি ওয়েবসাইটে আগের চেয়ে বেশি ট্রাফিক পাঠাচ্ছে এবং ওয়েব ইকোসিস্টেমের এমন ভ্যালিড Distribution এ গুগল সবসময় কাজ করবে বলে বলেছেন।
তার দাবি, AI Mode চালু হওয়ার পরও ওয়েবসাইটে ট্রাফিক পাঠানো অব্যাহত থাকবে এবং এখন আরও বেশি ওয়েবসাইটে ভিজিটর যাচ্ছে।
Source: https://www.searchenginejournal.com/googles-ceo-says-ai-overviews-website-referrals-are-increasing/547887/
তবে এখন SEO-কে ফুল ফর্মে কাজে লাগাতে চাইলে ও ওয়েবসাইট অরগানিক ট্রাফিক বাড়াতে যা যা করতে হবে:
১। কনটেন্টকে আরও In-depth, ইনফরমেটিভ ও ইউজার ইন্টেন্ট-ভিত্তিক লিখতে হবে।
২। স্কিমা মার্কআপ ও স্ট্রাকচারড ডেটা ব্যবহার করতে হবে, যাতে AI summary-তে সোর্স হিসেবে আসার সুযোগ বাড়ে।
৩। মাল্টি-ফরম্যাট কনটেন্ট (ভিডিও, টেক্সট, ইনফোগ্রাফিক) তৈরি করতে হবে।
৪। লোকাল বিজনেসে লোকাল SEO-টা প্রাধান্য দিয়ে কাজ করে যেতে হবে।
৫। ট্রাফিক সোর্স ডাইভার্সিফাই করতে হবে—শুধু Google-এর উপর নির্ভর না করে সোশ্যাল, ইমেইল, রেফারেল ইত্যাদিতে নজর দিতে হবে।
গুগল বলছে, AI Mode ও AI Overviews ওয়েবসাইটে আরও বেশি ট্রাফিক পাঠাবে, কিন্তু বাস্তবে অনেক ওয়েবসাইট মালিক ও পাবলিশার তাদের ট্রাফিক কমে যাওয়ার অভিযোগ করছেন। তাই SEO স্ট্র্যাটেজি দ্রুত আপডেট করা জরুরি — নাহলে AI যুগে ওয়েবসাইটের এখনকার ট্রাফিক ধরে রাখা কঠিন হয়ে যেতে পারে আপনার জন্যে।
Google CEO Sundar Pichai insisted that AI Overviews is not harming the web in an awkward interview that made him appear out of touch