Star Line Group

Star Line Group Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Star Line Group, 314/1, S. S. K Road, Feni.

29/10/2025
29/09/2025

স্টার লাইন পরিবহনের মালিকপক্ষের আবেগঘন মুহূর্তের পোস্ট হুবহু তুলে ধরা হলো-----
#বিগত ২৭.০৯.২০২৫ ইং তারিখ রোজ- শনিবার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানাধীন বাউশিয়া ইউনয়নের অন্তর্গত গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্রী এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত ও পরবর্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকহত। মহান আল্লাহর দরবারে তার আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

প্রার্থনা করি রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক, প্রাইভেট গাড়ি, মটর সাইকেল কিংবা অটো সকল গাড়ির যাত্রী, ড্রাইভার, সুপারভাইজার, হেলপার এবং পথচারী সবাইকে আল্লাহ সবধরনের দূর্ঘটনা থেকে হেফাজত করুক, আমিন।

মহান আল্লাহর দরবারে শুকরিয়া, বিপদের মধ্যেও আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারন করার তৌফিক দান করেছেন। সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফেনী বাসী সহ যে যার অবস্থানে থেকে সোশ্যাল মিডিয়ায়, সরাসরি ফোন করে কিংবা মনে মনে নিভৃতে স্টার লাইন পরিবহন সহ আমাদের জন্য দোয়া করেছেন ও সাপোর্ট দিয়েছেন। এতে করে আমরা মানসিক প্রশান্তি অনুভব করেছি। আপনাদের দোয়া ও সাপোর্ট এ কঠিন সময়ে আমাদের সাহস যুগিয়েছে। আপনাদের সবার প্রতি আমাদের অসীম কৃতজ্ঞতা।

আল্লাহর কাছে প্রার্থনা করি, যাচাই বাছাই ব্যতীত শুধুমাত্র গুজবের কারণে ভবিষ্যতে কোন পরিবহন ইন্ডাস্ট্রি যেন এ ধরনের অনাকাংখিত ক্ষয়ক্ষতির স্বীকর না হয়। গুজবের কারনে সমাজ কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন এভাবে আত্মঘাতী ধ্বংসলীলার সম্মুখীন না হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক। সবাইকে হেফাজত করুক। আমিন।

29/09/2025

আপনার নিকটস্থ স্টার লাইন সুইটস আউটলেটে পাবেন বাহারি স্বাদের অসাধারণ মিষ্টির সংগ্রহ।প্রতিটি মুহূর্তকে করুন আরও মিষ্টি, আরও আনন্দময়!”

29/09/2025

স্টার লাইন-এর SAFE পানি, প্রতিটি জীবনধারার জন্য একটি বোতল! 💧

চলাফেরা, কাজ, পরিবার কিংবা ভ্রমণ — হাইড্রেটেড থাকা কখনো এত সহজ ছিল না।
আমাদের বিভিন্ন সাইজের বোতলগুলো তৈরি হয়েছে আপনার দৈনন্দিন প্রয়োজনের কথা মাথায় রেখে।

দেখে নিন কোনটা আপনার জন্য সেরা:

🥤 ৩৩০ml – চলতে চলতে 💼
সারা দিন বাইরে? ব্যাগে রাখুন এই ছোট্ট বন্ধুটা — হালকা, কমপ্যাক্ট, আরামদায়ক।

🚶‍♂️ ৫০০ml – প্রতিদিনের সঙ্গী 🏃‍♂️
চলাফেরা, ক্লাস, জিম বা অফিস — আপনার অ্যাকটিভ লাইফস্টাইলের জন্য পারফেক্ট সাইজ।

🏡 ১০০০ml – পরিবারের পছন্দ 🏠
সারাদিনের হাইড্রেশন নিশ্চিত করতে ফ্যামিলির সবার জন্য আদর্শ সাইজ।

💧 ২০০০ml – দীর্ঘস্থায়ী হাইড্রেশন
🔥 গরমে বেশি পানি দরকার? ভ্রমণে বা দীর্ঘ সময়ের জন্য রাখুন এই শক্তিশালী সাথী।
“দীর্ঘস্থায়ী বিশুদ্ধতা – সবার জন্য”

✅ ১০০% বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পানি
✅ BPA-মুক্ত বোতল
✅ বিশ্বস্ততা ও গুণগত মানে স্টার লাইন সবার উপরে

📞 অর্ডার কল করুন-+880 1973-259588 অথবা বিস্তারিত জানতে ইনবক্স করুন! [email protected]









Address

314/1, S. S. K Road
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when Star Line Group posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Star Line Group:

Share