
22/07/2025
ভিক্ষুকের মত নির্লজ্জ ভাবে পায়ে ধরে শুধুই শেয়ার টা ভিক্ষা চাচ্ছি
সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান, দানশীল ব্যক্তির নজরে পড়বে
শুধুমাত্র টাকার জন্য অপারেশন করাতে পারছেন না হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে শিশুটি।😢😢
শিশুটি নাম মোঃ ইয়াসিন।
ইয়াসিনের জন্মের সময় তার মা মারা যায় এখন ইয়াসিনের বাবাই সব কিন্তু ইয়াসিনের বাবা মোহাম্মদ ওমর আলী উনি একজন ভ্যান চালোক। সামান্য টাকা উপার্জন করে তা দিয়ে ইয়াছিনের উন্নত চিকিৎসা করা কোন ভাবে সম্ভব নয়।
এখন ইয়াসিন এর ক্যান্সার আক্রান্ত পায়ের অপারেশন করাতে প্রায় ১০ লক্ষ টাকার প্রয়োজন । সব কাছের মানুষ ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে সব মিলিয়ে এক লক্ষ টাকা ব্যবস্থা হয়েছে কিন্তু আরো ৯ লক্ষ টাকার প্রয়োজন ইয়াসিনের চিকিৎসা করাতে। কান্নায় ভেঙে পড়ছে ইয়াসিনের বাবা খুবই মর্মান্তিক একটি দৃশ্য। যা দেখে সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি করতে বাধ্য হলাম আপনারা সবাই শেয়ার করে দিন যাতে কোন সহৃদয়বান মানুষের চোখে পড়ে। যার যার জায়গা থেকে দয়া করে কিছু সাহায্য করে যাবেন
নিজের মনে করে ৫০,১০০,৫০০,১০০০,৫০০০ যাই পারি না কেনো সহযোগিতার হাত প্রসারিত করবেন!
বিকাশ নগদ পার্সোনাল -01824200577
বি:দ্র: টাকা দেওয়ার সময় সবাই যাচাই করে টাকা পাঠাবেন।।। আসুন সবাই সহযোগিতা করি।।।