SakibXperience

SakibXperience "​Just a masterpiece in progress."

04/15/2025
04/14/2025

ঈদের দিনে ঘুমের রাজ্য,
পহেলা বৈশাখে চলি সাজ্য।
সাদা পাঞ্জাবি, লাল টিপ পরে,
আমরা মেতে উঠি আনন্দ ঘরে

ঈদ মানে আরাম আর পহেলা বৈশাখ মানে আনন্দের সফর!

04/07/2025

দুনিয়ার সব ভোদাই একদিকে আর নিজের টাকায় কোক কিনে ফেলে দেওয়া ভোদাই আরেকদিকে।

04/05/2025

বর্তমানে আমরা যেভাবে রক্ত চাই, সেভাবে কেউ রক্ত দিতে চায় না।

আমরা শুধু পোস্ট দেই — "রক্ত লাগবে", একটা নাম্বার দিই, তারপর অপেক্ষা করি। কিন্তু বাস্তবে দেখা যায়, ৫% মানুষও এগিয়ে আসে না।
আমি নিজে শতাধিক মানুষের রক্তের ব্যবস্থা করেছি। কারও উপর ভরসা না করে, ফ্রেন্ডলিস্টের সবাইকে এক এক করে জিজ্ঞেস করেছি, রক্তের গ্রুপ কী। ফ্রেন্ডের ফ্রেন্ডদেরও জিজ্ঞেস করেছি।
কেউ রক্তের সাথে মিলে গেলে আবার ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি — "পারবে কি?"
রক্তদাতা জোগাড় করা থেকে রক্ত নিয়ে যাওয়া পর্যন্ত সব নিজের কাঁধে নিয়েছি।

আজকের সত্যিটা হলো — মানুষকে শুধু চাইলেই হয় না, চাইতেও জানতে হয়। কারণ আমি বুঝি, কাউকে “দাও” বললে কাজ হয় না, “দেওয়া লাগবে” বোঝাতে হয়।
আমাদের চাওয়াতেও সেই আবেগ, সেই জরুরি অনুভূতি থাকেনা, তাই মানুষও সহজে এগিয়ে আসে না।
তবে এখনো বিশ্বাস করি, সঠিকভাবে চাইলে এখনো অনেক মানুষ আছে যারা নিঃস্বার্থভাবে রক্ত দিতে প্রস্তুত।

কারণ রক্তের দরকার পড়লে, পোস্ট নয় — মানুষের দরজায় গিয়ে কড়া নাড়তে হয়।

04/03/2025

Every time January shows dreams, while December brings us back to reality.

Address

Toronto, ON

Website

Alerts

Be the first to know and let us send you an email when SakibXperience posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share