Daily Rays of Joy

Daily Rays of Joy I love to share random videos of my everyday life and thoughts with all of you to spread joy & happiness.
(5)

09/07/2024

☘️ কষ্ট

মানুষের জীবনের “কষ্টগুলো ” ছোট বড় বিচার করা ঠিক নয়। কারো কারো কাছে “ছোট একটা কষ্ট” আসলে অনেক সময় ভীষণ যন্ত্রণার কারণ হতে পারে, যদি সে ঐ কষ্টে অভ্যস্ত না হয়।

ধরুন, কারো আপন জন মারা গেছে কিন্তু সে এক সপ্তাহ পরেই স্বাভাবিক হয়ে গেছে, অথচ কারো দুই সপ্তাহের সম্পর্ক, ব্রেকআপ হয়েছে বলে মানতে পারছে না, প্রচণ্ড কষ্ট পাচ্ছে।
দুই জনার কষ্টের ধারণ ক্ষমতা আলাদা।

কষ্টের ধারণ ক্ষমতা কম থাকায় ব্রেকআপ বিষয়টি একজন মানতেই পারছে না অন্যদিকে প্রিয় জনকে হারানো মানুষটির কষ্টের ধারণ ক্ষমতা অনেক বেশি বলে, সে সামলে নিয়েছে।

কষ্টের কারণ ছোট হোক কিংবা বড় , সেটা মানুষ ভেদে প্রভাব ফেলে।

Happy Reading ❣️

08/07/2024

☘️ "অহংকার বা ইগো"

অহংকার বা ইগো” নামক অনুভূতিটা না থাকলে পৃথিবীটা আসলে আরও একটু সুন্দর হতো । সম্পর্কগুলো আরো একটু সহজ এবং সাবলীল হতো। ভালবাসাগুলো বেঁচে থাকত। অন্তত আত্মসম্মান আর ইগো এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, এইটুকু বুঝলেই অনেক বড় বড় সমস্যার সমাধান হয়ে যেত।

Happy Reading🌹

07/07/2024

☘️ "অনুভবের অন্তরালে"

অনুভূতি আছে বলেই বুঝতে পারি কোন ব্যাপারটা আঘাত করে আর কোনটা ভালবাসার সৃষ্টি করে মনকে শীতল করে। আবেগের অস্তিত্ব না থাকলে ভালবাসার সৃষ্টি হতো না। সব গল্প ভালবাসার সমীকরণ মেনে চলে না। কখনো কখনো অংকটা মিলে যায় না, পৃষ্ঠার পর পৃষ্ঠা এগোলেও কোন উত্তর আসে না অসমাপ্ত রয়ে যায়।"

Happy Reading 🌹

07/07/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

06/07/2024

☘️ "একটু ক্ষতি" ☘️

দেখবেন ক্ষতি সবসময় তারই হয় যে একটু বেশি ভালোবেসে ফেলে। যে একটু বেশি আবেগী হয়। যে সবকিছু সহজে মানিয়ে নেয়। যে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলে। যে একডাকে সাড়া দিয়ে দেয়। যে একটু মিষ্টি ব্যবহারে গলে যায়। যার রাগ ভাঙানো দারুণ সহজ ব্যাপার। যে সহজে ক্ষমা করে দেয়। যে সরল মনে বিশ্বাস করে।

ক্ষতি সবসময় তার যে হিসেব করে ভালোবাসতে পারে না।

Happy Reading🌹

06/07/2024

☘️ আমার পেইজের টুকিটাকি লিখা আপনাদের পড়তে কেমন লাগে? খুব ভালো লিখতে পারি না কিছুটা চেষ্টা করি নিজের চিন্তা ভাবনা গুলোকে অলংকরণ করতে লেখনীর মাধ্যমে।

আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্টে।

শুভ রাত্রি।

সবাই ভালো থাকবেন।🌹

06/07/2024

☘️ সময়....

প্রথম দর্শনে যেমন একজন মানুষকে বেশ ভালো লাগতে পারে, তেমনি একজনকে বেশ অহংকারী ও মনে হতে পারে। তবে সময়ের সাথে সাথে প্রথম দর্শনে ভালো লাগা মানুষটাকে অচেনা লাগতে শুরু হতে পারে আবার যারে একদমই মনে ধরেনি ধীরে ধীরে তার প্রতি দৃষ্টিভঈী বদলাতে শুরু করে।

Happy Reading 🌹

05/07/2024

☘️" নিজস্বতা"

বেশিরভাগ সময়ই দেখা যায় আমরা আমাদের নিজস্বতাকে চিনি না বা বুঝি না। বুঝতে পারি না, আমরা কতটুকু ভার নিতে পারবো, কতটা পথ আরো হাঁটতে পারবো, কতটা আঘাত আরো সহ্য করতে পারবো - ঠিক ততক্ষণ পর্যন্ত বুঝি না যতক্ষণ না জীবন আমাদের ঐ পর্যন্ত নিয়ে যায়।

Happy Reading 🌹

শুভ সকাল।

04/07/2024



☘️ "নিজেকে দেখার দৃষ্টিভঙ্গি "

আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যদি দেখেন একটা মোটা, কালো কিংবা শ্যামলা চেহারার মানুষ অথবা শুকনো, চোখের নীচে কালি, মুখে কালো দাগ অমনে আপনার নিজেকে অসুন্দর মনে হবে।

সুন্দর বলতেই আমরা বুঝি এক কথায় ফর্সা, আর গঠন মোটাও না চিকন ও না মাঝামাঝি সুঠাম গড়ন। গায়ের রং
কালো কিংবা শ্যামলা হলেই দেখতে সুন্দর নয় এমন ভাবনায় আসে আমাদের মনে। অথচ ভেবে দেখেন মাথার চুল গুলো কিন্তু ঠিকই কালো সেটা কালো হওয়া স্বত্তেও আমাদের কুৎসিত লাগে না, কপালে কালো টিপকে আমাদের বেশ আর্কষণীয় লাগে কালো হওয়া স্বত্তেও, কেউ কেউ চোখের কোণ ঠেসে ওই কালো কাজলই দেয় চোখ দুটো সুন্দর দেখাতে।

তাহলে আমাদের মধ্যে এমন ভাবনা আসে কোথেকে যখন আমরা নিজেদের আয়না দেখি।

কারণ আয়না দাঁড়িয়ে আমরা যখন নিজেদের দেখি তখন চারপাশের মাধ্যমগুলো থেকে শেখা সৌন্দর্যের মাপকাটিগুলো দিয়ে বিচার করি বলেই নিজেকে আমাদের কুৎসিত লাগে।

যদি নিজেকে ভালবাসতে জানতাম, নিজের যা আছে তাই নিয়েই তুষ্ট থাকতাম তাহলে আয়না দাঁড়িয়ে থাকা মানুষটি যেমনি হোক না কেন পৃথিবীর সবচেয়ে সুন্দর মনে হতো।

নিজেকে সুন্দর ভাবতে শিখুন দেখবেন নিজেই নিজের প্রেমে পড়বেন।

Happy Reading ❣️

04/07/2024

"একাকীত্ব "

কেউ চলে গেলে কিংবা কেউ হারিয়ে গেলেই মানুষ একা হয় না। মানুষ একা হয়ে যায় যখন সে কোন বিপদে পড়ে। যে বিপদে সে সবকিছু হারিয়ে ফেলে, যে বিপদে সে নিঃস্ব হয়ে যায়, যে বিপদে সে বুঝতে পারে, মানুষের চেয়ে স্বার্থপর প্রাণী আর একটিও নেই।

আসলে দেখা গেলে মানুষ সর্বদাই একা, এটা বুঝতে পারে তখনি যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, সেদিন মানুষ টের পায় আসলেই তার কেউ নেই।

এই পৃথিবীতে অনেক একা মানুষ আছে, তবে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া মানুষের চেয়ে একা আর কেউ নেই।

Happy Reading ❣️

Happiness is a choice.এই পৃথিবী আরাম আয়েশের নয়, সুখের জায়গা নয়। এখানে কোনকিছুই জাদুর মতো হয়ে যায় না। বেঁচে থাকা মানেই ক...
04/07/2024

Happiness is a choice.

এই পৃথিবী আরাম আয়েশের নয়, সুখের জায়গা নয়। এখানে কোনকিছুই জাদুর মতো হয়ে যায় না। বেঁচে থাকা মানেই ক্রমাগত বিভিন্ন বিপদ আর পরীক্ষার মধ্য দিয়ে যাওয়া।
এই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে সুখ খুঁজে নিবেন সেটা আপনার উপর।

তাই বললাম Happiness is a choice. আমিও ক্রমাগত শিখছি অনুভব করার চেষ্টা করছি। ব্যর্থতাকেও ভালবাসার চেষ্টা করছি, ব্যর্থতার মাঝে নিজেকে বুঝিয়ে চলেছি যা হয় সব সময় ভালোর জন্যই হয়। হতাশাকে জয় করার চেষ্টায় আছি, কারণ জীবন একটাই এবার এটাকে হতাশায় ডুবে উপভোগ করব না, হেসে খেলে উপভোগ করব সেটা আমারই উপর। ওই যে বললাম its a choice.

অল্প আর সাধারণ কিছুর মাঝেই সুখ খুঁজে নিতে হয়।

শুভ সকাল।❣️

Daily Rays of Joy

Shout out to my newest followers! Excited to have you onboard! Sakib Al Hasan, Azibor Rahman, Md Hasan, Sk Riabul Ali, F...
02/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Sakib Al Hasan, Azibor Rahman, Md Hasan, Sk Riabul Ali, Faiyg Ahammid Faiyg Ahamid, Faruk Ahmmed, Asma Hossen, Salim Reza, Riyad Rose, Priyanka Samanta, RX Sabbir Nobab

01/07/2024

রাসেল ভাইপারের দিন বোধ হয় শেষ এখন আম কাঁঠালের দিন শুরু। নিউজফিডে শুধু আম আর কাঁঠাল।

🎉 Facebook recognized me as a top rising creator this week!
01/07/2024

🎉 Facebook recognized me as a top rising creator this week!

Good morning...
30/06/2024

Good morning...

3 idiots এই সিমেমা যতবারই দেখি ততই ভালো লাগে। এই সিনেমা নিয়ে বলার মতো অনেক কিছুই আছে  তবে আমি বলতে চাই বন্ধুত্ব নিয়ে। জী...
30/06/2024

3 idiots
এই সিমেমা যতবারই দেখি ততই ভালো লাগে। এই সিনেমা নিয়ে বলার মতো অনেক কিছুই আছে তবে আমি বলতে চাই বন্ধুত্ব নিয়ে। জীবনে আসলে ডজন খানেক বন্ধু লাগে না চার পাঁচেক বন্ধ থাকবে তাদের উপর ভরসা করতে পারবেন। এমন বন্ধু থাকবে যাদেরকে ফোন করতে ঘড়ির কাটার দিকে তাকাতে হবে, সংকোচ ছাড়াই মনের কথা বলা যাবে। যাদের সাথে রাগ কি ঝগড়া কি এসব মনে হবে ধুর কিসের আবার রাগ। জড়িয়ে ধরে মিষ্টি হাসি হেসে বলবে রাগ করিস নে বড্ড ভালবাসি।

যারা সর্বদাই পাশে থাকবে, বছরে একবার কথা হলেও মনে হবে এখন ও সেই আগের মতই আছে সব। এমন বন্ধু থাকবে না পারলেও টেনে ধরে কাজ করাবে, হতাশ থাকলেও বলবে এইটা আবার কি যতদিন বেঁচে আছিস তোকে করতেই হবে।

এমন সব বন্ধু যে যেখানে আছে ভালো থাকুক।❤️

Good morning all😇😇😇
30/06/2024

Good morning all😇😇😇

I've received 1,700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
29/06/2024

I've received 1,700 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

I am healthy, I am not sick. Grateful for this day to almighty. Good morning to all...
29/06/2024

I am healthy, I am not sick. Grateful for this day to almighty.

Good morning to all...

পূর্ণিমার রাত।আকাশের রূপালী সৌন্দর্য। আকাশকে এত অপরূপ সাজে সজ্জিত হতে দেখা যায় পূর্ণিমার রাতেই শুধু। আমার ভীষণ ভালো লাগে...
28/06/2024

পূর্ণিমার রাত।

আকাশের রূপালী সৌন্দর্য। আকাশকে এত অপরূপ সাজে সজ্জিত হতে দেখা যায় পূর্ণিমার রাতেই শুধু। আমার ভীষণ ভালো লাগে এই রাত উপভোগ করতে। নিজেকে কোন ভাবেই একটা ছবি তোলা থেকে বিরত রাখতে পারি না। বিভিন্ন সময়ে তোলা পূর্ণিমা রাতের ছবি।

শুভ রাত্রি। ❤️❤️❤️

ইহাই বাকি ছিল 😜😜😜
27/06/2024

ইহাই বাকি ছিল 😜😜😜

27/06/2024



একজন পাত্রী খবরের কাগজে বিজ্ঞাপন দিয়েছে বোনলেস পাত্র চাই। আমি ভাবলাম বোনলেস বলতে কি হাড় ছাড়া বোঝালো কিন্তু তা কি করে হয়।

পরে অনেক ভাবনার পর বুঝলাম ননদ ছাড়া পাত্র চাই তার।🤭

আমরা সবসময়ই বিভোর ভাবনায় ডুবে থাকি সমাজের মানুষ কি বলবে? 🤔তাই না! অথচ এই সমাজের মানুষই আপনি মরে যাবার পর পরই আপনার নাম ...
27/06/2024

আমরা সবসময়ই বিভোর ভাবনায় ডুবে থাকি সমাজের মানুষ কি বলবে? 🤔তাই না!
অথচ এই সমাজের মানুষই আপনি মরে যাবার পর পরই আপনার নাম ও আর মুখে আনবে না বলবে লাশ। তাই যার বলার সে বলবেই কারণ তার কাজই হলো বলা। করলেও বলবেআর না করলেও বলবে। কে কি বলল তা নিয়ে না ভেবে নিজেকে ভালবাসুন, নিজের জন্য বাঁচুন। আপনার জীবনটা নিয়ে আপনাকেই সব ঝ্ক্কি ঝালেমা পোহাতে হবে অন্য কেউ আপনার হয়ে কাজটা করবে না।

শুভ সকাল।

My husband went for grocery as it is summer here he bought ice cream for me.Ice-cream my favourite 🥰🥰🥰.
26/06/2024

My husband went for grocery as it is summer here he bought ice cream for me.

Ice-cream my favourite 🥰🥰🥰.

26/06/2024

বাবা মায়ের পর যদি কেউ চায় আপনি অসুস্থ না হন সেটা হচ্ছে আপনার অফিসের বস।।।🤭🤭🤭

Mental Health/ মানসিক স্বাস্থ্যআমরা সবাই নিজেরা নিজেদের অনেক ভালবাসি। নিজের কোন ক্ষতি আমরা সজ্ঞানে করি না। তাহলে কিভাবে ...
25/06/2024

Mental Health/ মানসিক স্বাস্থ্য

আমরা সবাই নিজেরা নিজেদের অনেক ভালবাসি। নিজের কোন ক্ষতি আমরা সজ্ঞানে করি না। তাহলে কিভাবে সম্ভব একজন মানুষ তার নিজের হাতে নিজের জীবনটাই শেষ করে দেয়। এটাই আমরা এই ২০২৪ সালেও বুঝতে পারি না বা বুঝতে চাই না।

আমাদের শরীরে কোন রোগ ব্যধি হলে যেমন আমরা একটা ডাক্তারের কাছে যাই তেমনি মন ও রোগে আক্রান্ত হয় যখন আমাদের সাহায্যের প্রয়োজন হয়, কাউন্সিলিং এর দরকার হয়। তবে এই কাউন্সিলিংকে আমরা বলি পাগলের চিকিৎসা নিচ্ছে। বিষণ্নতা ও যে একটা রোগ এবং বেশ ভয়াবহ রোগ সেটা এখন ও আমরা জানি না, বুঝি না।

কেউ বিষন্নতায় মারা গেলে আমরা খুব সহজেই বলি এটা কেন করলো, এগুলো কোন সমাধান নয়। সমাধান নয় এটা আমরা যারা খুব যুক্তি দিয়ে বুলি আওড়াতে থাকি তারা যখন শুনি কাছের কোন বন্ধু,পরিবারের কেউ বা আত্মীয়ের মধ্যে কেউ বলে আমার কিছু ভালো লাগে না, কোন কাজ করতে মন চায় না, বিষন্ন লাগে তখন এই তারাই বলবে আরে ঠিক হয়ে যাবে কোথাও থেকে ঘুরে আসো, হাসির সিনেমা দেখো, একটা ভালো বই পড়ো এসব বলে থাকি। পাত্তাই দেই না ভাবি এসব মনের ভুল কারণ বিষন্নতাও যে একটা মানসিক ব্যধি এটা আমরা জানি না। এখন অবধি বুঝি না।

উন্নত বিশ্বে মানসিক স্বাস্থ্যের উপর খুবই গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কোন ছাত্র/ছাত্রীর সাহায্য লাগলে তার জন্য কাউন্সিলিং এর ব্যবস্হা করা হয়। তার ক্রেডিট কমিয়ে তাকে সাহায্য করা হয় যেন সে কাটিয়ে উঠতে পারে।অফিসে ছুটির ব্যবস্হা থাকে যদি কোন কর্মচারি বিষন্নতায় ভোগে এছাড়াও ২৪/৭ সার্ভিস ও থাকে কথা বলার জন্য যাদের সাহায্য প্রয়োজন তারা চাইলে কথা বলতে পারে। এই সার্ভিস গুলো থাকে কারণ দেখা যায় আমরা কেউ কারোর কথা শুনার মতো সময় বের করি না।

মানসিক স্বাস্থ্য খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ আপনার কাছে সাহায্য চাইতে আসে তার কথা শুনুন তাকে থামিয়ে দিবেন না তাকে বলতে দিন, সাহায্য করুন। শুধুমাত্র ঘুরে আসলেই এই রোগ ভালো হয় না। কাউন্সিলিং দরকার হয়, কথা গুলো বলার জায়গায় লাগে। কিছুদিন আগে রবীন্দ্র সংগীত শিল্পী মোহাম্মদ সাদি বিষন্নতায় ভুগে মৃত্যুবরণ করেছেন। এ ব্যাপারটাও আমরা কেউ বুঝিনি ভাবছিলাম মানুষ মরবে ক্যানসারে বিষন্নতায় ও কি মানুষ মরে। এটাও শরীরের অন্যান্য রোগের মতোই রোগ। সবাই পারে না বিষন্নতাকে জয় করতে। তাই এসব ব্যাপার গুলো বুঝতে শিখুন, এসব বিষয় নিয়ে পড়েন, জানেন আর সাহায্য করেন যাদের সাহায্য প্রয়োজন। আর যাদের সাহায্য দরকার আপনার কাউন্সিলিং করার নিজের মনের কথা গুলো বলুন আপনার কেমন লাগে সেটা প্রকাশ করুন।

Mental Health is a crucial thing to nurture with care and empathy. ❤️❤️

Shout out to my newest followers! Excited to have you onboard! Monira Tabassum, Sima Pramanik, Zia Zia, Tapas Mondal, An...
25/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Monira Tabassum, Sima Pramanik, Zia Zia, Tapas Mondal, Anwar Babu, MD Babu, সত্যের পথে সব সময়, Smsojibislam Akib, Md Raj, Md Jalal

25/06/2024

টাকার যেমন ইনফ্লেশন হয়, তেমনি
বয়স হলে সময়ের ইনফ্লেশন হয়!

ত্রিশ পয়ত্রিশ পেরুলেই দেখবেন কি করে হাওয়াই মিঠাই হয়ে গেছে দিনটা!

কি দ্রুত সপ্তাহ যায়, মাস যায়, বয়স চলে যায়!

চোখ খুলতেই দেখবেন কতগুলো পরিচিত মানুষ মরে গেছে, সদ্য হাটতে শেখা যে শিশু দেখে এসেছেন ক দিন আগে তার বিয়ের নিমন্ত্রণ পত্র এসেছে!

চোখ খুলতেই দেখবেন শহর বদলে গেছে,
বাড়ি ভেঙে গেছে, চারদিকে নতুন সমস্ত মানুষের দল, তাদের উৎসব তাদের জীবন!

এসবের মাঝে, সবার অলক্ষ্যে আপনার বেলা ফুরিয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে।

If I take small steps towards loving myself everyday. Then in a year I will be the greatest lover of my life.
25/06/2024

If I take small steps towards loving myself everyday. Then in a year I will be the greatest lover of my life.

25/06/2024

পেইজে দ্রুত সেট আপের জন্য করণীয়:

Address

Birmingham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Rays of Joy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Daily Rays of Joy:

Videos

Share


Other Birmingham media companies

Show All

You may also like