
07/04/2023
|| দীর্ঘ প্রতীক্ষার অবসান ||
ভারতের প্রথম জলের তলায় মেট্রো - কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর (লাইন ২) ট্রায়াল রান শুরু হতে চলেছে ৯ই এপ্রিল (রবিবার থেকে)।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অব্দি ৪.৮ কিমি অংশটির ট্রায়াল শুরু হবে।
এই অংশে স্টেশন হবে ৪টি:
- হাওড়া ময়দান
- হাওড়া (ভারতের গভীরতম মেট্রো স্টেশন)
এরপর লাইনটি হুগলী নদীর জলের তলায় সুড়ঙ্গে প্রবেশ করবে। তারপর:
- মহাকরণ (কলকাতার অফিস পাড়া বিবাদী বাগ)
- এসপ্ল্যানেড (উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড মেট্রোর সাথে সংযুক্ত হবে)
সবকটি স্টেশনের কাজ ও প্রায় সম্পূর্ণ। প্রতিটি ষ্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ও বসানো হয়ে গেছে।
পরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশটির কাজ সম্পূর্ণ না হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ময়দান - এসপ্ল্যানেড অংশটি যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিতে চাইছে।
আর কিছু সময়ের অপেক্ষা, এরপর হাওড়া স্টেশনে নেমে কলকাতার যেকোনো প্রান্তে যাওয়ার জন্য আর বাস, ট্যাক্সির জন্য আর হয়রানি নেই। একদম মেট্রো করেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।
© Credits: জিতবে বাংলা - Jitbe Bangla