News Lalgola। খবর লালগোলা

News Lalgola। খবর লালগোলা সবার আগে,সঠিক খবর।

|| দীর্ঘ প্রতীক্ষার অবসান ||ভারতের প্রথম জলের তলায় মেট্রো - কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর (লাইন ২) ট্রায়াল রান শুরু হতে...
07/04/2023

|| দীর্ঘ প্রতীক্ষার অবসান ||

ভারতের প্রথম জলের তলায় মেট্রো - কলকাতার ইস্ট ওয়েস্ট মেট্রোর (লাইন ২) ট্রায়াল রান শুরু হতে চলেছে ৯ই এপ্রিল (রবিবার থেকে)।

হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অব্দি ৪.৮ কিমি অংশটির ট্রায়াল শুরু হবে।

এই অংশে স্টেশন হবে ৪টি:
- হাওড়া ময়দান
- হাওড়া (ভারতের গভীরতম মেট্রো স্টেশন)

এরপর লাইনটি হুগলী নদীর জলের তলায় সুড়ঙ্গে প্রবেশ করবে। তারপর:

- মহাকরণ (কলকাতার অফিস পাড়া বিবাদী বাগ)
- এসপ্ল্যানেড (উত্তর দক্ষিণ মেট্রোর এসপ্ল্যানেড মেট্রোর সাথে সংযুক্ত হবে)

সবকটি স্টেশনের কাজ ও প্রায় সম্পূর্ণ। প্রতিটি ষ্টেশনে স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর ও বসানো হয়ে গেছে।
পরের এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ অংশটির কাজ সম্পূর্ণ না হওয়ায় মেট্রো কর্তৃপক্ষ হাওড়া ময়দান - এসপ্ল্যানেড অংশটি যত তাড়াতাড়ি সম্ভব খুলে দিতে চাইছে।

আর কিছু সময়ের অপেক্ষা, এরপর হাওড়া স্টেশনে নেমে কলকাতার যেকোনো প্রান্তে যাওয়ার জন্য আর বাস, ট্যাক্সির জন্য আর হয়রানি নেই। একদম মেট্রো করেই পৌঁছে যাবেন আপনার গন্তব্যে।



© Credits: জিতবে বাংলা - Jitbe Bangla

01/04/2023

*✳️নতুন শিক্ষানীতিতে অনুমোদন দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা!*

ভারত সরকারের প্রস্তাবিত কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার অনুমোদনের পর, 36 বছর পর দেশে নতুন শিক্ষানীতি কার্যকর হয়েছে!
নতুন শিক্ষানীতি 2023-এর সবুজ সংকেত দিয়েছে মন্ত্রিসভা! 34 বছর পর শিক্ষানীতিতে পরিবর্তন এসেছে!
নতুন শিক্ষানীতির উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-
পাঁচ বছরের মৌলিক
1. নার্সারি @ 4 বছর
2. Jr KG @ 5 বছর
3. Sr KG @ 6 বছর
4.Std 1st @ 7 বছর
5. Std 2nd @ 8 বছর
তিন বছরের প্রস্তুতিমূলক
6. Std 3rd @ 9 বছর
7. Std 4th @ 10 বছর
8. Std 5th @11 বছর
তিন বছর মধ্য
9. Std 6th @ 12 বছর
10. Std 7th @ 13 বছর
11. Std 8th @ 14 বছর
চার বছরের মাধ্যমিক
12.Std 9th @ 15 বছর
13.Std SSC @ 16 বছর
14.Std FYJC @ 17 বছর
15.STD SYJC @18 বছর

বিশেষ বৈশিষ্ট্য:
★বোর্ড শুধুমাত্র দ্বাদশ শ্রেণীতে অনুষ্ঠিত হবে!
★বন্ধ থাকবে এমফিল, কলেজ ডিগ্রি ৪ বছরের!
■ 10th বোর্ড শেষ!
◆ এখন 5th পর্যন্ত শিক্ষার্থীদের শুধুমাত্র মাতৃভাষা, স্থানীয় ভাষা ও জাতীয় ভাষায় পড়ানো হবে! বাকি বিষয় ইংরেজি হলেও পড়ানো হবে বিষয় হিসেবে!
● আগে দশম বোর্ড পরীক্ষা দেওয়া বাধ্যতামূলক ছিল, যা এখন হবে না!
★ নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হবে! 5+3+3+4 সূত্রের অধীনে স্কুলিং পড়ানো হবে!
যেখানে কলেজের ডিগ্রি হবে 3 ও 4 বছরের! মানে স্নাতকের প্রথম বর্ষে সার্টিফিকেট, দ্বিতীয় বর্ষে ডিপ্লোমা, তৃতীয় বর্ষে ডিগ্রি!
◆ 3 বছরের ডিগ্রী তাদের জন্য যারা উচ্চ শিক্ষা নিতে চান না! অন্যদিকে, উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের 4 বছরের ডিগ্রি করতে হবে! ৪ বছরের ডিগ্রিধারীরা এক বছরে এমএ করতে পারবে!
●এমএ শিক্ষার্থীরা এখন সরাসরি পিএইচডি করতে পারবে!
★ শিক্ষার্থীরা এর মধ্যে অন্যান্য কোর্স করতে পারবে! 2035 সালের মধ্যে উচ্চ শিক্ষায় মোট তালিকাভুক্তির অনুপাত 50 শতাংশ হবে!
অন্যদিকে, নতুন শিক্ষানীতির আওতায় কোনো শিক্ষার্থী যদি একটি কোর্সের মাঝখানে অন্য কোর্স করতে চায়, তাহলে সীমিত সময়ের জন্য প্রথম কোর্স থেকে বিরতি নিয়ে দ্বিতীয় কোর্স করতে পারবে!
উচ্চশিক্ষায়ও অনেক সংস্কার করা হয়েছে!
সংস্কারের মধ্যে গ্রেডেড একাডেমিক, প্রশাসনিক এবং আর্থিক স্বায়ত্তশাসন ইত্যাদি অন্তর্ভুক্ত! এছাড়া আঞ্চলিক ভাষায় ই-কোর্স চালু করা হবে! ভার্চুয়াল ল্যাব তৈরি করা হবে!
একটি ন্যাশনাল এডুকেশনাল সায়েন্টিফিক ফোরাম (NETF) শুরু করা হবে! দেশে 45 হাজার কলেজ রয়েছে!
● সকল সরকারি, বেসরকারি, গণ্য প্রতিষ্ঠানের জন্য অভিন্ন নিয়ম থাকবে!

ধর্মেন্দ্র প্রধান
শিক্ষামন্ত্রী
ভারত সরকার!





*অবশেষে ৯ এপ্রিল চালু হচ্ছে হাওড়া-শিয়ালদহ মেট্রো, দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, তৈরি হবে নতুন ইতিহাস, শিয়ালদহ থেকে বাসে কর...
30/03/2023

*অবশেষে ৯ এপ্রিল চালু হচ্ছে হাওড়া-শিয়ালদহ মেট্রো, দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে, তৈরি হবে নতুন ইতিহাস, শিয়ালদহ থেকে বাসে করে ভীড়-গ্যাঞ্জাম পেরিয়ে হাওড়া স্টেশন যেতে হবে না ভেবেই ভালো লাগছে..( #কেন্দ্র_সরকারকে ধন্যবাদ পশ্চিমবঙ্গকে আরো একটা সুন্দর উপহার দেওয়ার জন্য।)*

কৃষ্ণপুর এবং লালগোলা রেল স্টেশনের মাঝে কৃষ্ণপুর মাঠ সংলগ্ন যে রেলগেটটি আছে সেটি কিছুদিনের মধ্যে পাকাপাকিভাবে বন্ধ হতে চল...
28/03/2023

কৃষ্ণপুর এবং লালগোলা রেল স্টেশনের মাঝে কৃষ্ণপুর মাঠ সংলগ্ন যে রেলগেটটি আছে সেটি কিছুদিনের মধ্যে পাকাপাকিভাবে বন্ধ হতে চলেছে।
যদি এমন হয় তাহলে সাধারণ জনগণ অনেক হয়রানীর শিকার হবে।


21/03/2023

চাঁদা না দেয়ায় কারণে,ক্ষমতার জোর দেখিয়ে নিরীহ মানুষদের অপর জোর করে কি করে চাঁদা আদায়।
ঘটনাটি সামসেরগঞ্জের।



13/03/2023

Global glory for RRR🇮🇳

And the Oscar goes to… 👏🙌



10/03/2023

প্রতিবাদে সামিল শিক্ষার্থী থেকে শুরু করে সকল সরকারি কর্মীরা।

📽️সংগৃহীত


যেমন কথা তেমন কাজ।স্টাফ রুম এসে সকলের সামনে শিক্ষককে হুমকি দিয়েছিল। তারপর ভিড় বাসে সকলের সামনে শিক্ষকের উপর চলে অত্যাচ...
05/03/2023

যেমন কথা তেমন কাজ।
স্টাফ রুম এসে সকলের সামনে শিক্ষককে হুমকি দিয়েছিল। তারপর ভিড় বাসে সকলের সামনে শিক্ষকের উপর চলে অত্যাচার।
এখনো সময় আছে শিক্ষকদের হাতে সেই বেতটা ফিরিয়ে দিন,নইলে পরিস্থিতি আরো খারাপ পর্যায়ে চলে যাবে।

শিক্ষককে হুমকি দেওয়ার ভিডিওটির লিংক 👇👇
https://fb.watch/j3VNdAt9F2/

03/03/2023

শিক্ষার্থীর রেসের মুখে শিক্ষক, স্কুল গেটের বাইরে বেরোলেই কেলাবো,শিক্ষককে প্রচন্ড হুমকি ছাত্রের, তারপর যা হলো👇👇




বেথুয়াডহরিতে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য knj - lgl শাখায় 5 মার্চ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রিত হবে।বেলডাঙা স্টেশনের ক...
02/03/2023

বেথুয়াডহরিতে ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের জন্য knj - lgl শাখায় 5 মার্চ কিছু ট্রেন বাতিল ও নিয়ন্ত্রিত হবে।বেলডাঙা স্টেশনের কাছে পাওয়ার ব্লক থাকার কারণে বেশ কিছু ট্রেন লালগোলা পর্যন্ত এবং লালগোলা থেকে বাতিল আছে।
ওই দিন লালগোলা স্টেশন থেকে শেষ ট্রেন সকাল ৭:২৫ লালগোলা-শিয়ালদহ প্যাসেঞ্জার। এর পর বিকেল ৪:৪৫ এর হাজারদুয়ারী ২ঘণ্টা দেরীতে সন্ধ্যে ৬:৪৫ এ লালগোলা থেকে ছাড়বে।
সকালে হাজারদুয়ারী এক্সপ্রেস শেষ ট্রেন আসবে লালগোলা পর্যন্ত। এর পর ০৩১৮৩ শিয়ালদহ থেকে ১২:৪০ এর পরিবর্তে ২:৪০ এ ছাড়বে, যেটি লালগোলা পর্যন্ত আসবে।
আরও বিস্তারিত ছবিতে দেওয়া আছে।

27/02/2023

আজ 02:17 p.m নাগাদ নতুন ময়নাগুড়ি এবং নতুন দোমোহনি স্টেশনের মাঝখানে হঠাৎ করে একজন লোক রেললাইনে আত্ম হত্যা করার জন্য শুয়ে আছে, চালকের তৎপরতাই লোকটি প্রাণে বেঁচে যান।
কুর্নিশ জানাই চালককে 🙏

Score:-








প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়।
26/02/2023

প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ ভগবানকে ভুলে যায়।

Route - DIGHA to LALGOLA via KOLKATA.Via - Old Digha, Ramnagar, Balisai, Chaulkhola, Pichaboni, Contai, Nachinda, Henria...
23/02/2023

Route - DIGHA to LALGOLA via KOLKATA.

Via - Old Digha, Ramnagar, Balisai, Chaulkhola, Pichaboni, Contai, Nachinda, Henria, Bajkul, Chandipur, Norghat, Nandakumar, Nimtauri, Radhamoni, Mecheda, Kolaghat, Bagnan, Uluberia Checkpost, Panchla, Ranihati, Dhulagarh, Santragachi, Toll Plaza, Esplanade (Halt), Toll Plaza, Santragachi, Salap, Dankuni, Shaktigarh, Burdwan Station, Dewandighi, Norja More, Muratipur, Natunhat, Palitpur, Nutangram, Pirtala, Futisanko, Sundarpur, Bahadurpur, Koralitala More, Kuli, Khargram, Nagar, Sherpur, Panchgram, Moregram, Sekhdighi, Omarpur, Raghunathgunj, Jangipur, Panditpur.

SBSTC Digha Depot's Ashok Leyland Viking BS-III.
WB 39B 3859.

23/02/2023

বহরমপুর রাণিবাগানের, ভুয়ো ডাক্তার গোলাম মুস্তাফা, নিজেকে MD Gastroenterologist বলে নিজেকে পরিচয় দিত। আজ ধরা পড়ে গেছে। সিল করে দেয়া হলো রায়চৌধুরী নার্সিং হোম।







𝗣𝗥𝗜𝗡𝗖𝗘 🌈 ভরসা ট্রাভেলস✨𝗪𝗕_𝟱𝟳𝗕_𝟯𝟳𝟳𝟱 ✨𝗧𝗮𝘁𝗮 𝗠𝗼𝘁𝗼𝗿𝘀 𝗟𝘁𝗱 𝗧𝗮𝘁𝗮 𝗟𝗣 𝟭𝟱𝟭𝟮 𝗧𝗖 𝗕𝗦-𝟭লালগোলা 🌟 বর্ধমান𝗦𝗧𝗔 𝗣𝗘𝗥𝗠𝗜𝗧 ◽ [ফারাক্কা,মালদা মে...
16/02/2023

𝗣𝗥𝗜𝗡𝗖𝗘 🌈 ভরসা ট্রাভেলস

✨𝗪𝗕_𝟱𝟳𝗕_𝟯𝟳𝟳𝟱 ✨𝗧𝗮𝘁𝗮 𝗠𝗼𝘁𝗼𝗿𝘀 𝗟𝘁𝗱 𝗧𝗮𝘁𝗮 𝗟𝗣 𝟭𝟱𝟭𝟮 𝗧𝗖 𝗕𝗦-𝟭

লালগোলা 🌟 বর্ধমান

𝗦𝗧𝗔 𝗣𝗘𝗥𝗠𝗜𝗧 ◽ [ফারাক্কা,মালদা মেল]

🔵𝗩𝗜𝗔 👉জঙ্গিপুর , রঘুনাথগঞ্জ, মোড়গ্রাম, শেরপুর, পাঁচগ্রাম, নগর, কুলি, ফুটিসাকো, নতুনহাট, মুরাতিপুর, আলীনগর, নর্যা মোড়, খেতিয়া, বাজেপ্রতাপপুর, বর্ধমান স্টেশন মোড়, মেহেদিবাগান, কলেজমোড়, গোলাপবাগ মোড়, নবাবহাট বাসস্ট্যান্ড👈

⏰সময় সংলাপ⏰

🎈লালগোলা : ভোর 3:00
🎈নতুনহাট থেকে ছাড়ে : সকাল 7:40

🎈বর্ধমান থেকে ছাড়ে : সকাল 10:40
🎈নতুনহাট থেকে ছাড়ে : দুপুর 12:10

⭐লালগোলা থেকে ছাড়ার সময় কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ⭐

শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন।

আগামী 13/02/2023 তারিখে শিয়ালদহ-লালগোলা ডিভিশনের নৈহাটি থেকে কৃষ্ণপুরের মধ্যে ১৩০ কিমি / ঘন্টা গতিবেগের ট্রায়াল হবে । যা...
10/02/2023

আগামী 13/02/2023 তারিখে শিয়ালদহ-লালগোলা ডিভিশনের নৈহাটি থেকে কৃষ্ণপুরের মধ্যে ১৩০ কিমি / ঘন্টা গতিবেগের ট্রায়াল হবে । যা আগামী দিনে নিঃসন্দেহে খুশির খবর যাত্রাপথের সময় অনেক সাশ্রয় হবে এবং যাত্রীগণ খুব তাড়াতাড়ি নিজের গন্তব্যে পৌঁছবেন।



মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের আগে চাকরি যাচ্ছে 2700'র বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর।
10/02/2023

মাধ্যমিক - উচ্চ মাধ্যমিকের আগে চাকরি যাচ্ছে 2700'র বেশি শিক্ষক-শিক্ষাকর্মীর।

07/02/2023

তিনি 17 ঘন্টা ধ্বংসস্তূপের নীচে তার ভাইয়ের মাথা রক্ষা করেছিলেন এবং হাসিমুখে উদ্ধার পেয়েছে।

He saved his brother's head under the rubble for 17 hours and was rescued with a smile.





07/02/2023

🙏 Pray for Syria and Turkey 🙏

Video collected:-


অপারেশন থিয়েটারে নয় বেডেই অপারেশন হল বেগুনবাড়ি স্কুলের শিক্ষক সুভাষ চক্রবর্তী।আগামীতে আরো উন্নতমানের পরিষেবা আশা করি।...
06/02/2023

অপারেশন থিয়েটারে নয় বেডেই অপারেশন হল বেগুনবাড়ি স্কুলের শিক্ষক সুভাষ চক্রবর্তী।
আগামীতে আরো উন্নতমানের পরিষেবা আশা করি।



আপনি যা দেখছেন তা বোমা এবং যুদ্ধের পরের দৃশ্য নয়। এটি তুরস্কের হাটা শহরের একটি এলাকা, যেখানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।  ...
06/02/2023

আপনি যা দেখছেন তা বোমা এবং যুদ্ধের পরের দৃশ্য নয়। এটি তুরস্কের হাটা শহরের একটি এলাকা, যেখানে শক্তিশালী ভূমিকম্প হয়েছে।



আজকের আনন্দবাজার পত্রিকাতে (4/2/23)
04/02/2023

আজকের আনন্দবাজার পত্রিকাতে (4/2/23)

03/02/2023

অসভ্য সমাজের দুজন সভ্য ও সচেতন নাগরিক একসঙ্গে ট্রেন যাত্রা করছে।






Source:-

এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধরা পড়ল সাদা খাতার চাকরি।বর্তমানে কুমারপুর বিএনএম হাইস্কুলের গ্রুপ ডি কর্মী।নাম- নূর আলম স...
02/02/2023

এবার মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ধরা পড়ল সাদা খাতার চাকরি।
বর্তমানে কুমারপুর বিএনএম হাইস্কুলের গ্রুপ ডি কর্মী।
নাম- নূর আলম সেখ,
বাড়ি- দেবগ্রাম।

Signature টা wow না 😮 আর গোল গুলো wow wow!হ্যাঁ ইনি 2017 WB SSC গ্রুপ ডি পাশ ক্যান্ডিডেট।
01/02/2023

Signature টা wow না 😮 আর গোল গুলো wow wow!
হ্যাঁ ইনি 2017 WB SSC গ্রুপ ডি পাশ ক্যান্ডিডেট।



দেশ যদি 1 টাকা আয় করে ,তবে সেটা কোথা থেকে আসে।আর দেশ যদি এক টাকা খরচ করে সেটা কোথায় যায়।তার পরিমাণ এর শতকরা হিসাব 👇👇 ...
01/02/2023

দেশ যদি 1 টাকা আয় করে ,তবে সেটা কোথা থেকে আসে।
আর দেশ যদি এক টাকা খরচ করে সেটা কোথায় যায়।
তার পরিমাণ এর শতকরা হিসাব 👇👇








ঐক্যশ্রী স্কলারশিপের মেয়াদ বাড়ানো হয়েছে।শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন,হয়তো অনেকের কাজে লাগবে।
01/02/2023

ঐক্যশ্রী স্কলারশিপের মেয়াদ বাড়ানো হয়েছে।
শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন,
হয়তো অনেকের কাজে লাগবে।

01/02/2023

প্যান কার্ডের সাথে আধার লিঙ্ক করা বাধ্যতামূল।
প্যান কার্ড না থাকলে কি কি সমস্যা হবে ?

বিস্তারিত কমেন্ট বক্সে 👇👇

এদেরকে চিনে রাখুন।এদের থেকে সাবধানে থাকুন।
30/01/2023

এদেরকে চিনে রাখুন।
এদের থেকে সাবধানে থাকুন।



সবার ওপরে বেকারত্ব,আর তাহার নিচে ডিগ্রী সত্য।।সরস্বতী পুজো প্যান্ডেল, রণপুর, সিউড়ি।
28/01/2023

সবার ওপরে বেকারত্ব,
আর তাহার নিচে ডিগ্রী সত্য।।

সরস্বতী পুজো প্যান্ডেল, রণপুর, সিউড়ি।

25/01/2023

গতকাল বহরমপুরে পাইপ লাইনের কাজ চলাকালীন হঠাৎ মাটির ধস চাপা পড়ে মর্মান্তিক ঘটনা।
ঘটনা স্থলে একজন মৃত আর বাকি আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল এ চিকিৎসাধীন।

Video

বাইবেল কনভেনশন উপলক্ষ্যে জালালখালি হল্ট স্টেশনে কিছু  ট্রেনের সাময়িক স্টপেজ দেওয়া হবে।
24/01/2023

বাইবেল কনভেনশন উপলক্ষ্যে জালালখালি হল্ট স্টেশনে কিছু ট্রেনের সাময়িক স্টপেজ দেওয়া হবে।

23/01/2023

ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণপুরুষ, দেশনায়ক.. শুভ জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসু 🇮🇳 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
#তোমরা_আমাকে_রক্ত_দাও_আমি_তোমাদের_স্বাধীনতা_দেবো..

#দেশনায়ক_নেতাজি 🇮🇳🇮🇳 ্রণাম 🙏
িন্দ

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

নেতা তো একজন। বাকি সব অভিনেতা।
23/01/2023

নেতা তো একজন।
বাকি সব অভিনেতা।

দক্ষিণবঙ্গ পরিবহন।বাঁকুড়া হইতে লালগোলা,ওমরপুর,বহরমপুর,সাগরদিঘী বাস ছাড়িবার সময়সূচী।ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার...
22/01/2023

দক্ষিণবঙ্গ পরিবহন।
বাঁকুড়া হইতে লালগোলা,ওমরপুর,বহরমপুর,সাগরদিঘী বাস ছাড়িবার সময়সূচী।
ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন হয়তো অনেকের কাজে লাগতে পারে।

22/01/2023

🔥এই সপ্তাহে এই ৫ দিন খুলবে না ব্যাঙ্ক! ঘুরে আসার আগে জানে নিন তারিখগুলি👇

বিস্তারিত কমেন্ট বক্সে।

*_প্রথম দফায় TET-14-র 325 জন প্রার্থীর কাছ থেকে ১ লক্ষ করে নিয়েছিলেন । নিচের তৃতীয় প্যারায় "ই.ডি সূত্রে খবর........"👇Sc...
22/01/2023

*_প্রথম দফায় TET-14-র 325 জন প্রার্থীর কাছ থেকে ১ লক্ষ করে নিয়েছিলেন । নিচের তৃতীয় প্যারায় "ই.ডি সূত্রে খবর........"👇

Score:- #আনন্দবাজার

22/01/2023

*❇️হকি বিশ্বকাপে নিউজিল্যান্ড এর কাছে টাইবেকারে হেরে কোয়ার্টার ফাইনালে পৌঁছানোর আগেই বিদায় নিলেও ভারতীয় হকি দল।*

👤 বেসরকারি ভেন্ডার (No-1) ✅ এদের কোন বিরক্তি নেইসবসময় হাসিমুখে পরিসেবায় ব্যাস্ত। ✅ এদের কাছে খুচড়ার সমস্যা থাকে না। ✅...
22/01/2023

👤 বেসরকারি ভেন্ডার (No-1)
✅ এদের কোন বিরক্তি নেই
সবসময় হাসিমুখে পরিসেবায় ব্যাস্ত।
✅ এদের কাছে খুচড়ার সমস্যা থাকে না।
✅ হাতের স্পিড শব্দের গতিবেগকে হার মানাবে।
✅ একবার বললেই কানে শুনতে পায়।
✅ টিফিন চলাকালীনও কাজে ব্যাস্ত।
✅ ইনফরমেশন লাগলে সুন্দরভাবে বুঝিয়ে দেয়।
✅ কাউন্টারে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না।
খুব তাড়াতাড়ি লাইন এগিয়ে যায় ।
👤রেলের নিজস্ব টিকিট কাউন্টার (No - 2)
এখানের অভিজ্ঞতা আপনারাই কমেন্টে জানান****

Address

Murshidabad
Murshidabad
742148

Telephone

+919641945075

Website

Alerts

Be the first to know and let us send you an email when News Lalgola। খবর লালগোলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Lalgola। খবর লালগোলা:

Share


Other Media/News Companies in Murshidabad

Show All