02/03/2024
হঠাৎ করেই একদিন অনির্দিষ্ট কালের জন্য সবকিছু থেকে অনেক দূরে হারিয়ে যাবো
ফেসবুক,ম্যাস্নেজার, হোয়ার্টস অ্যাপ, ইন্সট্রাগ্রাম কোথাও আর আমায় খুঁজে পাওয়া যাবে না
মাঝে মাঝে মনে হয় সবাই "Taken for granted" হিসেবে নিয়ে নিয়েছে
হয়তো সবটা সহ্য করে নেই নয়তো মুখ বুঝে চুপ করে রই
একপ্রকার অভ্যস্ত হয়ে গেছি এমন
সত্যি বলতে ব্যক্তিগত জীবন নিয়ে কারো সাথে কোনো কিছু শেয়ার করা কিংবা কথা বলা কোনোটাই পছন্দ নয়
কারো কাছ থেকে অন্তত সহানুভূতি পাওয়ার জন্য হলেও না
হয়তো মাঝে মাঝে এজন্যই বড্ড হাঁপিয়ে উঠি
আর যেনো সহ্য করা যাচ্ছে না
যত বড় হচ্ছি ততই অতীতে ফেলে আসা যন্ত্রণা গুলোর কথা বারবার মনে হয়ে যাচ্ছে
কতকাল শান্তিতে ঘুম হয় না
কতকাল স্বস্তিতে নিঃশ্বাস ফেলা হয় না
কত যুগের দুঃখ গুলো যত্ন করে পুষে রেখেছি সেগুলোও কেউ ভাগ করে নিতে আসে না
সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে আর কত দেরি
আর কতযুগ অপেক্ষা করলে সফল হতে পারবো
জীবন থেকে বিদায় নিতে পারবো
নিজেকে মুক্তি দিতে পারবো
খুব সম্ভবত স্কুল জীবনের পর নিজেকে আর জীবিত বলে মনে হয় নি
এখন আমি বরাবরই একটা জীবিত লাশ মাত্র
সবকিছুই তার নিজ গতিতে চলছে কেবল মনটা অনেকদিন আগেই মারা গেছে
তাই এখন দুঃখ পেলেও কাঁদি না মন খারাপের গল্প গুলোও কাউকে শোনাই না
একেবারেই নিজের মধ্যে নিস্তব্ধ হয়ে পড়ে থাকি
সত্যি বলতে চোখের পানি গুলোও শুকিয়ে গেছে শত চেষ্টাও গাল বেয়ে পড়ে না
___আপন বলে কেউ চিরকাল থাকে না
একটা নিদিষ্ট সময়ের পর সবাই হারিয়ে যাবে 😔
ছবি সংগৃহীত