
09/07/2025
ফরহাদ নগর প্রতিনিধি >
# #সাইদুর রহমান মিলন এর পরিচিতি
এই সেই যুবদল নেতা যিনি দীর্ঘ ১৬ টি বছর এই জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল
স্বেচ্ছাসেবকদল প্রেমে পড়ে জেলা ইউনিয়ন এর সকল নেতাকর্মীদের নিয়ে দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। দলের যখন দুঃসময় যখন মানুষ রাজপথে নামতে সাহস পেতেন না ঠিক তখনই এই ব্যক্তিটি নিজের কথা না ভেবে পরিবারের কথা না ভেবে রাজপথে নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। আপনি ফরহাদ নগর ইউনিয়ন এর যাকেই জিজ্ঞেস করবেন যে দীর্ঘ দিন নেতাকর্মীদের নিয়ে কে সবচেয়ে বেশি কাজ করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন ছাত্র জনতা মনে অনায়াসে সকলে একটাই উত্তর দিবেন সাইদুর রহমান মিলন যিনি ছাত্রনেতা তৈরীর কারীগর। তার হাত ধরে তৈরী হয়েছে বহু ছাত্রনেতা যুব নেরা। তিনি তার মরণকে পরোয়া না করে এই জাতীয়তাবাদী সকল নেতাকর্মীদের নিয়ে পতাকা তুলে সামনের দিকে তার কর্মীদের নিয়ে সবসময় মাঠ মাতিয়েছেন সৈরাচারের বিরুদ্ধে কথা বলেছেন স্লোগান ধরেছেন। যার ফলে তাকে ৪৪টি মামলা হামলার শিকার হয়ে বহুবার জেল হাজতে যেতে হয়েছে। কিন্তু রাজনৈতিক মাঠ থেকে একদিনের জন্য ও সরে যাই নি। এবং ডান্ডাবেরী পেরিয়ে তাকে জেলে জীবনযাপন করা হয়েছে এবং রিমান্ডে অমানষিক অত্যাচারের কবলপ পড়তে হয়েছে। তবুও শহীদ জিয়ার আদর্শ ও জাতীয়বাদী বি এন পির সকল অঙ্গ সংগঠনর নাম মুছতে পারে নি। বরং প্রতিবারই আরও কঠোর হয়ে রাজপথে এই জাতীয়তাবাদী দলের স্লোগান ধরেছেন। সকল মানুষের যেকোনো ক্লান্তি লগ্নে নিজের সর্বস্ব দিয়ে মানুষের পাশে দাঁড়ান যার জ্বলন্ত প্রমাণ জুলাই এর আন্দলন আগস্টের বন্যা। ফেনী জেলা ফরহাদ নগর ইউনিয়ন এর মানুষ বলতে পারবে সাইদুর রহমান মিলন তাদের জন্য কি করেছেন। দিন রাত না ঘুমিয়ে পরিশ্রম করে পাহাড়া দিয়েছেন মানুষদের শেষ পর্যন্ত ছাত্র জনতা মনে করে তাদের লিডার তারেক রহমান। আগামী দিনে ফেনী জেলা ফরহাদ নগর ইউনিয়ন যুবদলের দায়িত্ব প্রকৃত নেতার হাতেই তুলে দিবেন। এবং অতীতে কে সর্বোচ্চ বিলিয়ে দিয়ে কতটুকু রাজপথে থেকেছেন তা পর্যবেক্ষণ করবেন। যদি সঠিক বিশ্লেষন হয় তাহলে ছাত্র জনতার নেতা সাইদুর রহমান মিলন এ হবেন আগামী দিনে ফেনী জেলা ফরহাদ নগর এর যুবদলের সভাপতি। এবং পুরো ফরহাদ নগর ইউনিয়ন ও সকল ওয়াড এর নেতৃবৃন্দ সাইদুর রহমান মিলন কে যুবদলের সভাপতি হিসেবে দেখতে চায় ফরহাদ নগর ইউনিয়ন এর সকল যুব সমাজ। তবেই যুবসমাজের প্রকৃত নেতা পাবেন। যুব সমাজ মনে করেন তাদের নেতা তারেক রহমান সঠিক ভাবে ও ফেনী জেলা যুবদল এর
নেতাকর্মী বিশ্লেষন করে মনে করে যুব সমাজ প্রাপ্য সম্মানটুকু দিবেন এটাই প্রত্যাশা ফরহাদ নগর ইউনিয়ন এর যুব সমাজ।